Abir Hossain

Abir Hossain দুঃখ গোপন বিষয়,
গোপন রাখতে হয়।
প্রকাশ করলে তা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়।

স্ট্রোক হলে কিভাবে বুঝবেন?খুব প্রয়োজনীয় একটি পোস্ট।।একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে...
11/02/2025

স্ট্রোক হলে কিভাবে বুঝবেন?
খুব প্রয়োজনীয় একটি পোস্ট।।
একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু ঠিক আছে, মেঝের টাইলসে তার নতুন জুতোর হীল বেঁধে যাওয়ায় তিনি পড়ে গিয়েছিলেন। কেউ একজন অ্যাম্বুলেন্স ডাকার কথা বললেও তিনি তাতে রাজি হলেন না।
সবকিছু ঠিকঠাক করে, পরিস্কার করে তিনি নতুন করে প্লেটে খাবার নিলেন। যদিও মনে হচ্ছিলো যেন তিনি একটু কেঁপে কেঁপে উঠছেন। অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়েই তিনি উপস্থিত থাকলেন। পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন করে জানালেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা ছয়টার সময় তিনি মা*রা গেলেন।
মূল যে ঘটনা ঘটেছিল, তা হলো- তার অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক হয়েছিল। সেখানে যদি কেউ জানতেন, কিভাবে স্ট্রোক সনাক্ত করা সম্ভব, তাহলে হয়তো ভদ্রমহিলা আজও বেঁচে থাকতেন।
সবাই যে মৃ*ত্যু*বরণ করে, তা নয়। অনেকের ঠাঁই হয় বিছানায়, সাহায্যহীন, ভারসাহীন মূমুর্ষূ অবস্থায়। মাত্র তিনটে মিনিট সময় নিয়ে এটা পড়ে ফেলুন।
বিশেষজ্ঞরা বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেওয়া যায়, তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে কিভাবে স্ট্রোক চেনা যায়, এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে নেয়া যায়।
স্ট্রোককে চিনুন...
সহজ তিনটি ধাপঃ- S T ও R... পড়ুন এবং জানুন!
মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ সনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর যখন ভয়ানক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয়জনটিই হয়তো বুঝতে পারছে না, কি অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে।
সহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার উপায়, সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুনঃ
S – Smile. রোগীকে হাসতে বলুন।
T – Talk. রোগীকে আপনার সাথে সাথে একটি বাক্য বলতে বলুন। উদাহরণঃ আজকের দিনটা অনেক সুন্দর।
R – Raise hands. রোগীকে একসাথে দুইহাত উপরে তুলতে বলুন।
এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয়, তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান। এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন। (রোগী বলতে স্ট্রোকের শিকার সন্দেহ করা ব্যক্তি বোঝানো হয়েছে)
সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে, রোগীকে বলুন তার জিহবা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে, বা অথবা যদি তা বেঁকে যেকোনো একদিকে চলে যায়, সেটাও স্ট্রোকের লক্ষণ। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান।
যদি আমরা সবাই-ই এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি, তবে আমরা একজনের হলেও জীবন বাঁচাতে পারবো। সুতরাং, আপনি শিখলেন- আপনার বন্ধু ও প্রিয়জনদেরও শেখান..!!

দুইজন একই গুনাহ করেছে। শাস্তি দুইজনের একই হতে পারত। কিন্তু হবে না। কেন?প্রথমজন গুনাহ করেছে, কিন্তু সে কাজের জন্য অনুতপ্ত...
11/02/2025

দুইজন একই গুনাহ করেছে।
শাস্তি দুইজনের একই হতে পারত।
কিন্তু হবে না।

কেন?

প্রথমজন গুনাহ করেছে, কিন্তু সে কাজের জন্য অনুতপ্ত হয়েছে।
গোপন রাখার চেষ্টা করেছে।
কিয়ামতের দিন আল্লাহ তা‘আলা তাকে সবার আড়ালে একান্তে জিজ্ঞেস করবেন, “তোমার কি এই এই গুনাহের কথা মনে আছে?”
সে বলবে, “হ্যাঁ আমার রব! আমি স্বীকার করছি।”

আল্লাহ তা‘আলা তখন বলবেন, “আমি দুনিয়াতে তোমার পাপ গোপন রেখেছিলাম আর আজকেও আমি তোমাকে ক্ষমা করে দিলাম।”
(বুখারি, হাদিস নংঃ ৪৪০৮)

আর যে নিজের গুনাহ প্রচার করে বেড়িয়েছে?
ফেইসবুকে In a relationship with X, Watching Y Movie, Listening to Z Track- লিখে বেড়িয়েছে, বন্ধুদের সাথে রসালো আলাপে গার্লফ্রেন্ডের সাথে কী কী করেছে তা বলেছে, ল্যাপটপে কয় জিবি পি-টাইপ জিনিসপত্র আছে তা স্বগর্বে বলে বেড়িয়েছে, তার ব্যাপারে কী বলা আছে?

রাসূল (সাঃ) বলেছেন, “আমার উম্মাতের মধ্যে মুজাহারা ছাড়া সকলকে ক্ষমা করা হবে।
মুজাহারা হচ্ছে সে ব্যক্তি, যে রাতে কোনো গুনাহ করেছে আর আল্লাহ তার অপকর্মকে গোপন রাখলেন।

কিন্তু লোকটি সকালে লোকদের ডেকে বলতে থাকল, ‘হে অমুক আমি রাতে এই এই… কাজ করেছি।’
রাতে তার রব তাকে গোপন করল আর সকালে সে আল্লাহর গোপন করা বিষয় প্রকাশ করে দিল।”
(বুখারি, হাদিস নংঃ ৫৭২১)

যারা গুনাহ প্রকাশ করে তাদের জন্য এমন ভয়াবহ শাস্তি কেন?

কারণ, একে তো তারা আল্লাহর বেঁধে দেয়া সীমার কোনো তোয়াক্কা করেনি, তারপর আবার মানুষকে ডেকে ডেকে সে গুনাহের কথা জানিয়েছে।
যেন আল্লাহকে মেসেজ দেয়া, “তোমার বিধানে যা ইচ্ছা থাকুক, I don’t care।”

শুধু যে সে নিজে গুনাহ কামাচ্ছে তা না, তার দ্বারা অনেকে এই খারাপ কাজটি করতে প্ররোচিত হতে পারে।
বন্ধুর কাছ থেকে বিশেষ সিরিজের নাম শুনে পরবর্তীতে নেটে সেটা খুঁজতে গিয়ে নীল জগতের অন্ধকারে হারিয়ে গেছে, এমন দৃষ্টান্ত বহু আছে।
বহন করার জন্য তো নিজেদের গুনাহ-ই যথেষ্ট।
কী দরকার আরেকজনের গুনাহ স্বেচ্ছায় বহন করা?

আমরা যদি রাস্তায় পথ চলতে চলতে জামা-কাপড় খারাপ করে ফেলি, তবে কি তা সবাইকে দেখিয়ে বেড়াই না আড়াল করার চেষ্টা করি?
আল্লাহকে অমান্য করা তো তার চেয়ে বেশি লজ্জার।
বেশি অপমানের।
কেন তা সবাইকে দেখিয়ে বেড়াতে হবে?

চায়ের সঙ্গী গুলাই আসল সঙ্গী❣️❣️
03/02/2025

চায়ের সঙ্গী গুলাই আসল সঙ্গী❣️❣️

Saikat Chowdhury   দাদার বোনের হলুদে আমরা❣️❣️
18/06/2024

Saikat Chowdhury দাদার বোনের হলুদে আমরা❣️❣️

09/06/2024

মানুষ একটা চেহারার পিছনে অনেকগুলো চেহারা লুকায়ে রাখে🎭🖤
met with them👌👌

কিছুই থাকে না শেষে;চলে গেলে পথিক, একা হয় পথদুপুর হলে দিন, ভুলে যায় সকালের শপথ।রাত্রির কাছে গাঢ় হওয়া আঁধার,দিনের আলোতে তা...
09/06/2024

কিছুই থাকে না শেষে;
চলে গেলে পথিক, একা হয় পথ
দুপুর হলে দিন, ভুলে যায় সকালের শপথ।
রাত্রির কাছে গাঢ় হওয়া আঁধার,
দিনের আলোতে তারও টিকে থাকা ভার।

কাকে তুমি কতটুকু পড়ো,
কতটা পড়ে কে তুমার?
মনে রাখো - সময় টা পর হয়ে গেলে
কেউ 'প্রিয়' থাকে না আর।

06/06/2024

আপনাকে সবাই বলবে 'আরে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে!'
কিন্তু আপনি ই জানেন আপনার রাতে ঘুম হয়না, সকাল বেলা ঘুম থেকে উঠে অসহায় লাগে! আপনি ই জানেন আপনার খেতে বসলে গলা দিয়ে খাবার নামেনা! আপনি ই জানেন আপনার মাঝেমধ্যে দম বন্ধ হয়ে আসে! আপনি ই জানেন আপনার কিভাবে প্রতিটা সেকেন্ড কাটে! দূর থেকে কেউ বুঝবেনা! যার সাথে হয়, সে ই বুঝে! আর কেউনা! 🙂🙂🙂🙂🙂

যোগ্য প্রার্থী শোভন ভাই আনারসের বিকল্প নাই০৫ জুন সারাদিন আনারস মার্কায় ভোট দিন
20/05/2024

যোগ্য প্রার্থী শোভন ভাই
আনারসের বিকল্প নাই
০৫ জুন সারাদিন
আনারস মার্কায় ভোট দিন

Life is a testGive it your best🤙
18/05/2024

Life is a test
Give it your best🤙

"আমার দেহখান" গানটা খুব বেশি খারাপ লাগলে শুনা হতো যখন বাংলা ব্যান্ডের গান গুলো ভালোবাসতে শুরু করলাম মানে গুলো বুঝতে শিখল...
11/05/2024

"আমার দেহখান" গানটা খুব বেশি খারাপ লাগলে শুনা হতো যখন বাংলা ব্যান্ডের গান গুলো ভালোবাসতে শুরু করলাম মানে গুলো বুঝতে শিখলাম বাংলা গানের প্রতি ভালোবাসা বাড়তে থাকা আর ভালো লাগার মধ্যে "আমার দেহখান" গানটার অবদান ছিল অন্যরকম। রাতে প্রায় এই গান শুনা হয় ,শুনার সময় কমেন্টে হাজারো মানুষের প্রিয় মানুষ হারানোর বেদনার মধ্যে আমার বেদনা খুঁজে পেতাম না। অনেক ইচ্ছা ছিল লাইভ কনসার্টে লক্ষ-কোটি শ্রোতার সাথে গলা মিলিয়ে বলবো -

"দেহপাশে কেউ কেঁদো না, গল্পগুলো রেখো অজানা!"

তা আর হলো না।এই গান বোধহয় আজকের জন্যই তৈরি করেছিলেন। ওপারে ভালো থাকবেন আহসান তানভীর পিয়াল ভাই,কিছুতেই মেনে নিতে পারছি না আপনার এই বিদায়, আমরা আপনাকে সারাজীবন আমাদের হৃদয়ে রাখবো। দেহখান থেকে যাবে হাজারো মানুষের হৃদয়ে।

Address

Chittagong
1580

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abir Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share