MR FiFerシ

MR FiFerシ কি অবস্থা চান্দু😎😁😁

এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের স্পোর্টস জগতকে কলঙ্কিত করছে। বাংলাদেশের আইকনিক ফ্যান শোয়েব আলীর উপর হামলার তীব্র নিন্দা জা...
11/06/2025

এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের স্পোর্টস জগতকে কলঙ্কিত করছে।
বাংলাদেশের আইকনিক ফ্যান শোয়েব আলীর উপর হামলার তীব্র নিন্দা জানাই।
আমি জানতে চাই বাংলাদেশ সেনাবাহিনী থাকা সত্ত্বেও কিভাবে এ ধরনের বর্বর রচিত হামলা হয়?
এ ধরনের নিরাপত্তা ঝুঁকি যদি থাকে বাংলাদেশে তাহলে বাংলাদেশের কোন আন্তর্জাতিক ম্যাচ ভবিষ্য থেকে হবে আর?
Shoyab Ali

🌙🕋 ঈদুল আযহার পবিত্র শুভেচ্ছা 🕋🌙রাসূলুল্লাহ (সা.) বলেছেন:"আদম সন্তান কুরবানির দিনে যে কাজই করে, তার মধ্যে আল্লাহর কাছে স...
07/06/2025

🌙🕋 ঈদুল আযহার পবিত্র শুভেচ্ছা 🕋🌙

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"আদম সন্তান কুরবানির দিনে যে কাজই করে, তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো কুরবানি করা। কিয়ামতের দিন সেই কুরবানির পশু তার শিং, লোম ও খুরসহ আসবে। কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই তা আল্লাহর কাছে পৌঁছে যায়। তাই খুশি মনে কুরবানি করো।"
(তিরমিযী, হাদিস: ১৪৯৩)

এই পবিত্র দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করি, যেন আমাদের আত্মা আরও পরিশুদ্ধ হয় এবং সমাজে ছড়িয়ে পড়ে ভ্রাতৃত্ব ও সহানুভূতির আলো।

আসুন, আমরা এই ত্যাগের শিক্ষা বাস্তবে ধারণ করি—নিজের ভেতরের অহংকার, গর্ব আর হিংসা কুরবানি দেই, ভালোবাসা আর দয়া বিলিয়ে দেই চারপাশে।

🤲 ঈদ মোবারক!
আপনার ও আপনার পরিবারের জন্য রইল ঈদের অফুরন্ত শুভেচ্ছা ও দোয়া।

#ঈদুলআযহা #হাদিস #ত্যাগেরঈদ

আসলেই 😲😲
01/04/2025

আসলেই 😲😲

আশ্চর্যজনক হলেও সত্যি ফ্রী ফায়ার খুব শিগগিরই বাংলাদেশের পোস্টার বয় এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে কোলাবরেশন করতে যাচ্ছে।

ঈদ মুবারক  😊আল বিদা মাহে রমাদান 😭
30/03/2025

ঈদ মুবারক 😊
আল বিদা মাহে রমাদান 😭

29/03/2025

আজ বিদায় নিল তারাবি,আগামীকাল ভোরে বিদায় নেবে সেহরি, সন্ধ্যায় বিদায় নিবে ইফতার, চাঁদ ওঠার মাধ্যমে বিদায় নেবে রহমতের মাস মাহে রমজান।

Tamim Iqbal  আপনি যে চিকিৎসাটা পেয়েছেন বাংলাদেশের সাধারণ জনগণ ওই চিকিৎসা টা পায়না। আপনি বাংলাদেশের ফেমাস ব্যক্তিত্ব তা...
28/03/2025

Tamim Iqbal আপনি যে চিকিৎসাটা পেয়েছেন বাংলাদেশের সাধারণ জনগণ ওই চিকিৎসা টা পায়না।
আপনি বাংলাদেশের ফেমাস ব্যক্তিত্ব তাই আপনাকে সর্বোচ্চ চিকিৎসা এবং গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণকে এ ধরনের সর্বোচ্চ চিকিৎসা এবং ফ্যাসিলিটি দেওয়া হয় না। বরং তাদের সাথে দুর্ব্যবহার এবং ব্যবসায়িক আচরণ করা হয়।
এবং আপনি নিজেও বিষয়টা সম্পর্কে অবগত আছেন একটু মনে করে দেখুন।
পরিশেষে
মহান আল্লাহ পাকের নিকট আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।

আপনাদের সবার দোয়ায় ও সর্বশক্তিমান আল্লাহর রহমতে এখন আমি বাসায়।

উথালপাথাল এই চারটি দিনে নতুন জীবন যেমন পেয়েছি, তেমনি আমার চারপাশকে আবিষ্কার করেছি নতুন করে। সেই উপলব্ধির সবটুকুতে মিশে আছে কেবল ভালোলাগা ও কৃতজ্ঞতা। আপনাদের সবার ভালোবাসার ছোঁয়া ক্যারিয়ারজুড়ে নানা সময়ই পেয়েছি। তবে এবার তা অনভুব করতে পেরেছি আরও তীব্রভাবে। আমি সত্যিই আপ্লুত।

বিকেএসপিতে আমার অসুস্থতার শুরু থেকেই অনেককে পাশে পেয়েছি তাৎক্ষণিকভাবে। ম্যাচ রেফারি দেবু দা (দেবব্রত পাল), বিকেএসপির চিকিৎসকরা এবং আরও যারা তখন ছিলেন সেখানে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার যে ভাই আমাকে দ্রুতগতিতে নিয়ে গেছেন হাসপাতালে, সবার প্রতি কৃতজ্ঞতা।

আমাদের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাব কীভাবে, আমার আসলে জানা নেই। আমি পরে জেনেছি, বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন যে, ডালিম ভাই ওই সময় সঠিকভাবে সিপিআর না দিলে হয়তো আমাকে বাঁচানো যেত না। উপযুক্ত মানুষকে উপযুক্ত সময়ে আমার পাশে রেখে আল্লাহ আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়েছেন।

মোহামেডানের সাপোর্ট স্টাফ ওয়াসিমের কথা না বললেও নয়। শুরু থেকে এখনও সার্বক্ষণিক সঙ্গী হয়েই আছে আমার।

কেপিজে হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মারুফ ও তার দক্ষ চিকিৎসক দল তাদের পেশাদারিত্ব আর আন্তরিকতার মিশেলে যেভাবে দ্রুততায় চিকিৎসা করেছেন, আমাদের দেশের চিকিৎসকদের মান ও কার্যকারিতাই ফুটে উঠেছে তাতে। আমি পরে শুনেছি যে, দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞরা বলেছেন, ডা. মারুফ ও তার দল মিরাকল ঘটিয়েছেন।

গোটা চিকিৎসা প্রক্রিয়ায় কেপিজে হাসপাতালের চিকিৎসক, সেবিকা থেকে শুরু করে যারা যে কোনোভাবে যতটুকু সম্পৃক্ত ছিলেন, সবাইকে হৃদয়ে লালন করব আজীবন। এই হাসপাতালে যতটুকু সময় ছিলাম, তাদের হৃদ্যতার পরশ অনুভব করে যাব সবসময়।

ঢাকা শহরের বাইরে ওই এলাকায় এতটা উঁচু মানের হাসপাতাল আছে, এতটা কুশলী চিকিৎসক দল ও স্টাফরা আছেন, দেশের চিকিৎসা ব্যবস্থার এগিয়ে চলার একটি প্রমাণ এটি। দেশজুড়ে নানা জায়গায় এর কাছাকাছি মানের হাসপাতাল যদি আরও কিছু থাকে, আমার মতো আরও অনেক মানুষের প্রাণ রক্ষা পেতে পারে।

ধন্যবাদের তালিকা আসলে শেষ হওয়ার নয়। আরও অনেকেই নানাভাবে সম্পৃক্ত ছিলেন, অনেকের কথা জানি, অনেকের কথা হয়তো জানি না। এতটুকু জানি, ধন্যবাদ পাওয়ার আশায় তারা কিছু করেননি। আমি তাদের ভালোবাসার ঋণে আবদ্ধ সারা জীবনের জন্য।

পুরোপুরি সেরে ওঠার পথ এখনও দীর্ঘ। আমাকে ও আমার পরিবারকে প্রার্থনায় রাখবেন। সবার জীবন সুন্দর ও শান্তিময় হোক।

ভালোবাসা সবার জন্য।

সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা🇧🇩🇧🇩
25/03/2025

সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা🇧🇩🇧🇩

ক্রাইসিস মোমেন্ট আসলেই মানুষের মধ্যে সিমপ্যাথি আর ইউনিটি তৈরি করে। যে সাকিব-তামিম দ্বন্দ্ব নিয়ে ২০২৩ থেকে এত আলোচনা হয়ে ...
24/03/2025

ক্রাইসিস মোমেন্ট আসলেই মানুষের মধ্যে সিমপ্যাথি আর ইউনিটি তৈরি করে। যে সাকিব-তামিম দ্বন্দ্ব নিয়ে ২০২৩ থেকে এত আলোচনা হয়ে আসছে, আজকে তামিমের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা অবস্থাটা হয়ত উপরে উপরে হলেও দুজনের সম্পর্কটা উষ্ণ করল। একটু আগে ফেসবুকে পোস্ট করে একসময়ের প্রিয় বন্ধু তামিমের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সাকিব আল হাসান।

সাকিবের বিশ্বাস কঠিন সময় ভালোভাবে পার করবে পরিবার
24/03/2025

সাকিবের বিশ্বাস কঠিন সময় ভালোভাবে পার করবে পরিবার

Get well soon Tamim Iqbal  🤲
24/03/2025

Get well soon Tamim Iqbal 🤲

Congratulations Shakib Al Hasan
20/03/2025

Congratulations Shakib Al Hasan

শুভ জন্মদিন Tamim Iqbal
19/03/2025

শুভ জন্মদিন Tamim Iqbal

Address

Chittagong

Telephone

+8801855534399

Website

Alerts

Be the first to know and let us send you an email when MR FiFerシ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MR FiFerシ:

Share