Hullah Vlog

Hullah Vlog বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলার ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য সবার সামনে তুলে ধরা আমার লক্ষ্য।

আমি ২০০৭ সালে ফ্রিলান্সিং এর প্রেমে পড়ি ২০০৯ সাল থেকে ফ্রিলান্সিং করে আসছি তার পাশাপাশি এই পেইজ চালানোর চেষ্টাতে লেগে আছি।

যাদের মুখে সব সময় হাসি ফুটানোর চেষ্টা করেছি, নিজের যৌ'বনে'র শ্রেষ্ট সময়টা উপার্জনের পিছনে ব্যয় করেছি, যাদের সব সময় নিজের...
19/10/2025

যাদের মুখে সব সময় হাসি ফুটানোর চেষ্টা করেছি, নিজের যৌ'বনে'র শ্রেষ্ট সময়টা উপার্জনের পিছনে ব্যয় করেছি, যাদের সব সময় নিজের চেয়ে বেশি সফল হিসেবে দেখতে চেয়েছি সেই তারাই সব সময় আমার মুখের হাসি কেড়ে নিতে চেয়েছিল হয়তো ভবিষ্যতেও চাইবে।

সেজন্যই বলিঃ

যে ভবিষ্যতের জন্য এতো হা'হাকা'র, এতো টে'নশ'ন, এতো চিন্তা কখনো কি চিন্তা করে দেখেছেন সেই ভবিষ্যতে যদি আপনিই না থাকেন?

সম্পর্কগুলোকে মধুর করুন আর সম্পর্কের মূল্য দিন। অন্তত আপনি না থাকলেও যেন আপনাকে মনে রাখার মতো কিছু মানুষ থাকে।

#মানুষ

18/10/2025

কষ্ট করলে কেষ্ট মেলে - আজকে বাপ ছেলের অর্জন

18/10/2025

সারাদিন ইলেক্ট্রিসিটি থাকবেনা তাই মাছ ধরার প্রস্তুতি

জীবন হলো এক বিশাল ক্যানভাস। সেখানে কখনও উজ্জ্বল রং থাকে, কখনও ধূসর। কখনও সবকিছু খুব সুন্দর, আবার কখনও অনেক কঠিন। কিন্তু ...
02/09/2025

জীবন হলো এক বিশাল ক্যানভাস। সেখানে কখনও উজ্জ্বল রং থাকে, কখনও ধূসর। কখনও সবকিছু খুব সুন্দর, আবার কখনও অনেক কঠিন। কিন্তু এই কঠিন আর সহজ মিলিয়েই জীবন সম্পূর্ণ হয়।

আমরা প্রায়ই ভাবি, জীবনটা যদি আরেকটু সহজ হতো, যদি কোনো সমস্যা না থাকতো! কিন্তু সমস্যাগুলোই আমাদের আরও শক্তিশালী করে তোলে। সেগুলো আমাদের শেখায় কীভাবে সামলাতে হয়, কীভাবে এগিয়ে যেতে হয়। বাস্তবতা হচ্ছে, সবকিছু সবসময় আমাদের ইচ্ছামতো হয় না। তাই, সেই পরিবর্তনগুলোকে মেনে নেওয়া এবং সেখান থেকে সেরাটা বের করে আনার চেষ্টা করাটাই আসল চ্যালেঞ্জ।

জীবন মানে শুধু সুখ নয়, দুঃখও জীবনের একটা অংশ। সবকিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখাটাই আসল শিল্প। আমরা যখন জীবনের কঠিন সময়গুলোতেও হাসতে পারি, তখনই আমরা জীবনের প্রকৃত সৌন্দর্যকে বুঝতে পারি।

জীবন একটা যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্ত নতুন কিছু শেখার সুযোগ নিয়ে আসে। আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত, কারণ সেগুলোই আমাদের সঠিক পথ দেখায়। আর জীবনকে ভালোবাসতে শিখলে, তার সবকিছুকেই সুন্দর মনে হবে।

#জীবন #সাফল্য #সফলতা

জীবনকে কেবল একগুচ্ছ ঘটনা হিসেবে না দেখে, একটি সুপরিকল্পিত প্রজেক্ট হিসেবে দেখুন। এই প্রজেক্টের প্রতিটি দিন একটি নতুন টাস...
31/08/2025

জীবনকে কেবল একগুচ্ছ ঘটনা হিসেবে না দেখে, একটি সুপরিকল্পিত প্রজেক্ট হিসেবে দেখুন। এই প্রজেক্টের প্রতিটি দিন একটি নতুন টাস্ক, প্রতিটি সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ অংশীদার, আর প্রতিটি চ্যালেঞ্জ একটি সমস্যা, যা আপনাকে সমাধান করতে হবে। আপনার লক্ষ্য শুধু বেঁচে থাকা নয়, বরং এই প্রজেক্টটিকে সফল করা।

যেমন একজন প্রজেক্ট ম্যানেজার তার লক্ষ্য অর্জনের জন্য ডেডলাইন, বাজেট ও রিসোর্স ম্যানেজ করে, ঠিক তেমনই আপনি আপনার জীবনের লক্ষ্য অর্জনের জন্য আপনার সময়, শক্তি এবং মেধা সঠিকভাবে ব্যবহার করুন। প্রতিদিনের ছোট ছোট জয়গুলোকে গুরুত্ব দিন। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো আপনার নিজের উপর। কারণ এই প্রোজেক্টের সফলতা নির্ভর করে আপনার নিজের ক্ষমতা, শেখার আগ্রহ এবং প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার ইচ্ছার উপর।

জীবনকে একটি প্রজেক্ট হিসেবে নিলে আপনি এর নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবেন। এটি আপনাকে প্রতিটি সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আপনাকে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।

#জীবন #প্রজেক্ট #শিক্ষা

নিজেকে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছি সেই কবে। এখন স্বপ্ন শুধু এদের সুন্দর একটা জীবন উপহার দেওয়া। আমার দুই সন্তান সবাই...
18/07/2025

নিজেকে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছি সেই কবে। এখন স্বপ্ন শুধু এদের সুন্দর একটা জীবন উপহার দেওয়া। আমার দুই সন্তান সবাই এদের জন্য দোয়া করবেন।

ভিডিও করা আমার নে শা!! #ভিডিওシ  #ছবি
28/05/2025

ভিডিও করা আমার নে শা!!

#ভিডিওシ #ছবি

বৃষ্টি আসার আগমুহূর্তে! #বৃষ্টি  #মেঘলা  #মেঘ  #আকাশ
25/05/2025

বৃষ্টি আসার আগমুহূর্তে!

#বৃষ্টি #মেঘলা #মেঘ #আকাশ

Address

Chittagong
4346

Alerts

Be the first to know and let us send you an email when Hullah Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hullah Vlog:

Share