
09/06/2023
আমাদের আবাসিক এলাকার পেছনের এলাকা গোয়াছি বাগান। এখানে ৩ মাস হচ্ছে ভাংগার কাজ চলছে। এটা সরকারি জায়গা,মেডিকেল স্টাফ কোয়ার্টার। এখন এ-ই বিশাল জায়গায় টা মেডিকেল এর কাজে লাগানো হবে। শুনেছি জরুরী বিভাগ থেকে শুরু করে আরো অনেক কিছু হবে। অনেক মানুষ থাকতো এখানে, হটাৎ দেখি সরকারি গাড়ি এসে ভাংতে শুরু করেছে সব কিছু। ছবি গুলো আমাদের বাসার ছাদ থেকে তুলেছি।
চট্টগ্রাম