
20/06/2025
লোভে পড়ে পয়সাওয়ালা ছেলে/মেয়ে দেখে বিয়ে করবেন না❌
প্রেম-ভালোবাসা, বিয়ের ক্ষেত্রে বংশ/ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। 👍
ধর তুমি ভাই মোখলেস উদ্দীন। পড়েছো প্রাইমারী স্কুলে, পাব্লিক ভার্সিটিতে। ছোটবেলায় শখ আল্লাদ বলে কিছুই তোমার ছিল না। সারাজীবন বাবা-মা র কাছে ফিজিকালি আর মেন্টালি এবিউসড হইছ। 🥺
কপাল কইরে এক ধনীর দুলালী সাদিয়ার সাথে তোমার বিয়ে হল।😱
সাদিয়ার বাবা-মা সাদিয়ার জন্য কোন কিছু করা বাকি রাখে নাই। সে যা চাইছে পাইছে। 🥰
এখন সাদিয়া তার বন্ধুদের সাথে হ্যাংআউটে গেলে তোমার খারাপ লাগে। কারণ তোমার ফ্যামিলিতে মেয়েদের এত খুশী দেখে তুমি অভ্যস্ত না। 🙁
সারাজীবন নিজের মা কে রান্নাঘরে পচতে দেখে তুমি অভ্যস্ত। তুমি বা তোমার মা কেউ ই চাবে না সাদিয়া রান্না না করে ঘুরে বেড়াক। 🧐
সাদিয়া যে নিজের মত থাকতে চায় এটাও তোমার ভাল লাগে না। কারণ, একে অন্যের পিছে আঙুল দেওয়াই তোমাদের পারিবারিক রীতি। 🙃
সাদিয়া ভাল থাকাটাকে তোমার মনে হবে স্বার্থপরতা। কেননা, নিজের ভালো চাওয়াটাকে তোমার ফ্যামিলিতে এভাবেই দেখা হয়।🥴
আসলে তোমার ও দোষ নাই। যে পাখি উড়তে পারে না সে উড়াটাকে পাপ না ভাবলে মানসিক শান্তি বিঘ্নিত হবে।🙁
এইকারণে বিসিএস ক্যাডার, ইউএস সিটিজেন, ডাক্তার-ইঞ্জিনিয়ার এসব দেখে বিয়ে দেওয়ার আগে, পরিবারটাও দেখবেন। পরিবার যদি ফকিন্নী মার্কা হয়, পাত্র/পাত্রী নিজ গুণে বিলগেটস হলেও কোথাও না কোথাও রিস্ক থেকে যায়।🥺
হুট করে দুইটা পয়সা বেশি কামানো যতটা কঠিন
জাতে ওঠা তার চাইতে শত গুণে কঠিন।👍
বাস্তব কথা গুলো অনেকেরই খারাপ লাগবে এটা স্বাভাবিক কারন কেও কারো জুতা পড়েনা সবার জুতার সাইজ সাথে জুতা পছন্দের মেন্টালিটি আলাদা আলাদা🙁