
16/08/2025
ছেলেটার নাম সুমন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমার খুব কাছের বন্ধু। যোগাযোগ ও সাংবাদিকতার বিভাগের ২০১৫-১৬ সেশনের একজন মেধাবী শিক্ষার্থী। অদম্য মেধাবী মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া এই ছেলেটি নিজের আয় এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া বৃত্তির টাকায় তার পড়াশোনার চালিয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে যখন সে চাকরির জন্য বেশ ভালোভাবেই প্রস্তুতি নিতে শুরু করে। জীবীকার তাগিদে চাকরির প্রস্তুতির পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি শুরু করে। গত ১৪ মে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে সুমনের সাথে দেখা হয় এবং সুমন তখনও জানতো না তার শরীলে দানা বেঁধেছে ম"রণঘাতী এক রো'গ।
কি'ডনী সংক্রান্ত জ'টিলতায় ভুগছে সুমন।
চি'কিৎসকরা যত দ্রুত সম্ভব ভারতে গিয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন। ভা'রতে গিয়ে চি'কিৎসার জন্য তার প্রায় ২৫ লক্ষ টাকার প্রয়োজন যা সুমনের পরিবারের পক্ষে একা বহন করা সম্ভব নয়। তাই পরিচিত সকলের কাছে আকুল আবেদন আপনাদের একটু সাহায্যই পারে একটি ছেলের জীবনকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে। তার জন্য যা বোঝা তা হয়তে আমরা অল্প অল্প কিছু দিলে সহজেই সমাধান হয়ে যাবে। যে কোন প্রকার দান বা সদকা আপনি পাঠিয়ে ছেলেটিকে সুস্থ করার জন্য হাত বাড়িয়ে দিতে পারেন অথবা নিজে সমর্থ না হলেও অন্য কোন মাধ্যম থেকে কোন আর্থিক সাহায্যের ব্যবস্থা করে দিতে পারলেও হয়তো ছেলেটির জীবন বেচে যেতে পারে।
বিপুল সম্ভাবনাময় এ তরুণ অর্থের অভাবে হারিয়ে যাক, তা আমি,আমরা কেউ চাই না।
আমরা সবাই এগিয়ে এলে ইনশাআল্লাহ সুমন সুস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলার অশেষ রহমতে, আমাদের সকলের সহযোগিতা ও দোয়ায় সুমন সুস্থ হয়ে উঠুক এবং দেশ ও জাতির কল্যাণে অসামান্য অবদান রাখুক।
#সাহায্য পাঠাতে চাইলে:
-------------------------------------------
বিকাশ/রকেট/নগদ:
01626993136
(সুমন)
#ব্যাংক একাউন্ট:
--------------------------
Sumon Ahamed
Dutch Bangla Bank
A/C No: 3347348463648
New Eskaton Branch, Dhaka.
:
---------------------------
https://www.gofundme.com/f/please-help-save-sumanhis-familys-only-hope-is-fading-away?attribution_id=sl:17c68e07-8852-4944-904e-b75d7bcd601e&lang=en_US&utm_campaign=man_ss_icons&utm_medium=customer&utm_source=copy_link&fbclid=IwQ0xDSwL1C59leHRuA2FlbQIxMAABHpBvxARn9ASFWUuRwX_sjsjZYnFPHXibpbSMIGbbJ_FlVKy6IxBIw_kd2VGv_aem_5BeiopbN9fRTNP-fkF679Q