হাটহাজারী প্রতিদিন নিউজ

হাটহাজারী প্রতিদিন নিউজ হাটহাজারী প্রতিদিন নিউজ

07/12/2025

দুনিয়ায় একটা জিনিসই নিশ্চিত, সেটা হলো মৃত্যু, কিন্তু তার সময়, তার মুহূর্ত — কেউ জানে না।

ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কামাল_পাড়া_যুব_সংঘ এর আসন্ন কার্যকরী পরিষদ(২০২৬-২৭) নির্বাচনে  #এক টাকায় বস্ত্র সংগঠনের প্রতিষ...
17/11/2025

ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কামাল_পাড়া_যুব_সংঘ এর আসন্ন কার্যকরী পরিষদ(২০২৬-২৭) নির্বাচনে #এক টাকায় বস্ত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু মোঃ খোরশেদ আলম ভাইকে সাধারণ সম্পাদক পদে দেখতে চাই✊

যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দেখতে চাই

নতুন পোশাকে রাজধানীতে বাংলাদেশ পুলিশের সদস্যরাপোশাকটা কেমন লাগতেছে??
16/11/2025

নতুন পোশাকে রাজধানীতে বাংলাদেশ পুলিশের সদস্যরা
পোশাকটা কেমন লাগতেছে??

পোস্ট শেয়ার করুন.....পরিচয়_পেতে_সহযোগিতা_করুন হাটহাজারী পৌরসভার পশ্চিমে পাহাড়ি এলাকায় অবস্থিত জিন্নুরাইন মাদ্রাসার প্...
10/11/2025

পোস্ট শেয়ার করুন.....
পরিচয়_পেতে_সহযোগিতা_করুন
হাটহাজারী পৌরসভার পশ্চিমে পাহাড়ি এলাকায় অবস্থিত জিন্নুরাইন মাদ্রাসার প্রবেশপথে মাছের প্রজেক্ট এর পাশে এই ব্যক্তিটির লাশ এই ভাবে পরে থাকা অবস্থায় পাওয়া যায়।
এই ব্যক্তিটিকে কেউ চিনে থাকলে বা কারো আত্মীয় হইয়া থাকলে অতি শীঘ্রই হাটহাজারী মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ রইল।

মাথা একটাই, বদলানো যায় না। হেলমেট হলে বদলানো যায়। তাই হেলমেটটা পরো, প্লিজ।দুর্ঘটনার পর হেলমেটগুলো কেমন হয়ে যায় দেখো—ভেঙে...
06/11/2025

মাথা একটাই, বদলানো যায় না। হেলমেট হলে বদলানো যায়। তাই হেলমেটটা পরো, প্লিজ।

দুর্ঘটনার পর হেলমেটগুলো কেমন হয়ে যায় দেখো—
ভেঙে গেছে, ঘষা লেগে ছ্যাঁতছ্যাঁত, পুরো চূর্ণবিচূর্ণ।
কিন্তু যার মাথায় ছিল, সে বেঁচে গেছে।
কারণ আঘাতটা মাথায় না লেগে হেলমেটটা খেয়েছে।

হেলমেটের কাজই এটা—
তোমাকে বাঁচানো।

হেলমেট ছাড়া চালালে?
• মাথায় গুরুতর আঘাত পাওয়ার সম্ভাবনা ৩ গুণ বেশি
• মৃ*ত্যুর ঝুঁকি ৫০% বেশি

ভাবো তো, ২–৩ হাজার টাকার হেলমেট আর তোমার জীবনের দাম—
কোনটার মূল্য বেশি?

বাইক চালাও, কোনো সমস্যা নেই…
কিন্তু হেলমেট ছাড়া নয়।
প্রতিবার পরো, যত ছোট রাইডই হোক।

কারণ, বাড়ি ফিরে আসাটাই আসল।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-০১, বগুড়া...
04/11/2025

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-০১, বগুড়া-০৭ ও দিনাজপুর-০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম বারের মত নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে।

একটি  শোক সংবাদ..... হাটহাজারী বাজারের পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান সেন্টারস্থ আল হোসাইন ক্রোকারিজের স্বত্বাধিকা...
26/10/2025

একটি শোক সংবাদ.....
হাটহাজারী বাজারের পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান সেন্টারস্থ আল হোসাইন ক্রোকারিজের স্বত্বাধিকারী জনাব মোঃ হোসাইন সওদাগর ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাহি রাজিউন.)

তিনি দাওয়াতুল তাবলীগের একনিষ্ঠ প্রদর্শক ছিলেন। সদালাপী ও স্পষ্টবাদি একজন ভালো মনের মানুষ। মহান আল্লাহ তায়া’লা তাঁকে জান্নাতের উঁচু মকাম দান করুন আমিন।

চট্টগ্রাম হাটহাজারী ০৫ সংসদীয় আসনে কাকে ক্ষমতায় দেখতে চান?               আপনার মতামত কমেন্টে জানান!
26/10/2025

চট্টগ্রাম হাটহাজারী ০৫ সংসদীয় আসনে কাকে ক্ষমতায় দেখতে চান?
আপনার মতামত কমেন্টে জানান!

এটাই হৃৎপিণ্ড.!"❤️ fans
21/10/2025

এটাই হৃৎপিণ্ড.!"❤️
fans

হাটহাজারী মডেল থানার সাবেক এসআই ইব্রাহিম আর নেই!======================হাটহাজারী মডেল থানায় দীর্ঘ অনেক বছর যাব কর্মরত ছিল...
17/08/2025

হাটহাজারী মডেল থানার সাবেক এসআই ইব্রাহিম আর নেই!
======================
হাটহাজারী মডেল থানায় দীর্ঘ অনেক বছর যাব কর্মরত ছিলেন এসআই ইব্রাহিম। বর্তমানে মহানগর বায়েজিদ বোস্তামী থানা কর্মরত আছেন। গতকাল রাত ১১টার দিকে ডিউটি শেষ করে বাসায় আসলে শরীর একটু খারাপ লাগছে বলেই সোফাতে বসলে সাথে সাথে স্টোক করে মারা যান তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিজ জেলা ভোলায় আজ রবিবার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করবে বলে পরিবার সূত্রে জানা যায়।
#বায়েজিদথানা
#পুলিশ
#হাটহাজারী
#মডেল
fans
©

চট্টগ্রামবাসী জরুরি ঘোষণা।  অতিবৃষ্টির কারনে দেবে গেছে চট্টগ্রাম  ২নং গেইট থেকে অক্সিজেন যাওয়ার পথে স্টারশিপ ব্রিজ নামক ...
07/08/2025

চট্টগ্রামবাসী জরুরি ঘোষণা। অতিবৃষ্টির কারনে দেবে গেছে চট্টগ্রাম ২নং গেইট থেকে অক্সিজেন যাওয়ার পথে স্টারশিপ ব্রিজ নামক স্থানে, বিকল্প রাস্তা ব্যবহার করুন, তীব্র যানজট আশেপাশে।

Address

Chittagong
CHITTAGONG

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাটহাজারী প্রতিদিন নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share