
25/03/2024
হৃদয় বিদারক এক করুন দৃশ্য
ড্রাইভিং সিটেই আগুনে পুড়ে মারা গেল
সিএনজি চালক
********************************
কতই না করুণ দৃশ্য মহান আল্লাহর লিলা খেলা কারো
বুঝার সাধ্য নাই আমরা শুধু শুধু মিছে দুনিয়ায় লোভ,হিংসা,অহংকার, ঠেলা ঠেলি নিয়ে ব্যস্ত থাকি।
একটু আগে ও যদি এই ভাইটি জানতো তার মৃত্যু এভাবে হবে তাহলে সে রাস্তায় ও বের হতো না। আজ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক গাছবাড়িয়া কলঘর এলাকায় সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গাড়ির ড্রাইভিং সিটেই আগুনে পুড়ে মারা গেল সিএনজি চালক।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
আল্লাহ এই ভাইয়ের পরিবার পরিজন সবাইকে শোক সইবার তৌফিক দান করুক।
বিস্তারিত কমেন্টে দেখুন