04/11/2025
পথের শেষে
~কাব্যনিশি
নিশি:কাল আমার বিয়ে,তুমি আজো নিরব থাকবে?
চলো না পালিয়ে যায়।
কাব্য:আমি বেকার,তোমার খরচ বহন করতে পারবো না,তোমাকে বিয়ে করা সম্ভব না।
তোমার জন্য রাজপুত্র আসছে কালকে,তোমাকে অনেক সুখে রাখবে।
নিশি:আমি তো রাজপুত্র চাই না,তোমাকে চাই। প্লিজ একটু বোঝার চেষ্টা করো।
কাব্য:আমাদের একসাথে চলার পথ এইটুকু।
নিশি:আল্লাহর কাছে চাইলেই তো সব পাওয়া যায়,তোমাকে তো খুব করে চেয়েছিলাম।তাহলে কেন পেলাম না?
কাব্য:তুমি আমার হলে,কখনো সুখী হতে না তাই
নিশি:এটাই তোমার শেষ কথা?
কাব্য:হ্যাঁ
নিশি ফিরে যাওয়ার পথ ধরলো,স্বার্থপরের তালিকায় রাখলো কাব্যকে, কিন্তু একটিবার পিছনে ফিরে তাকালে, দেখতে পেতো এত কঠিন পুরুষটি ও নিরবে চোখের পানি ফেলছে!!
~সমাপ্ত
পথের শেষে
ধুলিকণার বেশে
আমি এক ক্লান্ত পথিক!!