সন্ধ্যাতারা

সন্ধ্যাতারা মেঘের আড়ালে লুকোনো চাঁদ,নিকষ কালো আঁধার রাত!!

12/08/2025
04/08/2025

শরীরের অর্গানগুলোর মতো যদি হায়াত ডোনেট করা যেতো!!

এটা গল্প, কিন্তু বাস্তবে যদি নারীরা এমন শাস্তি নিজ হাতে দিতে পারতো,তাহলে সমাজটাই বদলে যেতো।
30/07/2025

এটা গল্প, কিন্তু বাস্তবে যদি নারীরা এমন শাস্তি নিজ হাতে দিতে পারতো,তাহলে সমাজটাই বদলে যেতো।

23/07/2025

জন্মেছি কোথা?
এমন এক দেশে,
যেখানে ফুলগুলো
ঝরে পড়ে কলিতে,
জড়াতে পারি নি
নিরাপত্তাতে।😓😓

মাত্র ৩০ দিনে ৫/৬ কেজি ওজন কমাতে চান!  কোলাজেন সুগার ফ্রি ইনস্ট্যান্ট কফি তাদের ডায়েট এবং ব্যায়ামের প্রচেষ্টাকে সমর্থন...
03/03/2024

মাত্র ৩০ দিনে ৫/৬ কেজি ওজন কমাতে চান!

কোলাজেন সুগার ফ্রি ইনস্ট্যান্ট কফি তাদের ডায়েট এবং ব্যায়ামের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য যারা খুঁজছেন তাদের জন্য একটি সুস্বাদু এবং পুষ্টিকর বিকল্প. এই কফি শক্তি সরবরাহ করে, ক্ষুধা রোধ করে এবং ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে.

ক্ষুধা রোধ করে বলে, খাওয়ার রুচি কমে যায় এবং
কোনো ধরণের ব্যায়াম বা ডায়েট ছাড়াই দ্রুততার সাথে ওজন হ্রাস করে।

সঠিক খাবার সঙ্গে প্রোটিন-প্যাকড কোলাজেন কফির মাধ্যমে ওজন কমানো সহজ! স্বাস্থ্যকর, ফিট ও সুন্দর থাকার রহস্য এখন আর আপনার হ...
21/02/2024

সঠিক খাবার সঙ্গে প্রোটিন-প্যাকড কোলাজেন কফির মাধ্যমে ওজন কমানো সহজ! স্বাস্থ্যকর, ফিট ও সুন্দর থাকার রহস্য এখন আর আপনার হাতের মৌলিকতা। 💪☕ #স্বাস্থ্য #ফিটনেস #ওজনকমানো

✅ আর নয় চিন্তা, আমাদের যুগান্তকারী "হাইট ডেভেলপ" এখন বাংলাদেশে। ⚠️ বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ছোটবেলা থেকে স্বপ্ন দেখে...
11/02/2024

✅ আর নয় চিন্তা, আমাদের যুগান্তকারী "হাইট ডেভেলপ" এখন বাংলাদেশে। ⚠️ বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ছোটবেলা থেকে স্বপ্ন দেখেন বাংলাদেশের বিভিন্ন সৈনিক পদে চাকরি করবেন তাদের ক্ষেত্রে উচ্চতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়! যদি উচ্চতা এক দুই ইঞ্চি কম থাকে তাহলে তাদের এই চাকরি না হওয়া সম্ভাবনা বেশি থাকে। 🚫

😍 এলিট করপোরেশন নিয়ে এলো আপনাদের জন্য সবচেয়ে কম সময়ে দ্রুত উচ্চতা বৃদ্ধি করতে ❝হাইট ডেভেলপ❞ 💚 আমরা আপনাকে প্রোডাক্টটি দিচ্ছি শতভাগ নিশ্চয়তার সাথে।
👉যা আপনার ২ থেকে ৩ ইঞ্চি উচ্চতা বৃদ্ধি করবে। 😍
লম্বা হওয়ার ভিটামিন।
নিশ্চিত ৩-৪ ইঞ্চি লম্বা হবেন।

🌾সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরী।
🌾শরীরের গ্রস্থি হরমন কে বৃদ্ধি করে।
🌾উপাদান- লো ভাসমা,ডাল,চিনি,জাই ফল ও অনান্য ভেষজ।
🌾কোন পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা নেই।

👉আমরা আমদানিকৃত পণ্য সরাসরি পৌঁছে দিচ্ছি আপনার কাছে এবং শতভাগ কার্যকরী ও পরীক্ষিত পণ্য নিয়ে আমরা কাজ করছি।

👉বিউটি এবং স্কিন রিলেটেড পণ্য পেতে পেইজ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।
👉 প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্স করুন।
ক্যাশ অন ডেলিভারি।

⭐⭐নিজেকে রোগমুক্ত সুস্থ স্বাভাবিক রাখতে একজন মানুষ কেটো ব্লু টি কেন খাবেন ❓শতশত কাস্টমার অডিও , ভিডিও রিভিউ দেখে আপনার প...
08/02/2024

⭐⭐নিজেকে রোগমুক্ত সুস্থ স্বাভাবিক রাখতে একজন মানুষ কেটো ব্লু টি কেন খাবেন ❓

শতশত কাস্টমার অডিও , ভিডিও রিভিউ দেখে আপনার পছন্দমত সৌন্দর্যে ফিরে আসুন।

শরীরকে রোগমুক্ত, সুস্থ স্বাভাবিক রাখতে কে না চায়!
আমরা দিচ্ছি শতভাগ কার্যকরী ওজন, মেদ কমানোর প্রাকৃতিক সমাধান যা সেবনে ৩০ দিনের নিজের পছন্দমত সৌন্দর্যে ফিরে আসুন স্লিম হয়ে।

শতভাগ কাস্টমার রিভিউ অনুযায়ী আমাদের প্রোডাক্ট ইস্পেশালিস্ট সঠিক ইন্সট্রাকশন বলে দিবে।

সেবন করুন নিচ্ছিন্তে, রোগমুক্ত থাকুন আজীবন।




মাত্রাতিরিক্ত ওজন কমানোর বিপদ: ওজন কমাতে অনেকেই কঠোর ডায়েট মেনে চলেন। এক্ষেত্রে সাময়িকভাবে ওজন কমে। কারণ খাবার কম খেলে প...
07/02/2024

মাত্রাতিরিক্ত ওজন কমানোর বিপদ: ওজন কমাতে অনেকেই কঠোর ডায়েট মেনে চলেন। এক্ষেত্রে সাময়িকভাবে ওজন কমে। কারণ খাবার কম খেলে পেশির গ্লাইকোজেন ভাঙতে শুরু করে। কিন্তু কিছুদিন পর আবার ওজন বাড়তে পারে। এইভাবে ওজন কমালে, শরীর কিন্তু তখন দেহের মেটাবলিজমের গতি কমিয়ে দেয়। ফলে মাসল লস বাড়তে থাকে, কিন্তু ফ্যাট থেকেই যায়।

Weight Loss Chart: আদর্শ ওজন কী? কোন বয়সে কত ওজন থাকা কাম্য? বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে তাঁর বয়স অনুযায়ী কেমন ওজন থাকা উচিত তা মোটামুটি নির্ধারিত করা যায়। আপনার ওজন ঠিক কিনা জানতে নিম্নোক্ত এই তালিকায় চোখ রাখুন।

খাদ্যতালিকায় পর্যাপ্ত পরিমাণে শাকসবজি অন্তর্ভুক্ত করুন। ডায়াবেটিস, রক্তচাপ, চোখের সমস্যা, অ্যাসিডিটির মতো সমস্যা দূর হ...
02/02/2024

খাদ্যতালিকায় পর্যাপ্ত পরিমাণে শাকসবজি অন্তর্ভুক্ত করুন। ডায়াবেটিস, রক্তচাপ, চোখের সমস্যা, অ্যাসিডিটির মতো সমস্যা দূর হবে সহজেই। উচ্চ রক্তচাপ কমাতে শাকসবজির রয়েছে অনেক উপকারিতা । শাকসবজি খেলে হার্ট সুস্থ থাকে এবং ডায়াবেটিসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

Address

Chittagong

Telephone

+8801845315704

Website

Alerts

Be the first to know and let us send you an email when সন্ধ্যাতারা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সন্ধ্যাতারা:

Share