
09/01/2023
❤️ছাত্রজীবনে ফ্রিল্যান্সিং শেখার অন্যতম একটি সময়।
যেই সময়টা অবসর বসে না থেকে, আড্ডা পরিহার করে, খেলাধুলায় সময় না দিয়ে Facebook,Youtube, Free_Fire, PUBG খেলায় সময় না দিয়ে।
ফেসবুক এবং ইউটিউব কে কাজে লাগিয়ে আয় করতে পারি।
ফ্রিল্যান্সিং Skillup হয়ে নিজের ক্যারিয়ার গড়তে পারি ।
পরিবারের পাশে দাঁড়ানোর একটি মাত্র মাধ্যম!সেটি হল ফ্রিল্যান্সিং।
ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে, নিজের Skillup করে,ঘরে বসে ইনকাম করা যায়।
হয়তো একটিমাত্র উদ্যোগ, আপনার জীবনকে পাল্টে ফেলতে পারে।
তাহলে কেনো আমরা বেকার বসে থাকবো? কেনো আমরা পরিবারের বোঝা হয়ে থাকবো?
নিজের প্রতিও তো লজ্জা থাকা উচিত!
যে মানুষটা দিনরাত পরিশ্রম করে, আমাদের মুখে এক মুঠো আহার তুলে দিচ্ছে, সেই মানুষটি আর কেউ না, নিজের বাবা।
একবারও কি ইচ্ছে করে না বাবার পাশে দাঁড়াতে? সময় তো চলে যাচ্ছে, নিজেকে পরিবর্তন করতে পারছিনা কেনো এখনো।
আমরা চাইলেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে পারি।
"" Happy Freelancing ""