Moshfiq Elahi

Moshfiq Elahi This page is the official page of Moshfiq Elahi. We will work to make life more beautiful.

এক রোদেলা দুপুরে আমার বাবা-মায়ের কোল জুড়ে এসেছি তাদের প্রথম সন্তান হয়ে। সময়টা ছিল ১৯৯৯ সালের ২০ জুন। বেড়ে উঠা এক ধার্মিক পরিবারে। মায়ের ঘুমপাড়ানি গানে নয় বরং নাত শুনিয়েই ঘুম যাওয়া আর বাবার সাথে মসজিদে ও নানা ধর্মীয় অনুষ্ঠানে গমনাগমনে আমার মাঝেও ছিল আনন্দের জোয়ার। প্রথম সন্তান হিসেবে তাদেরও স্বপ্নের কমতি ছিল না আর তাদের সেই স্বপ্ন পূরণে হয়ে উঠি একজন মাদ্রাসা শিক্ষার্থী। সেই স্বপ্ন পূরণের ছোঁয়ায় বাং

লাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল ও আলিম সম্পন্ন করে আজও অধ্যয়নরত আছি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিলে। এর পাশাপাশি চলমান রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অনার্স।

সেই ছোট্টবেলা থেকেই লেখালেখির প্রতি আমার এক অদ্ভুত টান রয়েছে। আর সেই ভালোলাগার জায়গা থেকেই বিভিন্ন ম্যাগাজিনে লেখালেখির হাতেখড়ি। বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য প্রদানের মাধ্যমে সকলের সাথে ভাবের যে মেলবন্ধন ঘটে তা আমাকে বারেবারে সেদিকে ছুটিয়ে নিয়ে যায়। সকলের সাথে মেলামেশার এক অনন্য সুযোগে আমার মাঝে এক অসাধারণ ভালো লাগা কাজ করে। মানুষের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা তথা সমাজে পজেটিভিটি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাওয়া আমার নিরন্তর লক্ষ্য। আমার অবসর কাটে ধর্ম চর্চা, নাশীদ গাওয়া ও টেকনোলজি চর্চার মাধ্যমে। আর এই নেশায় বিচরণের সময়টা যে কিভাবে চলে যায় সেটা টের পাওয়া মুশকিল; কেননা মনকে আকর্ষণ করার মতো অনেক কিছুই ছড়িয়ে রয়েছে এসবের মাঝে। এছাড়াও অনুবাদ প্রতিষ্ঠান ও আইটি সেক্টর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছি।

এভাবে গুটিগুটি পায়ে সকলেই দোয়াই এগিয়ে চলছি সামনের দিকে। প্রিয় নীল রঙ নাকি বিশ্বস্ততার প্রতীক, আমিও বিশ্বস্ত থাকতে চাই সবসময়ই। কেননা বিশাল আকাশের নিচে মুক্ত আলো-হাওয়ায় বসবাসরত সবার মধ্যে ও সবার সঙ্গে বাঁচার মাঝেই যে মানব জীবনের সার্থকতা। সবশেষ একটাই চাওয়া, আমার বিদায় যেন হয় সীরাতে মোস্তাকিমের উপর।

সালেক (মুরিদ) এর জন্য ৪টি জিনিস জরুরি১. এমন সহিহ আকিদা ধারণ করা, যেখানে বিদআত (নব ভ্রান্ত আকীদা) থাকবে না।২. এমন খালিস ত...
08/10/2025

সালেক (মুরিদ) এর জন্য ৪টি জিনিস জরুরি
১. এমন সহিহ আকিদা ধারণ করা, যেখানে বিদআত (নব ভ্রান্ত আকীদা) থাকবে না।
২. এমন খালিস তাওবা করা, যেন গুনাহের দিকে ফিরেও আর না যায়।
৩. অসন্তুষ্ট ব্যক্তিকে সন্তুষ্ট করা, যেন তার (মুরিদ) ওপর কারো কোনো হক রয়ে না যায়।
৪. এতটুকু দ্বীনি ইলম অর্জন করা, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম যথাযথভাবে পালন করতে পারে। আখিরাত সম্পর্কে অতটুকু জ্ঞানার্জন করাও আবশ্যকীয়, যা তার নাজাতের ওসিলা হয়ে যায়।

বই: ইমাম গাজ্জালির চিঠি
মূল: ইমাম গাজালি রহ.
অনুবাদ: আবু মুহাম্মদ মুশফিক ইলাহী

বইটি কিনতে নক করুন পুঁথিনিবাস বুকশপে।
Candid by Ashraful Osman Sabbir।

05/10/2025

কুরআনকে আপনি পায়ের নিচে রাখেন, আর ছিড়ে টুকরো টুকরো করেন— এতে কোরআনের একটা আয়াতের শানও কমবেনা। বরং কোরআনকে ভুল প্রমাণের জন্য আপনি চাইলে ডিবেট কর‍তে পারতেন৷ সেটা না করে আপনি বলদামি ও অভদ্রতার পথ বেছে নিলেন।

আপনি সনাতনী। আমরা কেউ আপনার ধর্মগ্রন্থ নিয়ে এই কাজ করলে আপনার সনাতনী ভাইয়েরা গেল গেল করে দুনিয়া এক করতো। এদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে পাশের দেশের দাদারা বিবৃতি দিতো। কোনো এক চ্যানেলে লাফিয়ে লাফিয়ে সংবাদ পাঠ করা হতো।

আর ভারতে কোনো মুসলিম এধরণের কাজ করলে তাকে হত্যা করা হতো। শহীদ হতো শতশত নিরপরাধ মুসলিম ভাইয়েরা। সেখানে তো I Love Muhammad ﷺ বলাটাও পাপ। সেই পাপের দায়ে গ্রেফতার হতে হয়, জেল খাটতে হয়।

প্রশাসন তাকে গ্রেফতার করেছে। সেজন্য ধন্যবাদ। এটা যেনো তার সেইফ এক্সিটের মাধ্যম না হয়। সেই অনুরোধ সরকারের কাছে। নয়তো এই সরকার মুসলিমদের হৃদয়ে কালো তালিকাভুক্ত হবে। কারণ আপনাদের গ্রহণযোগ্যতা, পদক, পদ-পদবী এসব কোরআনের একটা হরফের সামনে নগণ্য। কোরআনকে ইজ্জত করতে না জানলে, আপনারাও ইজ্জত পাবেন না। হয়তো কাপড়-চোপড় রেখে দেশ ছাড়তে হবে আগেরজনের মতো।

05/10/2025

সুরা নুর এর তাফসির । পর্ব ১০ । বিবাহের হুকুম ও রোকন (আয়াত ৩২) | কোরআনের দরসে | Moshfiq Elahi

[Note: সাউন্ডে অনেক বেশি পরিমাণে নয়েজ থাকায় তা Edit করতে হয়েছে। যার ফলে কিছু কিছু জায়গায় শব্দ ক্লিয়ারনেস হারিয়েছে। অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য ক্ষমাপ্রার্থী]

আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউস সানি মাসের মাসিক তরজুমানে সহধর্মিণী ইসরাত জাহান নীলার লিখিত ❝প্রিয়নবী ﷺ মুসলিম দম্পতির অনুক...
03/10/2025

আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউস সানি মাসের মাসিক তরজুমানে সহধর্মিণী ইসরাত জাহান নীলার লিখিত ❝প্রিয়নবী ﷺ মুসলিম দম্পতির অনুকরণীয় আদর্শ❞ প্রকাশ হয়েছে।

আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রহ.-এর নির্দেশনায় প্রকাশিত ৫০ বছরের ঐতিহ্যবাহী মাসিক তরজুমানে লেখা আসাটা আনন্দের ও সম্মানের। আল্লাহ তায়ালা তার লেখনিকে শক্তিশালী করুক।

01/10/2025

কেনো আল্লাহ জোড়া (স্বামী-স্ত্রী) সৃষ্টি করলেন? | Moshfiq Elahi

30/09/2025

পেইজে ও ইউটিউবে আপলোড হয়েছে সুরা নুর এর পর্ব ৭-৯। ইনশাআল্লাহ, আগামী জুমাতে ১০ম পর্বের আলোচনা হবে।

আলোচ্য বিষয়: বিবাহের হুকুম ও রুকন।

30/09/2025

সুরা নুর এর তাফসির । পর্ব ৮ । আয়াত ২৯-৩১ | কোরআনের দরসে | Moshfiq Elahi

30/09/2025

সুরা নুর এর তাফসির । পর্ব ৯ । বিবাহের গুরুত্ব (আয়াত ৩২) | কোরআনের দরসে | Moshfiq Elahi

30/09/2025

সুরা নুর এর তাফসির । পর্ব ৭ । ইফকের আয়াত (আয়াত ২৭-২৮) | কোরআনের দরসে | Moshfiq Elahi

28/09/2025

বাচ্চাদের হাতে উন্মুক্ত মোবাইল ফোন, ইন্টারনেট ও টিকটক । হুমকির মুখে আগামী প্রজন্ম

শুনুন ও নিজের পরিচিতজনদের সচেতন করুন।

28/09/2025

কথা মূলত চার প্রকার। যথা:
১. আল্লাহর যিকর
২. কুরআন তিলাওয়াত
৩. কেউ কোনো ইলম জানতে চাইলে তাকে সেই ইলম সম্পর্কে জানানো
৪. প্রয়োজনীয় দুনিয়াবি কথা বলা।

লুকমান (আলাইহিস সালাম) তাঁর সন্তানকে উপদেশ দিয়ে বলেন, “কথা বলা যদি রৌপ্যের হয়, চুপ থাকা স্বর্ণের।” আরবি প্রবাদ আছে, “যে চুপ থাকে সে মুক্তি পায়।”

26/09/2025

মেয়েদের দেরিতে বিবাহের কুফল

Address

Chittagong
4317

Telephone

+8801639782762

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moshfiq Elahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moshfiq Elahi:

Share

Category