Moshfiq Elahi

Moshfiq Elahi This page is the official page of Moshfiq Elahi. We will work to make life more beautiful.

এক রোদেলা দুপুরে আমার বাবা-মায়ের কোল জুড়ে এসেছি তাদের প্রথম সন্তান হয়ে। সময়টা ছিল ১৯৯৯ সালের ২০ জুন। বেড়ে উঠা এক ধার্মিক পরিবারে। মায়ের ঘুমপাড়ানি গানে নয় বরং নাত শুনিয়েই ঘুম যাওয়া আর বাবার সাথে মসজিদে ও নানা ধর্মীয় অনুষ্ঠানে গমনাগমনে আমার মাঝেও ছিল আনন্দের জোয়ার। প্রথম সন্তান হিসেবে তাদেরও স্বপ্নের কমতি ছিল না আর তাদের সেই স্বপ্ন পূরণে হয়ে উঠি একজন মাদ্রাসা শিক্ষার্থী। সেই স্বপ্ন পূরণের ছোঁয়ায় বাং

লাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল ও আলিম সম্পন্ন করে আজও অধ্যয়নরত আছি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিলে। এর পাশাপাশি চলমান রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অনার্স।

সেই ছোট্টবেলা থেকেই লেখালেখির প্রতি আমার এক অদ্ভুত টান রয়েছে। আর সেই ভালোলাগার জায়গা থেকেই বিভিন্ন ম্যাগাজিনে লেখালেখির হাতেখড়ি। বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য প্রদানের মাধ্যমে সকলের সাথে ভাবের যে মেলবন্ধন ঘটে তা আমাকে বারেবারে সেদিকে ছুটিয়ে নিয়ে যায়। সকলের সাথে মেলামেশার এক অনন্য সুযোগে আমার মাঝে এক অসাধারণ ভালো লাগা কাজ করে। মানুষের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা তথা সমাজে পজেটিভিটি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাওয়া আমার নিরন্তর লক্ষ্য। আমার অবসর কাটে ধর্ম চর্চা, নাশীদ গাওয়া ও টেকনোলজি চর্চার মাধ্যমে। আর এই নেশায় বিচরণের সময়টা যে কিভাবে চলে যায় সেটা টের পাওয়া মুশকিল; কেননা মনকে আকর্ষণ করার মতো অনেক কিছুই ছড়িয়ে রয়েছে এসবের মাঝে। এছাড়াও অনুবাদ প্রতিষ্ঠান ও আইটি সেক্টর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছি।

এভাবে গুটিগুটি পায়ে সকলেই দোয়াই এগিয়ে চলছি সামনের দিকে। প্রিয় নীল রঙ নাকি বিশ্বস্ততার প্রতীক, আমিও বিশ্বস্ত থাকতে চাই সবসময়ই। কেননা বিশাল আকাশের নিচে মুক্ত আলো-হাওয়ায় বসবাসরত সবার মধ্যে ও সবার সঙ্গে বাঁচার মাঝেই যে মানব জীবনের সার্থকতা। সবশেষ একটাই চাওয়া, আমার বিদায় যেন হয় সীরাতে মোস্তাকিমের উপর।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আগ্রহ পুরোনো। আজ কথা বলছি এই টপিকেই।
15/07/2025

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আগ্রহ পুরোনো। আজ কথা বলছি এই টপিকেই।

12/07/2025

তাওয়াক্কুল কিভাবে করবো? জানুন
#তাওয়াক্কুল #জুমা

বৃক্ষরোপণ বড় ইবাদত। সদকায়ে জারিয়ার অন্যতম মাধ্যম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারে বৃক্ষরোপণ কর্মসূচি। পুরো উপজেলায় এবছ...
12/07/2025

বৃক্ষরোপণ বড় ইবাদত। সদকায়ে জারিয়ার অন্যতম মাধ্যম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারে বৃক্ষরোপণ কর্মসূচি। পুরো উপজেলায় এবছর কয়েক শতাধিক চারা লাগানো হবে, ইনশাআল্লাহ। রাসুলের সেনানীরা সবদিকেই ছুটবে আল্লাহ ও তাঁর রাসুল ﷺ এর আনুগত্যের জন্য।

11/07/2025

আল্লাহ আল্লাহ আল্লাহু ❤️

জাতীয় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের স্মারক ‘হিজরত’ এ আমার লেখা— হিজরত: ন্যায়ের পথে অবিরত যাত্রা।অনেকদিন পর শ্রদ্ধেয় ইমরান ...
09/07/2025

জাতীয় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের স্মারক ‘হিজরত’ এ আমার লেখা— হিজরত: ন্যায়ের পথে অবিরত যাত্রা।

অনেকদিন পর শ্রদ্ধেয় ইমরান তুষার ভাইয়ের অনুরোধে আবার লিখলাম কিছু।

09/07/2025

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, ‘যদি নিশ্চিতভাবে জানো যে কিয়ামত এসে গেছে, তখন হাতে যদি একটি গাছের চারা থাকে, যা রোপণ করা যায়, তবে সেই চারাটি রোপণ করবে।’

28/06/2025

যে তিনটি কাজে দেরি করা যায় না || Moshfiq Elahi

23/06/2025

BeKhud Kiye Dete Hain।। বেখুদ কিয়ে দেতে হ্যাঁ

19/06/2025

Meri Ulfat Madine Se Yunhi Nehi

Training on the Role of Teachers on meeting the mental health challenges for students.Trainer: Dr. Mohammad Shahinoor Ra...
18/06/2025

Training on the Role of Teachers on meeting the mental health challenges for students.

Trainer: Dr. Mohammad Shahinoor Rahman
Associate Professor
Department of Psychology
University of Chittagong

12/06/2025

কুয়ি বইঠা হ্যাঁ দূর মুঝে দুআ দেতা হ্যা,
ম্যা ডুবতা হু, সমন্দর মুঝে উছাল দেতা হ্যা।

দুআ, অন্যতম বড় সম্পদ।

এই ছবিটা স্মৃতি হিসেবে জমা থাকুক। প্রিয় তাউসি, আমরা আজীবন এই নামটা স্মরণে রাখবো। আমাদের একজন ভাই, যে সবসময়ই হাস্যোজ্জ্বল...
11/06/2025

এই ছবিটা স্মৃতি হিসেবে জমা থাকুক। প্রিয় তাউসি, আমরা আজীবন এই নামটা স্মরণে রাখবো। আমাদের একজন ভাই, যে সবসময়ই হাস্যোজ্জ্বল থাকতো। ইখতিলাফকে যে হাসিমুখে নিতে জানতো। এই ভাইকে হারানোর বেদনা কষ্ট দিবে। সরাইপাড়া গেলেই বুকের ভিতরটা খাঁ খাঁ করে উঠবে। আল্লাহ জান্নাতের বাসিন্দা করুক। দেখা হবে জান্নাতের কোনো এক কিনারায়, মাওলার ছায়ায়।

Address

Chittagong

Telephone

+8801639782762

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moshfiq Elahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moshfiq Elahi:

Share

Category