
08/10/2025
সালেক (মুরিদ) এর জন্য ৪টি জিনিস জরুরি
১. এমন সহিহ আকিদা ধারণ করা, যেখানে বিদআত (নব ভ্রান্ত আকীদা) থাকবে না।
২. এমন খালিস তাওবা করা, যেন গুনাহের দিকে ফিরেও আর না যায়।
৩. অসন্তুষ্ট ব্যক্তিকে সন্তুষ্ট করা, যেন তার (মুরিদ) ওপর কারো কোনো হক রয়ে না যায়।
৪. এতটুকু দ্বীনি ইলম অর্জন করা, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম যথাযথভাবে পালন করতে পারে। আখিরাত সম্পর্কে অতটুকু জ্ঞানার্জন করাও আবশ্যকীয়, যা তার নাজাতের ওসিলা হয়ে যায়।
বই: ইমাম গাজ্জালির চিঠি
মূল: ইমাম গাজালি রহ.
অনুবাদ: আবু মুহাম্মদ মুশফিক ইলাহী
বইটি কিনতে নক করুন পুঁথিনিবাস বুকশপে।
Candid by Ashraful Osman Sabbir।