Shahidul Islam Munna

Shahidul Islam Munna Security isn’t a product; it’s a mindset. Stay alert, stay protected. Mail :[email protected]

Travel with MIZAN Page Monetization Issue Fixed.
27/10/2025

Travel with MIZAN Page Monetization Issue Fixed.

26/10/2025

যখন কেউ আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবে, চুপ থাকুন ও ধৈর্য ধরুন। সময়ের অপেক্ষা করুন যারা আজ আপনাকে ছোট করে, একদিন তারাই আপনার কাছে সাহায্য চাইবে। নিজের জায়গা থেকে সৎ থাকুন, সময় একদিন আপনাকেই প্রমাণ করবে।

25/10/2025

অনেকেই কমেন্টে এসে অশালীন কথা বলেন
আমি খুব কম ক্ষেত্রেই রিপ্লাই দিই। কারণ বুঝে গেছি, এদের পেছনে সময় ব্যয় করা মানে নিজের ক্ষতি বেশিরভাগ সময় ব্লক করে রাখি।সেই সময়টা নিজের উন্নতির জন্য ব্যয় করাই অনেক বেশি মূল্যবান মনে করি কিন্তু কিছু মানুষ ভাবে, নীরব থাকা মানে দুর্বলতা!
আসলে না এটা দুর্বলতা নয়, এটা পারিবারিক শিক্ষা

Permanent Disabled Account Recovered By Shahidul Islam Munna
25/10/2025

Permanent Disabled Account Recovered By Shahidul Islam Munna

লোকের ভিড়ে একা থাকার চেয়ে নির্জনতায় একা থাকা ভালো…
24/10/2025

লোকের ভিড়ে একা থাকার চেয়ে নির্জনতায় একা থাকা ভালো…

22/10/2025

ইন্সটাগ্রামের দারুণ নতুন ফিচার! 🔥
এবার আর কষ্ট করে ফেইক একাউন্ট খুঁজতে হবে না!

ইন্সটাগ্রাম নিয়ে এসেছে Automatic Fake Account Matching ফিচার।
এখন কেউ যদি আপনার নাম, ইউজারনেম বা ছবি ব্যবহার করে ফেইক একাউন্ট খোলে
১। ইন্সটাগ্রাম সেটা অটোমেটিক বুঝে ফেলবে।
২। তারপর আপনাকে নোটিফিকেশন পাঠাবে যে, এই একাউন্টগুলো সম্ভবত আপনাকে নকল করছে।
৩। আপনি চাইলে সরাসরি সেখান থেকেই রিপোর্ট করতে পারবেন।

আর রিপোর্ট করলেই ফেইক একাউন্ট কয়েক মিনিটের মধ্যেই রিমুভ!
এই ফিচারটা আসলেই অসাধারণ,
বিশেষ করে যাদের নামে বা ছবিতে ফেক আইডি খোলা হয় তাদের জন্য 💪

21/10/2025

গত কয়েকদিন ধরে অনেকের ফেসবুক আইডি ডিজেবল হয়ে যাচ্ছে।
অনেকে আবার নতুন আইডি খুলছে, কিন্তু একই নাম ও একই ফোনে খুললেই
সেটাও আবার ডিজেবল হয়ে যাচ্ছে! 😟

কেন এমন হচ্ছে?
কারণ ফেসবুক এখন ডিভাইস আর নাম ট্র্যাক করে।
মানে, আগের ডিজেবল আইডির মতো একই ফোন, একই নাম বা ইমেইল ব্যবহার করলে
ফেসবুক ধরে নেয় এটা আগের মানুষটাই তাই আবার ব্লক করে দেয়।( যা মনে হলো Ai দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে)

যা করবেন 🙂 না

1. একই ফোনে নতুন আইডি খুলবেন না।
অন্য ফোন বা নতুন ব্রাউজার ব্যবহার করুন।

2. পুরনো নাম, ইমেইল বা নম্বর ব্যবহার করবেন না।
নতুন তথ্য ব্যবহার করুন।

3. ফোনের Facebook App-এর cache / data clear করে নিন।

4. VPN ব্যবহার করবেন না, এতে সন্দেহ বাড়ে।

বর্তমানে ফেসবুক কতৃপক্ষ প্রাক্তনের চেয়ে বেশি ঝামেলা করছে তাই আপতত দুইটা কে এড়িয়ে চলুন 😫






20/10/2025

ChatGPT সব জানে, কিন্তু সব কিছু বলা নিরাপদ না!
একবার ভুল করলে আপনার NID, Gmail, এমনকি ব্যাংক অ্যাকাউন্টও ঝুঁকিতে পড়তে পারে!

1. নিজের ব্যক্তিগত তথ্য
যেমন জাতীয় পরিচয়পত্র নম্বর (NID), পাসপোর্ট, ফোন নম্বর, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড নম্বর, পাসওয়ার্ড ইত্যাদি।

2.সোশ্যাল মিডিয়া লগইন তথ্য
ফেসবুক, ইনস্টাগ্রাম, জিমেইল বা ইউটিউবের পাসওয়ার্ড কখনো শেয়ার করবেন না।

3.অফিস বা কাজের গোপন তথ্য
কোম্পানির রিপোর্ট, প্রজেক্ট বা ক্লায়েন্টের তথ্য এখানে দেওয়া ঠিক না।

4. অন্যের ব্যক্তিগত তথ্য
অন্য কারো ফোন নম্বর, ঠিকানা বা ছবি দেওয়া।

5. নিজের ব্যক্তিগত ছবি আপলোড
আপনার ছবি অনলাইনে গেলে সেটা কপি করে অন্য কেউ ব্যবহার করতে পারে যেমন ফেক আইডি, ভুয়া প্রোফাইল এমনকি AI টুল দিয়ে যে কেউ আপনার মুখ ব্যবহার করে ভুয়া ভিডিও বা ছবি বানাতে পারে, যা ভবিষ্যতে ব্ল্যাকমেইল
এগুলো শেয়ার করা থেকে বিরত থাকুন কারণ ইন্টারনেট জগতে কেউ সেইফ না।






Address

Chittagong

Telephone

+8801937981928

Website

https://www.saavn.com/s/artist/shahidul-islam-munna-albums/1DugUcKe1gs_, htt

Alerts

Be the first to know and let us send you an email when Shahidul Islam Munna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahidul Islam Munna:

Share