
06/04/2023
ঈদ শব্দ টা কতই না খুশির কতই না আনন্দের। ঈদে নতুন জামা নতুন কাপড়ে নিজেকে সাজিয়ে বন্ধুর কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে কুশল বিনিময় করার আনন্দই আলাদা৷ নতুন খাবার নতুন পোশাক নতুন দিনের কথা এইসব নিয়েই তো ঈদ।
কিন্তু এই আনন্দ সকলের জন্যই কি আসে? সকলেই কি পারে নতুন পোশাক কিনতে, কিংবা সকলেই কি পারে নতুন ভাবে নিজেকে সাজাতে?
সাধ থাকলে সকলের যে সাধ্যে কুলোয় না। তাই তো ঈদ কেটে যায় পুরাতন কাপড়ের জোড়ায়।
রিসাইকেল বিন সিটিজি জোনের উদ্দ্যেগে এমন কিছু মানুষের হাতেই আমরা তুলে দিতে চাই ঈদের এক জোড়া কাপড়।
এক জোড়া কাপড়ে কিছু মানুষের মুখের হাসি যদি ফোটানো যায় ঈদের আনন্দে একটু যদি অবদান রাখা যায় রিসাইকেল বিন চায় এগিয়ে আসতে।
আপনারা যারা রিসাইকেল বিনের অংশ আমাদের পরিবার তারাও চাইলে এই উদ্দ্যেগের অংশ হতে পারেন।
আসুন মানবতার পথে হেটে একটু হাসি ফোটাই, ঈদের আনন্দ ভাগ করি সকলের মাঝে।
মানবতার জয় হোক প্রত্যয়ে চলুন এগিয়ে সাথে আছে রিসাইকেল বিন সিটিজি জোন।
Recycle Bin -CTG Zone