Bangla Express 24News

Bangla Express 24News Newspaper

25/08/2025

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী ও বাকলিয়া এলাকায় র‌্যাব-৭, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমান আদালতে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দসজ ০৫টি প্রতিষ্ঠানকে ০৫ লাখ টাকা জরিমানা।
#ডাঃসওগাতউলফেরদৌস #মানবতারপ্রতীক #বাঁশখালীরকৃতিসন্তান

"তুরস্ক উপদেষ্টা মাহফুজ আলমের অর্থ পাঁচারে সহায়তাকারী সাবেক শিবির কর্মী নাজমুল ইসলামকে প্রটোকল ভেঙে মালদ্বীপের নবনিযুক্ত...
08/08/2025

"তুরস্ক উপদেষ্টা মাহফুজ আলমের অর্থ পাঁচারে সহায়তাকারী সাবেক শিবির কর্মী নাজমুল ইসলামকে প্রটোকল ভেঙে মালদ্বীপের নবনিযুক্ত রাষ্ট্রদূত করা হয়েছে: প্রটোকল ভঙ্গ, রাজনৈতিক যোগসূত্র ও অর্থপাচারের অভিযোগ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের কয়েক মাস আগে তুরস্ক সফরে জড়িত সাবেক শিবির কর্মী মো. নাজমুল ইসলামকে মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত করা ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—রাষ্ট্রীয় প্রটোকল ভঙ্গ, বিদেশে সন্দেহজনক অর্থনৈতিক লেনদেন এবং রাজনৈতিক যোগসূত্রকে কাজে লাগিয়ে অর্থপাচারের নেটওয়ার্ক বিস্তারের বিষয়ে।

– তুরস্ক সফরের প্রেক্ষাপট –

গত ১১ থেকে ১৩ এপ্রিল ২০২৫ পর্যন্ত তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার সঙ্হে প্রটোকল ভেঙে তুরস্কে সফরে যান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ফোরামে অংশগ্রহণের পর তারা ইস্তাম্বুল ও আঙ্কারা সফর করেন।

তবে ১৫ এপ্রিল আঙ্কারায় অবস্থানকালে মাহফুজ আলম রাষ্ট্রীয় প্রটোকল ভঙ্গ করে একাধিক ব্যক্তিগত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। নিরাপত্তা সূত্র জানায়, তিনি তুরস্কে বাংলাদেশি প্রবাসী সাবেক শিবির কর্মী ড. নাজমুল ইসলামের সহায়তায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন, যেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত বা দূতাবাসের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান—উপদেষ্টা ওই দিন “রাষ্ট্রীয় প্রটোকলের বাইরে” ছিলেন এবং দূতাবাসের উপস্থিতি তিনি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যান।

– নাজমুল ইসলামের পরিচয় ও বিতর্কিত অতীত –

ড. মো. নাজমুল ইসলাম ৩৩ বছর বয়সী একাডেমিক, যিনি দীর্ঘদিন ধরে তুরস্কে বসবাস করছেন। তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সদস্য। তিনি আঙ্কারা ইলদিরিম বেয়াজিট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ২০০৯–১০ সেশনের শিক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবনে তিনি ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় কর্মী ছিলেন।

তার স্ত্রী তুরস্কের নাগরিক এবং তিনি অতীতে ভারতের ক্ষমতাসীন বিজেপির মূল সংগঠন আরএসএস-ঘনিষ্ঠ থিংক ট্যাঙ্ক ‘ইন্ডিয়া ফাউন্ডেশন’-এর Kautilya Fellowship প্রকল্পে যুক্ত ছিলেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এ ধরনের রাজনৈতিক-আদর্শিক পটভূমির ব্যক্তির মাধ

08/08/2025

ফটিকছড়িতে এক ব্যক্তিকে জ-বা-ই করে হ-ত্যা৷
(ছবি ও বিস্তারিত)

08/08/2025

গাজীপুরে সংবাদ সংগ্রহকালে মব সৃষ্টি করে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন।
আয়োজনে:- চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন(সিআরএ)
চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর।

02/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

02/08/2025

I got over 20 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

বাঁশখালীর কৃতি সন্তান ও মানবিকতার প্রতীক চমেকহা'র ডা. সওগাত উল ফেরদৌস আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামঃচট্টগ্রাম ...
02/08/2025

বাঁশখালীর কৃতি সন্তান ও মানবিকতার প্রতীক
চমেকহা'র ডা. সওগাত উল ফেরদৌস

আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামঃ
চট্টগ্রাম বাঁশখালীঃ- আর্থিক সংকটের কারণে চিকিৎসা করাতে পারছিলেন না বাঁশখালী সাধনপুর ৯নং ওয়ার্ডের মোকামী পাড়ার বাসিন্দা মোঃ জিয়াউর রহমান। তার হৃদপিণ্ডের দুটি ভালভ প্রায় অকেজো হয়ে গিয়েছিল। ঠিক এই সংকটময় মুহূর্তে তার পাশে এসে দাঁড়ালেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মানবিক চিকিৎসক ডা. সওগাতউল ফেরদৌস।

তিনি জিয়াউর রহমানের চিকিৎসায় অপূরনীয় অবদান রাখেন।চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা মোঃ জিয়াউর রহমানের বড় ভাই জানান, তার ছোট ভাইয়ের হৃদরোগের চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা ছিল না। স্হানীয় ভূমিদস্যুদের একের পর এক হামলায় চিকিৎসা ও মিথ্যা মামলা সহ ৭টি মামলায় জড়িয়ে তাদের উঠতি পরিবারেরকে আর্থিক মানসিক ও শারেরীক ভাবে একেবারেই ধ্বংস করে দিয়েছে। এমতাবস্থায় ছোট ভাইয়ের চিকিৎসার বিষয়ে মেসেঞ্জার ডা. সওগাত উল ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করেন।

মানবিক এই চিকিৎসক তার ডাকে সাড়া দেন এবং চিকিৎসার জন্য সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।মোঃ জিয়াউর রহমানের বড় ভাই আরো বলেন, "ডাক্তার সওগাতউল ফেরদৌস একজন মানবিক মানুষ। যখন আমার ভাইয়ের চিকিৎসার জন্য টাকার অভাবে দিশেহারা হয়ে পড়েছিলাম, তখন তিনিই আমাদের পাশে দাঁড়িয়েছেন। ৩০শে জুন ২০২৪ ইং তারিখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নং ওয়ার্ডের চিকিৎসকগণ বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পর রির্পোট দেখে আমাদের জানিয়েছেন আমার ভাইয়ের হ্নদপিন্ডের দুইটি ভাল্বভ নস্ট হয়েছে।

চিকিৎসকদের কথা শুনে কি করব তখন ভেবে পাচ্ছিলাম না। একদিকে দেওয়ানী, ফৌজদারি ৭টি মামলা ও ১৫ টি মত বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ চলমান। ভূমিদস্যুদের হামলায় বিগত ৮ বছর যাবৎ দুই ভাই বেকার তারাও চিকিৎসাধীন আমি তাদের দেখ ভালো এবং মামলা গুলোতে সময় ব্যায় করতে করতে বেকার হয়ে পড়েছি। এমতাবস্থায় মহান আল্লাহর দয়া ও রহমতে সবার ছোট ভাই, জঠিল রোগে আক্রান্ত, চিকিৎসকদের কথা শুনে নিজেই অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম এসময় নিঃশ্বাস নিতেও কস্টবোধ করছিলাম। কি করব কার কাছে গেলে সরকারি ভাবে প্রিয় ছোট ভাইটির সঠিক পাব। ভাবতে ভাবতে মনে পড় বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ডা. সওগাত উল ফেরদৌসের কথা। নির্ভয়ে উনাকে আমার ভাইয়ের রোগের বিষটি খুলে বল্লাম। এর আগে ও তিনি প্রসূতি গাইনি ওয়ার্ডে আমার স্ত্রীর ডেলিভারির সময় সহযোগিতা করেছিলেন।

তিনি আমার ভাইয়ের রোগের শুনে নিজের কাজকর্ম ফেলে রেখে আমার ভাইকে দেখতে সশরীরে ১৬ নং ওয়ার্ডে চলে আসেন। অতঃপর রিপোট দেখে অত্র ওয়ার্ডের চিকিৎসকদের আমাদের পরিচয় তুলে ধরেন।অত্র ওয়ার্ডে একটানা ১৫ দিন চিকিৎসা গ্রহন শেষে কতৃপক্ষ ওষুধ পত্র লিখে ছাড়পত্র দিয়ে দেন। ১০ দিন পর রোগীর অবস্থা পুনরায় খারাপ দেখা দিলে অত্র হাসপাতালের ১২ ওয়ার্ডে ভর্তি করাই। এই ওয়ার্ডে ১০ দিন চিকিৎসা শেষে, জুলাই ২০২৪ ইং তারিখে জাতীয় হ্নদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল শেরেবাংলা নগর ঢাকায় রেফার করেন। ওই সময় ছাত্র জনতার আন্দোলনে দেশে কারফিউ সড়কে গাড়ি চলাচল বন্দ থাকায় নিয়মিত হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি।

দীর্ঘ প্রায় ২ মাস ১০ দিন পর ১০ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে ডাক্তার সঞ্জয় কুমার (রাহা)র আন্তরিক সফল অপারেশনে আমার ভাইকে, মাইট্রাইল ভাল্বভ প্রতিস্থাপন করা হয়। অপারেশন পরবর্তী কিছুটা সুস্থবোধ করলে ২৩শে সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে কতৃপক্ষ ওষুধ পত্র লিখে ছাড় পত্র দিয়ে দেন।ছাড়পত্র নিয়ে বাড়ি আসার ৫দিন পর থেকে অসহ্য ব্যাথা বেদনা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক বর্হিবিভাগে দেখা। বর্হিবিভাগে ডা. মারুফ আল হাসান সপ্তাহে ১বার করে দেখাতে পরামর্শ প্রদান করেন। ওইখানে ১মাস চিকিৎসা গ্রহন করি ব্লাড যাওয়া আর পুঁজ পড়া বন্দ হলেও শ্বাসটান বেড়ে যাওয়ায় হাসপাতালটির হ্নদরোগ বিভাগের কার্ডিওলজিস্ট ১২ নং ওয়ার্ডের ই- বল্কে ভর্তি করিয়ে চিকিৎসা গ্রহন করি।

ইনফেকশন জনিত স্হান দিয়ে পুনরায় ব্লাড আর পুঁজ বের হলেই অনকল শীট নিয়ে কার্ডিয়াক সার্জারিতে যায়। কার্ডিয়াক সার্জারি ২৪ নং ওয়ার্ড সার্জারিতে পাঠান। সেখানে মানবিক ডাক্তার সওগাত উল ফেরদৌস ও-ই আমার ভাইকে নিজ হাতে ড্রেসিং করেন। অত্র হাসপাতালে আমার ভাই দুইমাস ভর্তি থাকাবস্হায় অন্তত ১০বার ড্রেসিং করা হয়েছিল। প্রতিবার উনি উপস্থিত থাকতে না পারলেও দায়িত্বে থাকা অন্য সার্জারিয়ান ডাক্তার কিংবা উনার সহকর্মী চিকিৎসকদের মেসেজ দিয়ে জানিয়ে দিত।

২৯ শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ হতে জুন ২০২৫ খ্রিঃ পর্যন্তে সময় মধ্যে আমার ছোট ভাই (চমেক) হাসপাতালে ১২নং ওয়ার্ডে ৪ বার ভর্তি ছিল। কখনো ৫৫ দিন কখনো ৪০দিন কখনো ২০ দিন, প্রতিবারই মানবিক ডাক্তার সওগাত উল ফেরদৌস আমার ভাইয়ের খোঁজ খবর নিয়েছেন।

এবং ১২ নং ওয়ার্ডের সিনিয়র জুনিয়র সকল চিকিৎসক এবং নার্স আয়া অনেক ট্রলি ম্যান ও অফুরন্ত আন্তরিক ভালবাসা দেখিয়েছেন। ২০২৫ ইং মে মাসের শেষের দিকে ১২নং ওয়ার্ডের চিকিৎসকগণ আমার ভাইকে থোরাসিক সার্জারি দেখানোর পরামর্শ প্রদান করলে আমরা থোরাসিক আমরা প্রথমে ঢাকা শেরেবাংলা নগর জাতীয় হ্নদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ডা. সঞ্জয় কুমার রাহার সাথে দেখা করি। তিনি ও আমার ভাইকে থোরাসিক সার্জারিতে চিকিৎসা নেওয়ার পরামর্শ প্রদান করেন।

একই সাথে প্লাস্টিক বার্ন সার্জারির ডাক্তার ও দেখাতে বলেন। তার পরের দিন আমি ডা. সওগাত উল ফেরদৌস এর সাথে যোগাযোগ করি। তিনি আমাকে জাতীয় প্লাস্টিক বার্ণ ইনস্টিটিউট ও হাসপাতাল ভর্তি হওয়ার সাথে সাথে উনার সাথে যোগাযোগ করতে বলেছিলেন।

ঐদিন সকালে আমি জাতীয় বার্ণ প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও হাসপাতাল ভর্তির টিকেট নিয়ে ডাক্তার দেখায়। ডাক্তার আমার ভাইকে দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি হওয়ার পরামর্শ দেন। তড়িঘড়ি করে ঐ দি ন দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থোরাসিক মেডিসিন ডাক্তার দেখায় ও-ই ডাক্তার আমার সার্জারি বিভাগে ভর্তি নেওয়ার জন্য মোবাইল কলএ যোগাযোগ করেন। সেখানে বেড কালি না থাকায় আমার ভাইকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করাই। মেডিসিন ওয়ার্ডে ৫দিন চিকিৎসা দেওয়া পর থোরাসিক সার্জারিতে রেফার করেন। সে ওয়ার্ডে দীর্ ১মাস চিকিৎসা নেওয়ার পর ওষুধ পত্র লিখে দিয়ে ছাড়পত্র দিয়ে দেন। ১৫ দিন পর গত ১০ই জুলাই ২০২৫ ইং তারিখে পুনরায় (ঢামেক) হাসপাতালের দেখায় ডাক্তার দেখে দুই মাসের ওষুধ পত্র লিখে দেন। এখন আমার ভাই আগের চেয়ে কিছুটা সুস্থবোধ করছেন।

ডা. সওগাউল ফেরদৌসের সঠিক পরামর্শ আন্তরিক সহযোগিতায় ছাড়া হয়তো আমার ভাইয়ের সঠিক চিকিৎসা ফেতনা। তিনি নিজের পরিবার পরিজন আত্মীয়স্বজনের দেখভাল খোঁজ খবর নেওয়ার মাঝেও শতব্যাস্হার মধ্যে আমি সহ অসংখ্য অসহায় হতদরিদ্র রোগীদের বিভিন্ন ভাবে সহয়তা করতেন।ডা. সওগাতউল ফেরদৌস, যিনি নিজেও বাঁশখালী বৈলছড়ি ইউনিয়নের সন্তান, দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রমের জন্য পরিচিত। চমেক হাসপাতালের একজন নাক, কান গলা ও সার্জারিয়ান হিসেবে তিনি নিয়মিত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন।

এছাড়াও, বিভিন্ন সময় আর্থিক সংকটে থাকা রোগীদের পাশে দাঁড়িয়েছেন তিনি।এই ঘটনা আবারও প্রমাণ করে যে, চিকিৎসার পাশাপাশি মানবিকতা দিয়েও একজন চিকিৎসক মানুষের মনে কতটা জায়গা করে নিতে পারেন। তার জ্যান্ত প্রমান আমি এবং আমার ভাইয়েরা।

ডা. সওগাতউল ফেরদৌসের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। তার এই প্রচেষ্টা সমাজের অন্যান্য পেশাজীবীদের জন্য একটি অনুপ্রেরণা।

#ডাঃসওগাতউলফেরদৌস
#বাঁশখালীরকৃতিসন্তান
#চট্টগ্রামমেডিকেলকলেজহাসপাতাল
#মানবতারপ্রতীক
#ডাক্তার
#মানবসেবা
#বাঁশখালী
#চিকিৎসক
#মানবিকডাক্তার

31/07/2025

ওসি প্রদীপ ও বোন রত্না বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ভুক্তভোগীর দাবি—মিথ্যা মামলা দিয়ে হয়রানি, সংখ্যালঘু পরিচয় ব্যবহার করে মূল বিষয় আড়াল

31/07/2025

মেজর সিনহা হত্যার আসামি ভূমিদস্যু, চাঁদাবাজ ওসি প্রদীপ ও তার বোন রত্না বালা প্রজাপতি কর্তৃক ভূমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আয়োজনে: ভূক্তভোগী মোহাম্মদ মহিউদ্দীন চৌধুরী
rellsfacebook #রসূল #কোরআনের #রাউজান #কুরআন #চট্টগ্রাম #কোরআন #হাদিসের #হাদীছ #হাদিস
#স্কুলেবিমানদুর্ঘটনা ゚ ゚viralfbreelsfypシ゚viral ゚

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সুড়ঙ্গপথ বা টানেল দিয়ে লক্ষ্যমাত্রার চেয়ে ১ কোটি ৬ লাখ ৯৪ হাজার ৩৬৬...
29/07/2025

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সুড়ঙ্গপথ বা টানেল দিয়ে লক্ষ্যমাত্রার চেয়ে ১ কোটি ৬ লাখ ৯৪ হাজার ৩৬৬টি গাড়ি কম চলাচল করেছে। এতে প্রতিদিন টানেল থেকে গড়ে আয় হয়েছে ১০ লাখ ৭৪ হাজার টাকা। তবে টানেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণে দৈনিক ব্যয় হয় ৩৭ লাখ ৪৬ হাজার টাকা। দৈনিক আয় প্রায় ১০ লাখ টাকা। দৈনিক ঘাটতি প্রায় ২৭ লাখ ৪৬ হাজার টাকা।

টানেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়, ২০২৩ সালের ২৯ অক্টোবর থেকে চলতি বছরের ১৯ জুলাই পর্যন্ত টানেল পার হয়েছে ২৪ লাখ ২৮ হাজার ৩১৫টি গাড়ি। এই সময়ে আসা-যাওয়ার কথা ছিল ১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৬৮১টি গাড়ি। অর্থাৎ ২১ মাসে লক্ষ্যমাত্রার মাত্র সাড়ে ১৮ শতাংশ গাড়ি চলেছে।

কর্ণফুলী টানেলের সমীক্ষায় বলা হয়েছিল, ২০২০ সালে টানেল চালু হলে দিনে ২০ হাজার ৭১৯টি যানবাহন চলবে। টানেল চালু হয়েছে ২০২৩ সালের অক্টোবরে। পরে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এই প্রক্ষেপণ কমিয়ে ২০২৪ সালে প্রতিদিন গড়ে ১৮ হাজার ৪৮৫টি গাড়ি চলার পূর্বাভাস দেয়। আর ২০২৫ সালে যানবাহন চলেছে ১৯ হাজার ৬৬৯টি। টানেল চালুর ২১ মাস পার হতে চললেও এখনো এক দিনের জন্যও পূর্বাভাস অনুযায়ী গাড়ি চলাচল করেনি।

গত ২৮ জুন চট্টগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'টানেল চালু হওয়ার পর এখন রক্ষণাবেক্ষণ খরচও উঠছে না। টানেল চালু রাখতে প্রতিদিন লোকসান দিতে হচ্ছে। নির্মাণের আগে পরিকল্পনা করা দরকার ছিল।'

টানেল দিয়ে প্রত্যাশা অনুযায়ী কেন গাড়ি চলছে না, তা নিয়ে মন্তব্য করতে রাজি হননি টানেল প্রকল্পের সঙ্গে যুক্ত প্রকৌশলীরা। সেতু কর্তৃপক্ষের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'কক্সবাজারের মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর চালু না হওয়া, আনোয়ারা প্রান্তে শিল্পায়ন ও অর্থনৈতিক অঞ্চল চালু না হওয়াসহ বিভিন্ন কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী গাড়ি চলাচল করছে না

জানা যায়, চট্টগ্রামের পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে কর্ণফুলী নদীর নিচে টানেল নির্মাণ করা হয়। নির্মাণকাজ শেষে ২০২৩ সালের ২৯ অক্টোবর টানেলে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ৩ দশমিক ৩২ কিলোমিটার টানেল নির্মাণে ব্যয় হয়েছে ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। এর মধ্যে ৬ হাজার ৭০ কোটি টাকা ঋণ হিসেবে নেওয়া হয়েছে চীনের এক্সিম ব্যাংক থেকে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, টানেল থেক

চট্টগ্রাম টানা বৃষ্টি বর্ষণে জলজট, জনদুর্ভোগচট্টগ্রাম সহ সারাদেশে নিম্নচাপের প্রভাব ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে কয়েকদিন ...
29/07/2025

চট্টগ্রাম টানা বৃষ্টি বর্ষণে জলজট, জনদুর্ভোগ
চট্টগ্রাম সহ সারাদেশে নিম্নচাপের প্রভাব ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে কয়েকদিন ধরে সারাদেশের মতো চট্টগ্রামেও থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। তবে গতসোমবার (২৮ জুলাই) সকাল থেকে অবিরাম বৃষ্টিপাতে নগরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
সকাল ৭টার পর শুরু হওয়া অঝোর ধারার বৃষ্টি ঝড়ে একটানা সাড়ে ১০টা পর্যন্ত। এ সময় নগরের মেহেদীবাগ, জিইসি, চকবাজার, মুরাদপুর, বাদুরতলা, বড়গ্যারেজ, সিরাজদৌল্লাহ রোড, দুই নম্বর গেট, আগ্রাবাদ, দেওয়ানহাট, কাতালগঞ্জ, নয়াবাজার, রিয়াজুদ্দিন বাজার তিনপুল, জামাল খান, প্রবর্তক মোড়সহ বিভিন্ন এলাকার সড়কে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টির কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে পরিবহন সংকট দেখা দেয়। এই সুযোগে রিকশা ও সিএনজি চালকেরা দ্বিগুণ ভাড়া দাবি করেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। অনেকেই গাড়ি না পেয়ে হেঁটেই রওনা দেন। আবার অনেকে মাঝপথে গাড়ি পেয়ে দেরিতে পৌঁছান পরীক্ষা কেন্দ্রে। অনেক অভিভাবক অভিযোগ করেছেন, সময়মতো কেন্দ্রে পৌঁছাতে গাড়ি ভাড়ায় বাড়তি টাকা গুনতে হয়েছে।চট্টগ্রাম কলেজ এলাকার এক অভিভাবক বলেন, ‘মেয়েকে নিয়ে সিএনজিতে চড়েছি। সিএনজিচালক সাধারণ সময়ের চেয়ে দ্বিগুণ ভাড়া চেয়েছেন। বাধ্য হয়ে দিয়েছি।চকবাজার এলাকার বাসিন্দা সুমাইয়া আক্তার বলেন, ‘পরীক্ষা দিতে বের হয়েছি বৃষ্টি মাথায় নিয়ে। রাস্তায় নামতেই দেখি পানি থই থই করছে। রিকশা পাচ্ছি না, আর পেলেও দ্বিগুণ ভাড়া চাচ্ছে।সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা মুগ্ধ নামের এক শিক্ষার্থী বলেন, ‘ছাতা নিয়েই বাসা থেকে বের হয়েছিলাম। কিন্তু গাড়ি থেকে নামতেই এত বৃষ্টি পেলাম যে পুরো কাপড় ভিজে একাকার। এই ভারি বৃষ্টি তো ছাতা মানছে না! এই ভেজা পোশাকেই পরীক্ষা দিতে হবে।এদিকে সকাল থেকেই জলাবদ্ধতার চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে হতাশা, আবার কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন।শিক্ষানবিশ আইনজীবী তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘চট্টগ্রামের সিরাজ-উদ-দৌলা রোডে সাব-এরিয়া এলাকায় রাস্তায় হাঁটু পরিমাণ পানি, দীর্ঘ দুই কিলোমিটার যানজট। যারা প্রাইভেট জব করেন, তাদের জন্য পানি পার হয়ে অফিস যাওয়া মানেই একদিনের বেতন কাটা পড়ার শঙ্কা।পাঁচলাইশ এলাকার বাসিন্দা জান্নাতুল মাওয়া বলেন, ‘মেহেদীবাগে সকাল থেকেই হাঁটু পানি জমে আছে। ধীরে ধীরে

Address

Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Express 24News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share