Bangla Express 24News

Bangla Express 24News Newspaper

Shout out to my newest followers! Excited to have you onboard! Taraque Hasan Bhuiyan, Prince Raj, মো.দিদারুল ইসলাম নাবিল...
28/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Taraque Hasan Bhuiyan, Prince Raj, মো.দিদারুল ইসলাম নাবিল, MD Sayful Islam, আরিফুল ইসলাম, Md Abu Bokkor, MD Forhad MD Forhad, মো পারভেজ আলম, Hoem Hoem, Md Didar

07/05/2025
07/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

24/04/2025

বর্তমানে গার্মেন্টসে চাকুরি পাওয়া আগের মত সহজ নেই।এখানে অনেক কিছু বিবেচনা করে কোয়ালিটি নিয়োগ দিয়ে থাকে।

গার্মেন্টসের_কিছু_প্রশ্ন_উত্তর_নিয়ে_আলোচনা :
প্রশ্ন-১. কোয়ালিটি ইন্সপেক্টর(QI) কি?
উত্তর : কোয়ালিটি শব্দের অর্থ গুণ বা মান এবং ইন্সপেক্টর শব্দের অর্থ পরিদর্শক অর্থাৎ কোয়ালিটি ইনস্পেক্টর(QI) অর্থ হল মান পরিদর্শক।
প্রশ্ন-২. গার্মেন্টস (Garments) অর্থ কি ?
উত্তর : গার্মেন্টস অর্থ হল পোশাক।
প্রশ্ন-৩. AQL এর পূর্ণরূপ কি?
উত্তর : AQL এর পূর্ণরূপ হল Acceptable Quality Lebel অর্থাৎ গুণগত মানের গ্রহণযোগ্য অবস্থা।
প্রশ্ন-৪. DTM এর Full Meaning কি?
উত্তর : DTM এর Full Meaning হল– Dying to Match অর্থাৎ রঙের সাথে মিল থাকা।
প্রশ্ন-.৫ HPS এর Full Meaning কি?
উত্তর : High Point Shoulder.
প্রশ্ন-৬. এসপিআই (SPI) কি?
উত্তর : এসপিআই (SPI) হল Stitch Per Inchi (এক ইঞ্চিতে কয়টি সেলাই)।
প্রশ্ন-৭. CB এর Full Meaning কি?
উত্তর : Centre Back
প্রশ্ন-৮. GTM(জিটিএম) এর Full Meaning কি?
উত্তর : GTM(জিটিএম) এর Full Meaning হচ্ছে Garments Total Management (গার্মেন্টস মোট ব্যবস্থাপনা)।
প্রশ্ন-৯. LPS এর Full Meaning কি?
উত্তর : LPS এর Full Meaning হল Low Point shoulder.
প্রশ্ন-১০. ডিফেক্ট বা অল্টার কত প্রকার?
উত্তর : ডিফেক্ট বা অল্টার তিন প্রকার। যথাঃ (১). Major Problem (২). Minor Problem (৩). Critical Problem
প্রশ্ন-১১. ব্রকেন স্টিচ কি?
উত্তর : দুইটি বন্ধনী জোড়া দেওয়াই হচ্ছে সেলাই । আর এই সেলাই এর কোন একটি স্টিচ কেটে গেলে তাকে বলা হয় ব্রকেন স্টিচ।
প্রশ্ন-১২. স্কিপ স্টিচ(skip stich) কি?
উত্তর : সেলাইকৃত নিচের সুতা যদি উপর এর সুতাকে না ধরতে পারে এক্ষেত্রে তাকে বলা হয় স্কিপ স্টিচ(skip stich)।
প্রশ্ন-১৩. প্লিট কি?
উত্তর : সেলাইকৃত বস্তুতে সেলাই এর সময় কুঁচি পড়লে তাকে বলা হয় প্লিট।
প্রশ্ন-১৪. ওপেন স্টিচ(open stich) কি?
উত্তর : সেলাই এর সময় কিছু জায়গায় সেলাই এরিয়ে গেলে বা সেলাই না হলে তাকে বলা হয় ওপেন স্টিচ(open stich)।
প্রশ্ন-১৫. একটি ইঞ্চি টেপে কত(সেঃমিঃ) cm থাকে?
উত্তর : একটি ইঞ্চি টেপে ১৫০(সেঃমিঃ) cm থাকে।
প্রশ্ন-১৬. একটি ইঞ্চি টেপে কত ইঞ্চি(inch) থাকে?
উত্তর : একটি ইঞ্চি টেপে 60 ইঞ্চি(inch) থাকে।
প্রশ্ন-১৭. একটি ইঞ্চি টেপে কত ফুট(fit) থাকে?
উত্তর : একটি ইঞ্চি টেপে ৫ ফুট(fit) থাকে।
প্রশ্ন-১৮. ১০ mm(মিঃমিঃ) সমান কত cm?
উত্তর : ১০ mm(মিঃমিঃ) সমান 1 cm.
প্রশ্ন-১৯. এক ইঞ্চি সমান কত cm?
উত্তর : এক ইঞ্চি = ২.৫৪ cm(সেমিঃ).
প্রশ্ন--২০. ১ মিটার সমান কত cm?
উত্তর : ১ মিটার সমান ১০০ cm.
প্রশ্ন-২১. ১ মিটার সমান কত ইঞ্চি?
উত্তর : ১ মিটার সমান 39.37 ইঞ্চি।
১.ডিফেক্ট কত প্রকার?
উত্তর =তিন প্রকার -মেজর. মাইনর. ক্রিটিক্যাল.
২ ফেব্রিক defect কি কি?
উত্তর.. fabric fault- knot, naps, hole, slub, color contamination/fly yarn, missing yarn, thick yarn, spot, weaving stop mark, lt/dk crease mark, shading patta, narrow goods, line mark, needle mark etc.
৩. iron defect কি ?
উত্তর =যে ডিফেক্ট আয়রন এর মাধ্যমে হয় তাকে আইরন ডিফেক্ট বলে যেমন crease mark shining mark.
৫. lay কি?
উত্তর lay হল কাপড়ের প্রতিস্থাপন/বিস্তার।একটার উপর আরেকটা কাপড় বিছানো।
৬.shade কাকে বলে?
উত্তর =একই কাপড়ের মধ্যে রংয়ের পরিবর্তন হলে তাকে shade বলে
7.cutt mark কাকে বলে?
উত্তর. cutt mark হল সেলাইয়ের আগে, সেলাইয়ের জন্য cutting থেকে যে mark দেওয়া হয় তাকে cutt mark বলে.
8.লাইনে blue ও black card বলতে কি বুঝ?
উত্তর = লাইনে blue card হল technical problem. black card হল machine problem.
9. Zipper কয়টি অংশ?
উত্তর= জিপারের পাঁচটি অংশ
১. zipper tape
2.zipper teeth
3.Runner
4.puller
5.stopper
11.নিডেল কত প্রকার ও কি কি? এবং কোন নিডেল কোন কাজে ব্যবহার করা হয়?
উত্তর =Needle তিন প্রকার
১.sharp needle 2. Ball point needle. 3. Universal needle.
Sharp needle lock stc. ball point needle chain looper এবং universal
needle ভয় কাজে ব্যবহার করা হয়
১২. ওয়াস কত প্রকার ও কিকি?
উত্তর = Wash 5 প্রকার 1.Normal wash. 2.Enzyme wash.3.silicon wash 4.stone wash. 5.garment wash.
১৩.marker কত প্রকার ও কি কি?
উত্তর= marker 4 প্রকার
১.group marker
2.solid Makkar
3.selvedge/line marker
4. way marker/all garments one way/one garments one way marker
14. Fusing কত প্রকার ও কি কি?
উত্তর = ফিউজিং দুই প্রকার
১. cotton fusing 2. paper fusing
14. মেশিনে গেজ ব্যবহার করা হয় কেন?
উত্তর =সুইং অ্যালাউন্স ঠিক রাখার জন্য মেশিনে গেজ ব্যবহার করা হয়।
১৫.মোকআপ কি? কেন ব্যবহার করা হয়?
উত্তর = mock up কাজের নমুনা এবং কাজের নমুনা বোঝার জন্য mock up ব্যবহার করা হয়।
১৬.Trim card কি? Trim card কেনো ব্যবহার করা হয় ?
উত্তর: একটা গার্মেন্টসের জন্য যেসব পণ্য বা উপাদান ব্যবহার করা হয় সেসব উপাদানের approval card হল Trim card.
16. process ও part পার্থক্য কি?
উত্তর: যা সেলাই করা হয় তা হল process ও যাকে সেলাই করা হয় তা হল part.
17. 1 ইঞ্চিতে কত সেঃ মিঃ?
উত্তর 1 ইঞ্চিতে ২.৫৪ সেন্টিমিটার প্রায়
১৮.1 ইঞ্চিতে কত সুতা?
উত্তর.১ ইঞ্চিতে৮ সুতা.
১৯. measurement tape কি?
উত্তর=measurement tape হল পরিমাপ করার ফিতা।
২০. ৬০ ইঞ্চি measurement tape কি কি আছে?
উত্তর =measurement tape ১৫০০ মিলিমিটার 150 সেন্টিমিটার 60 ইঞ্চি 480 সুতা 1.66 গজ 5 ফুট।
22.Contrastকাকে বলে?
উত্তর=ফেব্রিক কালার থেকে সুতার কালার ভিন্ন হলে তাকে contrast বলে.
23. সীম অ্যালাউন্স কি?
উত্তর গার্মেন্টসের বর্ধিত অংশকে সীম অ্যালাউন্স বলে।
24.stitch কত প্রকার কি কি?
উত্তর দুই প্রকার: 1. চেইন স্টিচ 2.লক স্টিচ
25. thread কত প্রকার ও কি কি?
উত্তর= thread 4 প্রকার-1.Cotton thread 2.polyester thread 3.silicon thread 4.lylon thread

গার্মেন্টসের_গুরুত্বপূর্ণ_কয়েকটি_Full_Meaning:
SP= shoulder point
HPS=high point shoulder
DN=double needle
BND=back neck drop
FND=Front neck drop
GSM= Grams per square meter
UPC=universal product code
PPM=pre-production meeting
SPI=stitch per inch
CAD=Computer -Aided Design
KPI= key performance indicator
SRM =Supplier Relationship Management.
QS=Quality system
SPI = stitch Per inch.
DHU=defect hundred Per inch
RN=Registration Number
RQS =Requirement for quality system
RFT= Right fist time.
QMS= Quality management system
A.Q.L=Acceptable Quality Level.
O.Q.L=Observed Quality Level.
D.H.U=Defect Per Hundred Unite.
D.T.M=Dying To Match.
S.P.I=Stitch Per Inch.
E.P.Z= Export processing zone
B.G.M.E.A=Bangladesh Garments Manufacturer & Exporter Association.
B.K.M.E.A=Bangladesh Knitwear Manufacturing & Export Association.
F.L=Front Length.
F.P.L=Front Placket Length.
C.B.L=Center Back Length.
B.W=Back Width.
S.O.P=Standard Operating Procedure.
H.P.S=High Point Shoulder.
G.P.Q=Guideline For Production & Quality.
I.S.O=International Standardization Organization.
F.O.B=Free On Boat.
T.O.D=Time Of Delivery.
L.O.G.G=Label Of Graded Goods.
C.M=Cost Of Manufacturing.
L.C=Letter Of Credit.
L.G=Letter Of Guarantee.
C.M.T=Cutting Making & Trimming.
C.F=Center Front.
L.W=Length Width.
C.C=Carbon Copy.
S.N.T.S=Single Needle Top Stitch.
D.N.TS=Double Needle Top Stitch.
P.Q.S=Production Quality Shipment.
P.P.S=Pre Production Sample.
P.P.M=Pree Production Meeting.
B/D=Button Down.
K/C=Kent Collar.
S/S=Short Sleeve.
L/S=Long Sleeve.
K/S=Kansai Special.
O/L=Over Lock.
P/M=Plain Machine.
T/ N=Two Needle.
S.K.U=Store Keeping Unit.
D.H.C=Defect Hundred Counting.
UVM=Universal Voluem Manager.
U.P.C=Universal Product Code.
M.T.L=Mercendising Test Labratory.
F.R.I=Final Random Inspection.
Q.I.R=Quality Inspection Rating.
P.O.M=Point Of Measurement.
S.S P=Shippable Single Pack.
S.Q.C=Statisticals Quality Control.
T.Q.M=Total Quality Measurement.
I.T.S=Intertek Testing Service.
G.S.M=Grams Per Square Metter.
G.M.S=Garments Manufacturing Service.
B.P.O=Buyer Purchas Order.
I/O=Internal Order.
P.D=Production Director.
M.D=Managing Director.
A.P.M=Assistant Production Manager.
P.M=Production Manager.
A.Q.M= Assistant Quality Manager.
Q.M= Quality Manager
A.G.M= Assistant General Manager
G.M=General Manager
H.O=Head of Operatio

4.lymessage.meta_description

পোস্টে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা একটা প্রতারকচক্র। প্রতিদিন কিংবা দুইদিন পর বা এক সপ্তাহপর দেখবেন দৈনিক আজাদী পত্রিকায় ...
14/04/2025

পোস্টে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা একটা প্রতারকচক্র। প্রতিদিন কিংবা দুইদিন পর বা এক সপ্তাহপর দেখবেন দৈনিক আজাদী পত্রিকায় বিঙ্গাপন দেয়। ইপিজেডের চাকরির কথা বলে
আপনাকে প্রথমে আগ্রহি করবে, এর পরে বলবে আপনি আগে কোথাও কাজ করেছেন কিনা, যদি বলেন না তাহলেতো আর কোনো কথায় নেই।
এরপর বলবে আপনার যেহেতু অভিজ্ঞতা নেই তাহলে
আমরা আপনাকে কাজ শিখিয়ে চাকরিতে জয়েন করিয়ে দেবো।
আর এজন্য আমাদের কাছে ক্লাশ করতে হবে, আর ক্লাশের জন্য কিছু খরচ আছে।
আর সেই খরচ হচ্ছে ৮৫০০/ টাকা ।
কিন্তু কোনোভাবে আপনার কাছ থেকে যদি টাকাটা
আদায় করতে পারে.....
বাকিটা আপনারা বুঝেন।

এই প্রতারকচক্রের মুলহোতা "ছগির" তার সাথে আর একজন আছে ।
দুজনই বয়স্ক ব্যাক্তি কিন্তু বসে বসে বাটপারি করে

তাদের ঠিকানা দিচ্ছি আপনাদের :
ফ্রিপোট মোড়ে, কলসি দীঘি রোডের মাথায়, হোটেল আয়াতের সামনে ২য় তলায় পুরাতন একটা বিল্ডিংএ।

তো যাই হোক বন্ধুরা নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের হুশিয়ারি করার জন্য অনেক কথা বলে পেল্লাম🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

এখন ইপিজেডে চাকরি দেওয়ার নামে অনেক প্রতারক চক্র বের হয়েছে , তাই সবাই সাবধান।

সবাই এখন বেকারের অসহায়ত্বকে দুর্বলতা ভেবে সুযোগ নেই । 😭😭😭😭😭😭😭

08/04/2025

চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় সড়ক অবরোধ...... Part 4
চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় সড়ক অবরোধ...... Part 1
#সাংবাদিক_নিরাপত্তা #দুর্নীতিবিরোধী Humanist MD Anisur Rahman Md Monsur Alam M D Ismail Ruhul kabir Rizvi MD Shamin Mia আরাফাত হোসেন রনি অ্যাডভোকেট মোহাম্মদ সাহাব উদ্দীন Jonee Faruk Jonee Mollah

ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে চায় চট্টগ্রামবাসী’ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে যুদ্ধে যাওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে ব...
07/04/2025

ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে চায় চট্টগ্রামবাসী’

ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে যুদ্ধে যাওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকরা। ফিলিস্তিনে যাওয়ার জন্য বাংলাদেশের অসংখ্য মানুষ তৈরি আছে বলেও জানান তারা।সোমবার (৭ এপ্রিল) সকালে নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার পক্ষ থেকে ‘মজলুম গাজাবাসীর ডাকা বিশ্বব্যাপী হরতালে’র সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মুরাদপুর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ‘ইহুদিদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘ইহুদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ সহ ইসরাইলবিরোধী বিভিন্ন স্লোগান দেন।সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনি মুসলমানদের ওপরে ইসরাইলি বর্বরোচিত হামলার কারণে গাজা নামক অঞ্চল ধুলিস্যাৎ করে দেওয়ার জন্য ইহুদিরা গভীর ষড়যন্ত্র করছে। তারা নির্মমভাবে বর্বরোচিত হামলা করছে। এরই প্রতিবাদে ছাত্র কল্যাণ পরিষদ জিহাদি চেতনা নিয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশের ব্যবস্থা করেছে।প্রশাসনের কাছে আহ্বান জানিয়ে তারা বলেন, বাংলাদেশ প্রশাসনের কাছে আমরা আহ্বান রাখছি, ফিলিস্তিনে যাওয়ার জন্য বাংলাদেশের অসংখ্য মানুষ তৈরি আছে। অতি শিগগিরই বাংলাদেশ থেকে মুজাহিদ বাহিনী ফিলিস্তিনে যাওয়ার জন্যে, মুসলমানদের পক্ষে জিহাদ করতে যাওয়ার জন্য ব্যবস্থা যেন রাষ্ট্রীয়ভাবে করে দেওয়া হয়।বক্তারা আরও বলেন, একটি কথা স্পষ্ট জানাতে চাই, আমরা মুসলমান। পৃথিবীর যেকোনো প্রান্তে, যেকোনো মুসলমানের ওপরে অন্যায়ভাবে হামলা আসবে যখন যেভাবে প্রতিবাদ করতে হয় আমরা তা করবো, লড়াই করবো। আজ বড় দুঃখ এবং পরিতাপের সঙ্গে বলতে হয়, আমরা যারা মুসলমানের পক্ষে জিহাদি চেতনা নিয়ে ফেসবুকে পোস্ট করছি, বিভিন্ন বক্তব্য-প্রতিবাদ করছি, তথাকথিত মুসলমান নামধারীরা জিহাদের বিরুদ্ধে বিষোদাগার করছে। ইহুদির দালালেরা প্রকাশ্যে দালালি করছে।উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে আজ (সোমবার) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে নিপীড়িত গাজাবাসী। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে ‘নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি অর্থাৎ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তারা। এরই অংশ হিসেবে আজ সারাদেশে এই কর্মসূচি পালনে সড়কে নেমেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

কেএফসি রেস্তোঁরা ও কোকাকোলার সাইনবোর্ড ভাঙচুরইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রাম উত্তালচট্টগ্রাম নগরের জিইসি মোড়ে কেএফ...
07/04/2025

কেএফসি রেস্তোঁরা ও কোকাকোলার সাইনবোর্ড ভাঙচুর
ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রাম উত্তাল

চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে কেএফসি রেস্তোঁরা এবং কোকাকোলার সাইনবোর্ড সম্বলিত একটি ভবনে ইট-পাটকেল এবং জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও সাধারণ জনতা। এতে ওই রেস্তোঁরা এবং ভবনের সামনের অংশের কাঁচ ভেঙে যায়। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।সোমবার (৭ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে ফিলিস্তিনের মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে ইসরাইলবিরোধী কয়েকটি বিক্ষোভ মিছিল থেকে ইট-পাটকেল ছোঁড়া হয়।জানা গেছে, ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে আজ সোমবার বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছেন নিপীড়িত গাজাবাসী। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালিত হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও সকাল থেকে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সংগঠন ও রাজনৈতিক দল গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করছে।বিকেল সাড়ে ৩টার দিকে নগরের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইনকিলাব মঞ্চ ও হেফাজত ইসলামের পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল জিইসির দিকে রওয়ানা হয়। এতে সাধারণ মানুষসহ হাজারেরও বেশি শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিকেল সোয়া ৪টার দিকে মিছিলটি নাসিরাবাদ অতিক্রম করার পরই সানমার ওশান সিটি শপিংমল সংলগ্ন কেএফসি রেস্তোঁরার সামনে থেমে যায়। একপর্যায়ে মিছিল থেকে জুতা ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে রেস্তোঁরার সামনের অংশের কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। তবে ভেতরে কেউ ছিল কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া।বিকাল সাড়ে ৪টার দিকে মিছিলটি কেএফসি রেস্তোঁরার সামনে থেকে অগ্রসর হয়ে জিইসি মোড় ঘুরে দুই নম্বর গেইটের দিকে যায়। এরপর আবারও জিইসি মোড়ে হোটেল জামান সংলগ্ন পাঁচলাইশ ট্রাফিক পুলিশ পরিদর্শকের কার্যালয়ের উপরে থাকা ‘কোকাকোলা’র সাইনবোর্ডে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় ওই ভবনের কাঁচও ভেঙে পড়ে যায়। এরপর সেখানে কিছুক্ষণ অবস্থানের পর মিছিলটি দুই নম্বর গেট অভিমুখে যাত্রা করে।মিছিলে অংশগ্রহণকারীরা এ সময় ‘তেরা মেরা রিশতা কেয়া, লা ইলাহা ইল্লাল্লাহ’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরলো কেন, জাতিসংঘ বিচার চাই’, ‘বয়কট বয়কট, ইসরাইল বয়কট’, ‘আমেরিকার গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘ইহুদিদের গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘ইসরাইলের চামড়া তুলে নেব আমরা’, ‘ওয়ান টু থ্রি ফোর, জেনোসাইড নো মোর’, ‘ইসরাইল না ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন’ এসব স্লোগান দেন।এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মানকে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

ইসরায়েল-বিরোধী বিক্ষোভ করায় বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল। বাপসনিউজঃ ইসরায়েল-বিরোধী বিক্ষোভ করায় বাংলাদেশি শিক্ষার্থী...
07/04/2025

ইসরায়েল-বিরোধী বিক্ষোভ করায় বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল।

বাপসনিউজঃ ইসরায়েল-বিরোধী বিক্ষোভ করায় বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র ।গাজায় ইসরায়েলি বর্বতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ায় এক বাংলাদেশি নারী শিক্ষার্থীর ভিসা বাতিল করে তাকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র।

নিউইয়র্ক-ভিত্তিক অভিবাসন আইনজীবী মঈন চৌধুরী বাপসনিঊজকে বলেছেন, বিক্ষোভের কারণে আটক শিক্ষার্থীর মুক্তি নিশ্চিত করার চেষ্টা চলছে।

এছাড়া চুরির মামলা নিষ্পত্তি হওয়ার পরও আরেক বাংলাদেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। মঈন চৌধুরী বলেন, এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাস কয়েক আগে দোকান থেকে ৭০ ডলারের পণ্য চুরির সময় ধরা পড়েছিলেন।

তিনি বলেন, ছোটখাটো চুরির সেই মামলায় দোষ স্বীকার করার পর আদালত মামলাটি নিষ্পত্তি করেছেন। তাকেও গত সপ্তাহে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টরা গ্রেপ্তার করেছে এবং তার ভিসা বাতিল করে ডিটেনশন সেন্টারে নিয়েছে বাংলাদশে পাঠিয়ে দেওয়ার জন্য।

এদিকে কাস্টমস কর্মকর্তাদের প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে না পারায় সম্প্রতি জেএফকে এয়ারপোর্ট থেকে ডজন খানেক বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে গ্রিন কার্ডধারী যেমন রয়েছেন, তেমনই পারিবারিক কোটায় ইমিগ্র্যান্ট ভিসাধারীও আছেন।

এ পরিস্থিতিতে যারা যুক্তরাষ্ট্রে ফিরছেন কিংবা ইমিগ্র্যান্ট ভিসায় আসছেন, তাদেরকে সব ধরনের প্রস্তুতি নিয়ে আসার পরামর্শ দিয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক মঈন চৌধুরী। তিনি বলেন, “গ্রিন কার্ডধারীরা বছরের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে বসবাস না করলে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন এয়ারপোর্টে। সম্প্রতি বেশ ক’জনকে থামানোর পর মুচলেকা নিয়ে ঢুকতে দেওয়া হয়েছে অর্থাৎ তারা বছরের ১০ মাস যুক্তরাষ্ট্রে না থাকলে গ্রিন কার্ড কেড়ে নেওয়া হবে।”

প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার আশ্বাস করটেজের

বাংলাদেশি অধ্যুষিত এলাকা কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১৪ এর প্রতিনিধি আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের মধ্যে বাংলাদেশিদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

ডিস্ট্রিক্ট অফিসে আয়োজিত ওই অনুষ্ঠানে করটেজ প্রবাসীদের সবশেষ অবস্থা জানতে চান ব্রঙ্কস কম্যুনিটি নেতৃবৃন্দ ।

কংগ্রেসওম্যান করটেজ বলেন, তাৎক্ষণিক সহযোগিতার জন্য তার অফিসের দুয়ার সবসময় খোলা রয়েছে। অভিবাসন বিষয়ক যেকোনো সমস্যা দেখভালে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন তার ডিস্ট্রিক্ট অফিসের পরিচালক বাংলাদেশি আমেরিকান নওরীন আকতার।

শাহজাহান শেখ জানান, শুধু কাগজপত্রহীনরাই নন, ট্রাম্পের অভিযানে অনেক গ্রিন কার্ডধারীও ভীতসন্ত্রস্ত অবস্থায় দিনাতিপাত করছেন। কারণ, অবৈধ অভিবাসী ধরতে যখন অভিযান চলছে, তখন সামনে যাকে পাওয়া যাচ্ছে- তাকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্তোষজনক জবাব দিতে না পারলেই গ্রেপ্তার করা হচ্ছে।

29/03/2025

দেশের বাহিরে সকল রেমিট্যান্স যোদ্ধাদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা,ঈদ মোবারক,,,
゚followers

26/03/2025

Big shout out to my newest top fans! অচিন পাখি অচিনকূল

Address

Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Express 24News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share