Satisfying video

Satisfying video Enjoy all funny moments with satisfying video.
(6)

11/05/2025

ইনকামে বরকত পাচ্ছিনা এই অভিযোগ নিয়ে একদিন আমার এক প্রিয় উস্তাযের (মেন্টর) কাছে গেলাম। আমার এই উস্তাযের কথা আমি আরো একবার লিখেছিলাম। কোনো কিছু নিয়ে দ্বিধান্বিত-কনফিউজড কিংবা অশান্তিতে থাকলে তার সাথে কথা বললে এক ধরনের মানসিক প্রশান্তি আমি পাই।

তো একবার এইরকম একটা ডাউট নিয়ে আমি মেন্টরের সাথে দেখা করলাম।

আমাকে দুধ এবং চিনি ছাড়া স্রেফ গরম পানিতে ডুবানো একটা টি প‍্যাক এগিয়ে দিয়ে বললেন-তানভীর, আছো কেমন?
আমি কিছুটা আড়ষ্টতা নিয়ে তাকে বললাম, কনফিউজড উস্তায!

তিনি আমার চেহারার দিকে গভীর ভাবে তাকালেন, মিনিট খানেক। তারপর চায়ে চুমুক দিয়ে বললেন-কি নিয়া পেরেশানিতে আছো?
আমি তার আরো একটু সামনে এসে নিচু কন্ঠে বললাম-উস্তায, আমার ইনকাম নিয়া আমি দ্বিধায় আছি। আমি সৎ পথে উপার্জন করি। পেশাগত কাজে পারলে ২০০ ভাগ নিবেদন দিয়ে কাজ করি। তারপরও কেন জানি এতো বছর কাজ করার পরও আমার মনে হয়ে যে আমার উপার্জনে কোনো বরকত পাচ্ছিনা।

উস্তায মন দিয়ে আমার কথা শুনলেন, তারপর জিজ্ঞেস করলেন
-কেন তোমার এমন মনে হচ্ছে?
আমি এবার বললাম, যে আমার সেভিংস হচ্ছেনা। প্রতিবছর যেমন আয় বাড়ছে, তেমনি খরচও বাড়ছে।

উস্তায আবার কী মনে করে যেন আমার ডান হাতটা তার হাতে নিলেন। তারপর আবার গভীর ভাবে আমার কপাল আর চোখের দিকে তাকালেন। প্রশ্ন করলেন
-কিসের খরচ বাড়ছে তোমার?
-এই ‍যেমন বাচ্চাদের এডুকেশন-ওদের স্কুলের বেতন, ওদের টিচারদের বেতন, কিছু অস্বচ্ছল আত্নীয় স্বজনদের খরচ।
-কোন স্কুলে পড়ে তোমার বাচ্চারা?
-আমি স্কুলের নাম বললাম।

-তানভীর, তুমি কি মনে করো, শুধু ব‍্যাংকে জমা বাড়া মানেই আয়ের বরকত?
আমি আমতা আমতা করি।
-এই যে তুমি সেরা একটা স্কুলে তোমার বাচ্চাদের পড়াতে পারছ, এটা কি বরকত নয়? কয়জন বাবা-মা এরকম ভালো স্কুলে তার বাচ্চাদের পড়াতে পারছে?
হ‍্যাঁ, তা তো ঠিক। আমি মাথা নাড়ি।
-তোমার বাচ্চারা কেমন? ওরা কি উচ্ছৃংখল? তোমাদের কথা বার্তা শোনেনা?
-না, না উস্তায। খুব লক্ষি বাচ্চা ওরা।
-এটা কি বরকত নয়, তানভীর?
-জি, অবশ‍্যই।
-বিগত ৫/৭ বছরে তোমার পরিবারে কেউ বড় রকম অসুস্থ হইছে? বা তুমি নিজে?
-না উস্তায, আল্লাহর রহমতে কেউ ওরকম সিরিয়াস অসুস্থ হয়নাই। আমার স্ত্রী অসুস্থ হয়েছিল, আল্লাহর রহমতে দ্রুত সুস্থ হয়ে গেছে।
-হাসপাতালে ভর্তি করাতে হইছিল?
-না উস্তায, আল্লাহর রহমতে সুস্থ হয়েছে।
-এই যে তোমরা সুস্থ আছো, এটা কি বরকত না, তানভীর? আমার মাথায় হাত রেখে জিজ্ঞেস করেন তিনি।
-জি অবশ‍্যই।

-তানভীর, তোমার স্ত্রী কেমন মানুষ? সে কি তোমার সাথে সদাচারণ করে? তোমার খেয়াল রাখে? সে কী উন্নত চরিত্রের নয়?
-না না, উস্তায। সে অসাধারণ উন্নত চরিত্রের মানুষ। সে শুধু আমাকেই নয়। আমার সন্তাদের, আমার বাবার, আত্নীয় স্বজনেরও যত্ন নেয।
-আর কী বরকত চাও, তুমি? পরিবারে শান্তির চেয়ে বড় বরকত কী হতে পারে?
-জি উস্তায, আমি আসলে এভাবে গভীরে গিয়া চিন্তা করিনাই।

-তোমার বাবা-মা আছেন?
-মা নেই, বাবা আছেন।
-বাবা কি তোমার সাথে থাকেন, নাকি আলাদা থাকেন?
-আমার সাথে থাকেন, উস্তায। আমার সাথে।
-তোমার বাবা তোমার সাথে থাকেন, এ যুগে বাবা-মা সাথে থাকা, কত বড় বরকত তানভীর, তুমি টের পাওনা?
-টের পাই উস্তায। টেরপাই। আব্বা সাথে আছেন, এইটা
অনেক বড় বারাকা, উস্তায।

তিনি আর কথা বাড়ান না। আমাকে বুকে জড়াই ধরেন। মাথায় হাত বুলিয়ে দেন। তারপর বলেন, জীবনে টাকা পয়সা-ধনসম্পদ বৃদ্ধিই শুধু বরকত না। জীবনে তুমি সুস্থ আছো, তোমার একটা সুন্দর পরিবার আছে, তুমি তাদের এবং তারা তোমার দেখভাল করতে পারছে-এটাও বরকত। জীবনে তুমি সঠিক জ্ঞানের আলো পাচ্ছ-এটাও বরকত। আত্নীয় স্বজনের খবর নিতে পারছ-এটাও বরকত। প্রতিদিন বাবার চেহারা দেখতে পাচ্ছ-এটাও বরকত।

-তুমি টাকা পয়সা ব‍্যাংকে জমাইয়া কী এরচেয়ে বেশি বরকত পাবে, তানভীর?
-উস্তায, আপনি ঠিক বলছেন।

তিনি আমাকে নিচ তলা পর্যন্ত এগিয়ে দেন। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়ি। গাড়ি সার্ট দিয়ে আমি প‍্যানারমিক সানরুফটা খুলে দিই। তারপর গভীর কৃতজ্ঞতায় আকাশের দিকে তাকাই। সেদিন ছিল জোৎস্না। রুপালী আলোয় ভেসে যাচ্ছে আকাশ। সানরুফের খোলা ছাদ দিয়ে আমি দুইহাত উপরে তুলে দাঁড়িয়ে যাই। তারপর দুচোখ বন্ধ করি। আমি অনুভব করি, পৃথিবীর সব বরকত জড়িয়ে আছে আমায়!

© Tanvir Shahriar Rimon

11/05/2025
10/05/2025

দোয়া কবুলের আমল—🌸🌸🌿

✅ ১. দুরুদ ইব্রাহিম (১১ বার) পাঠ করবেন।

আরবি:
اللَّهُمَّ صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ. اللَّهُمَّ بَارِكْ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.

বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলে মুহাম্মাদিন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলে মুহাম্মাদিন, কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।

✅ ২. হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল (১১১ বার) পাঠ করবেন।

আরবি:
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ.

বাংলা উচ্চারণ:
হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির।

সংক্ষিপ্ত ফজিলত

✅ ১. দুরুদ ইব্রাহিম:

এটি সর্বোত্তম দুরুদ যা সালাতের সময় পড়া হয়।

এই দুরুদ পড়লে আল্লাহর রহমত ও শান্তি লাভ হয় এবং দোয়া কবুলের পথ সুগম হয়।

✅ ২. হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল:

এটি একটি শক্তিশালী দোয়া যা আল্লাহর উপর তাওয়াক্কুলের (নির্ভরতার) প্রকাশ।

এই দোয়া পাঠ করলে বিপদাপদ দূর হয়, মনোবল বৃদ্ধি পায় এবং আল্লাহর সাহায্য সহজে লাভ হয়।

➡️ পাঠের নিয়ম :

আগে ও পরে ১১ বার দুরুদ শরিফ পাঠ করুন।

উক্ত আমলগুলো পড়ে আল্লাহর কাছে গভীর আন্তরিকতার সাথে আপনার প্রয়োজনীয় দোয়া করুন।

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
09/05/2025

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

08/05/2025

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।।

08/05/2025

আল্লাহ কখনো কাউকে ঠকান না। তিনি পরম সুবিচারক, পরম দয়ালু।

আল্লাহ আপনাকে হয়তো ফর্সা গায়ের রং দেননি,
তবে এমন মায়াবী চেহারা দিয়েছেন,
যা দেখে কেউ না তাকিয়ে থাকতে পারে না।

আপনাকে হয়তো দেননি মেঘের মতো ঘন চুল,
কিন্তু দিয়েছেন হরিণের চোখের মতো গভীর দৃষ্টি,
যা শব্দ ছাড়াই হাজারো অনুভব প্রকাশ করে।

আল্লাহ হয়তো আপনাকে অতল মেধা দেননি,
কিন্তু দিয়েছেন এমন এক অনন্য গুণ,
যা মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করে,
সম্মান ও ভালোবাসায় আপনাকে ভরিয়ে তোলে।

আপনাকে যদি আল্লাহ ধন-সম্পদ না-ও দিয়ে থাকেন,
তবু দিয়েছেন অফুরন্ত ভালোবাসার শক্তি,
যা দিয়ে আপনি বহু হৃদয়ে জায়গা করে নিতে পারেন।

আল্লাহ হয়তো বাহ্যিক সফলতার জৌলুস দেননি,
কিন্তু দিয়েছেন এমন একটি হৃদয়,
যেখানে আছে নম্রতা, ক্ষমাশীলতা ও মানবিকতার অমূল্য আলো।

আল্লাহ আপনাকে দিয়েছেন অসীম ধৈর্য্য,
আপনার জীবনকে হয়তো সাজিয়েছেন দুঃখের পরীক্ষায়,
তবুও এমন শক্তি দিয়েছেন,
যাতে আপনি প্রতিটি দুঃসহ পরিস্থিতিকে হাসিমুখে গ্রহণ করতে পারেন।

আপনাকে যদি বাহ্যিক কিছু না-ও দিয়ে থাকেন,
তবু আল্লাহ আপনার অন্তরে সৃষ্টি করেছেন মানসিক প্রশান্তির স্বর্গ,
যেখানে নেই হাহাকার, নেই অতৃপ্তি—
আছে কেবল শান্তি আর তৃপ্তির গভীর অনুভব।

আল্লাহ সুবিচারের মালিক।
তিনি কাউকেই ফাঁকি দেন না, কাউকে ফেলেও রাখেন না।
যেখানে তিনি কম দিয়েছেন, সেখানে অন্যখানে বেশি দিয়েছেন।
এক না এক দিক দিয়ে, আপনাকে পূর্ণ করে দিয়েছেন।

তাই নিজেকে কখনোই অবহেলা করবেন না।
আপনি যেমনই হন না কেন,
আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকুন।
বলুন—
আলহামদুলিল্লাহ।

কারণ, আল্লাহ জানেন কোনটা আপনার জন্য সবচেয়ে কল্যাণকর।

#আপনার #আপনার #আপনার

07/05/2025

“ভালবাসা হল ক্যান্সারের চেয়েও মারাত্মক অসুখ। ক্যান্সার হয়,লোক মারা যায়। ভালবাসা না মেরে সারা জীবন খুঁচিয়ে খুঁচিয়ে রক্ত বার করে যায়।”
—সমরেশ মজুমদার (মৌষলকাল)

❒ জীবন মানেই এক অনির্দিষ্ট পথচলা,কখনো রঙ্গিন, কখনো মলিন, তবুও প্রতিটি মুহূর্ত এক অনন্য গল্পের অংশ।সুখ দুঃখের রঙ মিশেই তো...
07/05/2025

❒ জীবন মানেই এক অনির্দিষ্ট পথচলা,
কখনো রঙ্গিন, কখনো মলিন, তবুও
প্রতিটি মুহূর্ত এক অনন্য গল্পের অংশ।

সুখ দুঃখের রঙ মিশেই তো
জীবন এত সুন্দর 🖤♡࿐

Address

Port Connecting Road
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Satisfying video posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Satisfying video:

Share