Apon kishor

Apon kishor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Apon kishor, Digital creator, Chittagong.

পরের জন্মেও বাবা হইও🌼,,,,,,,শীতকাল পড়েছে সব বন্ধু মিলে প্ল্যান করেছে ঘুরতে যাবে! চাঁদা ৫০০০ হাজার টাকা করে।আমি হঠাৎ বলে ...
23/08/2023

পরের জন্মেও বাবা হইও🌼,,,,,,,

শীতকাল পড়েছে সব বন্ধু মিলে প্ল্যান করেছে ঘুরতে যাবে! চাঁদা ৫০০০ হাজার টাকা করে।

আমি হঠাৎ বলে উঠলাম,

আমার কাজ আছে রে এবার তোরা যা আমি যেতে পারবো না!

তাদের ভেতর থেকে এক বন্ধু বলে উঠলো, শালা ফকিন্নীর বাচ্চা! সব প্ল্যান নষ্ট করে দেস।

আমি মুচকি হেসে তাদের মধ্যে থেকে চলে আসলাম।

তাদের আর বললাম না,

যার বাবার সাপ্তাহিক আয় ১২৫০ টাকা, সে কিভাবে ৫০০০ হাজার টাকায় ঘুরতে যেতে পারে।

পড়াশোনা শেষ বিদায় অনুষ্ঠান করবে! এবার আর না করলাম না।

এক বন্ধুকে ডেকে নিয়ে বললাম ভাই, বিরিয়ানির প্যাকেটটা কি বাড়ি নিতে দিবি?

সে চিৎকার করে বলে উঠলো,

শালা ফকিন্নীর বাচ্চা জীবনে প্রথম কোন একটা কাজে অংশ নিলি তাও বিরিয়ানির প্যাকেট বাড়ি নিতে হবে?

আমি মুচকি হেসে চলে আসলাম। যে বাবা পুরো মাসের হাত খরচ বাঁচিয়ে বিদায় অনুষ্ঠান করার জন্য টাকা দিলো, সে বাবার সাথে সুখ ভাগ করতে না পারলে আমি আবার কিসের সন্তান।

পরীক্ষা চলে এসেছে, সব বন্ধুরা নতুন জামা কাপড় কিনে নিয়েছে।

আমি আব্বাকে বললাম,

আব্বা, আপনার গত ঈদের জুতা জোড়া আমাকে বের করে দিবেন?

আমি পরীক্ষা দিতে যাচ্ছি,, আব্বা চোখের পলক ফেলছেন না! আমি আর পিছনে তাকালাম না।

আচ্ছা, পলক পড়ার সাথে কি আব্বার চোখের নোলা জল গড়িয়ে পড়বে?

পরীক্ষা শেষ! প্রচণ্ড বৃষ্টি হচ্ছে!

সবাই ভিজে, ভিজে বাড়ি চলে যাচ্ছে।

আমি বাস স্টপে নামতেই দেখি আমার ১২৫০ টাকায় সাপ্তাহিক বেতনে কাজ করা বাবাটা ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

পথে যেতে যেতে আব্বাকে বললাম,

আব্বা আপনাকে একটা কথা বলবো রাখবেন?

আব্বা মুচকি হাসি দিলো।

আমি বললাম, পরের জন্মে আপনি আমার সন্তান হয়ে জন্মায়েন। এ জন্মে তো আর আপনার ঋণ শোধ করতে পারবো না! তাই পরের জন্মে সন্তান হয়ে ঋণ শোধ করে দিয়েন।

আব্বা হঠাৎ আমার হাত ধরে আমাকে থামিয়ে দিলেন। আমি চোখ ইশারায় জানতে চাইলাম কি হয়েছে?

আব্বা বললেন সামনে গর্ত পশ্চিম দিক দিয়ে চলো!

কিছু দূর যেতেই আব্বাকে আবার বললাম,

আব্বা আমি সিদ্ধান্ত বদলেছি!

আব্বা বললেন কিসের সিদ্ধান্ত?

আমি বললাম পরের জন্মে আপনাকে সন্তান বানানোর সিদ্ধান্ত!

আব্বা বললেন তাহলে কি সিদ্ধান্ত নিলে?

আমি বললাম, পরের জন্মেও আমি আপনার সন্তান হয়েই থাকতে চাই। আপনার ঋণ কখনো শোধ করতে চাই না।

এই পৃথিবীতে আপনি ছাড়া আমাকে কেউ আগলে রাখতে পারবে না।
কালেক্টেড©️

 #পার্থক্য:-দুজনেই ১৮ বছর বয়সে বাড়ি ছেড়ে ছিলাম!!!*তুমি ভার্সিটিতে এডমিশন নিলে আর আমি মেরিনে ডিপার্টমেন্টে যোগ দিলাম।তুমি...
18/08/2023

#পার্থক্য:-
দুজনেই ১৮ বছর বয়সে বাড়ি ছেড়ে ছিলাম!!!
*তুমি ভার্সিটিতে এডমিশন নিলে আর আমি
মেরিনে ডিপার্টমেন্টে যোগ দিলাম।
তুমি পেলে জীবনের সব থেকে ভাল মূহুর্ত।
আর আমি জীবনের সবথেকে কষ্টকর সময়!!!
*তুমি ডিগ্রি অর্জনের চেষ্টা করছিলে। আর আমি
নিয়েছিলাম কঠোর প্রশিক্ষন!!

Best কোম্পানিরর best জবটাই তুমি পেয়েছিলে।আর
আমি অনেক Responsibility নিয়ে section এ যোগ দিয়ে ছিলাম!!!!!
*তোমার Responsibility ছিলো নিজেকে ও
পরিবারকে save করা।
আর আমার সাগর জয় করার!!
তুমি পেয়েছিলে Best job...
আর আমি A Great way of life....
*প্রতি সন্ধ‍্যায় তুমি পিতা মাতার দেখা পেতে।
আর আমি শুধু পিতা মাতাকে দেখবো বলে প্রর্থনা করতাম!
*তুমি অফিস যাওয়ার সময় তোমার সন্তানরা বলতো
বাবা আসার সময় কি নিয়ে আসবে।
আর আমার ছুটি শেষ হলে বলতো বাবা আবার কবে আসবে!!
*তুমি festival celebrate করতে গানবাজনা আর
আলোকসজ্জা দিয়ে।
আর আমি সাগরের ঢেউ এর সাথে যুদ্ধ করে!!
*তোমার মা-বাবা তোমায় প্রতিদিন দেখতে পেত।
আর আমার মা-বাবা আমার বেঁচে থাকার প্রার্থনা করত!!!!!
*আমরা উভায়েই Retired করলাম।আমাদের পরিবার
কান্না থামাতে পারছিলোনা।
তুমি তাদের অশ্রু মুছে শান্তনা দিচ্ছিলে।
কিন্তু আমি?আমিপারিনি!!
*তুমি তাদের জড়িয়ে ধরেছিলে।
কিন্তু আমি? আমি পারিনি!!!!
# কারন.....
আমি সাদা কাপরে মোরানো লাশ হয়ে সাগরের কাছে হার মেনে
আমার way of Life সমাপ্ত!!!
But তোমার continue.......
মনে পড়ে কি?
দুজনেই"বাড়ি ছেড়েছিলাম ১৮ বছর বয়সে!

সফলতার জন্যেই যেনো তার জন্ম। মাত্র ২৩. কিন্তু একজন পেশাদার খেলোয়াড় জন্যে এতো কিছু ছুঁয়ে ফেলা স্বপ্নের মতো।কোপা লিবার্...
11/06/2023

সফলতার জন্যেই যেনো তার জন্ম।
মাত্র ২৩. কিন্তু একজন পেশাদার খেলোয়াড় জন্যে এতো কিছু ছুঁয়ে ফেলা স্বপ্নের মতো।

কোপা লিবার্তোদোরেস এ অভিষেক: কোপা লিবার্তোদোরেস চ্যাম্পিয়ন।

কোপা আমেরিকা তে অভিষেক: কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ।

বিশ্বকাপে অভিষেক: বিশ্বকাপ চ্যাম্পিয়ন ।

প্রিমিয়ার লীগে অভিষেক: প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন।

চ্যাম্পিয়নস লীগে অভিষেক: চ্যাম্পিয়নস লীগ চ্যাম্পিয়ন।

আর্জেন্টিনার হয়ে ইন্টারন্যাশনাল ট্রেবল জয়ী খেলোয়াড় জুলিয়ান আলভারেজ এখন ম্যানচেস্টার সিটি'র হয়ে ট্রেবল জয় করে ইতিহাস গড়ে ফেলেছে।

এমন বহু গ্রেটেস্ট আছে যারা স্বপ্ন দেখেন যেগুলো তার বাস্তব।

নিজের পেশাদারী জীবনে ৫০০ গোল করে ফেললে একজন গ্রেটেস্ট হিসেবে বৃহৎ নাম হবে এটা পরিষ্কার।

ব্যক্তিগত ভাবে চাই এমন একটি ক্লাবে যাক যেখানে তাকে নিয়েই একাদশ হবে।
এবং একজন ব্র্যান্ড উইনার হিসেবে ভক্তদের মনে থাকবে।

অভিনন্দন আমাদের জেনারেশন এর বাতিস্টুটা।

হুলিয়ান আলভারেজ। 🇦🇷❤️

চশমা পরা মেয়েটি বুয়েটর ছাত্রী শোভা।২য় ছবিটি তার মা প্রতিমা রানী দাশের।অনেকেই এদের চিনে থাকবেন। বছরখানেক আগে ভাইরাল হওয়া,...
10/06/2023

চশমা পরা মেয়েটি বুয়েটর ছাত্রী শোভা।
২য় ছবিটি তার মা প্রতিমা রানী দাশের।
অনেকেই এদের চিনে থাকবেন। বছরখানেক আগে ভাইরাল হওয়া, অভিনন্দন এর জোয়ারে ভাসা মা মেয়ের গল্প

শোভা যখন গর্ভে তখন প্রতিমা রানীর স্বামী মারা যান। স্বামীর বাড়িতে ভালো সম্পত্তি'ই ছিলো; কিন্তু সবকিছু থেকে বঞ্চিত করে গর্ভবতী প্রতিমাকে স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। তারপর গিয়ে উঠেন বাপের বাড়ি। কিছুদিন থাকার পরে আপদ মনে করে গুনধর ভাইও তাদের তাড়িয়ে দেন।

এরপর তারা আশ্রয়ের খোঁজে উঠেন প্রতিমা রানীর পিসির বাড়িতে। সেখানে কিছুদিন থাকতে পারে কিন্তু কতদিনই বা পরের বাড়িতে থাকা যায়। গৃহপরিচারিকার কাজ নিয়ে চলে যান। তাদের ছোট একটা বারান্দায় থাকেন মা মেয়ে। কিন্তু একজনে কাজ করে দুজনকে খাবার দিতে নারাজ গৃহিণী। ফলে এই চাকরি চলে যায়। এরপর অপমান লজ্জার মাথা খেয়ে আবার ভাইয়ের কাছে থাকার জন্য ভিক্ষা চাইতে হয়। কদিন থাকার পরে সামান্য কারনে আবার বাড়ি থেকে বের করে দেন।

স্থায়ী সমাধানের জন্য প্রতিবেশীরা তাকে বিয়ে দিতে চায়। মেয়ের নিরাপত্তার কথা ভেবে ২য় বিয়েতে রাজী হন মা। স্বামী চালচুলোহীন চা দোকানে কাজ করেন। একদিন কাজ করে তো দুইদিন বসে থাকে। তবে প্রতিনিয়ত ঝগড়া এবং স্ত্রীকে মারধরে বেশ কামেল লোক ছিলেন তিনি। সপ্তম শ্রেণি থেকে টিউশনি করতে হয় শোভাকে। পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে বৃত্তি পাওয়া শোভার যেদিন এসএসসির পদার্থবিজ্ঞান পরীক্ষা সেদিন সৎপিতাও তাদের বাড়ি থেকে বের করে দেন। সারারাত না পড়ে রাস্তায় রাস্তায় ঘুরে সকালে পরীক্ষা দিতে হয় শোভাকে। কিন্তু যাবে আর কোথায় তার মায়ের তো আর নিজের জায়গাজমি নাই। তাই শত অপমান লাঞ্ছনা সহ্য করেও ফিরতে হয় সেই সৎবাবার কাছেই।

এসএসসিতে গোল্ডেন প্লাস পাওয়ার রেজাল্টের দিনও তাদেরকে বের করে দেওয়া হয়। এরপর তারা স্থায়ীভাবে সৎবাবার ঘর ছেড়ে চলে আসে ব্রাহ্মণবাড়িয়া শহরে। তার মা কাজ নেন চকলেট আচারের কারখানায়। অর্থকষ্ট, পুষ্টিকর খাবারের অভাবে মা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে। মেয়েরও হাড্ডিসার অবস্থা। এখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করে চান্স হয় বুয়েটে।"
তাই ভেঙে পড়া যাবেনা কোন অবস্থাতেই লেগে থাকেন আপনি হাল না ছাড়লে ঈশ্বর আপনাকে ঠিক দেখবেন একদিন।

🌸🌸🌸🙏🌸🌸🌸

©

ফটোগ্রাফি করে ১ লক্ষ টাকা ইনকাম করলেও আপনি বেকার.!🙂সরকারি চাকুরী করে ২৫ হাজার টাকা বেতন ও ৫০ হাজার টাকা ঘুষ খেয়ে ৭৫ হাজা...
03/06/2023

ফটোগ্রাফি করে ১ লক্ষ টাকা ইনকাম করলেও আপনি বেকার.!🙂

সরকারি চাকুরী করে ২৫ হাজার টাকা বেতন ও ৫০ হাজার টাকা ঘুষ খেয়ে ৭৫ হাজার টাকায় আপনি স্বাবলম্বী.!☺️

এটাই সাইন্স.!!

আর,, চাইলে প্রতিটা ফটোগ্রাফার চাকুরী করতে পারে.!কিন্তু চাইলেই একজন চাকুরীজীবী একটা সুন্দর ছবি তুলতে পারেনা। কারন এটা শৈল্পীক কাজ। শিল্পীরা ধনী না হলেও জীবনটা তৃপ্তিতে কাটায়।!❤️

If you want to succeed, change your Attitude.✌️দৃষ্টিভঙ্গি পারে সফল করতে, দৃষ্টিভঙ্গিই পারে ব্যর্থ করতে। আপনি চিন্তা করু...
26/05/2023

If you want to succeed, change your Attitude.✌️

দৃষ্টিভঙ্গি পারে সফল করতে, দৃষ্টিভঙ্গিই পারে ব্যর্থ করতে।
আপনি চিন্তা করুন, আপনি কি হবেন।
আপনার দৃষ্টিভঙ্গি যেমন থাকবে ফলাফলও তেমন পাবেন।
দৃষ্টিভঙ্গি ঠিক করে এগিয়ে যান, সফলতা আপনার হাতে ধরা দিবে। তার জন্য লক্ষ্য স্থির করে, কাজ করে যাবেন, সামনে -পিছে না দেখে এগিয়ে চলুন।

🚫মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং আসলেই কি সম্ভব ? ▪আমার ফ্রিল্যান্সিং জগতে মোবাইল দিয়েই যাত্রাটা শুরু, অবাক হওয়ার কিছুই নাই!  ...
18/01/2023

🚫মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং আসলেই কি সম্ভব ?
▪আমার ফ্রিল্যান্সিং জগতে মোবাইল দিয়েই যাত্রাটা শুরু, অবাক হওয়ার কিছুই নাই!
সত্যিই যাত্রাটা শুরু হয়েছিল মোবাইল দিয়ে।
▪যদি আপনার কম্পিউটার/ল্যাবটপ না থাকে, তবে আপনি চাইলে মোবাইল দিয়েই ফ্রিলান্সিং শুরু করতে পারেন।
⛔ এইযে আপনি এখন যে কন্টেন্ট টা পড়ছেন এটিও মোবাইল দিয়েই তৈরি আর
মোবাইল থেকেই নিয়মিত পোস্ট করা হয়।
▪কন্টেট রাইটিং করে ও মোবাইল দিয়ে unlimited ইনকাম করা যায়। 💲💸
একটা সঠিক সিদ্বান্ত-ই বদলে দিতে পারে আপনার জীবন”
💌 প্রথম অবস্থায় আগে কাজ শিখুন কাজগুলো নিয়মিত প্রেকটিস করুন,যেসব কাজ মোবাইলে করা যায় ওগুলে করে ইনকাম করতে থাকুন,পরবর্তীতে ভালো কাজ বেশি কাজ করার জন্য নরমাল একটা কম্পিউটার/ল্যাবটপ হলে ভালো হয়।
নতুনদের জন্য ইনশাআল্লাহ সবসময় পাশে আছি যেকোনো প্রয়োজন মেসেজ দিবেন।

16/11/2022
✅আপনি  প্রতিদিন কি করেন,আমার প্রশ্ন আপনার কাছে?✅আপনার সময়কে আপনি কাজে লাগার চিন্তা করছেন✅ আপনি কি  আপনার বর্তমান অবস্থায়...
10/09/2022

✅আপনি প্রতিদিন কি করেন,আমার প্রশ্ন আপনার কাছে?
✅আপনার সময়কে আপনি কাজে লাগার চিন্তা করছেন
✅ আপনি কি আপনার বর্তমান অবস্থায় সন্তুষ্ট....?

✅ আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে আপনি কি এমন কিছু করতে চান, যার দ্বারা আপনার বর্তমান অবস্থার পরিবর্তন হবে..?
✅ আপনি কি আপনার ক্যারিয়ার গঠন করা নিয়ে চিন্তিত...?
✅ আপনি কি ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিজের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে উপার্জন করতে চান..? 💲
✅ আপনি কি সঠিক সিদ্ধান্তের অভাবে ক্যারিয়ার সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান করতে পারছেন না..?
✅ আপনি কি অনলাইন ক্যারিয়ার গঠনের জন্যে সঠিক, বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজছেন..?
✅ আমি যদি আপনাকে এ ব্যাপারে সহযোগিতা করতে পারি,তবে বিষয়টি কেমন হবে..?..🤔

💥সিদ্ধান্ত আপনার হাতে...ঠিক আপনি কি করতে চান..!
যদি এই বিষয়ে পরামর্শ নিতে চান..তবে ইনবক্সে
নক দিন..☺️✅

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Apon kishor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Apon kishor:

Share