Al Maram

Al Maram ALWAYS ROYAL COLLECTION

Jaguars: The Apex Predators of the Amazon.Discover the incredible power and beauty of jaguars, the apex predators of the...
28/12/2024

Jaguars: The Apex Predators of the Amazon.
Discover the incredible power and beauty of jaguars, the apex predators of the Amazon. Learn about their unique traits, hunting skills, and vital role in the rainforest ecosystem.

Jaguars: The Apex Predators of the Amazon.Discover the incredible power and beauty of jaguars, the apex predators of the Amazon. Learn about their unique tra...

Amazing Facts About Giraffes.Discover incredible giraffe facts, including their unique long necks, incredible height, an...
28/12/2024

Amazing Facts About Giraffes.

Discover incredible giraffe facts, including their unique long necks, incredible height, and fascinating behavior in the wild. Learn why these gentle giants are so extraordinary!



Amazing Facts About Giraffes.Discover incredible giraffe facts, including their unique long necks, incredible height, and fascinating behavior in the wild. L...

স্বাস্থ্য বীমার সুবিধা / Every Bangladeshi Needs Health Insurance NOW!আপনি কি এখনও স্বাস্থ্য বীমার সুবিধা সম্পর্কে অনিশ্...
19/10/2024

স্বাস্থ্য বীমার সুবিধা / Every Bangladeshi Needs Health Insurance NOW!

আপনি কি এখনও স্বাস্থ্য বীমার সুবিধা সম্পর্কে অনিশ্চিত? এই ভিডিওতে, আমরা প্রতিটি বাংলাদেশীর জন্য স্বাস্থ্য কভারেজের গুরুত্বকে ভেঙে দিয়েছি। ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা খরচ, পারিবারিক নিরাপত্তা এবং আর্থিক স্থিতিশীলতা সবই একটি স্পষ্ট সত্যের দিকে ইঙ্গিত করে: স্বাস্থ্য বীমা একটি আবশ্যক! কিভাবে সাশ্রয়ী মূল্যের পরিকল্পনা আজ আপনাকে এবং আপনার প্রিয়জনকে রক্ষা করতে পারে তা বোঝার জন্য এই ভিডিওটি দেখুন।


স্বাস্থ্য বীমার সুবিধা / Every Bangladeshi Needs Health Insurance NOW!আপনি কি এখনও স্বাস্থ্য বীমার সুবিধা সম্পর্কে অনিশ্চিত? এই ভিডিওতে, আমরা ...

৮৮র বন্যা, ৯৮র বন্যা এসব বন্যা'র সাথে ফেনীর বন্যা'র তুলনা করা ভুল। ফেনীতে যেইটা হচ্ছে এটা ফ্লাশ ফ্লাড। ফেনী যে এলাকাটা স...
22/08/2024

৮৮র বন্যা, ৯৮র বন্যা এসব বন্যা'র সাথে ফেনীর বন্যা'র তুলনা করা ভুল। ফেনীতে যেইটা হচ্ছে এটা ফ্লাশ ফ্লাড। ফেনী যে এলাকাটা সবচেয়ে বেশি আক্রান্ত, তার ৩ দিকে ভারত। ৩ দিকেই পাহাড়ি এরিয়া। পানি ৩ দিক থেকে আসতেছে। পানি দ্রুত চারপাশে ছড়িয়ে যাওয়ার উপায় নাই।

উদ্ধার কাজের জন্য এই রাস্তা ধরে আগাইতে হবে ২০/৩০ কিলোমিটার । একটাই পথ। প্লিজ সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসুন।

আমার ভাইদের লাশ হাসপাতালে রেখে মেট্রোরেল ধরে খুনি স্বৈরাচারীর কান্নার নাটক দেখেছি।আমাদের কখনও কেউ ডিফেন্ড করে নাই, ওউন ক...
07/08/2024

আমার ভাইদের লাশ হাসপাতালে রেখে মেট্রোরেল ধরে খুনি স্বৈরাচারীর কান্নার নাটক দেখেছি।

আমাদের কখনও কেউ ডিফেন্ড করে নাই, ওউন করে নাই, এতো মায়া দিয়ে কথা বলে নাই আমার জন্য।

অথচ আজ প্রফেসর ইউনূস দেশের মানুষকে ভিলিফাই করেন নাই। মানুষের রাগটা বুঝেছেন। আমাদের ওউন করেছেন। আমাদের থ্রেটকে মোকাবিলা করেছেন পাল্টা থ্রেট দিয়ে।

এরপরে ডক্টর ইউনূসকে আমাদের ওউন করতে আর কোন বাঁধা নাই। আজ থেকেই আমি উনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করলাম।✌️

বিদেশের সাংবাদিকের কাছে যে মানুষ দেশের জনগণকে এভাবে প্রটেক্ট করে, তার হাতে বাংলাদেশ তুলে দিতে আমার কোন দ্বিধা নাই।


ড. ইউনুস স্যার স্যালুট আপনাকে ।

Collected.

15/07/2024

অন্যায়ের প্রতিবাদ করা সবচেয়ে বড় মানবিক কাজ।
কোটা ব্যবস্থা আমার দেশের মেধাবীদের সাথে করা একটা বড় অন্যায়। যার সংস্কার অতি জরুরী।

গরুর ব্যবসা যখন গৃহস্থ আর বেপারীদের হাতে ছিল তখনই গরুর দাম কম ছিলো।যখন বড়লোকেরা এগ্রো নাম দিয়া ব্যবসা শুরু করলো তখনই গরু...
08/06/2024

গরুর ব্যবসা যখন গৃহস্থ আর বেপারীদের হাতে ছিল তখনই গরুর দাম কম ছিলো।

যখন বড়লোকেরা এগ্রো নাম দিয়া ব্যবসা শুরু করলো তখনই গরুর দাম বাড়া শুরু করলো।গরু সুষম খাবার খাওয়া শুরু করলো।গরু স্বাস্থ্য সচেতন হইলো।জিম করা শুরু করলো।সিক্সপ্যাক বানানো শুরু করলো।হ্যান্ডসাম হওয়া শুরু করলো।উঁচু জাতে উঠলো,নিজের মান মর্যাদা বৃদ্ধি করলো।।

08/06/2024

“গুনে গুনে ৮টা চুল ওয়ালা একটা লোককে গতকাল সেলুনে দেখলাম। সেলুনে যেহেতু মোটামুটি কাস্টমার ছিল তাই নাপিত মহাশয়ের তখন মেজাজ খারাপ। লোকটি চুলের দিকে ইঙ্গিত করতেই নাপিত জানতে চাইলেন, কী ভাই, কাটবো না গুনবো?
লোকটি তখন হেসে উত্তর দিলেন, নারে ভাই ওইসব না, চুলগুলো রাঙ্গিয়ে দিন প্লিজ।

সেলুনের সবাই একটু মজা নিলেও আমি মোটেও মজা পাইলাম না কারন আমার কাছে '"জীবন উপভোগ করার বিষয়'"। তাই জীবনে যতটুকু আছে তা নিয়েই হাসিমুখে উপভোগ করতে হয়। কোন একটা ক্লাসে আমার শিক্ষক একবার বলেছিল যাদের মাথায় চুল কম তাদের পকেটে চিরুনি থাকে কেননা "" হারিয়ে খুঁজি তাকে" ছন্দটি ওনার জন্যই প্রযোজ্য।

02/06/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।

১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।

২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।

৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।

৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।

৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।

৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন,
আ-মীন।

02/06/2024

একদিন এক লোক তার ছোট্ট মেয়েকে নিয়ে পার্কে হাঁটছিলেন। পাশে ফলের দোকান দেখে মেয়েটি তার বাবাকে আপেল কিনতে বললো। লোকটির পকেটে খুব বেশি টাকা ছিলোনা, তাই, মাত্র দুটি আপেল কিনে মেয়েকে দিলেন, মেয়েটি দু'হাতে দুটি আপেল ধরল।

লোকটি বললো, এসো দুজনে ভাগাভাগি করে খাই, একথা শুনে মেয়েটি তাড়াতাড়ি একটা আপেলে কামড় দিয়ে একটু খেয়ে নিলো। আরেকটা আপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগেই মেয়েটি সেটিতেও কামড় বসিয়ে দিলো...

তার মনটা খুব খারাপ হয়ে গেলো, মেয়েটা এত লোভী হলো কী করে! তাহলে সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারছেন না। লোকাচার, ভদ্রতা, মিলেমিশে চলা, ভাগাভাগি করে খাওয়া এগুলো কি তার সন্তানকে শেখানো হয়নি!! তাহলে মেয়েটি এমন লোভী আচরণ করলো কেন? মুখ থেকে হাসি মুছে গেল, তিনি চিন্তায় ডুবে গেলেন...

এসময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেল টা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বললো, "বাবা তুমি এটা খাও, এইটা অনেক বেশী টেষ্টি"।

লোকটা ভাষা হারিয়ে ফেললো!!

শিক্ষা: কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছতে নেই। ভালভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেয়া উচিত। এমনওতো হতে পারে যাকে ভুল বুঝে বসে আছি, তার ভেতরে আমারই জন্য ভিন্ন কোনও ভালোবাসা কাজ করছে।

28/05/2024

অধৈর্য হওয়ার কিছু নেই, যে পানি ডিমকে শক্ত করে সেই একই পানি আবার আলু কে নরম করে। আপনার রব জানেন! কখন কোন পরিস্থিতিতে কার কি প্রয়োজন? ভরসা রাখুন রবের উপর।সঠিক সময়ে তিনি আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।

26/05/2024

একজন মানুষ যদি প্রতিদিন ৩ বেলা ফাইভ স্টার হোটেলেও খায়, তবুও সে বাকি জীবনে কয়েক কোটি টাকার বেশী খেতে পারবে না। আর জীবন ফুরিয়ে গেলে তো লাগবে মাত্র সাড়ে ৩ হাত জমি।

আপনারা অনেকে হয়তো জানেনও না, স্থাবর আর অস্থাবর সম্পদ কাকে বলে। স্থাবর হল জমি, ফ্ল্যাট ইত্যাদি যা স্থানান্তর করা যায় না। আর অস্থাবর হল স্থানান্তরযোগ্য সম্পদ।

এসব তথ্য মাথায় ঘুরছে, সাম্প্রতিক কয়েকটা নিউজ দেখে।
সাবেক আইজিপির ৩৩টা ব্যাংক একাউন্ট ফ্রিজ আর ৮৩টা দলিলে ৩৪৫ বিঘা জমি জব্দের পরে আজ আবার ১১৯টা স্থাবর সম্পদ আর ২৩টা অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে যার মধ্যে ছিল গুলশানেরও ৪টা ফ্ল্যাট।

এত জমিজমা আর ফ্ল্যাট উনি কি এই জীবনে ভোগ করতে পারতেন? উনার স্ত্রী-সন্তানরা পারতেন? এত সম্পদের পিছনে দৌড়ালে উনি কাজ করতেন কখন? তাও পুলিশ আর র‍্যাব চিফ হিসাবে!!

আরেকজন ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের আনুমানিক বিশাল সম্পদের হিসাবও মিডিয়ায় এসেছে।

উনি আবার মানবতার ফেরিওয়ালা, অনুগত স্বামী, শ্বশুরবাড়ি ভক্ত জামাই আর নবাব বংশের মানুষ। আত্মীয়স্বজনের নামে ১০০ বিঘা জমি দান করেছেন, বউকে ২০০ ভরি স্বর্ণ দিয়েছেন আবার শ্বশুরকে তো ২টা জাহাজ পর্যন্ত উপহার দিয়েছেন। নিজের বিলাসবহুল বাড়ি বানাতে ব্যয় করেছেন ৪০ কোটি টাকা। উনাকে দেখে সবাই বিসিএস পুলিশ ক্যাডারে যেতে চাইলে অবাক হওয়ার কিছু থাকবে না। কি লাভ এই সমাজে সৎ হয়ে!!

এই উপার্জনগুলো অবশ্যই হালাল পথে আসেনি। নিশ্চয়ই কয়েক বছর ধরে অনেক ধরনের দুর্নীতি আর অন্যায় করেই এগুলো অর্জন করেছেন। এসব কাজ করার সময় উনার সিনিয়ররা জানতেন না? সহকর্মী কিংবা সহকারীরা জানত না? কই এখন পর্যন্ত উনার তো কোন শাস্তি হল না। দুদকও এতবছরে কিছুই করল না।

Address

Khulshi Town Center, Zakir Hossain Road
Chittagong
4225

Opening Hours

Tuesday 10:00 - 20:00
Wednesday 11:00 - 20:00
Thursday 11:00 - 20:00
Friday 11:00 - 20:00
Saturday 11:00 - 20:00
Sunday 11:00 - 20:00

Telephone

+8801817771219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Maram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Maram:

Share