ABAAN

ABAAN From my heart to this space —
every thought, every pause, every piece of me.

আমি চিরকাল স্থির থাকতে চেয়েছি, চেয়েছি একটা ঘর, একটা মানুষ, একটা শান্ত দুপুর—যেখানে আমি ভাঙতে পারি নির্দ্বিধায়, ভালোবাসতে...
18/07/2025

আমি চিরকাল স্থির থাকতে চেয়েছি, চেয়েছি একটা ঘর, একটা মানুষ, একটা শান্ত দুপুর—
যেখানে আমি ভাঙতে পারি নির্দ্বিধায়, ভালোবাসতে পারি নির্ভয়ে, হারিয়ে যেতে পারি নির্ভার হয়ে।

কিন্তু কেউ নেয়নি আমায়, না ঘর, না পথ, না পর্বত, না নদী,
না ঢেউ, না তরঙ্গ, না তুমি, কিংবা অন্য কেউ।

সবাই যেন আমাকে কিছুটা জায়গা দিয়েও, আবার সরিয়ে দিয়েছে ধীরে।
যেন আমি কেবল একজন পথচারী, যার থেমে যাওয়ার অধিকার নেই,
যার দিকে তাকিয়ে কেউ বলে না— তুমি থেকো। এখানেই থেকো।"

তুমি এসেছিলে ঠিকই, কিন্তু আমায় গ্রহণ করোনি, আমি বুঝেছি, তোমার পৃথিবীতে কেউ চিরকাল থাকবার যোগ্য হয় না।

তবুও আমি চেয়েছিলাম, কারোর চোখের কোণে একটু ঠাঁই,
কারোর কণ্ঠে একটা ডাক, যা আমাকে থামিয়ে রাখবে,
যা বলবে, “তোমার যাওয়ার দরকার নেই আর।

কিন্তু বাস্তব কেবল ঠেলে দিয়েছে— আর আমি চলেই গেছি,
চাইনি, তবুও!
কারণ কেউ নেয়নি আমায়, তুমি-ও না!🖤

লেখা : Hri Doy

সন্তান যখন আপনার কোলে থাকে, যতটা পারেন আদর করেন। কিছু ভেঙে গেলেও বকা দিয়েন না,পড়তে না চাইলেও বকা দিয়েন না ।আদর করবেন শু...
17/07/2025

সন্তান যখন আপনার কোলে থাকে, যতটা পারেন আদর করেন। কিছু ভেঙে গেলেও বকা দিয়েন না,পড়তে না চাইলেও বকা দিয়েন না ।আদর করবেন শুধু।গায়ে হাত তুলবেন না কখনো। এই যে ফুটফুটে মুখটা, ছোট্ট হাতটা , একটা দিন আসবে, এই হাত আপনার হাতের নাগালের বাইরে চলে যাবে।সন্তান চিরোকাল মায়ের কাছে থাকে না। ওদেরও তো জীবন আছে, স্বপ্ন আছে। ক্যারিয়ার গড়বে।কেউ চলে যাবে অন্য দেশে, কেউ উড়ে যাবে দূরের শহরে।তখন আপনি পড়েই থাকবেন এই বাড়িতে। এক কোণে।কখনো কখনো ফোন আসবে।কথা হবে, ‘মা ভালো আছো?’ আপনি বলবেন, ‘ভালো আছি বাবা।’মনের ভেতর হাজারটা কথা জমা থাকবে, বলতে পারবেন না। কারণ ওদের যে ব্যস্ত জীবন।তখন মনে পড়বে, যখন ও ছিল আপনার কোলে,তখন কেনো যে একটু বেশী আদর করেন নাই! কেনো যে বকা দিয়েছিলেন! তখন যে মেরেছিলেন,বকা দিয়েছিলেন, তার জন্য আপনাকে কাঁদতে হবে।

কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে যাবে। তবুও সন্তানকে আদর করতে পারবেননা,কারণ সে তো থাকে আপনার থেকে কোটি কোটি মাইল দূরে।সন্তানকে কখনো মারবেন না। কখনো রাগের মাথায় কটু কথা বলবেন না।শুধু দোয়া করবেন।কারণ, ৫০ বছর আগেই তো লেখা হয়ে গেছে কে কি হবে। কার জীবনে কী আছে, ভাগ্য কোথায় নিয়ে যাবে।আপনি শুধু আল্লাহর কাছে বলো —
‘হে আল্লাহ, আমার সন্তান যেন ভালো মানুষ হয়।
সুন্দর জীবন পায়। ঈমানের সাথে জীবন কাটায়।’

লেখা- সংগৃহীত ও পরিমার্জিত।

17/07/2025

কত মায়ায়, কত যত্নে বড় করে তোলা সেই আদরের সন্তান আবরার ফাহাদ—আজও আমাদের বিবেককে নাড়িয়ে দেয়।
সে শিখিয়ে গেছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই আসল দেশপ্রেম। 💔

সে তুমি যত শক্তিশালীই হও না কেন, জীবনে একটা এমন  সম্পর্ক আসবে যেটা তোমাকে মানসিক হাসপাতালে পৌছে দিবে   #কথা
17/07/2025

সে তুমি যত শক্তিশালীই হও না কেন, জীবনে একটা এমন সম্পর্ক আসবে যেটা তোমাকে মানসিক হাসপাতালে পৌছে দিবে

#কথা

দিনশেষে আমি ভালো আছি,মনখারাপের শহরে #কথা  #কথাআজকেরপর্ব
17/07/2025

দিনশেষে আমি ভালো আছি,
মনখারাপের শহরে

#কথা #কথাআজকেরপর্ব

🥲🥲🥲
12/07/2025

🥲🥲🥲

কোথায় গিয়েছিলে? - সমুদ্রে।  কেন?- জিগ্গেস করতে।  কি জিগ্গেস করলে?- তার কেন কোন দুঃখ নেই!  সে কি বললো?-আকাশকে ভালোবাসেআর ...
12/07/2025

কোথায় গিয়েছিলে?
- সমুদ্রে।
কেন?
- জিগ্গেস করতে।
কি জিগ্গেস করলে?
- তার কেন কোন দুঃখ নেই!
সে কি বললো?
-আকাশকে ভালোবাসে
আর কি বললো?
- কাউকে ভালোবাসলে
নিজস্ব কোন দুঃখবোধ থাকতে নেই!

লিখা - সবুজ আহম্মেদ মুরসালিন

11/07/2025

মানুষ? না, এরা রক্তপিপাসু শকুন!
ভদ্রতার মুখোশে চাপা দানব!
পশুরও সীমা থাকে—মানুষের নেই।
নৃশংসতার চূড়ায় বসে আছে এই সভ্যতা!
জগতে মানুষের চেয়ে জঘন্য কিছু নেই। কিছুই না।

এই পৃথীবিতে কেউ বিলাপ করে কাঁদেআর কেউ হাসিমুখের আড়ালে কাঁদে
09/07/2025

এই পৃথীবিতে কেউ বিলাপ করে কাঁদে
আর কেউ হাসিমুখের আড়ালে কাঁদে

অভিযোগ নেই কারো প্রতি। যা করেছি, মন থেকে করেছি। ভালো থেকেছে যারা, মন উজাড় করে দিয়েছি। ভাঙা বিশ্বাসে কেঁদেছি, তবু ক্ষমা ক...
07/07/2025

অভিযোগ নেই কারো প্রতি। যা করেছি, মন থেকে করেছি।
ভালো থেকেছে যারা, মন উজাড় করে দিয়েছি। ভাঙা বিশ্বাসে কেঁদেছি, তবু ক্ষমা করেছি।
জীবন কাঁটা দিয়েছে, আমি হাঁটতে শিখেছি।

এখন অনেক কিছু ধারণ করে, শুধু শান্ত থাকতে চাই।
আগে পুকুর ছিলাম, এখন সমুদ্র হচ্ছি। 🌊

#কথাআজকেরপর্ব #কথা

ভাঙা সম্পর্ক মানেই ভাঙা জীবন নয়। বরং সেখান থেকেই শুরু হতে পারে নিজের নতুন করে গড়ে ওঠার গল্প।মিথিলা ভেবেছিলেন সব ঠিক হয়ে ...
05/07/2025

ভাঙা সম্পর্ক মানেই ভাঙা জীবন নয়। বরং সেখান থেকেই শুরু হতে পারে নিজের নতুন করে গড়ে ওঠার গল্প।

মিথিলা ভেবেছিলেন সব ঠিক হয়ে যাবে। ২০১৫ সালে সেপারেশনের পরও তিনি আরও দুই বছর অপেক্ষা করেছিলেন। কিন্তু ২০১৭ সালে বুঝলেন, সম্পর্কটা আর টিকবে না। তখন তিনি ছিলেন অল্প বয়সী, এক বছরের সন্তানের মা—নিজেই নিজের জীবনের সিদ্ধান্ত নিতে মানসিকভাবে প্রস্তুত ছিলেন না।

শুধু মানসিক না, সেই সময়ে অর্থনৈতিক চাপও ছিল প্রবল।
বললেন, “২৩ বছর বয়স থেকে যেভাবে জীবন কল্পনা করেছিলাম, হঠাৎ সব বদলে গেল। গাড়ি ছিল না, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে থাকতাম, চাকরি করতাম, কিন্তু জানতাম ওটাই আমার ভবিষ্যৎ না।”

তিনি মনে করেন, অর্থনৈতিক স্বাধীনতা মেয়েদের জীবনের সবচেয়ে বড় শক্তি।
“শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির বাইরে নিজের একটা জায়গা বানাতে বহু বছর লেগেছে। ছোটবেলা থেকেই মা বলতেন, ‘নিজের পায়ে দাঁড়াও।’ আমি সেটাই করেছি।”

বিচ্ছেদের সময় লিখেছিলেন, “সময় বদলায়, মানুষ বদলায়। ১১ বছর আগে যে আমরা ছিলাম, আজ আর তা নই। তাই কঠিন হলেও আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।”

তাহসানও বলেছিলেন, ‘সমাজ কী বলবে’—এই ভয়ে অভিনয় করে জীবন কাটাতে চাননি।

---

🟡 মোরাল অফ দ্য স্টোরি:

সাহস মানে সব সময় সম্পর্ক ধরে রাখা নয়। কখনো কখনো সাহস মানে নিজেকে ধরে রাখা। আর সেটার জন্য সবচেয়ে দরকার নিজের পায়ে দাঁড়ানো।

Address

Muradpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABAAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ABAAN:

Share