মাটির-সম্রাজ্য

মাটির-সম্রাজ্য আচ্ছালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ্, সত্য সবসময় সুন্দর......💖🌺
(10)

17/06/2025

সম্প্রতি হোয়াইট হাউজ "সরকারিভাবে" ঘোষণা করেছে যে আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে। এর আগে, ট্রাম্প G7 সম্মেলনের সমাপ্তি বিবৃতিতে স্বাক্ষর না করে ইরানের সঙ্গে উত্তেজনা হ্রাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। একইসঙ্গে তিনি টুইট করে বলেন, “তেহরান দ্রুত খালি করো!”, যার কয়েক মিনিট পর তেহরানে বিশাল বিস্ফোরণ ঘটে।

🔴 সামরিক প্রস্তুতি:
যুক্তরাষ্ট্র “USS Nimitz” রণতরী ও ৩২টি রিফুয়েলিং প্লেন মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে এবং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সৈন্যদের নিরাপত্তা এখন প্রধান অগ্রাধিকার।

🔵 ইরানের প্রতিক্রিয়া:
• ইসরায়েলের সব শহরকে টার্গেট ঘোষণা
• রাজধানীসহ বড় শহর খালি করার নির্দেশ
• ব্যালিস্টিক মিসাইল, ড্রোন ও ইলেকট্রনিক হামলা ব্যবহারের ঘোষণা

🔵 রাশিয়া ও চীনের অবস্থান:
• রাশিয়া কৃষ্ণসাগরে নৌবাহিনী মোতায়েন করে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে এবং ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে।
• চীনের নৌ ইউনিট দক্ষিণ চীন সাগরে সক্রিয়, এবং তারা ইরানে সেন্সিং ও জ্যামিং যন্ত্রপাতি পাঠিয়েছে বলে দাবি(অপ্রমাণিত)।

🟡 পাকিস্তান:
পাকিস্তান সমর্থন জানালেও কিছুটা দ্বিধায়, সীমান্ত বন্ধ করেছে। গোপনে গোয়েন্দা সহায়তার কথাও শোনা যাচ্ছে।

🔴 বেসামরিক প্রতিক্রিয়া ও উত্তেজনা:
ইসরায়েলি নাগরিকদের সাইপ্রাসে পালিয়ে যেতে দেখা যাচ্ছে। চীন, রাশিয়া, জার্মানি ও আর্জেন্টিনা ইসরায়েলে থাকা তাদের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

⚫️ উত্তেজনার সম্ভাব্য কারণ:
ধারণা করা হচ্ছে, ইরানের একটি হামলায় ইসরায়েলের একটি সংবেদনশীল সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডাররা ছিলেন। এটাই ট্রাম্পের G7 ত্যাগ ও সামরিক পদক্ষেপের প্রধান কারণ।

16/06/2025

ই*জরায়েলর মিসাইল Interceptor Malfunction হয়ে নিজেই নিজের Launcher এ হিট করেছে। 😁😂
এই Malfunction এর পিছনে Syrian Electronic Army নামক একটি হ্যাকার কমিউনিটির হাত থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে।👍

15/06/2025

আলহামদুলিল্লাহ্‌ 💥
আজও তেলআবিব, হাইফা সহ হি*জ্রাইলের প্রধান প্রধান শহরে চলছে ই/রানের মিসাইল বৃষ্টি!!

😁😁
15/06/2025

😁😁

15/06/2025

ই/রান-ইস/রাইল যু্দ্ধে কোন দেশ এগিয়ে থাকবে বলে মনে করেন??

একেই বলে বাবার শাসন!!😶একটু বেশিই হয়ে গেলো নাহ্?
12/03/2025

একেই বলে বাবার শাসন!!😶
একটু বেশিই হয়ে গেলো নাহ্?

10/01/2025

আলহামদুলিল্লাহ্‌ পেইজ টা ফিরে পেয়েছি।
পূর্বের ন্যায় সকলের সহযোগীতা আশা করছি।♥️💝

19/08/2023

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোচিং সেন্টার,হাজারো ছাত্রের ভরসার একমাত্র স্হান কনফিডেন্স প্লাসের HSC বিদায় এবং A+ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিশিষ্ট রাজনীতিবিদ,চট্টগ্রাম রিহ্যাব'র সন্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল কৈয়ুম চৌধুরী সাহেব।

13/08/2023

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঔষুধ সামগ্রী বিতরণ করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দরা।

12/08/2023

আজ চাগাচরের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন মাননীয় সংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এবং
নবনির্বাচিত মেয়র আলহাজ্ব লোকমান হাকিম।

10/08/2023

বন্যার সময়কার কিছু ভিডিও ফুটেজ।
স্থান: চাগাচর দোহাজারী পৌরসভা।
একবার ভেবে দেখুন শঙ্খপাড়ের মানুষের উপর কি চলে গেলো!!

07/08/2023

চাগাচর ১নং ওয়ার্ডের এখনকার পরিস্হিতি....!

Address

Dohazari
Chittagong
4382

Telephone

+8801867924772

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাটির-সম্রাজ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাটির-সম্রাজ্য:

Share