Style with Tuja

Style with Tuja Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Style with Tuja, Digital creator, Chittagong.
(1)

06/08/2024

পদত্যাগ পত্র স্বাক্ষরের মুহূর্তগুলো।
==========================
সোমবার সকাল ১০ টা। গনভবনের লোকজন ভীতি ও উৎকণ্ঠার আরো একটি রাত পার করলো। শেখ হাসিনার পদত্যাগের আন্দোলন যেকোনো মূল্যে দমন করার লক্ষ্যে গনভবনের বিশাল হল রুমে তিন বাহিনী ও বিডিআর প্রধান , ডিজি RAB, ডিজিএফআই, পুলিশ প্রধানের সাথে গুরুত্বপূর্ণ মিটিং। শেখ রেহানাও বোনের পাশের সীটে মলিন মুখে নীরবে বসে আছেন।

গনভবনে ভিন্ন রকমের একটি দিন। আগেরদিন আন্দোলনকারী ছাত্রদের সাথে সংঘর্ষে পুলিশ এবং আন্দোলন প্রতিহতকারী সশস্ত্র যুবলীগের ক্যাডাদের অনেক রক্ত ঝরলেও ছাত্ররা বীরদর্পে রাস্তা দখল করে রাখে। আজ রোড মার্চ টু গনভবন। বুক পেতে গুলি নিয়ে---আজ স্বৈর শাসক হাসিনাকে তারা বিদায় করতে চায়। তীব্র স্রোতের মতো ধেয়ে আসা লক্ষ লক্ষ ছাত্রজনতা গগন বিদারী আওয়াজ তুলে সে দিকে ছুটে আসছে। তারা হাসিনা সরকারকে বিদায় করে রাষ্ট্র মেরামতের রক্ত শপত নিয়েছে।

প্রধানমন্ত্রী মিটিং এ এসেই সেনা প্রধানের দিকে আড় চোখে রাগত ভাবে তাকালেন। বিড় বিড় করে কিছু একটা বললেন। পুলিশ প্রধানকে হুংকার দিয়ে বললেন---আমি যে সেনাবাহিনীকে এতো সুযোগ-সুবিধা দিয়েছি, তারা নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিলো। তোমার পুলিশও কিছু করতে পারে নাই। তোমাদের সামনে আমার ছাত্রলীগ, যুবলীগের ৭০ জন লোক কিভাবে মারা পড়লো ? আজ তোমরা ছাত্রদের যেকোনো মূল্যে রাস্তা থেকে সরিয়ে দাও। আমি আর্মির অস্ত্র পুলিশকে দিয়েছি---এগুলো বহন করার জন্য নয়! আজ কয়েকশ রাজাকার ফেলে রাস্তা পরিষ্কার করো!

আইজিপি বললেন---আমার পক্ষে কয়েক শত নয়, কয়েক হাজার মারলেও ছাত্রদের ঠেকানো সম্ভব হবে না। আপনি তো ডিজিএফআই রিপোর্ট শুনলেন দু-এক ঘন্টার মধ্যে ওরা গনভবনের গেটে পৌঁছে যাবে।
আরো আগে পৌছতো, আর্মি কৌশলে তাদেরকে ঠেকিয়ে রেখেছে।

প্রধানমন্ত্রী এবার চিৎকার করে বললেন---আমার কি দোষ, আমি কি দোষ করেছি! আমি কি দেশের জন্য, তোমাদের জন্য কম করেছি! প্রয়োজনে আজ এক হাজার ফেলে দাও, গনভবন রক্ষা করো। একথা শুনে সবাই নীরব হয়ে রইলেন কিছু সময়। প্রধানমন্ত্রীর এ কথাগুলোর সাথে তারা পরিচিত হলেও আজ তিনি ভিন্ন মাত্রায়, চড়া স্বরে কথা বলছেন। তার এসব আদেশ পালন করে তাকে বাঁচানো যাবে না।

ডিজিএফআই এবং আইজি রেহানাকে নিয়ে পাশের রুমে গেলেন। বুঝালেন, ৫/১০ হাজার মেরেও এ আন্দোলন আর দমন করা যাবেনা। আপনি ওনাকে বুঝান।

রেহানা ধীর লয়ে মিটং পুনরায় এসে বসে বড় বোনের কাঁধে হাত রাখলেন, এ প্রথম তাকে সামনে রাখা সেনা সদরের তৈরী করা পদত্যাগ পত্র রেখে স্বাক্ষর করার অনুরোধ করলেন। রেহানার চোখে পানি।

প্রধানমন্ত্রী আবারও রাগতঃস্বরে প্রত্যাখ্যান করে সেনাপ্রধানকে অ থ র্ব জাতীয় একটি শব্দ বললেন। বললেন--আমার পিতা এ দেশেকে স্বাধীনতা দিয়েছে, স্বপরিবারে জীবন দিয়েছে। আমি এ দেশের জন্য কি করি নাই ? জামাত-বিএনপিকে এ দেশকে পাকিস্তান বানানোর সুযোগ দেয়া যাবে না।

সবাই ঘড়ির দিকে তাকালেন --- ডিজিএফআই বারবার রিপোর্ট নিলেন--ছাত্রজনতা বিশাল বিশাল উত্তাল মিছিল নিয়ে দ্রুত এগিয়ে আসছে। সময় ফুরিয়ে আসলেও প্রধানমন্ত্রীর মধ্যে নমনীয় হওয়ার লক্ষণ নেই। সবার মুখে অভিব্যক্তি--এ অবস্থায় কি করা যায়!

এবার পাশের রুমে গিয়ে ডিজিএফআই বিদেশে থাকা সজিব ওয়াজেদকে ফোনে বুঝালেন---কিছুক্ষনের মধ্যে চারপাশ থেকে লক্ষ লক্ষ মানুষ গনভবনে পৌঁছে যাবে। সেনাবাহিনী গুলি চালালেও তাদের হাত থেকে প্রধানমন্ত্রীকে রক্ষা করা যাবে না।
সজিব বললেন---ঠিক আছে আমি আম্মুকে বুঝিয়ে বলছি।

সজিবের ফোন পেয়ে প্রধানমন্ত্রী একেবারেই স্থবির হয়ে গেলেন। মুখ কালো করে বললেন---আমি জাতির উদ্দেশ্যে ভাষন দিবো।

তখন বেলা দেড়টা। প্রায় সবাই একযোগে বলে উঠলেন---স্যার আমরা ভাষন রেকর্ড করার সময় পাবো না। আমরা হয়তো খুব বেশী হলে জোর করে এক ঘন্টা ছাত্রজনতার রোড মার্চ ঠেকিয়ে রাখতে পারবো। ৪৫ মিনিটের মধ্যে আপনি রেডি হন--আপনার জন্য হেলি কপ্টার এবং বিমান রেডি।

রুমের বাহির থেকে SSF এর কয়েকজন হন্তদন্ত হয়ে এগিয়ে আসলেন এবং হেলিকপ্টার নামার কথা জানালেন। এক প্রকার জোর করেই প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়া হলো। তাকে তার বেড রুমের দিকে নিয়ে যাওয়া হলো। এসময় SSF এর ওয়ারলেস এবং তাদের বুট জুতার ঠক ঠক আওয়াজ গন ভবনে এক ভীষন রকমের তাড়াহুড়া দেখা দিলো। রেহানা ইতোমধ্যে তার বোনের ১৪ টির মতো বড় বড় লাগেজ রেডি করে ফেললেন। কড়া প্রহরায় সাবেক প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ি হলিকপ্টারের দিকে এগিয়ে গেলো। তখন ঘড়ির কাটায় বিকেল আড়াইটা হয়ে গেছে। ছাত্রজনতা গনভবনের ভিতর ঢুকা শুরু করে দিয়েছে।

কিসের বৈঠক? কিসের সংলাপ?রক্তের সাথে সংলাপ যায়?আমার ভাইয়ের রক্তের উপর পাড়া দিয়ে কোনো সংলাপ নয়।
18/07/2024

কিসের বৈঠক?
কিসের সংলাপ?
রক্তের সাথে সংলাপ যায়?
আমার ভাইয়ের রক্তের উপর পাড়া দিয়ে কোনো সংলাপ নয়।

17/07/2024
😆
29/05/2024

😆

🫠🫠🫠
29/05/2024

🫠🫠🫠

24/05/2024

Laziness এর এমন স্টেজে এসে পড়ছি, যেখানে পরীক্ষার খাতায় নাম রোলের পর আর কিছু লিখতে ইচ্ছে করে না।

12/05/2024

আমি মনে হয় একাই একজন যে তার স্কুল কে মিস করে না! কীভাবে মিস করবো? স্কুলের যে সম্পর্ক গুলো ছিলো সেই গুলো আর নেই! যাদের সাথে টিফিন ভাগ করে খেতাম তাদের সাথে হঠাৎ রাস্তায় দেখা হলে হাসিও বিনিময় হয় না। চেষ্টা করি যেনো না দেখে ফেলে আড়াল হয়ে যাই! যাদের সাথে রোদে আ্যসেম্বলি করতাম, আর বৃষ্টির দিনে ভূতের গল্প বলতাম তারাই এখন জীবনে ভূত হয়ে গেছে! মানে ওই যে অতীত! স্কুল থেকে বের হয়ে প্রতিমাসে একবার করে দেখা করবো,প্রমিস গুলো আর টিকে নি। কারও সাথে তো আর মুখ দেখাদেখি ও হয় না! মানুষ কী জায়গার মায়ায় পরে? নাকি প্রিয় মানুষ গুলোর সাথে কাটানোর জন্য জায়গা টা প্রিয় হয়ে উঠে! হ্যা কয়েকজনের সাথে এখনও ঠিক একই সম্পর্ক বলতে গেলে আরও গভীর তবে স্কুলে যেতে ভয় লাগে সবার কথা মনে পরবে যে, তখন মন কে কীভাবে বুঝাবো তাদের সাথে তো কথা বলা ও মানা! হ্যা তবে প্রতিবার স্কুলের সামন দিয়ে যখন যাই মনে পরে ইশস আমাদের ও তো একটা সুন্দর সার্কেল ছিল!

10/05/2024

😭😭😭

30/10/2023

অজ্ঞান পার্টিই পারবে,রাতে আমার তাড়াতাড়ি ঘুম আনতে🙂

30/10/2023

On the authority of Abu Abbas Abdullah bin Abbas (may Allah be pleased with him) who said:

One day I was behind the Prophet ﷺ [riding on the same mount] and he said,

“O young man, I shall teach you some words [of advice]: Be mindful of Allah and Allah will protect you.

Be mindful of Allah and you will find Him in front of you. If you ask, then ask Allah [alone]; and if you seek help, then seek help from Allah [alone]. And know that if the nation were to gather together to benefit you with anything, they would not benefit you except with what Allah had already prescribed for you. And if they were to gather together to harm you with anything, they would not harm you except with what Allah had already prescribed against you. The pens have been lifted and the pages have dried.”

It was related by at-Tirmidhi, who said it was a good and sound hadeeth. Another narration, other than that of Tirmidhi, reads:

Be mindful of Allah, and you will find Him in front of you. Recognize and acknowledge Allah in times of ease and prosperity, and He will remember you in times of adversity.

And know that what has passed you by [and you have failed to attain] was not going to befall you, and what has befallen you was not going to pass you by. And know that victory comes with patience, relief with affliction, and hardship with ease.

: Hadith 19, 40 Hadith an-Nawawi

Address

Chittagong
4212

Opening Hours

Monday 10:00 - 12:00
Tuesday 10:00 - 12:00
Wednesday 10:00 - 12:00
Thursday 10:00 - 12:00
Friday 10:00 - 12:00
Saturday 10:00 - 12:00
Sunday 10:00 - 12:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Style with Tuja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share