31/12/2024
📌📌 [কেউ এরিয়ে যাবেন না]
আজকে ৩১ ডিসেম্বর। আপনারা হয়তো অনেকেই বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েছেন। যারা আমার এই পোষ্টটা দেখবেন দয়া করে আতসবাজি, ফানুস উড়ানো থেকে বিরত থাকবেন। আমি নিজে পাখি পালি আমি জানি শব্দদূষনে ওরা কতটা ভয় পায়। আর বাইরে যে পাখি গুলো আছে এই ফানুস, আতসবাজির জন্য প্রতি বছর কত হাজার হাজার পাখির বাসা পুড়ে যায়, মারা যায়। তাদের চিৎকার কি আমরা কখনো শুনেছি?? প্রান দান করার মালিক আল্লাহ আর সেই প্রাণগুলো আপনাদের কিছু সময়ের আনন্দের কাছে হার মেনে যায়। তাহলে আপনি ও একজন হত্যাকারী হিসাবে আল্লাহর কাছে দায়ী থাকবেন।নিজের বিবেক কে প্রশ্ন করুন আপনি এসব ঠিক করছেন কিনা। আপনারা পিকনিক খান, বারবিকিউ পার্টি করেন, নিজের বাসায় নাচ গান যাই করেন না কেন দয়া করে আতসবাজি ফোটাবেন না। কোন প্রাণী হত্যার দায় নিজের কাধে নিয়েন না। ওদের কে বাচতে দেন😥😥🙏🙏