10/05/2025
এই আলাপটা ক্লিশে মনে হতে পারে বা হাস্যকর ভাবে উড়িয়ে দিতে পারেন তারপরও চাইলে পড়তে পারেন।
ঘটনা- ১ ;
ভারতের রাজনীতিতে মোদির অবস্থা ভয়াবহ রকমের খারাপ ছিল ( পাহেলগাঁও হামলার আগে) তো এটা সামনে নির্বাচনের ডংকাও বাজতেছিল। এটা সিওর না তবে হতে পারে যে এই যে মিলিট্যান্ট এ্যাটাক এটা প্রি-প্লান্ড সাথে হলফ করে বলছি ইন্টেলিজেন্স এজেন্সি এই ঘটনার কথা আগে থেকে জানতো এবং মোদী নিজেও জানতো যার ফলে সে সফর বাতিল করে বিহারে গিয়ে ভোটের আলাপ / জিকির তুলেছিল।
ঘটনা-২; পাকিস্তানে টাকার অভাব, নিজেরা নিজেদের সীমান্তে,বোম্বিং আফগানদের সাথে ঝামেলা আই এম এফ ডলার ইস্যু করছে না,ইমরান খানের মুক্তি নিয়ে প্রবল চাপ, বিচার ব্যাবস্থার করুণ দশা। এই সবের ভিতর দিয়ে মিলিট্যান্ট এ্যটাক দিবে? আর ঠিক আছে দিলো কিন্তু যারা পাকিস্তানি শিখ,আফ্রিদি, আর পাঠানদের ক্যারেক্টার সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান ধারনা রাখেন তারা জেনে থাকবেন এতোটা কাপুরুষ পাকিস্থানিরা না।উহু, একদম ন।মানে কাপড় খুলে,ধর্ম জেনে মারবে এটা হতে পারে না।আর জাত ধর্ম দেখে মানুষ খুন করার রীতি সারা পৃথিবীতে ইন্ডিয়া ছাড়া আর কোথাও নাই,নো ওয়ে!
ঘটনা-৩ ; পাকিস্তান ঘটনার দেড় ঘন্টা পর বলেছে তারা দায়ী না এবং আন্তর্জাতিক ভাবে তদন্তের জন্য বার বার বলে আসছে বাট ইন্ডিয়ান দাদা'রা তদন্ত তো দুরে থাক একটা পেপারও দেখাতে পারেনি যে এটার সাথে পাকিস্তান বা অন্যরা জড়িত। একদমই পারেনি। তো আক্রমন কেন করলো? প্রথমে বলেছিলাম চা ওয়ালা বিপাকে আছে, রাহুল সহ বাকিরা চেপে ধরেছে, মিডল ক্লাসের উপর ৪ ধাপের কর একদম মানুষকে বিষিয়ে তুলেছে ঠিক তখনই ধর্ম ধর্ম গেম খেলছেন সম্ভবত, কারণ ভারতের অধিকাংশ নিরেট মুর্খ ধর্মের গেম ছাড়া কোন গেমে মজে না। এখন এই গেম খেলতে গিয়ে জনগনের জোশ বাড়াতে ছোট খাটো ঝামেলা পাকানোর দরকার ছিল, নমো নমো করে পার পাবে সেটাও ভাবছিল তবে ইতিহাস বিখ্যাত মাইর যে খেয়ে যাবে সেটা ভাবেনি,এবং ভারতীয় গোয়েবলস গুলো এতো মাইর খাওয়ার পরেও থামছে না।
ঘটনা-৪; গাজওয়াতুল হিন্দ এটা আলাপ করার আগে বলি ভারত আজ হোক, কাল হোক নিজেদের স্বার্থে কিংবা ভোটের স্বার্থে এবার থামলেও এরপর আবার খিচুড়ি পাকিয়ে যুদ্ধ করবে এবং লাহোর দখল করবে এটা নিশ্চিত থাকেন।এরপর খুন খারাপি লুটতারাজ তো করবেই এরপর ইরান আর আফাগানি'রা পাকিস্তানের সাথে যোগ দিলে গাজওয়া-তুল হিন্দ শুরু হবে! সব মুসলিমদের দখলে চলে আসবে!
এটা অনুমান বা ধারণা