সারাক্ষণ বাঁশখালী

সারাক্ষণ বাঁশখালী জনগণের সেবাই নিয়োজিত

17/07/2025

১৯ শে জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী পুইছড়ী ইউনিয়নের স্বাগত মিছিল।
আজ ১৭ তারিখ বাদ আছর প্রেম বাজার প্রদক্ষিণ করেন জামায়াত সমর্তিত একটি দল।প্রদক্ষিণ শেষে প্রেম বাজারস্ত মধুবন এর সামনে নেতা কর্মীগণ বক্তব্য রাখেন ১৯ শে জুলাই বাংলাদেশ জামায়াতের জাতীয় সমাবেশকে ঘিরে বিশাল আয়োজনে আপনাকেও আহবান জানান চলো চলো ঢাকা চলো এই শ্লোগানে মুখর ছিল স্বগত মিছিলটি।সংক্ষিপ্ত এই সমাবেশ শেষে লিফলেট বিতরণ করেণ জামাত শিবিরের নেতৃবৃন্দ গণ।

12/07/2025
12/07/2025
স্বাগতম তয় বর্ষপুর্তি গ্লোবাল টিলিভিশন।
01/07/2025

স্বাগতম তয় বর্ষপুর্তি গ্লোবাল টিলিভিশন।

“সড়ক চাই, সড়ক চাই—আর কোনো কথা নাই”– এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ৫নং ওয়ার্ড বড়পাড়া-প...
28/06/2025

“সড়ক চাই, সড়ক চাই—আর কোনো কথা নাই”– এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ৫নং ওয়ার্ড বড়পাড়া-পুরাডিয়া গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকাল ৪টায় টইটং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বড়পাড়া-পুরাডিয়া এলাকার সচেতন নাগরিক সমাজ।

এই কর্মসূচিতে অংশ নেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী, কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ।

চট্টগ্রাম কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ তুহিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী সায়েম খান বাপ্পি, শিলখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রহমত উল্লাহ, সীরাতুল মোস্তাকিম ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রহিম উল্লাহ, পুরাডিয়া জামে মসজিদের খতিব মাওলানা আতাউল করিম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিছবাহ উদ্দিন আসিফ এবং অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আবু শামা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

বক্তারা বলেন, বড়পাড়া পুরাতন মাদ্রাসা থেকে আহলিয়া বালিকা মাদ্রাসা পর্যন্ত সড়ক এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সংযোগ সড়ক দীর্ঘ দেড়যুগ ধরে অবহেলিত। এসব রাস্তায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। বর্ষা মৌসুমে হাঁটু সমান কাদায় পথচলা দুর্বিষহ হয়ে ওঠে। শিক্ষার্থীরা প্রতিদিন কষ্ট করে স্কুল-কলেজে যায়, রোগী পরিবহনে চরম সমস্যা হয়। জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিস পর্যন্ত প্রবেশ করতে পারে না।

বক্তারা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়ে আরো বলেন, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দীর্ঘদিন ধরেই অবগত করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেই। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন সাধারণ জনগণ।

মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কারের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেন আয়োজকরা।

26/06/2025

বৈরি আবহাওয়ার কারণে সাগর খুবই উত্তাল। আশ্রয়ে পোতাশ্রয় ধরল সকল মাছ ধরার ট্রলার, তবু বসে নেই মাঝি মাল্লারা সাগরের অবস্থা ভাল হলে আবার বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে কেউ জাল তুনা কেউ মেশিন মেরালত কেউ অন্যান্য কজে ব্যাস্থ কথা বলার একটু ও পরসুত নাই।

26/06/2025

ডুনা রোড়ের ব্রিক সলিনের কাজ শেষ করলেন চাম্বল ইউনিয়নের চৌকস ইউ পি সদস্য ইয়াছিন চৌধুরী রিপন।তিনি এক সময়ের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব দিলেও এই প্রথম এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগাতে পেরেছেন বলে মহান আল্লাহ তালার কাছে শোকরিয়া আদায় করেন আর সহযোগিতার জন্য বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

17/06/2025

পেকুয়া কর্মরত সাংবাদিকদের সাথে।

17/06/2025
16/06/2025

বাঁশখালীর ড্রোন নির্মাতা আশিরের বাড়ীতে রিজবি। "এ যেন গরিবের ঘরে হাতির পা।"
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের আশির ড্রোন নির্মান করে সুদুর লন্ডনে সাঁডা জাগিয়ে দিলেন হাজারো মাইল দুর থেকে প্রতিবা অন্বেষনে আমরা বি এন পি পরিবারের প্রধান পৃস্টপোষক ও বি এনপির বার প্রপ্ত চেয়ারম্যান তারেক রহমানে এজেন্ডা বাস্তবায়নে বি এন পির যুগ্ন মহা সচিব রিজবি আাহাম্মদ ছুঠে এসেছেন আশিরের বাড়ীতে খবর পেয়ে ছুঠে এসেছেন কেন্দ্রীয়,মহা নগর ও স্থানীয় নেতা কর্মীরা প্রেম বাজার থেকে স্লোগানে মুখরিত করে স্বাগত জানান সম্ভাব্য এম পি প্রত্যাসি জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর,পাপ্পা ও চেয়ারম্যান লিকত আলী সহ বিভিন্ন নেতা কর্মীগণ।এতে গন মাধ্যমকে সহযোগিতা করেন কামাল হোছাই ও নোমানোল হক।।

16/06/2025

ড্রোন নির্মাতা আশির উদ্দীন এর সৌজন্য সাক্ষাৎ করতে আসা বাঁশখালীএক ঝাক তরুন নেতা যারা বাঁশখালীর ভবিষ্যৎ করর্ণধার সাবেক ছাত্র নেতা ও চেয়ারম্যান লিয়াকত আলী, কেন্দ্রীয় ছাত্র নেতা আশিক ও এন সি পি কেন্দ্রীয় সহ সদস্য সচিব জন নেতা মীর আরশাদুর রহমান।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when সারাক্ষণ বাঁশখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সারাক্ষণ বাঁশখালী:

Share