12/04/2023
'আব্বা! কতদিন পর তুমি আমায় দেখতে এলে বলো তো?'
'কতদিন রে?এই তো মাত্র একমাস'
'মাত্র?কতদিন তোমায় দেখিনা'
'এবার মন ভরে দেখে নে তাহলে'
তানি বাবাকে জড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল।নতুন বিয়ে হয়েছে তানির।নতুন পরিবেশে এসেছে।তানির মতে,বাপের বাড়িতে এক নিয়ম হয়,শশুড়বাড়ি তে এক নিয়ম হয়।এখানে এসে কিছুই যেন ভাল লাগছিল না তার।বাবাকে দেখে আজ অনেক শান্তি লাগছে।
তানির শাশুড়ি এসে বলল,
'আরে ভাই যে,বাইরেই দাঁড়িয়ে থাকবেন?নাকি ঘরের ভিতরে আসবেন?'
তানির বাবা বেয়াইন কে সালাম দিলো।হাতে থাকা বাজারের ব্যাগ টা তানিকে ধরতে বলে বলল,
'তোর পছন্দের সব খাবার নিয়ে এসেছি কিন্তু,এবার একটু হেসে দেখা সেই ছোটবেলার মতো'
তানি একগাল হেসে ব্যাগ নিয়ে রান্নাঘরে যায়।তানির শাশুড়ি বলে,
'কি দরকার ছিল আবার এসবের,আমরা সবসময় তানির পছন্দের খাবার আনিয়ে রাখি।এত কষ্ট কেন করেন?আমরা কি এসব চাচ্ছি?'
'আপা মনে দুঃখ নিয়েন না।মেয়েকে দেখতে এসেছি,তাই নিয়ে আসলাম।'
'আচ্ছা আজ কিন্তু ভাত খেয়ে যেতে হবে।প্রতিবার তাড়াহুড়া করে চলে যান।'
তানির বাবা আবারো হাসে।মেয়েকে ভাল পরিবারে বিয়ে দিতে পেরে ই তিনি সস্থি পান।মা মরা মেয়েটাকে নিয়ে বড় দুশ্চিন্তায় ছিলেন।জামাই টাও বেশ ভাল,ছেলের মতোই করে।
তানি বাবার পছন্দের খাবার রান্না করে তার সামনে নিয়ে আসলো।
'দেখো আব্বা আমি সব রান্না করা শিখে গেছি।'
তানির বাবা হেসে বলে,
'বড় হয়ে গেছে যে আমার মেয়েটা।'
'বড় হইছি বলেয় ত পরের ঘরে পাঠিয়ে দিয়েছ,নইলে ত সারাজীবন তোমার সাথে থাকতে পারতাম'
তানির শাশুড়ি বাবা মেয়ের কান্ড দেখে চুপ করে থাকে।খাওয়াদাওয়া শেষে তানির বাবা আর শাশুড়ি গল্প করতে বসে।গল্পের একপর্যায় এ তানির শাশুড়ি বলে,
'শুনেন ভাই একটা কথা আপনাকে বলব বলব ভাবছি'
'কি কথা আপা?'
'তানির ব্যপারে আমার একটা অভিযোগ আছে'
'অভিযোগ' শব্দটা শুনে তানির বাবা একটু ঘাবড়ে গেলেন।তানি ত তেমন কাজকর্ম জানেনা।কাজের বিষয়ে কি কিছু ভুল করলো?কত কি চিন্তা মনে আসছে।
তানির বাবাকে চিন্তিত দেখে শাশুড়ি আবারো বলে,
'তানি আমার সাথে হুট করে রাগ দেখায়।রেগে কথা বলে পেলে।আমি হচ্ছি শাশুড়ি আমি তার মায়ের মতো আমার সাথে রাগ দেখানো মানে আমাকে অপমান করা নয়কি?'
তানির বাবা এবার একটু নড়েচড়ে বসলেন।তারপর বললেন,
'আর কিছু আছে অভিযোগ?আমার মেয়ে আপনাকে সম্মান করেনা?ভালবাসে না?'
'না তা বলছি না।তানি যতেষ্ট আমাকে সেবা করে,ভালবাসে।শুধু হুট করেয় রাগ দেখায়।'
'আপনি তাকে বকেন না?'
'বকি তো,আমার ছেলেকে যেমন বকা দিই,তানি কেও দিই।তানি আমার ছেলেরবউ হলেও মেয়ের মতো ই,একসময় বকা দিলে আরেকসময় আদর করি।'
তানির বাবা এবার হেসে ফেলেন,তারপর বলেন,
'আপা! আপনার ছেলে আপনার সাথে রাগ দেখায় না?'
'দেখায় তো'
'আপনি কি তাতে অপমানবোধ করেন?'
'নাহ।ও রাগ দেখায় ঠিক,রাগ পানি হয়ে গেলে আবার ভালবাসে।'
'তাহলে ছেলের রাগ দেখানো তে যদি আপনার খারাপ না লাগে,আমার মেয়ের রাগ দেখানোতে অ আপনার খারাপ লাগবে কেন?রাগটা দেখায় আবার ভাল অ ত বাসে।নিজের নয় বলে ব্যপারটা এভাবে দেখেছেন আপা?'
তানির শাশুড়ি এবার নিজেয় লজ্জিত হয়ে বলল,
'আসলেই ভাই আমি এভাবে ভেবে দেখিনি।আমি ওকে যতই মেয়ের মত বলি না কেন মনে মনে ঠিকই ছেলের বউ হিসেবে ই ধরি।তাই ওর রাগ টা আমার সহ্য হয়নি।আমার মেয়ে অ ত আমার সাথে রাগ করে কথা বলে,ছেলে ও বলে।আবার ভাল অ বাসে।'
'ঠিক তাই আপনাকে তারা ভালবাসে বলে রাগ দেখায়,অভিমান দেখায়,ভালবেসে শাসন করে,আবার সেবা ও করে।আপনার পুত্রবধূ ও আপনাকে একসময় রাগ দেখায়,অভিমান করে আপনাকে ভালবাসে বলে আবার সেবা অ করে,আপনাকে অপমান করার জন্য নয়।
নিজের সন্তানের মত বউ টাকে ও যদি জড়িয়ে নেন,আপনাকে অ ও নিজের মায়ের মতো জড়িয়ে রাখবে।'
(সমাপ্ত)
(ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন)
-সব গল্পের নাম হয়না
#তাহরীমা