TaHrima- তাহরীমার গল্পগুচ্ছ

TaHrima- তাহরীমার গল্পগুচ্ছ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TaHrima- তাহরীমার গল্পগুচ্ছ, Publisher, Chittagong.

11/06/2025

বিয়ে করলে দেরি তে হলেও পুরুষ বিয়ে করিয়েন,কাপুরুষ নয়।

03/11/2024

এমন একদিন আসবে, হাজার ইচ্ছে হলেও কোলের উপর মাথা রেখে চোখ বুজে শুয়ে থাকার জন্য মা’কে, এবং একটু জড়িয়ে ধরে কাঁদবার জন্য বাবাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না।

যদি আপনার বাবা-মা বেঁচে থাকে, জান্নাতে যাওয়ার দুটো বাড়তি দরোজা এখনও আপনার জন্য খোলা। সুতরাং, দৌঁড়ান।
_________________© আরিফ আজাদ।

03/11/2024

প্রতিটা বউয়ের যেমনি স্বামীর প্রতি কিছু চাওয়া-পাওয়া থকে,তেমনি একজন মায়ের অ তার সন্তান কিংবা সন্তানের বউয়ের প্রতি চাওয়া-পাওয়া থাকে।মানিয়েগুছিয়ে সবাই চলতে পারলে জীবন সুন্দর।তবে প্রকৃত বীর সে! যে বউ আর মা দুজনের দায়িত্ব সমানভাবে পালন করে❤️❤️

27/10/2024

' একদা মানুষকে সুখে থাকতে ভূতে কিলায়,অতঃপর বিয়ে করে🫤🫤😏'

#তাহরীমা

11/09/2024

আমি একমাত্র মেয়ে মনে হয়,যে কোনোদিন শাড়ি, চুড়ির ডালা সারপ্রাইজ পাইনি🫤

11/09/2024

'ওরা মনে করে মা এর কাজে সাহায্য করে দিলে সওয়াব,আর বউয়ের কাজে সাহায্য করে দিলে "বউপলা" 🫣🫣

21/04/2023

সৌন্দর্য্য আপনি রূপে খুঁজে পাবেন না,প্রকৃত সৌন্দর্য্য থাকে যত্নে আর ভালবাসায়❤️❤️

12/04/2023

'আব্বা! কতদিন পর তুমি আমায় দেখতে এলে বলো তো?'
'কতদিন রে?এই তো মাত্র একমাস'
'মাত্র?কতদিন তোমায় দেখিনা'
'এবার মন ভরে দেখে নে তাহলে'

তানি বাবাকে জড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল।নতুন বিয়ে হয়েছে তানির।নতুন পরিবেশে এসেছে।তানির মতে,বাপের বাড়িতে এক নিয়ম হয়,শশুড়বাড়ি তে এক নিয়ম হয়।এখানে এসে কিছুই যেন ভাল লাগছিল না তার।বাবাকে দেখে আজ অনেক শান্তি লাগছে।
তানির শাশুড়ি এসে বলল,
'আরে ভাই যে,বাইরেই দাঁড়িয়ে থাকবেন?নাকি ঘরের ভিতরে আসবেন?'

তানির বাবা বেয়াইন কে সালাম দিলো।হাতে থাকা বাজারের ব্যাগ টা তানিকে ধরতে বলে বলল,
'তোর পছন্দের সব খাবার নিয়ে এসেছি কিন্তু,এবার একটু হেসে দেখা সেই ছোটবেলার মতো'

তানি একগাল হেসে ব্যাগ নিয়ে রান্নাঘরে যায়।তানির শাশুড়ি বলে,
'কি দরকার ছিল আবার এসবের,আমরা সবসময় তানির পছন্দের খাবার আনিয়ে রাখি।এত কষ্ট কেন করেন?আমরা কি এসব চাচ্ছি?'
'আপা মনে দুঃখ নিয়েন না।মেয়েকে দেখতে এসেছি,তাই নিয়ে আসলাম।'
'আচ্ছা আজ কিন্তু ভাত খেয়ে যেতে হবে।প্রতিবার তাড়াহুড়া করে চলে যান।'

তানির বাবা আবারো হাসে।মেয়েকে ভাল পরিবারে বিয়ে দিতে পেরে ই তিনি সস্থি পান।মা মরা মেয়েটাকে নিয়ে বড় দুশ্চিন্তায় ছিলেন।জামাই টাও বেশ ভাল,ছেলের মতোই করে।
তানি বাবার পছন্দের খাবার রান্না করে তার সামনে নিয়ে আসলো।
'দেখো আব্বা আমি সব রান্না করা শিখে গেছি।'

তানির বাবা হেসে বলে,
'বড় হয়ে গেছে যে আমার মেয়েটা।'
'বড় হইছি বলেয় ত পরের ঘরে পাঠিয়ে দিয়েছ,নইলে ত সারাজীবন তোমার সাথে থাকতে পারতাম'

তানির শাশুড়ি বাবা মেয়ের কান্ড দেখে চুপ করে থাকে।খাওয়াদাওয়া শেষে তানির বাবা আর শাশুড়ি গল্প করতে বসে।গল্পের একপর্যায় এ তানির শাশুড়ি বলে,
'শুনেন ভাই একটা কথা আপনাকে বলব বলব ভাবছি'
'কি কথা আপা?'
'তানির ব্যপারে আমার একটা অভিযোগ আছে'

'অভিযোগ' শব্দটা শুনে তানির বাবা একটু ঘাবড়ে গেলেন।তানি ত তেমন কাজকর্ম জানেনা।কাজের বিষয়ে কি কিছু ভুল করলো?কত কি চিন্তা মনে আসছে।

তানির বাবাকে চিন্তিত দেখে শাশুড়ি আবারো বলে,
'তানি আমার সাথে হুট করে রাগ দেখায়।রেগে কথা বলে পেলে।আমি হচ্ছি শাশুড়ি আমি তার মায়ের মতো আমার সাথে রাগ দেখানো মানে আমাকে অপমান করা নয়কি?'

তানির বাবা এবার একটু নড়েচড়ে বসলেন।তারপর বললেন,
'আর কিছু আছে অভিযোগ?আমার মেয়ে আপনাকে সম্মান করেনা?ভালবাসে না?'
'না তা বলছি না।তানি যতেষ্ট আমাকে সেবা করে,ভালবাসে।শুধু হুট করেয় রাগ দেখায়।'
'আপনি তাকে বকেন না?'
'বকি তো,আমার ছেলেকে যেমন বকা দিই,তানি কেও দিই।তানি আমার ছেলেরবউ হলেও মেয়ের মতো ই,একসময় বকা দিলে আরেকসময় আদর করি।'

তানির বাবা এবার হেসে ফেলেন,তারপর বলেন,
'আপা! আপনার ছেলে আপনার সাথে রাগ দেখায় না?'
'দেখায় তো'
'আপনি কি তাতে অপমানবোধ করেন?'
'নাহ।ও রাগ দেখায় ঠিক,রাগ পানি হয়ে গেলে আবার ভালবাসে।'
'তাহলে ছেলের রাগ দেখানো তে যদি আপনার খারাপ না লাগে,আমার মেয়ের রাগ দেখানোতে অ আপনার খারাপ লাগবে কেন?রাগটা দেখায় আবার ভাল অ ত বাসে।নিজের নয় বলে ব্যপারটা এভাবে দেখেছেন আপা?'

তানির শাশুড়ি এবার নিজেয় লজ্জিত হয়ে বলল,
'আসলেই ভাই আমি এভাবে ভেবে দেখিনি।আমি ওকে যতই মেয়ের মত বলি না কেন মনে মনে ঠিকই ছেলের বউ হিসেবে ই ধরি।তাই ওর রাগ টা আমার সহ্য হয়নি।আমার মেয়ে অ ত আমার সাথে রাগ করে কথা বলে,ছেলে ও বলে।আবার ভাল অ বাসে।'

'ঠিক তাই আপনাকে তারা ভালবাসে বলে রাগ দেখায়,অভিমান দেখায়,ভালবেসে শাসন করে,আবার সেবা ও করে।আপনার পুত্রবধূ ও আপনাকে একসময় রাগ দেখায়,অভিমান করে আপনাকে ভালবাসে বলে আবার সেবা অ করে,আপনাকে অপমান করার জন্য নয়।
নিজের সন্তানের মত বউ টাকে ও যদি জড়িয়ে নেন,আপনাকে অ ও নিজের মায়ের মতো জড়িয়ে রাখবে।'

(সমাপ্ত)

(ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন)

-সব গল্পের নাম হয়না
#তাহরীমা

03/04/2023

'জীবনসঙ্গী বত রাগি,শান্ত ত আমি নিজেই🥴😒

জানি অনেকে বলবে,🥱
'এটা সত্যি না😐'

08/03/2023

জিবনের সমস্যার মধ্যে একটি সমস্যা হলো-
'আমাকে মানুষ বাচ্চা মনে করে'😑

12/02/2023

আম্মু আব্বু দুইপক্ষের ঝ*গড়া শুনার পর কাহিনী বুঝলাম যে দো*ষটা (কাজটা) আমিই করেছি যে,এখন তাদের বিচারক হয়েছি😒😒

03/02/2023

যত কিপ্টে বরগুলা ত এটাই বলবেই,
'ভালবাসা দিবস বলতে কিছুই নাই,আমাদের প্রত্যেকটা দিন ই ভালবাসা দিবস😒😒'

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when TaHrima- তাহরীমার গল্পগুচ্ছ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category