17/06/2025
ভারত এক চতুর কৌশল গ্রহণ করেছে—রাশিয়া ও চীন নেতৃত্বাধীন জোটের কিছু গুরুত্বপূর্ণ অবস্থান থেকে নিজেকে আড়ালে রেখে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখছে। প্রশ্ন উঠছে, এমন অবস্থান নেওয়ার পেছনে নয়া দিল্লির আসল বাধ্যবাধকতাই বা কী?
সম্প্রতি, ভারত ইসরাইলের ইরানের ওপর চালানো নজিরবিহীন হামলার নিন্দায় যোগ না দিয়ে স্পষ্টভাবে শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) অবস্থান থেকে দূরত্ব বজায় রেখেছে। এই সিদ্ধান্ত শুধু ভারতের পররাষ্ট্রনীতির নতুন দিকই নির্দেশ করে না, বরং এসসিও-এর অভ্যন্তরীণ মতপার্থক্যের আভাসও দেয়।
ইসরাইল যখন ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোতে সরাসরি হামলা চালায়, তখন পুরো বিশ্ব যেন থমকে যায়। গত শুক্রবারের এই আগ্রাসনের পর বিশ্ব নেতারা একের পর এক উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। কারণ, এই সংঘাত পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ঠেলে দিতে পারে।