IslAm On DemAnd

IslAm On DemAnd Its a page about islamic content, video and islamic massages .

09/02/2024

🍁আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
🍂আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
🍂আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
🍁আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি
🍂আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি
🍂আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি

🍁আস্তাগফিরুল্লাহ,আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ
🍁ইয়া রহমান,ইয়া রহমান,ইয়া রহমান
🍁ইয়া রাহিম,ইয়া রাহিম,ইয়া রাহিম
🍁ইয়া হাইয়্যু,ইয়া হাইয়্যু,ইয়া হাইয়্যু
🍁ইয়া কাইয়্যুম,ইয়া কাইয়্যুম,ইয়া কাইয়্যুম
🍁ইয়া আরহামার রাহিমিন
🍂ইয়া আরহামার রাহিমিন
🍂ইয়া আরহামার রাহিমিন
🍁ইয়া যালযালালি ওয়াল ইকরাম
🍂ইয়া যালযালালি ওয়াল ইকরাম
🍂ইয়া যালযালালি ওয়াল ইকরাম
🍁🥀লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়্যিন ক্বাদীর
🍁🍁আলহামদুলিল্লাহ
🍂আলহামদুলিল্লাহ
🍂আলহামদুলিল্লাহ

03/10/2023

কোরআন অনুযায়ী নবী সবকিছু দেখেন ও হাজির নাজির তার আয়াতসমূহ।
★★তোমাদের মধ্যে আল্লাহর রাসূল উপস্থিত।
(এখানে বর্তমান কাল ব্যাবহার করা হয়েছে অতীত বা ববিষ্যত কাল ব্যাবহার করা হয়নি)।
সূরা আল হুজরাত আয়াত ৭

★★আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক হস্হিবাহনীর প্রতি কি করিয়াছেন।

সূরা ফিল আয়াত ১।

এখানে দেখার প্রশ্নটিতে বর্তমান কাল ব্যাবহার করা হয়েছে। কর্তা সাথে থাকলে কেন ঘটনা ঘটলে তাকে এই প্রশ্ন করা হয় যে প্রশ্নটি আল্লাহ নবীকে করেছে। এতে প্রমানিত হয় নবী সেই সময় উপস্থিত ছিলেন।উক্ত ঘটনাটি নবীজি পৃথিবীতে আসার ৫২ বছর পূর্বে সংগঠিত হয়।
★★আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক আদ জাতির প্রতি কি ধরনের ব্যাবহার করেছেন।

সূরা ফজর আয়াত ৬।।
এই আাদ জাতির ঘটনাটি আনুমানিক পাচ হাজার বছর পূর্বে জর্ডানের পেট্রায় ঘটেছিল। আল্লাহর প্রশ্ন অনুযায়ী নবীর উপস্থিতি সেখানে ও প্রমানিত হয়।

★★এবং সেদিন আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে একজন সাক্ষী তাদের মধ্যে থেকে উঠাবো যে তাদেরই বিরুদ্ধে সাক্ষী দেবে এবং হে মাহবুব! আপনাকে তাদের সবার উপর সাক্ষী বানিয়ে উপস্থিত করবো আমি আপনার উপর এই কেরআন অবতীর্ণ করেছি, যা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বিবরণ, হিদায়াত, দয়া ও সুসংবাদ মুসলমানদের জন্য।
সূরা নহল আয়াত ৮৯";।

★★তবে কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী উপস্থিত করবো? হে মাহবুব! আপনাকে তাদের সবার উপর সাক্ষী এবং পর্যবেখনকারী রুপে উপস্হিত করবো।
সূরা নেসা আয়াত ৪১
★★সূরা নজমের ১১-১৮ পর্যন্ত এি আয়াত গুলিতে আল্লাহ নবীজিকে সব দেখিয়েছেন ও জানিয়েছেন। নবীজির কাছে কোনো কিছু অজানা ছিলনা।
সূরা নজম আয়াত ১১-১৮

নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি হাজির নাজির এবং সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে ।
সূরা ফাতহ আয়াত ৮।

হে আমার নবী আমি আপনাকে প্রেরন করেছি সাক্ষীরুপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারী রুপে।

সূরা আহযাব আয়াত ৪৫।

31/08/2023

ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম,"ইয়া গাফফার" ইয়া সাত্তার, "ইয়া জব্বার "ইয়া ওয়াদুদ" ইয়া আজিজু "ইয়া আজিম "ইয়া হান্নানু "ইয়া মান্নান হে আমার রব, "হে আমার সৃষ্টি কর্তা।

আপনার পবিত্র নামগুলোর উছিলায়, আপনার তাওহীদের সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহু এর উছিলায়, আপনার বন্ধু ও হাবীব হযরত মুহম্মদ (সঃ) এর উম্মত হিসেবে আমাদের মনের আশাগুলো পূরন করে দেন..। আল্লাহু তাওয়ালা যেন মনের আশা গুলো পূরন করে দেন।
আমিন সুম্মামিন।

25/08/2023

"খুব ছোট্ট একটি দু'আ কিন্তু ইহার ফজিলত খুবই ভারী:

"হযরত আব্বাস (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর চাচা!

"রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে আসলেন আর জিজ্ঞাসা করলেন —

"ইয়া রাসূলুল্লাহ,আমাকে একটা দু'আ শিখিয়ে দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ-

"হে আমার চাচাজান, বলুনঃ-

ﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻰ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺍﻟْﻌَﺎﻓِﻴَﺔَ

উচ্চারনঃ-
আল্লাহুম্মা ইন্নি আস'আলুকা আল-'আফ্যিয়া"

অর্থঃ-
ওহ! আল্লাহ, আমি তোমার কাছে 'আফ্যিয়া চাচ্ছি"

🔘আফ্যিয়া কি?

যখন আমরা মহান আল্লাহ্'র কাছে আফ্যিয়া চাই তখন তা বুঝায়ঃ-

🔘যেকোন দুঃখ-দূর্দশা থেকে মুক্তির জন্য দু'আ
🔘সুস্বাস্থ্য অর্জনের জন্য দু'আ
🔘বেচে থাকার তাগিদে আর্থিক স্বচ্ছলতার জন্য দু'আ
🔘সন্তানের সুরক্ষার জন্য দু'আ
🔘শাস্তির পরিবর্তে ক্ষমা পাবার জন্য দু'আ

🔘আফ্যিয়া অর্থঃ-
"ইয়া আল্লাহ, আমাকে সকল দুঃখ,গ্লানি ও ভোগান্তি থেকে রক্ষা করো দুনিয়া এবং আখিরাতে উভয় যায়গায়ই:

হযরত আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু খানিক চিন্তা করলেন এবং দিন কয়েক পরে ফিরে আসলেন এবং বললেনঃ-

"ইয়া রাসূলুল্লাহ, এতো খুবই ছোট্ট দু'আ, আমাকে বড় কিছু শিক্ষা দিন"

"তখন রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ-

"ও আমার প্রাণপ্রিয় চাচা,আল্লাহ্'র কাছে আফ্যিয়া কামনা করুন,আল্লাহ'র কসম এর চাইতে উত্তম কোন জিনিস আপনাকে দেওয়া হবে নাহ"

🔘ফুটনোটঃ-
রিয়াদুস স্বলেহীন, সুনান আত-তিরমিযী
আত-তিরমিযী, খন্ড: ০৬, অধ্যায়:৪৫,
দু'আ অধ্যায়, হাদিস নং: ৩৫১৪
তাহক্বীক: সহিহ

"সম্মানিত পাঠক উপরোক্ত দোয়াটি ছোট্ট দু'আ, যার মাধ্যমে আমরা যা চাই আল্লাহর কাছে-
ওহ! আল্লাহ, আমি পরিত্রাণ চাই মর্মপীড়া, বিষাদ, কষ্ট, ক্ষতি থেকে,আমাকে পরীক্ষা করো না"

"আল্লাহ তায়ালার' কাছে এরকম সকল কিছুই আমরা চেয়ে থাকি এই বলে:"আল্লাহুম্মা ইন্নি আস'আলুকা আল-আফ্যিয়া"

তাই আসুন আজ থেকে আমরা দৈনন্দিন এই দোয়াটি বেশি করে পাঠ করি এবং অপর একজন ভাইকে আমলটি করার জন্য তাগিদ দেই:

"আল্লাহ আমাদের কবুল করুন, আমিন!!!

21/08/2023

★ ঈমান বাঁচাতে দৌড় শুরু করার পরও ইউসুফ (আঃ) জানতেন না দরজা খুলে যাবে!

★ ফিরাউন বাহিনীর আক্রমণ থেকে বাঁচতে মুসা (আঃ) যখন সাগরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন তিনি জানতেন না, সাগর চিরে পথ তৈরি হবে!

★ গভীর সমূদ্রে মাছের পেটে থাকা অবস্থায় ইউনুস (আঃ) জানতেন না, মাছ তাঁকে হজম করতে না পেরে আবার তীরে ফিরিয়ে দিবে!

★ ইব্রাহীম (আঃ) জানতেন না প্রজ্বলিত আগুন তাঁর জন্য আরামদায়ক হয়ে যাবে!

★ কুরবানী করতে নিয়ে যাওয়ার সময় ইসমাঈল (আঃ) জানতেন না যে, ধারালো ছুরি তাঁকে হত্যা করতে পারবে না।

★ আইয়ুব (আঃ) জানতেন না যে, পোকায় খেয়ে ফেলা শরীর আবার স্বাভাবিক হয়ে যাবে!

তাঁরা প্রত্যকেই নিশ্চিত জানতেন তাঁদের একজন দয়াময় রব আছেন। আর রবের উপর ছিলো তাঁদের প্রত্যেকের পূর্ণ তাওয়াক্কুল। নিশ্চয়ই তিনি (আল্লাহ) বিপদ থেকে রক্ষা করবেন। আর তাই হয়েছিল।

মহান আল্লাহ আমাদেরকেও বিপদের সময় পরিপূর্ণ তাওয়াক্কুলের সাথে শোকর ও সবর করার তাওফিক দান করুন। আমীন।

19/08/2023

#নির্মম #কিছু #বাস্তবতা!
কেউ খাবার যোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে, খাবার হজমের জন্য দৌড়াচ্ছে.

গভীর রাতে কারো বিলাসবহুল গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে!
কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে!

কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি!! কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে.

কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে. কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা!
কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে.

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায়,রাস্তায়,ওভার ব্রিজে অঘোরে ঘুমোচ্ছে.

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা.
কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ দামী গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো?
কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে সন্তানতো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে.

সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি...!
তবে শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি।
~ অন্তহীন

16/08/2023


❝এমন পুরুষ হন।🙂
যেনো কোন নারী আপনাকে পেয়ে হাজার বার রবের দরবারে শুকরিয়া আদায় করে!❞ 🖤

-স্বামী হওয়া খুব সহজ!!
-কিন্তু মনের মতো মানুষ হওয়া কি এতো সহজ?

দরজার আড়ালে স্ত্রীর গায়ে হাত তোলা মানুষটাও স্বামী, খাবারে লবণ বেশি হলে প্লেট ছুড়ে ফেলে দেওয়া মানুষটাও স্বামী, পরিবারের অন্যদের পরামর্শে স্ত্রীর উপর নির্যাতন করা মানুষটাও কিন্তু স্বামী!!

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরা কেউই মনের মানুষ না! এই পৃথিবীতে স্বামীদের কোন অভাব নেই, কিন্তু অভাব হচ্ছে একজন মনের মানুষের!!___💔

যে মানুষটা আপনার সাথে সারাজীবন কাটাবে আপনি শুধু তার স্বামী না হয়ে, সেই মানুষটার মনের মানুষ হন।

যে আপনার জন্য সবকিছু ছেড়ে আপনার বুকে মাথা লুকাবে, আপনি সেই মানুষটার ভরসার জায়গা হন ,

সেই মানুষটার রোদে ছায়ার মতো, বৃষ্টিতে ছাতার মতো, মাথার উপর ছাদের মতো হওয়ার চেষ্টা করুন।

যে-ই মানুষটার কাছে থাকলে কখনো হারিয়ে যাবার ভয় থাকবেনা, যে-ই মানুষটা কখনো ছেড়ে যাবেনা, সেই মানুষটা সে আপনাকে ভাবুক। সেই মানুষটা শুধু আমাদের জীবনসঙ্গী না, আপনাকে প্রাণের সঙ্গীও মনে করুক এমন স্বামী হওয়ার চেষ্টা করুন।___💞

-এই পৃথিবীতে সবার একজন সৎ মনের মানুষ হোক!
সেই মানুষটার সাথে শুধু এই জীবন না, জান্নাতেও যেনো একসাথে থাকতে পারে....🤲

15/08/2023

A happy marriage doesn't need the ideal house, flawless kids, the ultimate job or best car, just perfect commitments & unconditional love. There are six keys to a great relationship: ♥️

1- Friendship: Try to be your spouse best friend. No matter what happens, be a friend first, and a lover later.

2- Trust: The key element to any relationship is trust, so before starting this beautiful journey with your spouse, learn to trust in all circumstances.

3- Understanding: Try to figure out each other and work out on our differences. There are going to be many differences, but it’s mutual compromise and sacrifice which makes this relationship beautiful.

4- Communication: Try to talk and convey your message to your spouse. Let your spouse know about how good/bad your day was along with remind them how you feel for them.

5- Honesty: Always speak the truth, never lie or hide things in fear that your spouse won’t understand. Give your spouse a chance to understand you.

6- Freedom: Give your spouse space and freedom to decide for themselves. Don’t take away the personal time of your spouse.

When you have practised all of the above, then trust Allah SWT and you will see how beautiful life gets.

15/08/2023

“Husbands and Wives must love each other regardless of their imperfections. Loving your spouse does't mean that you approve of everything that they do, but it does mean that your commitment to them is bigger than all of their flaws.”

15/08/2023

“If you keep asking Allah to forgive you for your sins, He will make for you a way out, He will take you out of your problems and grant you Rizq from where you've never imagined. Istighfar opens beautiful doors.“

15/08/2023

_কিছু নেকি এভাবে পাওয়ায় যায়_ ♥️

১.اَسْتَغْفِرُ اللّٰهَ ~ আস্তাগফিরুল্লাহ

২.اَلْحَمْدُ لِلّٰهِ ~ আলহামদুলিল্লাহ

৩.اَللّٰهُمَّ اغْفِرْلِیْ ~ আল্লাহুম্মাগফিরলী

৪.اَللّٰهُ اَكْبَرُ ~ আল্লাহু আকবার

৫.سُبْحٰنَ اللّٰهِ ~ সুবহানাল্লাহ

৬.اَللّٰهُمَّ اَجِرْنِیْ مِنَ النَّارِ ~ আল্লাহুম্মা আজীরনি মিনান নার

৭.لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللٌّهِ الْعَلِيِّ الْعَظِيْمِ ~ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম

৮.سُبْحٰنَ اللّٰهِ وَبِحَمْدِهٖ سُبْحٰنَ اللّٰهِ الْعَظِيْمِ ~ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী সুবহানাল্লাহি আযীম

৯.اَللّٰهُمَّ صَلِّ عَلٰی سَيِّدِنَا مُحَمَّدٍ ~ আল্লাহুমা সাল্লি আলা সায়্যিদিনা মুহাম্মদ

১০.لَا اِلٰهَ اِلَّا اَنْتَ سُبْحٰنَكَ اِنِّیْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ ~ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যোলীমিন

১১.رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِیْ صَغِيْرََا ~ রব্বীর হামহুমা কামা রব্বা ইয়ানী ছগীরা

১২.لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ مُحَمَّدࣨ رَّسُوْلُ اللّٰهِ ~ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

১৩.رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِيْنَ ~ রব্বী হাবলী মিনাছ ছলীহিন

আলহামদুলিল্লাহ 🥰

যতখুশি তত বার পড়া শেষে আবার একবার আলহামদুলিল্লাহ

14/08/2023

হাশরের ময়দানে একজন পিতাকে জান্নাতুল ফিরদাউসে অর্থ্যাৎ জান্নাতের সর্বোচ্চ স্থানে সম্মানিত করা হবে।

তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, আমি তো দুনিয়ার জীবনে এতো আমল করি নি, আমি এখানে কিভাবে এলাম?

ফেরেশতারা উত্তর দিবেন, দুনিয়াতে আপনার সন্তানের দোয়ার জন্য আল্লাহ্‌ তায়ালা আপনাকে ক্ষমা করেছেন এবং জান্নাতুল ফিরদাউসে সম্মানিত করেছেন।

- ইবনে মাজাহ ৩৬৬০

Address

Halishahor Chottogram
Chittagong
4216

Website

Alerts

Be the first to know and let us send you an email when IslAm On DemAnd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IslAm On DemAnd:

Share