Romana's Creative Zone

Romana's Creative Zone I want to do something new that will benefit people.So,please support me and my page.�

হ্যাপি বার্থডে টু মি!❤️🎂❤️কত বড় হয়ে গেলাম।মানে বুড়া হয়ে যাচ্ছি আর কি ধীরে ধীরে।🙂🙂আসলে এটাই চরম বাস্তব সত্য।এক পা এক পা ক...
29/10/2025

হ্যাপি বার্থডে টু মি!❤️🎂❤️
কত বড় হয়ে গেলাম।মানে বুড়া হয়ে যাচ্ছি আর কি ধীরে ধীরে।🙂🙂আসলে এটাই চরম বাস্তব সত্য।এক পা এক পা করে কবরের দিকে পা বাড়াচ্ছি।আজকাল এই চিন্তায় আমার মাথায় আসে।জন্মদিন নিয়ে আমাদের উত্তেজনা থাকা টা স্বাভাবিক।আমারো আছে।তবে সেটা ক্ষেত্রবিশেষে পাল্টেছে।এখন শুধুমাত্র নিজের কথা ভাবলে তো হবে না।সাথে দশের কথা ভাবতে হবে।অনেকেই উইশ করেছেন তার জন্য অনেক ধন্যবাদ।
তবে আজকে আমি আমার নিজেকে একটা উইশ করছি।নিজের মধ্যে সম্পূর্ণ এক আমিত্বের জন্ম আমি দিব ইনশাআল্লাহ।আমি জানি আমার পরিবার সেখানে পাশে থাকবে ইনশাআল্লাহ।
সবাই দোয়া করবেন আমার জন্য।আমার নতুন বছর টা আমি যেন নতুন কিছু স্বপ্ন কে বাস্তবে রূপ দেওয়ার মাধ্যেমে শুরু করতে পারি।
শৈশবকাল তো ফিরে পাওয়া সম্ভব না,কিন্তু মন টা সবসময় সেই জায়গায় পড়ে থাকবে।সেই পুরনোত্ব তে যেতে না পারলে ও এমন নতুনত্ব পরিবেশ তৈরি করবো যেখাবে খারাপ কিছুর অবস্থান থাকবেনা ইনশাআল্লাহ। ❤️❤️❤️
আর বোর করবোনা সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে এতটুকু মন দিয়ে পড়ার জন্য।

Happy birthday to me🎂🎂🎂
28/10/2025

Happy birthday to me🎂🎂🎂

ছেলেদের ক্ষেত্রে তাদের জন্ম যেখানে হয় সেখানে তারা বেড়ে ওঠে,সারাজীবন কাটায় আর মারা গেলে সেখানেই তাদের বাবা-মায়ের পাশে কবর...
24/10/2025

ছেলেদের ক্ষেত্রে তাদের জন্ম যেখানে হয় সেখানে তারা বেড়ে ওঠে,সারাজীবন কাটায় আর মারা গেলে সেখানেই তাদের বাবা-মায়ের পাশে কবর দেওয়া হয়।
আর মেয়েদের ক্ষেত্রে তারা ছোট থেকে যেখানে বড় হলো তাদের সকলকে ছেড়ে একটা অপরিচিত জায়গায় আসতে হয়,সারাজীবন সেখানে সংসার করতে হয়।আর মারা গেলে সেখানে কবর দেওয়া হয়।প্রতিটা মেয়ে কত কষ্ট সহ্য করে তার বেবি কে ক্যারি করে।আমি বলছিনা,এখানে আমাদের কোনো দ্বিমত আছে বলে।আমরা সব ভালোবেসেই করি,করবো,করে যাবো।
কিন্তু এতকিছুর পর "স্বামী" মানুষটার মন পাওয়া যায়না।
তারা এটা ভাবেনা,সবকিছু ছেড়ে তার আপন মানুষগুলো কে ছেড়ে আমার কাছে এসেছে।আমি সহ্য করবো না তো কে করবে?সে তো আমার ঘর গুঁছাবে,আমার সেবা করবে,আমার বাচ্চাদের মানুষ করবে।একটু সেক্রিফাইস না হয় আমিও করি।
কিন্তু না, ছেলেরা সেটা মানতে রাজি নয়।তাদের সবকিছুই পারফেক্ট চাই।
ভাই এইভাবে কি সংসার হয়?দুইজনকে সমান ভাবে মানিয়ে চলতে হয়।সংসারের মানুষ টা কে প্রতিপক্ষ হিসেবে নেওতা যায়?এটা কি যুদ্ধক্ষেত্র!!তুমি যদি বাহিরের ব্যাবহার টা বউ এর সাথে ও দেখাও।তাইলে কেমনে হবে????
Edit:কারো উত্তর জানা থাকলে বলিয়েন....🙂🙂

24/10/2025

জীবনসঙ্গী হতে হবে এমন যাকে মুক্ত আকাশে উড়তে দিলে ও অন্য কোথাও বাসা বাঁধবে না!

কাবিন ছাড়া যেমন বিয়ে হয় না,আমার তেমনি ঠিক তোমারে ছাড়া হয়না❤️❤️❤️
21/10/2025

কাবিন ছাড়া যেমন বিয়ে হয় না,
আমার তেমনি ঠিক তোমারে ছাড়া হয়না❤️❤️❤️

She’s the kind of soul who can reinvent herself anytime 🌙✨You’ll never reach her frequency — so don’t even chase the vib...
20/10/2025

She’s the kind of soul who can reinvent herself anytime 🌙✨
You’ll never reach her frequency — so don’t even chase the vibe 💫🔥

Good night everyone🌹🌹🌹
19/10/2025

Good night everyone🌹🌹🌹

19/10/2025

আমার সাদা মনে একটা মাল্টিকালারের প্রশ্ন আছে...😇😇😇
fans

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Romana's Creative Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share