29/10/2025
হ্যাপি বার্থডে টু মি!❤️🎂❤️
কত বড় হয়ে গেলাম।মানে বুড়া হয়ে যাচ্ছি আর কি ধীরে ধীরে।🙂🙂আসলে এটাই চরম বাস্তব সত্য।এক পা এক পা করে কবরের দিকে পা বাড়াচ্ছি।আজকাল এই চিন্তায় আমার মাথায় আসে।জন্মদিন নিয়ে আমাদের উত্তেজনা থাকা টা স্বাভাবিক।আমারো আছে।তবে সেটা ক্ষেত্রবিশেষে পাল্টেছে।এখন শুধুমাত্র নিজের কথা ভাবলে তো হবে না।সাথে দশের কথা ভাবতে হবে।অনেকেই উইশ করেছেন তার জন্য অনেক ধন্যবাদ।
তবে আজকে আমি আমার নিজেকে একটা উইশ করছি।নিজের মধ্যে সম্পূর্ণ এক আমিত্বের জন্ম আমি দিব ইনশাআল্লাহ।আমি জানি আমার পরিবার সেখানে পাশে থাকবে ইনশাআল্লাহ।
সবাই দোয়া করবেন আমার জন্য।আমার নতুন বছর টা আমি যেন নতুন কিছু স্বপ্ন কে বাস্তবে রূপ দেওয়ার মাধ্যেমে শুরু করতে পারি।
শৈশবকাল তো ফিরে পাওয়া সম্ভব না,কিন্তু মন টা সবসময় সেই জায়গায় পড়ে থাকবে।সেই পুরনোত্ব তে যেতে না পারলে ও এমন নতুনত্ব পরিবেশ তৈরি করবো যেখাবে খারাপ কিছুর অবস্থান থাকবেনা ইনশাআল্লাহ। ❤️❤️❤️
আর বোর করবোনা সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে এতটুকু মন দিয়ে পড়ার জন্য।