15/09/2025
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
------
বলুয়ারদীঘি খানকাহ্ শরীফের অতিব পরিচিত মুখ, আলহাজ্ব নূর মোহাম্মদ আল কাদেরী(র)'র কনিষ্ঠতম সন্তান আলহাজ্ব সাবের আহমদ সাবের ভাইও চলে গেলেন *
-----
জানাজা : বা'দ এশা, চট্টগ্রাম জামেয়া ময়দানে।
------
আজ ২১ রবিউল আউয়াল ছিল আনজুমান ট্রাস্টের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন সাহেবের প্রথম ওফাত বার্ষিকী। কথা ছিল হুজুর কেবলা পীর সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী সহ শাহজাদা হুজুর কেবলারা তশরিফ নেবেন বলুয়ারদীঘি খানকাহ্ শরীফে। গতরাতে হুজুর কেবলা স্থগিত করেছিলেন সেই প্রোগ্রাম, বলেছিলেন পরবর্তী তারিখ জানাবেন।
হ্যাঁ, একটু আগে তাঁর কনিষ্ঠতম ভাই সাবের আহমদও ইন্তেকাল করেছেন। দুই ভাইয়ের ইন্তেকাল এক বছর পর একই দিন -২১ রবিউল আউয়াল।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক এই অত্যন্ত সহজ সরল এবং নিবেদিত মানুষটি কে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
এই রবিউল আউয়াল মাসেই তাঁদের অপর ভাই আনিস আহমদ আনিসও ইন্তেকাল করেছিলেন। তিনি দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন হযরত হুজুর কেবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মাদ তাহের শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী জানাজা পড়িয়েছিলেন।