23/03/2024
মুস্তাফিজ ভালো করছেন,বিশ্বের সেরা লীগে ভালো খেলে ম্যাচসেরা হলেন,খুব ভালো কথা।
কিন্তু এই জিনিষটা আমাদের দেশের অনেক প্রফেশনাল প্লেয়াররা এইভাবে পোস্ট করে অভিনন্দন দেওয়ার কি আছে? তারা কি ভুলে গেছে, তারা আর আমরা এক না,তারা প্রফেশনাল প্লেয়ার।তাদের মধ্যে প্রফেশনালিটি থাকা উচিৎ।
যদি ছোটোখাটো প্লেয়াররা অভিনন্দন জানাতো মানতাম, কিন্তু দিচ্ছে আমাদের দেশের বড় বড় তারকারা, যেমন মুশফিক,তামিম,তাসকিনের মত তারকারা।
যতই যাই হোক,এটা একটা লীগ, আর এই জায়গা তাদের প্রফেশনালিটি রাখা উচিৎ ছিলো। তাদের বুঝা উচিৎ, তারা সাধারণ দর্শক না।