HM Noman

HM Noman আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে
তার ইবাদত করার জন্য �
(6)

01/03/2025

সালাতুত তাহাজ্জুদ এর ফজিলত।।

রমাদান মাস ছাড়াও সালাতুত তাহাজ্জুদ পড়ার মধ্যে বিরাট সাওয়াব এবং মর্যাদা রয়েছে। রমাদানের কারণে আরো বেশি ফজিলত রয়েছে। যেহেতু সাহরী খাওয়ার জন্য উঠতে হয় সেজন্য রমাদান মাসে সালাতুত তাহাজ্জুদ আদায় করার বিশেষ সুযোগও রয়েছে। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

« أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ وَأَفْضَلُ الصَّلاَةِ بَعْدَ الْفَرِيضَةِ صَلاَةُ اللَّيْلِ »

‘‘ফরয সালাতের পর সর্বোত্তম সালাত হল রাতের সালাত অর্থাৎ তাহাজ্জুদের সালাত’’ [সহীহ মুসলিম : ২৮১২]

আলহামদুলিল্লাহ প্রিয় শায়েখ দেশে ফিরে ছেনআবার দেখা হবে কুরআনের ময়দানে
02/10/2024

আলহামদুলিল্লাহ প্রিয় শায়েখ দেশে ফিরে ছেন
আবার দেখা হবে কুরআনের ময়দানে

এতো প্রভাবশালী ব্যক্তির এই দশা। কুরআনী বক্তব্যের কি চমৎকার দৃষ্টান্ত।
29/08/2024

এতো প্রভাবশালী ব্যক্তির এই দশা। কুরআনী বক্তব্যের কি চমৎকার দৃষ্টান্ত।

23/08/2024

জামায়াতে ইসলামীর আয়ের উৎস দেখে লাভ নাই! জামায়াতের কয়েক লাখ কর্মী তাদের মাসিক আয়ের ৫% দলীয় ফান্ডে জমা দেয়। লুটপাটে মগ্ন ব্যক্তিরা কখনো এই হিসাব মেলাতে পারবে না!

প্রতি মাসে কোটি কোটি টাকা দলীয় অর্থ বিভাগে জমা হয়। অপেক্ষা করুন, জাতি গঠনে ও সংস্কারে জামায়াত কীভাবে অর্থ ব্যয় করে, তা চোখের সামনে দেখবেন ইনশাআল্লাহ।✊🏻🇧🇩

কোনটা খাবেন
29/05/2024

কোনটা খাবেন

এরা কি বলে, কি করে, কেমনে করে কিছু জানেনা এদের দিয়ে খেলার বদলে হাল চাস করানো দরকার
25/05/2024

এরা কি বলে, কি করে, কেমনে করে কিছু জানেনা
এদের দিয়ে খেলার বদলে হাল চাস করানো দরকার

ফুল হলো সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালার সুন্দরতম সৃষ্টি যা পৃথিবীকে আরোও অনেক সুন্দর করে তোলে।
20/05/2024

ফুল হলো সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালার
সুন্দরতম সৃষ্টি
যা পৃথিবীকে আরোও অনেক সুন্দর করে তোলে।

14/05/2024

নাম আব্দুল হালিম। রাজশাহী শহরে রিক্সা চালান। কিছু মানুষের বিনয় মুগ্ধ করে। এই লোকটির বিনয়ও তেমন।

রিক্সায় উঠে খেয়াল করলাম উনার হাত এখনও পাকেনি। ব্যালান্স করতে পারছেন না ঠিক মতো।

বললাম, "নতুন চালাচ্ছেন? "

-জ্বী। এক সপ্তাহ হলো।

-আগে কী করতেন?

-লেবারের কাজ।

-রিক্সা চালানো শুরু করলেন কেন?

-আগে একটু টাকা কম হলেও চলতো। এখন খরচ বেড়ে গেছে। লেবারের কাজে নির্দিষ্ট সময়ে কাজ শেষ হয়। নির্দিষ্ট আয়। রিক্সা যতক্ষণ ইচ্ছে চালানো যায়। বেশিক্ষণ চালালে বেশি আয় হয়।

-টাকা হঠাৎ বেশি প্রয়োজন পড়লো কেন?

-দুই নাতিকে মাদ্রাসায় দিয়েছি। আসাদুল্লাহ আল গালিবের মাদ্রাসায়। একেকজনের থাকা, খাওয়া পোশাক, বেতন মিলে মাসে ৫০০০/- টাকা লাগে। দুই জনের ১০০০০/-। আমি আর জামাই মিলে এই টাকা ম্যানেজ করতে হয়।

-এতো খরচ!

-জ্বী ভাই। দরখাস্ত করেছিলাম কিন্তু কমায় নি।

-এতো টাকা খরচ করে পড়াচ্ছেন কেন!

-কী করবো ভাই। নিজে তেমন লেখাপড়া করিনি। দুই মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। এখন নাতি দুইটাকে আলেম বানাতে পারলে মরেও শান্তি পাবো। আমার খুব ইচ্ছা, আমার দুই নাতি বড় আলেম হোক।

- কী পড়ছে ওরা?

-একজন এখন মাওলানা হচ্ছে আর একজন আল-কুরআন হিফজ করছে।

রিক্সা চালক ভাইকে বেশ কিছু টাকা ধরিয়ে দিলাম। বললাম, নাতিদের এ মাসে কিছু কিনে দিয়েন।

উনি টাকাগুলো নিয়ে কাঁদতে লাগলেন। বললেন, "আল্লাহ রহমানুর রহীম। আগামীকাল তাদের টাকা দেওয়ার কথা। এখনও ম্যানেজ হয়নি। প্রতিটি পয়সা আমি সেভ করি। দুপুরবেলা খুব ক্ষুধা লেগেছিলো। ভাত খেয়ে টাকা নষ্ট করিনি। সিঙ্গাড়া আর পানি খেয়েছি।টাকাগুলো পেয়ে খুব উপকার হলো ভাই।

তিনি দোয়া করতে লাগলেন। আমি মুগ্ধ হয়ে দেখতে লাগলাম, আমাদের অভিভাবকরা কত কষ্ট করে আমাদের লেখাপড়ার খরচ জুগিয়েছেন। আমাদের মানুষ করতে গিয়ে তাদেরও কত বেলার খাবারের টাকা বাঁচাতে হয়েছে কেবল আল্লাহ তায়ালাই জানেন।

__সংগৃহীত

Address

Chittagong

Telephone

+8801878369493

Website

Alerts

Be the first to know and let us send you an email when HM Noman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share