Pritiosha

Pritiosha আমার গান নয়, অস্ত্র হাতে তুলে নাও, এই গান নয়, বিদ্রোহের দাবানল জ্বালাও
(10)

08/08/2025

কোথায় যেন পড়ছিলাম যে আপনার যদি পান্তা ভাত কাচামরিচ পেয়াজ দিয়ে খেতে ভাল্লাগে জীবনেও এই কথা কাউরে বলতে যায়েন না।
বলবেন বিরিয়ানি ভালো লাগে, তাইলে ডাল ভাত পাওয়ার সম্ভাবনা আছে।
আর কেউ যদি জানে পান্তা ভাত দিয়েই আপনারে খুশি রাখা যায় সে আপনারে আর গুনায় ই ধরবেনা। ভাববেও না এই মানুষের চাহিদা কম, এই সম্মান টুকু করি।
কোন দিন যদি মুখ ফুটে পান্তা পাচ্ছেন না বলে বলেন কেন পাচ্ছিনা তাতেই অপর পাশের পিত্তি জ্ব'লে যাবে। আরেহ কেন বললো এই কথা? এত কমপ্লেইন ,এত বি'র'ক্তি'কর আচরণ।

যত লো মেন্টেনেন্স হবেন, তত কম্প্রোমাইজ করা লাগবে, আর এপ্রিশিয়েন ও থাকবে না কোন।
কোন দিন নিজের ভাল্লাগার কিছু চাইলেই বি'ষ হয়ে যাবেন।

So never let anyone feel that you are low maintenance, create the tension so atleast the other person should have the mentality to give efforts for you.

08/08/2025

দুই ধরনের ব্যক্তিকে মনে রাখতে হয়।

১। যিনি বিপদে ফেলেছিলেন।
২। যিনি বিপদে পাশে দাঁড়িয়েছিলেন।❤️

07/08/2025

এই দেশে নিয়ম আর আইন শুধু গরিব ও সাধারন মানুষদের জন্য ।💔

এই দেশের সবচেয়ে সস্তা পন্য এখন মানুষের জীবন।লাশ ফেলতে পারাটাই যেন রাজনীতি। লোকটার একমাত্র অপরাধ, আজ বিকেলে সে চাঁদাবাজির...
07/08/2025

এই দেশের সবচেয়ে সস্তা পন্য এখন মানুষের জীবন।
লাশ ফেলতে পারাটাই যেন রাজনীতি।
লোকটার একমাত্র অপরাধ, আজ বিকেলে সে চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ করেছিল।
এই মুহুর্তে লোকটা মরে পড়ে আছে গাজীপুর চৌরাস্তায়।
হয়তো বিকেলেও লোকটা ভাবছিল, দেশটাকে উন্নত করবে, চাঁদাবাজি বন্ধ করবে।
বিকেল থেকে রাত হতে পারল না।
লোকটা খুন হয়ে গেল। একটা পরিবার শেষ।
কারা করেছে, আমরাও জানি, আপনারাও জানেন।
কিন্তু কিছুই বলা যাবে না।
এক জাহেলিয়াত থেকে যে আবার কোন জাহেলিয়াতে যাচ্ছি, আল্লাহই ভালো জানেন।

গাজীপুর চৌ রাস্তা এরকম জন বহুল এলাকায় এটা করছে সত্যি মানুষ গুলা যেমন থেকেও নেই
07/08/2025

গাজীপুর চৌ রাস্তা এরকম জন বহুল এলাকায় এটা করছে সত্যি মানুষ গুলা যেমন থেকেও নেই

শত শত মানুষের সামনে কু//পি/য়ে রেখে গেল, কেউ কিছু বললো না, বাঁধা দিলো না
তাঁর অপরাধ সে গতকাল চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ করেছে

ওয়েলকাম টু নিউ বাংলাদেশ!

Girlhood is helping each other look good because jealousy doesn't exist in our friendship.
07/08/2025

Girlhood is helping each other look good because jealousy doesn't exist in our friendship.

06/08/2025

❝আমার শত্রুর ছোড়া একটি তীরও আমার নিকট পৌছাচ্ছিল না। অতঃপর লক্ষ্য করলাম, আমার বন্ধু নিশানা ঠিক করে দিচ্ছে❞

— উর্দু শায়েরী

05/08/2025

❤️

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pritiosha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share