Chittagong University News চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • Chittagong University News চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ

Chittagong University News চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ সত্য প্রকাশে সর্বক্ষণ ✊
- Since 2014

ব্লগার ফারাবীর মুক্তির দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদার্থবিজ্ঞান বিভাগ...
20/07/2025

ব্লগার ফারাবীর মুক্তির দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০০৫-৬ সেশনের শিক্ষার্থী ব্লগার শফিউর রহমান ফারাবীর নিঃশর্ত মুক্তির দাবীতে চবিয়ান দ্বীনি পরিবারের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

রবিবার (২০ জুলাই ২০২৫) দুপুর ১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে চবিয়ান দ্বীনি পরিবারের পক্ষ থেকে শফিউর রহমান ফারাবীর নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়াম বলেন, "শফিউর রহমান ফারাবী ভাইকে অভিজিৎ রায় হত্যাকান্ডে গ্রেফতার করা হয়। ফারাবী এই হ°ত্যাকা°ন্ডের সাথে জড়িত নয়, বিষয়টা প্রমাণ হওয়া সত্ত্বেও অন্যায়ভাবে তাকে আটক রাখা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অন্যায় মামলা থেকে মুক্তি পেলেও ফারাবী কোনো দলের না হওয়ায়, তার পক্ষে আওয়াজ দেখা যাচ্ছে না। আমরা একটা বৈষম্যহীন দেশের স্বপ্ন দেখেছিলাম। অথচ প্রতি পদে পদে বৈষম্য এখনো বিদ্যমান। রাজনৈতিক দলগুলোর সন্ত্রাসী নেতারা মুক্তি পেলেও ফারাবীর মুক্তির খবর নাই। আমি দেশবাসীর প্রতি আহবান জানাবো, আপনারা এই মজলুমের পক্ষে আওয়াজ তুলুন। নতুন করে জুলুমকে স্ট্যাবলিশ হওয়ার সুযোগ দিবেন না। জালিমদের হাতে সবকিছু ছেড়ে দিলে কিছুদিন পর আপনার ওপরও জুলুম করা হবে। চবিয়ান দ্বীনি পরিবারের পক্ষ থেকে আমরা ব্লগার ফারাবী ভাইয়ের নিঃশর্ত মুক্তি দাবী করছি।"

সমাবেশে চবিয়ান দ্বীনি পরিবারের জিম্মাদার ও আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ নয় দফা দাবী পেশ করে বলেন, "আজকের সমাবেশ থেকে আমরা চবিয়ান দ্বীনি পরিবার নয় দফা দাবী পেশ করছি:
১. শফিউর রহমান ফারাবীর নিঃশর্ত মুক্তি দিতে হবে।
২. শাহবাগ নাস্তিক চক্র ও তাদের পৃষ্ঠপোষকদের রাষ্ট্রীয়ভাবে স°ন্ত্রা_সী ঘোষণা করতে হবে।
৩. প্রশাসনে থাকা পূর্ববর্তী সরকারের দোসরদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।
৪. ইসলাম ও রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে কটাক্ষকারীদের সর্বোচ্চ শা°স্তির ব্যবস্থা করতে হবে।
৫. ফারাবীর মত আর কোনো মুসলিম যেন জুলুমের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।
৬. কারাগারে অন্যায় ভাবে আটক থাকা অন্যান্য ইসলামপন্থী লেখক ও আলেমদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
৭. ফারাবীসহ সকল মজলুমদের উপর মিথ্যা মামলা দায়ের ও ষড়যন্ত্রকারী কর্মকর্তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
৮. যারা "বাকস্বাধীনতার" আড়ালে ধর্মদ্রোহী চক্রান্ত করে ও ইসলামবিদ্বেষ ছড়ায়—তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ কতে হবে।
৯. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাতিমদের স্থায়ীভাবে বহিঃষ্কার করতে হবে। যথাযথ বিচারের আওতায় নিয়ে আসতে হবে। "

সমাবেশে শিক্ষার্থীরা "নারায়ে তাকবীর, আল্লাহু আকবর", "মুক্তি মুক্তি, মুক্তি চাই, ফারাবী ভাইয়ের মুক্তি চাই", "চবিয়ান দ্বীনি পরিবার, জিন্দাবাদ, জিন্দাবাদ" প্রভৃতি স্লোগান দেন। সমাবেশ শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ও উন্নতির জন্য দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

20/07/2025

আবরার হত্যাকাণ্ডে আসামীদের আইনজীবী ছিলো শিশির মনির। এই শিশির মনির ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি এবং বর্তমান জামায়াতের রাজনীতির সাথে জড়িত।

গতকাল আবরার ফাহাদের বাবা গিয়ে জামায়াতে সম্মেলনে ছেলে হত্যার বিচার পায়নি বলে আক্ষেপ করছে! জামায়াতের হিপোক্রেসিটা দিন দিন চরম থেকে চরম হয়ে উঠছে!

★ আপডেট ★সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটওয়ারী।এবং নতুন পরীক্ষা ...
20/07/2025

★ আপডেট ★

সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটওয়ারী।

এবং নতুন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দীন আহমদ।

এই দুইটা ছবির ব্যবধান মাত্র ২ মাসের। আমাদের বন্ধু সমুন আহমেদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২২ ...
20/07/2025

এই দুইটা ছবির ব্যবধান মাত্র ২ মাসের। আমাদের বন্ধু সমুন আহমেদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২২ তম ব্যাচের একজন সংগ্রামী ছেলে। জীবন যুদ্ধে সে সবসময় হাসিমুখে বিজয়ী হতে চেয়েছে। কোন জায়গায় পিছিয়ে গেলেও হার মানেনি সহজে। তাকে দেখে আমরাও অনুপ্রানিত হতাম। এত সংগ্রাম করে জীবন কাটাননোর পর কোথাও কেউ বিপদে পড়লে সমুন এগিয়েছে সবার আগেই। প্যাকেটে তেমন টাকা না থাকলেও কোথাও খেতে বসলে হাসিমুখে সবার আগে বিলটা এগিয়ে দিয়েছে সুমন। কিন্তু আজ সমুনকে দেখে খুব ক্লান্ত মনে হয়েছে। মনোবল হারিয়ে পুরোদস্তুর একজন রোগী মনে হয়েছে। আজ তাকে দেখে ক্ষণিকের জন্য নিজেই অনুপ্রেরণা হারিয়ে ফেলতে বসেছি। কিন্তু পরক্ষণেই আবার সমুনকে আগের কথা মনে করিয়ে দিয়ে অনুপ্রেরণা দিলাম। হেরে যাওয়া যাবে না, মনোবল হারানো যাবে না। কিন্তু তাতেও যে সুমন মন খুলে হাসতে পারেনি এটা বুঝারও
বাকি নাই। কারণ সমুনের শরীরে যে আজ বাসা বেঁধেছে অনাকাঙ্ক্ষিত এক রোগ....

আমাদের মধ্যে সমুন ছিলো ভোজন প্রিয় আর স্বাস্থ্য সচেতন। প্রচুর পরিমাণ পানিও সে পান করতো। শুনেছি বেশি পরিমাণ পানি পান করলে কিডনী সুস্থ থাকে৷ অতিরিক্ত খাবার আর মোটা হয়ে যাওয়ায় গত মে মাসে কনভোকশনে যাওয়ার সময় সুমনকে নিয়ে কত মজ করলাম আমরা। কিন্তু নিয়তির কি পরিহাস! সেই সমুনই গত এক মাস ধরে কিডনী জটিলতায় ভোগছে। ডাক্তার বলছে একটি কিডনী স্বভাবিকের চেয়ে অনেক বেশি ছোট হয়ে গেছে। আরেকটি কিডনীও যে পরিমাণ সাপোর্ট দেওয়ার কথা সে হারে রেসপন্স করছে না। দৈনিক ১ লিটারের বেশি পানি পান করায় নিষেধাজ্ঞা দিয়েছে। খবারও করেছে সীমিত পরিমাণ। গত ১ মাসে ওজন লস হয়েছে প্রায় ২০ কেজি। এখন হঠাৎ দেখে চিনার উপাই নাই এটাই সেই ২ মাস আগের সমুন! আগামীকাল কিডনীর বায়োপসি করানো যাবে কিনা এটার সিদ্ধান্ত নিবে ডাক্তাররা। অন্যথায় অষুধ দিয়ে দীর্ঘমেয়াদী চিকিৎসার দিকে যেতে হবে। সকলের কাছে সমুনের জন্য দোয়া চাই। মহনা আল্লাহ রাব্বুল আলামীন যেন সমুনকে দ্রুত সুস্থতা দান করে। আর আমরা আমাদের সাধ্যমতে সহযোগিতা করে এই যুদ্ধে সমুনের পাশে থেকে তাকে বিজয়ী হিসেবে দেখতে চাই ইনশাআল্লাহ 🤲🤲

লেখা সাইফুল ইসলাম

20/07/2025

বাংলাদেশ দেশে জাতিসংঘের আঞ্চলিক অফিসের প্রয়োজনটা কি?

বিশিষ্ট জ্ঞানী ব্যাক্তিরা এ ব্যাপারে নিশ্চুপ ভূমিকা পালন করছে কেনো?

😶
20/07/2025

😶

একটা সময় আওয়ামীলীগ শিবির সন্দেহে সাধারণ মানুষদের হয়রানি করতো আর এই সরকার আওয়ামী নামে হয়রানি করছে। পরিবর্তন আসলে কেবল সরক...
19/07/2025

একটা সময় আওয়ামীলীগ শিবির সন্দেহে সাধারণ মানুষদের হয়রানি করতো আর এই সরকার আওয়ামী নামে হয়রানি করছে। পরিবর্তন আসলে কেবল সরকার পরিচালনা করা মানুষগুলোর এসেছে কিন্তু মানসিকতা ও প্রতিহিংসা ঠিক আগের মতোই রয়ে গিয়েছে!

একটা দল দুনিয়াকে আর কত ধরনের রাজনৈতিক কৌশল উপহার দিবে তা আল্লাহই জানে 😅চিন্তা করছি জামায়াত নির্বাচনে জয়যুক্ত হয়ে সরকার গ...
19/07/2025

একটা দল দুনিয়াকে আর কত ধরনের রাজনৈতিক কৌশল উপহার দিবে তা আল্লাহই জানে 😅

চিন্তা করছি জামায়াত নির্বাচনে জয়যুক্ত হয়ে সরকার গঠন করলে আমাদের পেইজে এমন ভাবেই আত্মপ্রকাশ করবো!

খুনি জামাত শিবিরের সমালোচনা করা ভাইটি এখন শিবির নেতা। আজ সমাবেশে ননপলের মডারেটরদের সাথে দেখাও হয়েছিলো ভাইয়ের। ভাই ভালো মানুষ। দূর্জয়পিগ ভাইয়ের পিও ভাই।

🫡🫡
19/07/2025

🫡🫡

18/07/2025

চলতি বছর একাদশ শ্রেণির ভর্তিতে আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। এবার কোটাব্যবস্থায় মুক্তিযোদ্ধা কোটার সঙ্গে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা। এ ছাড়া গতবারের চেয়ে এবার আবেদন ফি ৭০ টাকা বাড়ানো হচ্ছে। শিক্ষার্থীদের কিছু বিষয় পছন্দের ক্ষেত্রে রাখা হচ্ছে স্বাধীনতা। আর আসন্ন শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৪ জুলাই, যা চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত।

ভর্তির কাজ শেষ করে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর। এমন কিছু নতুন বিষয় যুক্ত করে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৫-এর খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

© কালবেলা

জুলাইয়ে প্রকৃতপক্ষে চবিতে যেসব শিক্ষক শিক্ষার্থীদের পাশে ছিলো ছিলো কোনো রাজনৈতিক স্বার্থ ছাড়া।জুলাই অভ্যুত্থান সফল হওয়ার...
18/07/2025

জুলাইয়ে প্রকৃতপক্ষে চবিতে যেসব শিক্ষক শিক্ষার্থীদের পাশে ছিলো ছিলো কোনো রাজনৈতিক স্বার্থ ছাড়া।

জুলাই অভ্যুত্থান সফল হওয়ার পর তাই কেউ উনাদের নিয়ে কথা বলেনি। কারণ উনাদের পিছনে কোনো রাজনৈতিক স্বার্থ নেই, কোনো রাজনৈতিক চামচা নেই। সেদিন কোনো স্বার্থ ছাড়া উনারা মাঠে নেমেছিলো। ফ্যাসিস্ট হাসিনার বিশাল বাহিনীকে পাত্তা না দিয়ে বিবেকের টানে তারা মাঠে নেমেছিলো কিন্তু জুলাই অভ্যুত্থান সফল হওয়ার পর বাকি শিক্ষকদের মতো উনাদের নিয়ে কেউ কথা বলেনি, উনারা কোনো বড় দায়িত্ব পায়নি।

মূলত ক্ষমতা পাওয়ার আশায় উনারা সেদিন মাঠে নামেনি, উনারা মাঠে নেমেছিলো নিজেদের বিবেকের তাড়নায়।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong University News চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share