22/06/2025
ইসরাইল এতদিন ধরে বোম 🚀মেরে কিছু করতে না পেরে আমেরিকাকে ডেকে আনল।
আমেরিকা ইরানের ৩ টা পারমাণবিক সাইটে বোম্বিং করলো। 🛸
বাট এখনও পর্যন্ত কোথাও কোন রেডিয়েশনের খবর পাওয়া যায়নি।
ইরান জানতো আজকের দিনটা আসবে। 👈
তাই ওরা ওদের বেশিরভাগ পারমানবিক স্থাপনা গড়ে তুলেছে মাটির নিচে। 🛸
বলা হয়, ইরানের নিচে আরেকটা ইরান আছে। 🛬
কিছুক্ষণ আগে, ইসরাইলের দিকে আরও ৩০ টা মিসাইল মেরেছে ইরান।
মানে লং-টার্ম যুদ্ধের প্রিপারেশন এদের আছে।
পৃথিবীর প্রধান ২ পরাশক্তির বিরুদ্ধে একা লড়াই করে এতদিন টিকে থাকা, এইটা কম কিছু?
কেউ আগায় নাই।
পাকিস্তান না, তুরস্ক না, কেউ না।
পাকিস্তানের সেনাপ্রধান তো উল্টো ট্রাম্পকে নোবেল দেওয়ার আহবান করেছেন।
ইরান এই যুদ্ধে একা। ✈️
অথচ ইসরাইলের সাথে আমেরিকা আছে। পাশে আছে ইউরোপ।
লিটারালি সারা পৃথিবীর বিরুদ্ধে ইরান এখনও পর্যন্ত টিকে আছে। 🛫🚀
আমরা থাকবো তো?😢
দেশ হিসেবে আমাদের কোন মিসাইল নাই, চলনসই কোন জেট নাই, ড্রোন নাই, পালানোর জন্য বাড়ির নিচে বাংকারও নাই।
আমেরিকা লাগবে না, ইন্ডিয়া যদি আমাদের এখানে তিনটা ফাইটার নিয়ে আসে,আমরা শেষ।
ইরানের পাশে কেউ নাই।
আমাদের পাশেও কেউ থাকবে না।
আজকের পর আমেরিকার কথা বলার নৈতিক অধিকার শেষ হয়ে গেছে।
কিছু বললেই, বলা হবে রাশিয়া ইউক্রেনকে মারলো, তোমরা ইরানকে মারলা, আমরা বাংলাদেশকে মারতে পারবো না কেন?
কথিত আছে, শয়তানিয়াহু এই যুদ্ধ শুরু করেছিল নিজে ইলেকশন জেতার জন্য।
এবার আপনার পাশের দেশে দেখেন, যদি কখনও উনার মনে হয়, ইলেকশনে হেরে যাবেন, বাংলাদেশে ৫ টা বোম মারলে ইলেকশন জিতবেন, তাহলে বোম বাংলাদেশেও পড়বে।
ইরান আজ এতিদন ধরে বোমের উপর🚀 দাড়িয়ে আছে। এখনও টিকে আছে।
ইরানকে নিয়ে আমাদের আবেগ, সাপোর্ট সবই ঠিক আছে।
বাট প্রশ্ন হলো, আমরা কয় ঘন্টা টিকবো?
ইরানকে সাবাশ বলছি, ইরানের জন্য দু:খ করছি, ইরানকে সাপোর্ট করছি, ইরানের ইমান আর সাহসের প্রশংসা করছি, বাট ইরান যেভাবে নিয়ে নিজেদের প্রিপেয়ার্ড করেছে আজকের এই দিনটার জন্য, আমাদের নিজেদের সেই প্রিপারেশন আছে তো?
@কপি সংগ্রহ।