22/11/2025
শরীর ঠিক আছে, চোখে ঘুম, মুখে হাসি সবই আছে! কিন্তু কেউ জানে না, প্রতিদিন আমি একরাশ হতাশা নিয়ে ঘুমাতে যাই।
জীবন এমন এক জায়গায় এনে ফেলেছে, যেখানে বাঁচার ইচ্ছে আছে, কিন্তু আনন্দ নেই যেখানে মানুষ আছে, কিন্তু সম্পর্ক নেই। ভেতরে কেমন যেন ফাঁকা লাগ সব সময়, এটা কি দুঃখ? না কি নিজেকেই আর খুঁজে না পাওয়ার যন্ত্রণা?