Coaching " The Challenge"

Coaching " The Challenge" Coaching The Challenge is an academic coaching center dedicated to nurturing students from Grade 3 to Grade 10 and preparing them for various public exams.

কোচিং দ্যা চ্যালেঞ্জ একটি আধুনিক শিক্ষামূলক প্রতিষ্ঠান, যা শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত মেন্টরশিপ—সবকিছুতেই পাশে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কোচিং দ্যা চ্যালেঞ্জ আপনাকে আপনার সর্বোচ্চ সম্ভাবনা পূরণে সাহায্য করবে। With a team of experienced teachers and personalized care, we focus on building the foundation of students who need extra support to achieve academic excellenc

e. Our goal is to uplift every student by understanding their unique needs and guiding them toward success in their studies. Join us at Coaching The Challenge to embark on a journey of growth and academic improvement.

01/08/2025

ক্লাস টাইম

01/08/2025

সাপ্তাহিক পরীক্ষায় সকাল ব্যাচের শিক্ষার্থীরা!

প্রতিদিন অনেক সময় পড়ার চেষ্টা করেও কি মনোযোগ ধরে রাখা কঠিন হয়? তাহলে Pomodoro Method হতে পারে তোমার পড়ার সবচেয়ে ভালো বন্...
27/07/2025

প্রতিদিন অনেক সময় পড়ার চেষ্টা করেও কি মনোযোগ ধরে রাখা কঠিন হয়? তাহলে Pomodoro Method হতে পারে তোমার পড়ার সবচেয়ে ভালো বন্ধু!

📌 ২৫ মিনিট একাগ্রভাবে পড়ো, তারপর ৫ মিনিট বিশ্রাম নাও।
👉 ৪ বার পড়া শেষ হলে নাও একটা বড় বিরতি।
এটাই Pomodoro – সহজ, বিজ্ঞানসম্মত এবং দারুণ কার্যকর।

🧠 গবেষণায় প্রমাণিত:
ছোট ছোট সময় ভাগ করে পড়লে মনোযোগ বাড়ে, স্মৃতিশক্তি শক্ত হয় এবং ক্লান্তি কমে।

🔄 প্রতিদিন মাত্র ৫–৬টি Pomodoro সেশন মানেই:
✅ ৩–৪ ঘণ্টার গঠনমূলক পড়াশোনা
✅ সময়ের সঠিক ব্যবহার
✅ পরীক্ষায় আত্মবিশ্বাস

⏰ সময়ের নিয়ন্ত্রণ নাও, সাফল্যের দিকে এগিয়ে চলো!
Pomodoro Method আজ থেকেই তোমার স্টাডি লাইফে যুক্ত করো!

📢 বড় সিদ্ধান্ত!প্রাথমিকের পর এবার অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা! শিক্ষা মন্ত্রণালয়ের...
26/07/2025

📢 বড় সিদ্ধান্ত!
প্রাথমিকের পর এবার অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা! শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরই অনুষ্ঠিত হবে এই বৃত্তি পরীক্ষা।
এটি শুধু একটি পরীক্ষা নয়—এটি প্রতিভা যাচাইয়ের এক নতুন দ্বার।

⏳ সময় কম, চ্যালেঞ্জ অনেক!
✅ কিন্তু আমরা প্রস্তুত—"কোচিং দ্যা চ্যালেঞ্জ" ইতোমধ্যেই শুরু করেছে বিশেষ প্রস্তুতি কার্যক্রম।
✍️ সাজানো সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক, নিয়মিত মডেল টেস্ট আর লক্ষ্যভিত্তিক পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদের তৈরি করা হচ্ছে পূর্ণ প্রস্তুতির জন্য।

🎯 এখন প্রশ্ন হলো—
আপনার সন্তান প্রস্তুত তো?
আপনি অভিভাবক হিসেবে প্রস্তুত তো?

💥 স্বপ্ন বড় হোক, প্রস্তুতিও হোক দুর্দান্ত!
যোগ দিন "কোচিং দ্যা চ্যালেঞ্জ"-এর বৃত্তি প্রস্তুতি যাত্রায় আজই।

📞 যোগাযোগ: wa.me/01912621810

#অষ্টমশ্রেণির_বৃত্তি
#শিক্ষার_চ্যালেঞ্জ #বৃত্তিপরীক্ষা #অষ্টমশ্রেণি

🌟 পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা: কেন শুধুই সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য? ❌একটা সময় ছিল যখন পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক...
26/07/2025

🌟 পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা: কেন শুধুই সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য? ❌

একটা সময় ছিল যখন পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ছিল **মেধার সর্বজনীন যুদ্ধ**—যেখানে স্কুলের দেয়াল mattered না, mattered করত শিক্ষার্থীর মেধা, পরিশ্রম আর স্বপ্ন!

📢 **কিন্তু এখন?** সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই পরীক্ষায় অংশ নিতে পারবে। অথচ পুরো বাংলাদেশের প্রাইমারি ক্যাটাগরির শিক্ষার্থীরাই এই দেশ, এই জাতির ভবিষ্যৎ!

👧👦 কিন্ডারগার্টেন, রেজিস্টার্ড ও এনজিও স্কুলের হাজার হাজার মেধাবী শিক্ষার্থীকে শুধু তাদের প্রতিষ্ঠানের ধরণ দেখে বাইরে রেখে দেওয়া হলো! এটা কেবল **অবিচার** নয়, বরং **জাতীয় মেধা যাচাইয়ের গণ্ডিকে সংকুচিত করার** একটি অযৌক্তিক সিদ্ধান্ত।

💡 আমরা যদি সত্যিই *মেধাকে মূল্যায়ন করতে চাই* তবে দেওয়ালে নয়—দেখা উচিত শিশুটির জ্ঞানে, তার দৃষ্টিভঙ্গিতে, তার স্বপ্নে।

**বৃত্তি পরীক্ষা হোক সবার জন্য উন্মুক্ত—কারণ মেধা কারও একচেটিয়া সম্পদ নয়!**

"একটি জাতীয় মেধা যাচাইয়ে কেন জাতির এক বিশাল অংশকে অংশগ্রহণ থেকেই বঞ্চিত করা হবে?"

🎓 **বৃত্তি পরীক্ষা হোক সর্বজনীন। মেধার পরীক্ষা হোক দেয়াল-নিরপেক্ষ।**

#বৃত্তিপরীক্ষা #পঞ্চমশ্রেণি #শিক্ষারসুবিচার #মেধারস্বীকৃতি

25/07/2025

সকাল ব্যাচের সাপ্তাহিক পরীক্ষা।
#৫ম থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার স্পেশাল ব্যাচ।
# দশম শ্রেণির টেস্ট স্পেশাল ব্যাচে ভর্তি চলছে

23/07/2025
প্রাথমিকে চালু হচ্ছে আবারও বৃত্তি পরীক্ষা!বৃত্তি পরীক্ষার খুঁটিনাটি:১)২০২৫ এর ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।২) শুধুমাত্র সরকারি...
17/07/2025

প্রাথমিকে চালু হচ্ছে আবারও বৃত্তি পরীক্ষা!
বৃত্তি পরীক্ষার খুঁটিনাটি:
১)২০২৫ এর ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।
২) শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
৩) বাংলা-১০০ গণিত-১০০, ইংরেজি-১০০ বাংলাদেশ ও বিশ্বপরিচয়(৫০+৫০)
৪) প্রথম সাময়িক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ৪০% শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
৫) পরীক্ষা অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ২১,২২,২৩ ও ২৪ ডিসেম্বর।
৬) পরীক্ষার সময় ২ ঘন্টা ৩০ মিনিট।
৭) বাধ্যতামূলকভাবে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

📢 প্রিয় অভিভাবকবৃন্দ,১৬ বছর পর আবার ফিরে এসেছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এতে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন, যা একদিকে স্বাভাব...
17/07/2025

📢 প্রিয় অভিভাবকবৃন্দ,

১৬ বছর পর আবার ফিরে এসেছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এতে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন, যা একদিকে স্বাভাবিক, অন্যদিকে অপ্রয়োজনীয়।

🧠 মনে রাখুন, এই পরীক্ষার উদ্দেশ্য মেধা যাচাই, চাপ সৃষ্টি নয়। আপনার সন্তান যেন শেখাকে ভালোবাসে, আত্মবিশ্বাসী হয় – সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতিরিক্ত চাপ দিলে ফল উল্টো হতে পারে।

✅ আপনার করণীয়:

নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করুন

উৎসাহ দিন, ভয় নয়

ব্যর্থতা বা কম নম্বরকে অভিশাপ নয়, শেখার সুযোগ ভাবুন

সন্তানের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন

📘 বৃত্তি মানেই ভবিষ্যতের গ্যারান্টি নয় – তবে প্রস্তুতি, অধ্যবসায়, ও উৎসাহ একজন শিশুকে জীবনের সব ক্ষেত্রেই এগিয়ে রাখে।

💬 আসুন, সন্তানকে “পড়তে হবে” নয়, “শিখতে হবে” – এই বার্তা দিয়ে এগিয়ে নিই।

শ্রেষ্ঠ সাফল্য আসে তখনই, যখন পরিবার পাশে থাকে।
– আপনার সন্তানের সহযাত্রী হিসেবে থাকুন, বিচারক হিসেবে নয়। 🌱

🔖 শুভ কামনা প্রাথমিক শিক্ষার্থীদের জন্য!
— “কোচিং দ্যা চ্যালেঞ্জ” পরিবার 🎯

আর কোচিং দ্যা চ্যালেঞ্জ এ  গণিতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন এবং ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক দ্বারা গণিত পড়ানো হয়।
14/07/2025

আর কোচিং দ্যা চ্যালেঞ্জ এ গণিতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন এবং ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক দ্বারা গণিত পড়ানো হয়।

৮ কেজির একটি পাথর ১.২২ মিটার উচ্চতা থেকে একজন মানুষের বুকের ওপর পড়লে ৩৯০–৭৮০ নিউটনের মতো একটি ভয়াবহ বল প্রয়োগ হয়।স্বাভাব...
11/07/2025

৮ কেজির একটি পাথর ১.২২ মিটার উচ্চতা থেকে একজন মানুষের বুকের ওপর পড়লে ৩৯০–৭৮০ নিউটনের মতো একটি ভয়াবহ বল প্রয়োগ হয়।

স্বাভাবিকভাবে একজন মানুষ কত নিউটন বল সহ্য করতে পারেন তা নির্ভর করে আঘাতের স্থান, সময়কাল, আকার, দেহের গঠন এবং প্রস্তুতি ইত্যাদির ওপর। তবে সাধারণভাবে কিছু নির্দিষ্ট সীমা বিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানে পাওয়া যায়:

🔶 ১. বুকের ওপর সহনীয় বল:

• একজন গড়পড়তা সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ বুকের ওপর ৩৫০–৫০০ নিউটন পর্যন্ত হঠাৎ বল (impact force) সহ্য করতে পারেন, তবে হাড় না ভাঙার নিশ্চয়তা নেই।

• ৬০০–৭০০ নিউটনের উপরে গেলে পাঁজরের হাড় ভেঙে যেতে পারে, শ্বাসরোধ, ফুসফুসের ক্ষতি বা মৃত্যুও ঘটতে পারে।

🔶 ২. হাঁটু বা হাতের মতো জয়েন্টে:

• জয়েন্ট ও অঙ্গপ্রত্যঙ্গ সাধারণত ১০০–২০০ নিউটনের বেশি হঠাৎ আঘাতে অকার্যকর বা আহত হয়ে যেতে পারে।

🔶 ৩. মাথা বা ঘাড়ে:

• মাথায় প্রায় ৮০–১০০ নিউটনের সরাসরি আঘাতেই গুরুতর কনকাশন বা মৃত্যু হতে পারে।

• মাথা খুব সংবেদনশীল — অল্প বলেই মারাত্মক ক্ষতি হয়।

🔶 ৪. পেশি বা নরম টিস্যু:

• নরম টিস্যুতে ২০০–৩০০ নিউটনের বেশি বল রক্তক্ষরণ, ফাটল বা চামড়ার নিচে আঘাত (bruising) তৈরি করতে পারে।

৮ কেজির একটি পাথর যদি কারও বুকের ওপর পড়ে এবং ৩৯০–৭৮০ নিউটনের বল প্রয়োগ করে, তাহলে সেটি সহনীয় মাত্রার অনেক বাইরে, যা একজন মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে।

Address

Doctor Kamrul Amom House , Boro Mia Mosjid, K B Aman Ali Road , Bakalia , Chawkbazar
Chittagong
4203

Telephone

01912621810

Website

Alerts

Be the first to know and let us send you an email when Coaching " The Challenge" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Coaching " The Challenge":

Share