Coaching " The Challenge"

Coaching " The Challenge" Coaching The Challenge is an academic coaching center dedicated to nurturing students from Grade 3 to Grade 10 and preparing them for various public exams.

কোচিং দ্যা চ্যালেঞ্জ একটি আধুনিক শিক্ষামূলক প্রতিষ্ঠান, যা শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত মেন্টরশিপ—সবকিছুতেই পাশে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কোচিং দ্যা চ্যালেঞ্জ আপনাকে আপনার সর্বোচ্চ সম্ভাবনা পূরণে সাহায্য করবে। With a team of experienced teachers and personalized care, we focus on building the foundation of students who need extra support to achieve academic excellenc

e. Our goal is to uplift every student by understanding their unique needs and guiding them toward success in their studies. Join us at Coaching The Challenge to embark on a journey of growth and academic improvement.

🔶 প্রিয় SSC 2025 পরীক্ষার্থী বন্ধুরা, শুভকামনা! 🔶আগামীকাল তোমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় — SSC 2025 এর ফলাফল প্রকাশি...
09/07/2025

🔶 প্রিয় SSC 2025 পরীক্ষার্থী বন্ধুরা, শুভকামনা! 🔶

আগামীকাল তোমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় — SSC 2025 এর ফলাফল প্রকাশিত হবে।
তোমাদের জন্য রইল আগাম শুভকামনা ও ভালোবাসা। 💐

SSC এর ফলাফলই কিন্তু শেষ নয়, এটাই শুরু তোমার H.S.C জীবনের!
তাই এখন থেকেই যদি পরিকল্পনা করে পড়াশোনা শুরু করো, তাহলে তোমার H.S.C পথটা হবে অনেক সহজ এবং আত্মবিশ্বাসে ভরপুর।

তোমাদের জন্য "H.S.C 1st Year Advance Program" নিয়ে এসেছে কোচিং দ্যা চ্যালেঞ্জ।
📘 যারা কলেজে ভর্তির আগেই সাবজেক্টের বেসিক ক্লিয়ার করবে, তারা শুরুতেই এগিয়ে যাবে।
📘 H.S.C-র দুই বছরের সীমিত সময়কে কাজে লাগাতে চাইলে এখনই প্রস্তুতি শুরু করো।

📍 আগে শুরু মানেই—সাফল্যের দিকে আগে এগিয়ে যাওয়া।
তোমার পরবর্তী যাত্রা হোক আরও উজ্জ্বল, আরও দৃঢ়!

#শুভকামনা

ফ্রী পরীক্ষায় অংশগ্রহণ করার দুর্দান্ত সুযোগ। প্রতি শুক্রবার সকাল ৯.০০-১১.৩০ অথবা বিকেল ৩.০০-৫.৩০।অংশগ্রহণ করতে কমেন্টে দ...
08/07/2025

ফ্রী পরীক্ষায় অংশগ্রহণ করার দুর্দান্ত সুযোগ।
প্রতি শুক্রবার সকাল ৯.০০-১১.৩০ অথবা বিকেল ৩.০০-৫.৩০।
অংশগ্রহণ করতে কমেন্টে দেওয়া ফরম টা পূরণ করে সাবমিট কর এখনই।

ক্লাস টাইম: সকাল ৯-১১ টা।সপ্তাহে প্রতিদিন (৬ দিন ক্লাস, একদিন পরীক্ষা)
08/07/2025

ক্লাস টাইম: সকাল ৯-১১ টা।
সপ্তাহে প্রতিদিন (৬ দিন ক্লাস, একদিন পরীক্ষা)

07/07/2025

🔴 এইচএসসি ২৬ ব্যাচ! কোচিং নয় – এবার পড়বে প্রাইভেট ব্যাচে, হোম টিউটরের মতো যত্নে!

তোমার পাশে বসে প্রতিদিন গাইড করবে একজন এক্সপার্ট টিচার,
ফাঁকি দিলে থাকবে না রেহাই – সোজা জবাবদিহি!
প্রতিটি বিষয়, প্রতিটি অধ্যায় – আগলে ধরে পড়ানো হয় যত্নে ও নিয়মে।

📢 যারা শুধু পড়িয়ে শেষ করে না, ফলোআপ, গাইডলাইন আর রেজাল্ট—সব কিছুর গ্যারান্টি দেয়,
তাদের নাম "কোচিং দ্যা চ্যালেঞ্জ"!

⚠️ এটা কোনো সাধারণ কোচিং নয় –
এটা সিরিয়াসদের জন্য, যারা সত্যি ভালো রেজাল্ট চায়!

🪑 সিট সীমিত – আগে আসলে আগে সুযোগ!
📍লোকেশন: বড় মিয়া মসজিদ, কে বি আমান আলী রোড, বাকলিয়া, চট্টগ্রাম
📞 এখনই ইনবক্স করো বা সরাসরি চলে এসো!

🔍 আমাদের সন্তান কী শিখছে? মুখস্থ নাকি চিন্তা করা?আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো শিশুর কল্পনাকে শেকলে বেঁধে রাখে। তারা শিখে ...
06/07/2025

🔍 আমাদের সন্তান কী শিখছে? মুখস্থ নাকি চিন্তা করা?

আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো শিশুর কল্পনাকে শেকলে বেঁধে রাখে। তারা শিখে কীভাবে শুনতে হয়, কিন্তু শেখে না কীভাবে প্রশ্ন করতে হয়। শেখে কীভাবে মেনে নিতে হয়, কিন্তু শেখে না কীভাবে যুক্তি দিয়ে দ্বিমত জানাতে হয়।

এমন শিক্ষা দিয়ে তৈরি হয় আজ্ঞাবহ কর্মী, দূরদর্শী নেতা নয়।
এমন শিক্ষা দিয়ে তৈরি হয় নকলকারী, স্রষ্টা নয়।

আমাদের আগামী প্রজন্ম যেন শুধু পরীক্ষার নম্বর নয়, বরং জিজ্ঞাসা, বিশ্লেষণ আর সৃজনশীলতায় এগিয়ে থাকে—এটাই হওয়া উচিত আসল লক্ষ্য।

📚 সময় এসেছে মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থাকে পিছনে ফেলে, এমন এক পরিবেশ গড়ার, যেখানে শিশু শিখবে:
🔸 ভাবতে
🔸 প্রশ্ন তুলতে
🔸 সমস্যার সমাধান খুঁজতে
🔸 নিজস্ব মত গড়ে তুলতে

👨‍👩‍👧‍👦 অভিভাবক হিসেবে আমাদের এখনই প্রশ্ন তুলতে হবে—
আমার সন্তান কী শিখছে?
সে কি ভবিষ্যতের জন্য প্রস্তুত?

📣 সময় এসেছে বদলের, সময় এসেছে সচেতনতার।
#শিক্ষা_বদলাও #ভবিষ্যতেরজন্য #চিন্তার_শিক্ষা #সৃজনশীলশিক্ষা

04/07/2025

আমরা মূল বইয়ের উপর ফোকাসড করে পড়াই।

🎯 "প্রতিযোগিতার এই সময়ে পরীক্ষা না দিলে প্রস্তুতি বোঝা যায় না!"তাই কোচিং দ্যা চ্যালেঞ্জ দিচ্ছে সম্পূর্ণ ফ্রি সাপ্তাহিক ম...
03/07/2025

🎯 "প্রতিযোগিতার এই সময়ে পরীক্ষা না দিলে প্রস্তুতি বোঝা যায় না!"
তাই কোচিং দ্যা চ্যালেঞ্জ দিচ্ছে সম্পূর্ণ ফ্রি সাপ্তাহিক মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ!

🌟 সন্তান কতটা পারছে, কোথায় পিছিয়ে আছে—জানার এখনই সময়।
📈 আজকের প্রস্তুতি ঠিক করেই ভবিষ্যতের সাফল্য গড়ে।

✅ ক্লাস ৮ থেকে ১২ শ্রেণির যেকোনো শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবে।
✅ পরীক্ষার পর ফলাফল ও পর্যালোচনাও জানানো হবে অভিভাবকদের।
✅ কোনো কোর্সে ভর্তি ছাড়াই অংশগ্রহণের সুযোগ!

🎁 ফ্রি! শুধুমাত্র একটি Google Form পূরণ করলেই হবে।
⏳ আসন সীমিত — আগেভাগে রেজিস্ট্রেশন করলেই নিশ্চিত হবে সুযোগ।

👇👇👇
📥 রেজিস্ট্রেশন লিংক:
🔗 https://forms.gle/avQKyJ21KGakfAGK8

📍 ঠিকানা: বড়মিঞা মসজিদ, কে বি আমান আলী রোড, বাকলিয়া, চকবাজার, চট্টগ্রাম।

🔥 "পরীক্ষা শুধু নম্বরের নয়, আত্মবিশ্বাস গড়ারও মাধ্যম!"
আজই রেজিস্ট্রেশন করুন — নতুন সুযোগ, নতুন শুরু।

কোচিং দ্যা চ্যালেঞ্জ নিয়ে এসেছে শিক্ষার্থীদের জন্য ফ্রীতে সাপ্তাহিক পরীক্ষায় অংশ নেওয়ার দুর্দান্ত সুযোগ।রেজি.....

🎓 তোমার  স্কুলের টপার কি তুমি?🏅 তাহলে তোমার  জন্য আমাদের কোচিং সম্পূর্ণ ফ্রি!📚 আমরা খুঁজছি শ্রেষ্ঠদের—যারা হয়ে উঠবে আগাম...
02/07/2025

🎓 তোমার স্কুলের টপার কি তুমি?
🏅 তাহলে তোমার জন্য আমাদের কোচিং সম্পূর্ণ ফ্রি!

📚 আমরা খুঁজছি শ্রেষ্ঠদের—যারা হয়ে উঠবে আগামী দিনের আইকন।

🏫 যেকোন স্কুলের ক্লাস এইট/নাইন/টেন এর টপাররা আবেদন করতে পারবে।

📅 আবেদন চলবে: ৫ জুলাই – ১০ জুলাই

✍️ আসন সীমিত! আজই আবেদন কর।(কোচিং এ এসে ফর্ম সংগ্রহ করতে হবে)

✅ সম্মানিত অভিভাবক!
“আপনার সন্তানের মেধার প্রাপ্য মর্যাদা দিচ্ছে কোচিং দ্যা চ্যালেঞ্জ”
“মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ ফ্রি কোচিং, এখনই সুযোগ কাজে লাগান”

এই টিচার? না না, ওনার কাছে ইংলিশ ভালো লাগে না!ওই টিচার? ম্যাথে টিচিং ভালো কিন্তু টাইম ঠিক থাকে না!আর না ভাই! এত দৌড়াদৌড়ি...
02/07/2025

এই টিচার? না না, ওনার কাছে ইংলিশ ভালো লাগে না!

ওই টিচার? ম্যাথে টিচিং ভালো কিন্তু টাইম ঠিক থাকে না!

আর না ভাই! এত দৌড়াদৌড়ি আর নয়।
🏠 এক ছাদের নিচে সব সাবজেক্ট, সব অভিজ্ঞ শিক্ষক — এক জায়গাতেই!

🎯 নিরিবিলি পরিবেশ, দক্ষ গাইডলাইন, পরীক্ষাভিত্তিক প্রস্তুতি
📌 এখনই ভর্তি হোন — Coaching The Challenge

🎯 অর্ধ বার্ষিক পরবর্তী ব্যাচে স্বাগত!📅 শুরু: ১১ জুলাই ২০২৫, শনিবার📍 কোচিং দ্যা চ্যালেঞ্জপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবক,📘  শু...
02/07/2025

🎯 অর্ধ বার্ষিক পরবর্তী ব্যাচে স্বাগত!
📅 শুরু: ১১ জুলাই ২০২৫, শনিবার
📍 কোচিং দ্যা চ্যালেঞ্জ

প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক,

📘 শুরু হতে যাচ্ছে “অর্ধ বার্ষিক পরবর্তী ব্যাচ”—একটি নতুন জার্নি, নতুন সুযোগ, নতুন সম্ভাবনা।

🔥 পুরাতন শিক্ষার্থীদের জন্য – সময় হয়েছে গতি বাড়ানোর, নিজেদের আরও একধাপ এগিয়ে নেওয়ার।
🚀 নতুন শিক্ষার্থীদের জন্য – এটাই সেরা সময় নিজেকে তৈরি করার, অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে সফলতার যাত্রা শুরু করার।

✅ এক্সাম ফোকাসড ক্লাস
✅ নিয়মিত মূল্যায়ন ও মডেল টেস্ট
✅ পার্সোনাল কেয়ার + অভিভাবক আপডেট
✅ সাফল্যের গ্যারান্টি—যারা চেষ্টা করে!

🕰️ সময় অপেক্ষা করে না, আমরাও করবো না। ১১ জুলাই থেকেই শুরু হবে স্বপ্ন পূরণের যাত্রা!

📞 যোগাযোগ: Wa.me/01912621810
📍 আসন সংখ্যা সীমিত—ভর্তি চলছে!

🚨 টেস্ট স্পেশাল ব্যাচে ভর্তি চলছে!📘 এইবারের টেস্টে বাজিমাত করতে চাও?👉 তাহলে এখনই ভর্তি হও কোচিং দ্যা চ্যালেঞ্জ-এর Test S...
30/06/2025

🚨 টেস্ট স্পেশাল ব্যাচে ভর্তি চলছে!
📘 এইবারের টেস্টে বাজিমাত করতে চাও?
👉 তাহলে এখনই ভর্তি হও কোচিং দ্যা চ্যালেঞ্জ-এর Test Special Batch-এ!

🎯 কী থাকছে এই ব্যাচে?
✅ বোর্ড স্টাইল মডেল টেস্ট
✅ প্রশ্নপত্র বিশ্লেষণ ও সঠিক উত্তর কৌশল
✅ এক্সপার্ট গাইডলাইন
✅ প্রতিটি ভুলের পর্যালোচনা
✅ সিট সংরক্ষণে অগ্রাধিকার

🔥 যারা শুধু পরীক্ষায় পাশ নয়, ভালো রেজাল্ট চায় —
তাদের জন্যই এই স্পেশাল ব্যাচ!

🪑 সীমিত আসন
📅 ভর্তি চলছে – যত তাড়াতাড়ি, তত ভালো!

📞 ইনবক্স করো / সরাসরি এসে ভর্তি হয়ে যাও আজই!
তুমি কি প্রস্তুত? এবার বদলে দাও তোমার ফলাফল!

#ভর্তি_চলছে

📢 এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনেই ২২,৩৯১ অনুপস্থিত!বহিষ্কার ৪১ জন!এই সংখ্যা শুধু খবর নয়,💔 এটা হাজারো স্বপ্নভঙ্গের গল্প!❌ ...
29/06/2025

📢 এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনেই ২২,৩৯১ অনুপস্থিত!
বহিষ্কার ৪১ জন!

এই সংখ্যা শুধু খবর নয়,
💔 এটা হাজারো স্বপ্নভঙ্গের গল্প!
❌ প্রস্তুতি নেই
❌ নিয়মানুবর্তিতা নেই
❌ সঠিক গাইডলাইন নেই

একটা বছর সময় পেয়েও যারা শেষ মুহূর্তে হারিয়ে যায়,
তাদের জন্য দোষ দেওয়া যায় না —
🔎 কারণ, তারা কখনও সঠিক পথটা পায়নি!

🎯 কোচিং দ্যা চ্যালেঞ্জ সেই পথ দেখায়।
এখানে নেই শুধু পড়া মুখস্থের চাপ —
আছে সময়ানুবর্তিতা শেখানো
আছে লক্ষ্য নির্ধারণ
আছে প্রতিদিনের পরিশ্রম
আর আছে আত্মবিশ্বাস গড়ার প্ল্যাটফর্ম!

✅ প্রতিদিন ক্লাস
✅ সাপ্তাহিক মডেল টেস্ট
✅ অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী
✅ শিক্ষার্থীর মানসিক অবস্থার খেয়াল রাখা

সত্যি বলছি...
📚 এখানে ভর্তি মানে শুধু কোচিং নয়,
🔐 এটা ভবিষ্যতের নিরাপদ লগ ইন!

👉 আজই সিদ্ধান্ত নিন,
আপনার সন্তান হোক হারিয়ে যাওয়া সংখ্যার একজন নয়,
জয়ীদের দলে একজন!

📞 যোগাযোগ: wa.me/ 01869334282
📍 আসন সীমিত, দ্রুত যোগাযোগ করুন।


#ভর্তি_চলছে
#সঠিক_প্রস্তুতি_সঠিক_কোচিং
#এইচএসসি২০২৫
#আত্মবিশ্বাসের_কোচিং

Address

Doctor Kamrul Amom House , Boro Mia Mosjid, K B Aman Ali Road , Bakalia , Chawkbazar
Chittagong
4203

Telephone

01912621810

Website

Alerts

Be the first to know and let us send you an email when Coaching " The Challenge" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Coaching " The Challenge":

Share