11/12/2025
“বাবার বাড়িতে পেয়েছি সব সুখ—
জীবন ছিল অভাবহীন, নিরাপদ, আদরে ভরা।
তারপরও বুঝেছি, সুখ শুধু সামর্থ্যে নয়;
সঠিক মানুষের হাত ধরার মধ্যেই তার সত্যি অর্থ।
তাই কোনো লোভ বা প্রত্যাশায় নয়,
শুধু ভালোবাসা আর বিশ্বাস নিয়ে তোমার ঘরে এসেছি।
আর যদি ভাগ্য সঙ্গ দেয়—
বাবার বাড়ির সুখের থেকেও বেশি শান্তি
আমরা একসাথে গড়ে তুলব…❤️”