Rubel Dhar

Rubel Dhar Hi,
This is Rubel Dhar. I am a Digital Marketer. স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে
স্বপ্ন সেটাই যা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।

🙏🙏 লোকনাথ বাবার তিরোধান উৎসব 🙏🙏আজ ১৯ শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ০৩ জুন, ২০২৫ ইং, মঙ্গলবার ✨ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচার...
03/06/2025

🙏🙏 লোকনাথ বাবার তিরোধান উৎসব 🙏🙏
আজ ১৯ শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ০৩ জুন, ২০২৫ ইং, মঙ্গলবার ✨
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৫ তম তিরোধান দিবস ✨
লোকনাথ বাবার কৃপা বর্ষিত হোক সকলের উপর 🥰
❤️🙏 জয় বাবা লোকনাথ 🙏❤️

I am not taking a selfie,I am just checking my camera quality 🤳👀
27/12/2024

I am not taking a selfie,
I am just checking my camera quality 🤳👀

শুভ নববর্ষ বাংলা ১৪৩১বঙ্গাব্দ।সংস্কৃতি সভ্যতা বাঙালির পুরনো ঐতিহ্য।।বর্ষবরণ নতুনত্বের ছোঁয়াই সাজুক ভূবণ।শুভ নববর্ষের শুভ...
14/04/2024

শুভ নববর্ষ বাংলা ১৪৩১বঙ্গাব্দ।

সংস্কৃতি সভ্যতা বাঙালির পুরনো ঐতিহ্য।।
বর্ষবরণ নতুনত্বের ছোঁয়াই সাজুক ভূবণ।

শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে।।।

#শুভনববর্ষ

07/04/2024

স্বস্তির বৃষ্টি। গরম থেকে কিছুটা মুক্তি। 😃😃😃

বর্তমানে অনলাইনে কাজের অন্যতম একটি উপায় হল কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং এর চাহিদা বর্তমানে ব্যাপক। ঘরে বসে যে কেউ চা...
10/03/2024

বর্তমানে অনলাইনে কাজের অন্যতম একটি উপায় হল কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং এর চাহিদা বর্তমানে ব্যাপক। ঘরে বসে যে কেউ চাইলে এই দক্ষতা অর্জন করতে পারে যায়, একি ভাবে এর দ্বারা আয়ও করা যায়।

ফ্রিল্যান্সিং এর জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে কন্টেন্ট রাইটিং এর কাজও দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে সেই সাথে বৃদ্ধি পাচ্ছে অনলাইনে কাজ করার সুযোগ। কারো অধীনস্থ নয়, বরং নিজেই শিখে ফেলতে পারেন এই কন্টেন্ট রাইটিং। লেখা লেখি যদি হয় আপনার শখের হয়ে থাকে, তাহলে তো কথাই নেই! খুব সহজে এর মাধ্যমে আয় করতে পারবেন।

প্রথমে আপনি কি বিষয় নিয়ে কন্টেন্ট লিখতে চাইছেন সে বিষয় সম্পর্কে আপনার সাধারণ জ্ঞান থাকা জরুরী। উদাহরণস্বরূপ-
✪ স্ক্রিপ্ট রাইটিং,
✪ এড এন্ড প্রোমো রাইটিং,
✪ সোশাল মিডিয়া পোস্ট রাইটিং,
✪ ইমেইল রাইটিং,
✪ ব্লগ রাইটিং,
✪ কপিরাইটিং ইত্যাদি।

প্রতিটি কন্টেন্টের গঠন প্রকৃতি ভিন্ন রকমের হয়। তাই শেখা ও লেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই সকল আলাদা করতে হবে। আপনি চাইলেই একদিনে সবকিছু শিখে ফেলতে পারবেন না, আবার একইসাথে অনেকগুলো ফরমেট নিয়ে গভীর সাগরে হাবুডুবুও খেয়েও লাভ নেই। সুতরাং প্রতিটি বিষয়ের ক্ষেত্রে ভাল জ্ঞান রাখা জরুরী।

🛑 কন্টেন্ট রাইটিং শেখার উপায়-
আপনি যখন একবার কন্টেন্ট এর ধরণ নির্বাচন করবেন তখন কন্টেন্ট রাইটিং শেখার জন্য আপনার দুটো উপায় আছে- পেইড রিসোর্স এবং ফ্রি রিসোর্স।
ফ্রি রিসোসের সবচেয়ে বড় জগৎ হলো অনলাইন বা ইন্টারন্টে মাধ্যম। এটি শেখার জন্য একটি চমৎকার পদ্ধতি। আপনার শেখার আগ্রহ থাকলে এখান থেকে আপনার রিসোর্স এর অভাব হবে না। কন্টেন্ট রাইটিং শেখার জন্য ফ্রি কোর্স আপনি ইন্টারনেটে পাবেন। ইন্টারনেট এ বিষয়ে আপনাকে সহায়তা করবে। এছাড়াও আপনি যেই টাইপ এর কন্টেন্ট রাইটিং শিখতে চাচ্ছেন তা গুগলে সার্চ দিলেই অনেক টিউটোরিয়াল আপনার সামনে চলে আসবে। সঠিকভাবে চেষ্টা করলে এই ফ্রি রিসোর্সগুলো আপনার কাজে আসবে।

পেইড রিসোর্স ঃ
আপনি যখন টাকা দিয়ে কোনো রিসোর্স এর সাহায্য নেবেন তখন সেটা পেইড রিসোর্স হবে। পেইড রিসোর্স এর সুবিধা তুলনামূলক ভাবে ফ্রি রিসোর্স থেকে বেশী। পেইড কোর্স আপনি অনলাইন কিংবা অফলাইনেও করতে পারেন। এক্ষেত্রে আপনাকে কিছু টাকা ইনভেস্ট করতে হলেও ফ্রি রিসোসের চেয়ে বেশী আস্থা যোগ্য।

কন্টেন্ট রাইটিং শেখার কিছু টিপস জেনে রাখুনঃ
ব্যাকরণ, শব্দ ও বাক্যের সঠিক প্রয়োগ, শব্দভান্ডার এর ব্যবহার এগুলোর দিকে খেয়াল রাখুন। এসব দিকে খেয়াল রাখার জন্য বইপত্র এবং ইন্টারনেট এর সাহায্য নিন। লিখতে থাকুন। শুরুতেই কোনো লেখাকে চূড়ান্ত নির্ধারণ না করে বারবার আপনার লেখাকে সম্পাদন করুন। প্রচুর রিসার্চ বা গবেষণা করুন। এক্ষেত্রেও বই এর পাশাপাশি ইন্টারনেট আপনার বন্ধু। প্রতিনিয়ত নিজের লেখা নিয়ে গবেষণা করুন। লেখার ধরণ পাল্টাতে থাকুন। হেডিং এবং সাবহেডিং এর ব্যবহার শিখুন। বুলেট পয়েন্ট ব্যবহার করুন। সর্বোপরি অনুশীলন আপনাকে এই বিষয়ে দক্ষ করে তুলবে।

দিনদিন ইন্টারনেট এর সহজলভ্যতার সাথে সাথে সোস্যাল মিডিয়া সহ বিভিন্ন ওয়েবে কন্টেন্ট তৈরি করার জন্য এর চাহিদা বেড়েই চলেছে।

যদি আপনি সম্পূর্ণ আর্টিকেলটি মনযোগ সহকারে পড়েন তাহলে আমার বিশ্বাস কন্টেন্ট রাইটিং- নিয়ে আপনি যথেষ্ট তথ্য পেয়েছেন। এরপরও যদি আপনার কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। চেস্টা করবো যতটা সম্ভব আপনার সমস্যার সমাধান করার। এই পোস্টটি আপনার ওয়ালে শেয়ার করে আপনার বন্ধুদের জানতে সাহায্য করবেন।

ক্যানভা ডিজাইন কি?ক্যানভা হচ্ছে অনলাইনের মাধ্যমে যাবতীয় ডিজাইন করার একটি উন্মুক্ত  প্ল্যাটফর্ম। যেখানে যেকোন ব্যক্তি সহজ...
25/02/2024

ক্যানভা ডিজাইন কি?
ক্যানভা হচ্ছে অনলাইনের মাধ্যমে যাবতীয় ডিজাইন করার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। যেখানে যেকোন ব্যক্তি সহজে একাউন্ট খুলে নিজের মতো ডিজাইন তৈরি করে বিনামূল্যে ডাউনলোড করতে পারে।
অনেক ফ্রিল্যান্সার এবং ডিজাইনাররা আছেন যারা ক্যানভা দিয়ে ডিজাইন তৈরি করেন, এমনকি ক্যানভার মাধ্যমে প্রয়োজনীয় ইমেজ ও টেমপ্লেট তৈরি করে সেটাকে বিভিন্ন সোশাল মিডিয়াতে ব্যবহার করেন।
একজন ব্যক্তি বা ফ্রিলান্সার যেকোনো ধরণের পোস্ট ক্যানভা ডিজাইন দিয়ে করতে পারেন। যেমনঃ ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার, ভিডিও পোস্ট সহ হাজারো রকমের ডিজাইন রয়েছে ক্যানভা ডিজাইনে।
ক্যানভার ফ্রী ও পেইড এই দুই ভার্সনে সব ধরণের ক্যাটাগরিই আছে। তবে ফ্রী ভার্সনে আমরা বিনামূল্যে ব্যবহার করে ডিজাইন তৈরি ও ডাউনলোড করতে পারি।

ক্যানভা ডিজাইনের দ্বারা যেসকল ডিজাইন তৈরি করা যায় তা হল:
সোশ্যাল মিডিয়া ব্যানার
ভিজিটিং কার্ড ডিজাইন
লোগো ডিজাইন
প্রজেক্ট ফ্রন্ট পেইজ ডিজাইন
মার্কেটিং পোস্টার ডিজাইন
ভিডিও থাম্বনিল ডিজাইন ইত্যাদি।

বর্তমানে ক্যানভা দিয়ে অনেক ধরণের ডিজাইন করা যায় বিধায় অনেক ফ্রিল্যান্সার এবং ডিজাইনাররা তাদের ছোট কাজ গুলো এর দ্বারা করে থাকেন। আর এসব কাজ বিভিন্ন ফ্রিল্যান্সিং জব সেক্টর গুলোতে পাওয়া যায়।
ক্যানভা ডিজাইন ব্যাবহার করে ফাইভার / আপওয়ার্কের মতো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করে আয় করা সম্ভব।
ক্যানভা ডিজাইনের মাধ্যমে আপনি একজন ভালো মানের ডিজাইনার হয়ে ক্লায়েন্টের প্রতিষ্ঠানের প্রচারণার কাজ করতে পারেন, সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং এর কাজ করতে পারেন, আপনার ক্লায়েন্টের হয়ে তাদের ওয়েবসাইটে বা ব্লগে লেখালেখি করতে পারেন। তাছাড়া ক্যানভাতে ডিজাইনকৃত নিজস্ব ডিজাইনও বিক্রি করতে পারেন।

তাইলে আশা করা যাই, ক্যানভা সম্পর্কিত বেশকিছু ধারণা এবং প্রশ্নের উত্তর এই পোস্ট এর মাধ্যম আপনি অবগত হলেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করুন এবং এই পোস্টটি আপনার ওয়ালে শেয়ার করে আপনার বন্ধুদের জানতে সাহায্য করবেন।

সঙ্গীত পরিষদ, চট্টগ্রাম আয়োজিত ২৫ তম চিত্রাংকন প্রতিযোগিতা। #সঙ্গীত_পরিষদ_চট্টগ্রাম িভাগ
29/12/2023

সঙ্গীত পরিষদ, চট্টগ্রাম আয়োজিত ২৫ তম চিত্রাংকন প্রতিযোগিতা।
#সঙ্গীত_পরিষদ_চট্টগ্রাম
িভাগ

Address

Chittagong
4000

Telephone

+8801516195955

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rubel Dhar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rubel Dhar:

Share