Krapeng - ক্রাপেং

Krapeng - ক্রাপেং Loving Myself

🌫️🕰️ সময় থাকতেই মূল্য দিও... 🕰️🌫️সবসময় কাছে থাকা মানুষগুলোকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি।কারণ হয়তো মনে করি, ও তো আছেই। য...
22/07/2025

🌫️🕰️ সময় থাকতেই মূল্য দিও... 🕰️🌫️

সবসময় কাছে থাকা মানুষগুলোকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি।
কারণ হয়তো মনে করি, ও তো আছেই। যাবে না কোথাও।
তাই তার কষ্ট দেখি না, তার চুপ করে যাওয়া শুনি না,
তার চোখে জমে থাকা অভিমান বুঝি না...

আমিও ছিলাম তেমনই — চুপচাপ পাশে থাকা একটা নাম,
যার অস্তিত্বটা তুমি ধরে নিয়েছিলে একরকম স্থায়ী সত্যি হিসেবে।

কিন্তু সময় তো আর অপেক্ষা করে না...
যাকে তুমি অবহেলা করো, একদিন ঠিক সেও বদলে যায়।

💔
আজ মনে হয়,
ভালোবাসা শুধু থাকার নাম নয়,
বরং বুঝে নেওয়ার, গুরুত্ব দেওয়ার আর সময় দেওয়ার নাম।
আর তুমি ঠিক এইখানেই হারিয়ে গেলে...

🔗 সময়ের সাথে অনেক কিছুই বদলায়,
তবে একটা সত্যি রয়ে যায় —
যে মানুষটা একসময় নিঃশব্দে ভালোবাসত,
সে একসময় নিঃশব্দেই দূরে সরে যায়...
ঠিক যেমন আকাশের এই চাঁদ আর নিচে জ্বলতে থাকা বাল্বের দূরত্বে ন্যায়
#অব্যক্তকথা #পেং

সেই সময়টার কথা মনে আছে?যখন বিকেলের পর পর ক্লাস শেষ হতো, আর আমরা হেঁটে চলে যেতাম সেই পুরোনো টঙ দোকানটায়…চায়ের কাপে ধোঁয়া ...
19/07/2025

সেই সময়টার কথা মনে আছে?
যখন বিকেলের পর পর ক্লাস শেষ হতো, আর আমরা হেঁটে চলে যেতাম সেই পুরোনো টঙ দোকানটায়…
চায়ের কাপে ধোঁয়া উঠতো, চারপাশে মেঠো গন্ধ, আর আমরা—দু’জন মানুষ, হয়তো তখনো নিজেদের ভালোবাসা বলে চিনতাম না, কিন্তু অনুভব করতাম প্রতিটা মুহূর্তে।

চা'য়ের কাপে চুমুক দিতাম, আর কথাগুলো ভেসে যেত হাওয়ায়—
"আজ আর বাসায় ফিরতে ইচ্ছে করছে না",
"তুই থাকলে সময়টা একটু ধীর হয়ে যায় যেন…"

চায়ের সেই ছোট্ট টেবিলে বসে কত অনন্ত স্বপ্ন বুনে ফেলেছিলাম না বুঝেই।
কোনোদিন বলিনি ‘ভালোবাসি’, কিন্তু প্রতিটা চায়ের আড্ডা ছিল একেকটা প্রেমপত্র।
নীরব সম্মতি, হাসিতে লুকোনো অভিমান, চোখে চেপে রাখা আবেগ—সব ছিল এক কাপ চায়ের ঘ্রাণে মিশে।

আজও যখন পুরোনো পথ দিয়ে হাঁটি, সেই টঙ দোকানের পাশ দিয়ে গেলে থমকে যাই।
চা আর প্রেম—দুটোই এখন অনেক দূরের কথা।
তবু মনে হয়, সেই বিকেলগুলো আসলে কোথাও হারায়নি, শুধু সময়ের পেছনে রয়ে গেছে…
ঠিক যেমন কিছু প্রেম হারিয়ে যায়, কিন্তু থেকে যায় চায়ের কাপে ভেসে থাকা ধোঁয়ার মতোই, নরম আর অদৃশ্য।

#পেং #অজানাপ্রেম #হারিয়েযাওয়াদিনগুলি

দিনের শেষে যখন চারপাশটা নীরব হয়ে আসে, তখনই সবচেয়ে বেশি টের পাই—আমি ক্লান্ত। শুধু শরীর না, মনটাও অবাক রকমের ভারী লাগে। দা...
18/07/2025

দিনের শেষে যখন চারপাশটা নীরব হয়ে আসে, তখনই সবচেয়ে বেশি টের পাই—আমি ক্লান্ত। শুধু শরীর না, মনটাও অবাক রকমের ভারী লাগে।
দায়িত্ব, কাজ, মানুষের হাসি-চাহনি সব পূরণের তরে সপে দিয়েছি নিজেকে.
কিন্তু নিজের ভেতরের ছোট ছোট স্বপ্নগুলো?
তারা যেন প্রতিদিন একটু করে আরও দূরে সরে যায়।

চোখের সামনে ভেসে ওঠে কিছু অসমাপ্ত ইচ্ছা, কিছু না বলা কথা, কিছু পথ যাওয়া হয়নি বলে রয়ে যাওয়া অতৃপ্তি।
তবুও পরদিনের আশায় নিজেকে আবার গুছিয়ে নিই—
ঠিক যেমন এই জবা ফুলের ন্যায়,
সকাল হলে সেও ফুটে উঠে নিঃসন্দেহে, আপন মনে, আপন নিয়মে।
আমিও আশা রাখি
হয়তো কাল একটা স্বপ্ন পূরণ হবে,
হয়তো একটু বেশি নিজের মতো করে বাঁচা যাবে।

এই তো জীবন। ক্লান্তি আর স্বপ্নের মাঝে একটুখানি সাহস নিয়ে এগিয়ে চলা।
#পেং #জীবনেরপথে

17/07/2025

রাত নেমে আসে ধীর পায়ে।
জোনাকিরা আলো জ্বালে নিঃশব্দ ভাষায়।
জানালার পাশে বসে থাকে কেউ—নিস্তব্ধ, নিরালায়।
তার চোখে ক্লান্তি নয়, বরং এক অপূর্ব আলো।
এ আলো আসে অন্তরের গহীন থেকে—
সেই আলো, যেটা শুধু অপেক্ষার মানুষেরাই ধরে রাখতে পারে।

প্রতিটি ঘণ্টা যেন ধীরে গলে,
কফির কাপ ঠান্ডা হয়ে আসে বারবার।
চাঁদের রূপ ফিকে হয়,
তবুও হৃদয়ের কোণে জমে থাকে এক স্বপ্ন,
যার নাম ফেরা।

এই অপেক্ষা কোন দিনলিপিতে লেখা হয় না,
তবুও সে থাকে প্রতিটি পরশে,
প্রতিটি নিশ্বাসে—
প্রতিটি সেই মুহূর্তে যখন মনে হয়,
"আজ না হোক, একদিন সে আসবে…"

অপেক্ষার প্রহর কখনও কষ্ট নয়,
এ এক পরিণত সৌন্দর্য,
যেখানে ভালোবাসা নিজের ভাষা খুঁজে নেয়
নীরবতার স্পর্শে, আর স্মৃতির নরম কোমলতায়।

#অপেক্ষা
#পেং

যেখানে শান্তি মিলে.......
15/07/2025

যেখানে শান্তি মিলে.......

গোধুলির  এই সময়টা  বেশ! গৌধুলী—আলো আর আঁধারের মাঝখানে এক মুহূর্তের জাদুদিনের শেষ আর রাতের শুরু যেখানে হাত মেলায়, সেই সী...
21/06/2025

গোধুলির এই সময়টা বেশ!
গৌধুলী—আলো আর আঁধারের মাঝখানে এক মুহূর্তের জাদু

দিনের শেষ আর রাতের শুরু যেখানে হাত মেলায়, সেই সীমানার নাম—গৌধুলী। সূর্য ঠিক তখনই দিগন্ত ছুঁয়ে বিদায় জানায়, চারদিক জুড়ে ছড়িয়ে পড়ে এক স্বপ্নিল সোনালি-কমলা রঙের আবেশ। বাতাসে নেমে আসে এক অদ্ভুত শান্তি, যেন প্রকৃতি নিজেই গভীর নিঃশ্বাস নিচ্ছে।

পাখিরা দল বেঁধে ফিরছে বাসায়, গাছপালার ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, আর মানুষগুলো ব্যস্ত দিনের ক্লান্তি নিয়ে একটু থেমে তাকিয়ে থাকে আকাশের দিকে। সেই মুহূর্তে পৃথিবীটা যেন একটু ধীর, একটু কোমল হয়ে ওঠে।

গৌধুলী শুধু এক সময় নয়—এ এক অনুভব।
এ এক স্মৃতি হয়ে থাকা আলো, যেটা ফেলে আসে হালকা বিষণ্ণতা আর গভীর সৌন্দর্যের ছোঁয়া।

কখনও কি তুমি গৌধুলীতে চুপচাপ দাঁড়িয়ে দেখেছো সূর্যের চলে যাওয়া?
সে এক নীরব প্রেম, যা ভাষাহীন… অথচ অনুভবের গভীরে বাজে অনন্ত সুর।

# ক্রাপেং

17/06/2025

বাবা — নিঃশব্দ এক ছায়া

বাবা মানে নির্ভরতা।
বাবা মানে সে হাত, যেটা চুপচাপ মাথায় ছায়া হয়ে থাকে,
যার স্পর্শ না থাকলেও অনুভব কখনো কমে না।

ছোটবেলায় হয়তো মায়ের আঁচলের আদরেই ডুবে থাকতাম,
কিন্তু যখন পড়ে যেতাম — সেই শক্ত হাতটাই তো প্রথম টেনে তুলত।
রোদে হেঁটে স্কুলে নিয়ে যাওয়া মানুষটা নিজের ঘাম ঢেকে আমাদের হাসি দেখেছেন।
নিজের কষ্টগুলো মুখে আনেননি কখনও,
শুধু চাইতেন — আমরা যেন স্বপ্ন দেখতে পারি।

বাবা কখনো প্রকাশ করেন না তার ভালোবাসা,
কিন্তু প্রতিটা কাজের মাঝে লুকিয়ে থাকে সেই নিঃশব্দ ভালোবাসা।
হোক সেটা নিজের খাবারটা ভাগ করে দেওয়া,
নাকি রাত জেগে আমাদের পড়া দেখানো।

বাবার আঙ্গুল ধরে বাজার যেতাম, বাবা কোথাও থেকে আসলে আমার জন্য পিয়াজু( আমার ভাষায় ছিল কোলা খি) নিয়ে আসতেন।
এখনো বাবা আমাকে খাইয়ে দেন, আমার উচ্ছিষ্ট খাবারগুলো খান। আমার কিছু একটাতে অলস লাগলে বলে, যাও ঘুরে আসো। কখনো কোন কিছুতে জোড় করে না। সবকিছুতে আমাকে প্রায়োরিটি দিয়ে আমার ইচ্ছেকেই প্রাধান্য দিয়ে পাশে থেকেছে। এমন বাবাতো ১০০ তে একজন হয়। সে একজনটাই আমার বাবা।
শুধু একটাই কথা — বাবা, আপনি ছিলেন বলেই আমরা আজ এতটা সাহসী।
ভালোবাসি, সবসময়।

It's working  time..
24/06/2024

It's working time..

এই পরিবর্তনশীল পৃথিবীতে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে সবকিছুই পরিবর্তন হচ্ছে। অ্যানালগ থেকে ডিজিটালাইজ হচ্ছে। কার্ড, লিফলেট...
27/05/2024

এই পরিবর্তনশীল পৃথিবীতে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে সবকিছুই পরিবর্তন হচ্ছে। অ্যানালগ থেকে ডিজিটালাইজ হচ্ছে। কার্ড, লিফলেট, পোস্টার, রেডিও টিভিতে বিজ্ঞাপন থেকে আজকের পৃথিবী ডিজিটাল মার্কেটিং এর দিকে ধাবিত হয়েছে। এক্ষেত্রে তারাই এগিয়ে থাকে যারা সময়ের চাহিদা অনুযায়ী নিজেদের উন্নতির ধারা অব্যাহত রাখে। তেমনি বর্তমান ডিজিটাল যুগে ফেসবুক মার্কেটিং বিষয়ে সম্যক ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

যেকোন ধরণের ছোট-বড় ব্যবসার উন্নতির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় মাধ্যম হলো ফেসবুক মার্কেটিং। বর্তমানে বাংলাদেশের প্রায় আট কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে। তারমধ্যে ফেসবুক ব্যবহার করে প্রায় তিনকোটি আশি লাখ। তাই এই সময়ে মার্কেটিং তথা ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম মাধ্যম হলো ফেসবুক মার্কেটিং। আমরা প্রতিনিয়ত ফেসবুক, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করছি...।
কেমন হয়....
যদি এই সোশ্যাল মিডিয়া সাইটগুলো ই হয় আপনার অর্থ উপার্জনের মাধ্যম?

ফ্রিলান্সিং করে অনলাইন থেকে ইনকাম করতে চানক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং এখন সবচেয়ে ডিমান্ডিং। কিন্তু পরিপূর্ণভাবে শ...
20/05/2024

ফ্রিলান্সিং করে অনলাইন থেকে ইনকাম করতে চান
ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং এখন সবচেয়ে ডিমান্ডিং।
কিন্তু পরিপূর্ণভাবে শিখতে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান।
👉ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারের শুরুটা কীভাবে করতে হবে,
👉কি কি স্কিল প্রয়োজন হবে,
👉শেখা শেষে কাজ শুরু করবেন কিভাবে —
👉কত টাকা ইনকাম করতে পারবেন...।
👉অনলাইনে এবং অফলাইনে দুইভাবে কাজ করতে পারবেন পারবেন কি না ?
আগ্রহী হলে এখনি ইনবক্সে যোগাযোগ করুন।
অযথা সময় নষ্ট করবেন না।
ধন্যবাদ!

ফ্রিল্যান্সিং সেক্টরে তুলনামূলক সহজ এবং কাজের পরিধি বিশাল এমন একটা সেক্টর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবং ভালো লাগার বিষয় হ...
18/05/2024

ফ্রিল্যান্সিং সেক্টরে তুলনামূলক সহজ এবং কাজের পরিধি বিশাল এমন একটা সেক্টর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এবং ভালো লাগার বিষয় হচ্ছে, এ সেক্টরের কাজ ফোন দিয়ে ও খুব সুন্দর ভাবে করা যায়।
আপনার পিসি বা ল্যাপটপ নেই ভাবছেন তাহলে তো ফ্রিল্যান্সিং আমার জন্য না! কিন্তু আপনি ভুল ভাবছেন আপনার হাতে থাকা স্মার্ট ফোন টা ই এনাফ ডিজিটাল মার্কেটিং এর জন্য।🥰তাহলে আর দেরী কেনো?শুরু করে দিতে পারেন আপনিও।
ডিজিটাল মার্কেটিং এর উপর থাকছে আজ রাত ৮ টায় এক মেগা ওয়েবিনার।
রেজিষ্ট্রেশন করতে দ্রুত ইনবক্স করুন।

I designed some simple t-shirts. I just started working and learning . Still, if you want to make a design of your choic...
17/05/2024

I designed some simple t-shirts. I just started working and learning . Still, if you want to make a design of your choice or me, definitely knock. I will try my best to give you the beautiful work.

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Krapeng - ক্রাপেং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Krapeng - ক্রাপেং:

Share