
22/07/2025
🌫️🕰️ সময় থাকতেই মূল্য দিও... 🕰️🌫️
সবসময় কাছে থাকা মানুষগুলোকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি।
কারণ হয়তো মনে করি, ও তো আছেই। যাবে না কোথাও।
তাই তার কষ্ট দেখি না, তার চুপ করে যাওয়া শুনি না,
তার চোখে জমে থাকা অভিমান বুঝি না...
আমিও ছিলাম তেমনই — চুপচাপ পাশে থাকা একটা নাম,
যার অস্তিত্বটা তুমি ধরে নিয়েছিলে একরকম স্থায়ী সত্যি হিসেবে।
কিন্তু সময় তো আর অপেক্ষা করে না...
যাকে তুমি অবহেলা করো, একদিন ঠিক সেও বদলে যায়।
💔
আজ মনে হয়,
ভালোবাসা শুধু থাকার নাম নয়,
বরং বুঝে নেওয়ার, গুরুত্ব দেওয়ার আর সময় দেওয়ার নাম।
আর তুমি ঠিক এইখানেই হারিয়ে গেলে...
🔗 সময়ের সাথে অনেক কিছুই বদলায়,
তবে একটা সত্যি রয়ে যায় —
যে মানুষটা একসময় নিঃশব্দে ভালোবাসত,
সে একসময় নিঃশব্দেই দূরে সরে যায়...
ঠিক যেমন আকাশের এই চাঁদ আর নিচে জ্বলতে থাকা বাল্বের দূরত্বে ন্যায়
#অব্যক্তকথা #পেং