
31/07/2025
আমি মানুষটা একটু অন্যরকম, আমি কি চাই, কেন চাই তা কাউকে বোঝাতে পারি না, কাছের মানুষদের উপরে অনেক বেশিই প্র'ত্যাশা করে ফেলি, ধরেই নেই তারা আমাকে বুঝবে, আমার সকল ইচ্ছার মূল্য দেবে, কিন্তু এসবের কিছুই হয় না, পরবর্তীতে এগুলো ভেবে ভী'ষণ ক'ষ্ট পাই..!😅💔