01/03/2023
আসসালামু আলাইকুম🥰
🌼ফেসবুকে অনেক বিজ্ঞাপন দেখতাম যে মানুষ ফ্রিল্যান্সিং করে সফল হচ্ছে। তারপর থেকে আমার ফ্রিল্যান্সিং করার আগ্রহ জন্মায়। তার পর চিন্তা করলাম যে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায়।🤔
🌼বিভিন্ন ভাবে অনলাইন ও গুগলে সার্চ করে দেখতাম যে ফ্রিল্যান্সিং কি, কিভাবে করা যায় । তারপর দেখলাম যে আসলে ফ্রিল্যান্সিং এতো সহজ না। এর জন্য অনেক স্কিল আপ হতে হবে।💪
🏵️তার জন্য প্রয়োজন ভালো একটি আইটি সেক্টর।🖥️ আর এই সেক্টরটা এতো বড় যে আমি দ্বিধায় পড়ে গেলাম যে কোন সেক্টর এ যাবো। তারপর এক দিদি ফ্রিল্যান্সিং করেন জানতে পেরে উনাকে জিজ্ঞেস করলাম কিভাবে করা যায়। এরপর উনার কাছ থেকে জানতে পারলাম সাকসেস বিজ ফ্যামিলি এর কথা।🌹
🌼তারপর দিদির মাধ্যমে একটা ফ্রি ক্লাস এর রেজিষ্ট্রেশন করলাম। এরপর শ্রদ্বেয় রুবায়েত উল করিম স্যার এর একটা মেগা সেমিনার অংশগ্রহণ করে ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে বিস্তারিত জানতে পারলাম। তখন সিদ্ধান্ত নিতে আমার সুবিধা হলো এবং এখানে ডিজিটাল মার্কেটিং এর কোর্সে ভর্তি হলাম।✌️
🌼তারপর বেসিক ক্লাস শুরু করলাম। এরপর লেভেল -১ ক্লাস শুরু করলাম সেখানে শিখলাম কিভাবে ফেসবুক আইডি, ফেইসবুক পেইজ প্রফেশনাল ও অপটিমাইজ করতে হয়, কিভাবে কন্টেন্ট লিখতে হবে, কিভাবে কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে, সেলস ফানেল, MS word, MS Excel , MS PowerPoint,ক্যানভা ডিজাইন, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া একাউন্ট ক্রিয়েটিং সহ আরো অনেক বিষয় শিখেছি। সকল বিষয়ের উপর বিস্তারিত জানতে পেরেছি। এসব বিষয়ের উপর স্কিল আপ হয়েছে।✌️
🌼 বর্তমানে লোকাল মার্কেট প্লেস এ কাজ করছি এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এ কাজ করার জন্য নিজেকে তৈরি করছি।💪
সকলে আমার জন্য দোয়া করবেন যেনো আমি সফল হতে পারি।🤲
🌸 সত্যি কথা বলতে এই কাজ গুলোর অনেক কিছু আমি আগে জানতাম না। আলহামদুলিল্লাহ এখন এই কাজ গুলোর সব গুলোই আমি করতে পারি।✌️
🌼ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি। ইনশাআল্লাহ সামনে আরও অনেক কিছু শিখতে পারবো। নিজের স্কিল ডেভোলাপ করতে পারবো। 💪✌️
🌹ধন্যবাদ জানায় Success Biz Family এর সকল স্যার ও ম্যামদের এবং শ্রদ্বেয় রুবায়েত উল করিম স্যারকে এত সুন্দর একটা প্লাটফর্মে অংশ হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ❤️❤️