23/06/2025
পুনরায় রাজস্ব কর্মকর্তাদের কলম বিরতিতে আমদানি ও রপ্তানি কার্যক্রমে মারাত্মক ভোগান্তি
দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি আমদানি-রপ্তানি বাণিজ্য আবারও সংকটে পড়েছে রাজস্ব কর্মকর্তাদের পুনরায় কলম বিরতির কারণে কাস্টমস হাউজগুলোতে রাজস্ব কর্মকর্তাদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকায় পণ্য খালাস, মূল্যায়ন, ডকুমেন্ট প্রসেসিংসহ যাবতীয় কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
ব্যবসায়ীদের ক্ষোভ ও উদ্বেগ
ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘসূত্রিতা এবং প্রশাসনিক অচলাবস্থার কারণে একদিকে যেমন কাঁচামাল বা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সময়মতো কারখানায় পৌঁছাচ্ছে না, অন্যদিকে চূড়ান্ত পণ্য রপ্তানিতেও মারাত্মক জটিলতা তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা হারানোর আশঙ্কা দেখা দিয়েছে।
বন্দর এলাকায় চাপ ও খরচ বৃদ্ধি
কলম বিরতির প্রভাবে বন্দরে পণ্য আটকে থাকায় কনটেইনার চার্জ, ডেমারেজ ফি ও অন্যান্য লজিস্টিক খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ছোট-বড় সব প্রতিষ্ঠান।সরকারি পর্যায়েও রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়ছে। প্রতিদিন কোটি কোটি টাকার রাজস্ব আদায় স্থগিত থাকায় জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ধাক্কার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।বাণিজ্য সংশ্লিষ্ট মহল দ্রুত সমস্যার সমাধান এবং আলোচনার মাধ্যমে যৌক্তিক সমঝোতায় পৌঁছানো প্রয়োজন । দেশের অর্থনীতি যেন অচল না হয়ে পড়ে, তা নিশ্চিত করতেই হবে।