KKH Vlogs

KKH Vlogs সদা সৎসঙ্গ অবলম্বন করুন ! নিজে নামায পড়ুন অন্যকে নামাজের পড়ার জন্য উৎসাহিত করুন !

23/06/2025

পুনরায় রাজস্ব কর্মকর্তাদের কলম বিরতিতে আমদানি ও রপ্তানি কার্যক্রমে মারাত্মক ভোগান্তি

দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি আমদানি-রপ্তানি বাণিজ্য আবারও সংকটে পড়েছে রাজস্ব কর্মকর্তাদের পুনরায় কলম বিরতির কারণে কাস্টমস হাউজগুলোতে রাজস্ব কর্মকর্তাদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকায় পণ্য খালাস, মূল্যায়ন, ডকুমেন্ট প্রসেসিংসহ যাবতীয় কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
ব্যবসায়ীদের ক্ষোভ ও উদ্বেগ
ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘসূত্রিতা এবং প্রশাসনিক অচলাবস্থার কারণে একদিকে যেমন কাঁচামাল বা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সময়মতো কারখানায় পৌঁছাচ্ছে না, অন্যদিকে চূড়ান্ত পণ্য রপ্তানিতেও মারাত্মক জটিলতা তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা হারানোর আশঙ্কা দেখা দিয়েছে।
বন্দর এলাকায় চাপ ও খরচ বৃদ্ধি
কলম বিরতির প্রভাবে বন্দরে পণ্য আটকে থাকায় কনটেইনার চার্জ, ডেমারেজ ফি ও অন্যান্য লজিস্টিক খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ছোট-বড় সব প্রতিষ্ঠান।সরকারি পর্যায়েও রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়ছে। প্রতিদিন কোটি কোটি টাকার রাজস্ব আদায় স্থগিত থাকায় জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ধাক্কার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।বাণিজ্য সংশ্লিষ্ট মহল দ্রুত সমস্যার সমাধান এবং আলোচনার মাধ্যমে যৌক্তিক সমঝোতায় পৌঁছানো প্রয়োজন । দেশের অর্থনীতি যেন অচল না হয়ে পড়ে, তা নিশ্চিত করতেই হবে।

22/06/2025

🌤️ বেশ কয়েকদিন বৃষ্টির পর আজ আকাশে ধবধবে রৌদ ☀️

কতদিন পর আকাশটা এভাবে নিজেকে খুলে দিলো!টানা কয়েকদিনের ঝুম বৃষ্টি, কুয়াশাময় সকাল আর ভেজা বিকেলের পরেআজ যেন আকাশ নিজেই বলল— "এই নাও, একটু আলো নাও, একটু হাসি নাও!"মেঘেদের কাঁধ সরিয়ে আজ রোদ নামলো ছাদে ছাদে, হৃদয়ে হৃদয়ে।
আলসেমি ভেঙে মনটা যেন হঠাৎ প্রাণ ফিরে পেলো…চায়ের কাপের পাশে রোদটা আজ একটু বেশিই মিষ্টি লাগছে,বুকের ভেতর জমে থাকা কথাগুলো যেন হালকা হাওয়ায় উড়ে যেতে চাইছে।

আজ এই রোদের আলোয় শুধু জামাকাপড় নয়—শুকিয়ে যাচ্ছে ভেতরে লুকানো হাজারো বিষণ্ণতা,আর জেগে উঠছে নতুন করে বাঁচার এক আলোকিত ইচ্ছা।এই রোদ যেন একটা প্রতিশ্রুতি—আবার ভালো লাগবে, আবার রঙিন হবে দিনগুলো। 🌈

#রোদের_ছোঁয়া #বৃষ্টির_শেষে_আলোকিত_আকাশ #মনখোলা_দুপুর
#প্রকৃতির_ছায়া
#আলোর_গল্প

বর্ষা এলেই মনে পড়ে— কারো জন্য অপেক্ষা করা সেই দিনের কথা... ☔🌧️💙বাইরে ঝরছে নিরবধি বৃষ্টি, আর আমি আটকে আছি চার দেওয়ালের ভ...
21/06/2025

বর্ষা এলেই মনে পড়ে— কারো জন্য অপেক্ষা করা সেই দিনের কথা... ☔🌧️💙
বাইরে ঝরছে নিরবধি বৃষ্টি, আর আমি আটকে আছি চার দেওয়ালের ভেতরে।
না, শুধু শরীর নয়… মনটাও যেন আজ বন্দী।বের হতে পারি না, মন ভালো থাকে না—তবুও এই বর্ষা, এই অচল সময়… কেমন যেন ভালো লাগে।হয়তো এই একঘেয়েমিতেই কোথাও লুকিয়ে থাকে একরাশ অনুভব,যেখানে কল্পনায় চলে আসে এক জোড়া চোখ…যে চোখ বৃষ্টির চেয়েও গভীর,আর যার কথা ভাবলেই ঘরের সব বোরিং জিনিসও কবিতা হয়ে যায়। 📝❤️
বর্ষার দিনে জানালার পাশে বসে কেবল এক কাপ চা না…কখন যেন তোমার জন্যই অপেক্ষা করি।যদি হঠাৎ এসে বলো,"চলো, বৃষ্টিতে একটু ভিজি?" 🌧
#বর্ষারদিন
#বৃষ্টি_আর_ভালোবাসা
#মনখারাপের_বৃষ্টি
#রোমান্টিক_মুড
#একঘেয়েমি_সন্ধ্যা
#চা_বৃষ্টি_আর_তুমি
#ভিজে_যাও_ভালোবাসায়
#আমার_বর্ষা_কাহিনি
#বৃষ্টিভেজা_স্বপ্ন
#রিমঝিম_রোমান্স

27/04/2025

প্রাথমিক বিদ্যালয় জীবনের সেই ভিত্তি, যেখানে প্রথম স্বপ্ন দেখা শুরু হয়। এখানে গড়ে ওঠে আমাদের চরিত্র, শেখা হয় শিষ্টাচার, এবং বোনা হয় ভবিষ্যতের প্রথম বীজ। ছোট ছোট অভিজ্ঞতা আর অবিরাম শেখার এই যাত্রা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রভাব ফেলে। তাই প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতি শুধু মনে রাখার জন্য নয়, বরং জীবনের প্রতিটি সফলতার নেপথ্যে থাকা নীরব অনুপ্রেরণা। জীবনের শুরু যেখানে, সেখানেই গড়ে ওঠে ভবিষ্যতের স্বপ্নের দালান। # love For ever # for you # love My Teacher # love Kazi Bari #

10/04/2025

দেখেনতো চেনা যায় কিনা
#ফহ #জক

Send a message to learn more

26/03/2025

আমরা কেমনে ভুলতে পারি আমাদের এই ভাইদের ওদের রক্তের বিনিময়ে আজ ২৪ এর স্বাধীনতা। প্রত্যেক মায়ের বুক খালি হওয়া ছাত্রদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের রক্ত ত্যাগের বিনিময়ে আজ আমরা নতুন স্বাধীন দেশে অনেক ভালো আছি

07/03/2025

মহিলারা যদি ছেলেদের কাপড় পড়তে পারে কাপড় বিক্রি করার জন্য একজন ছেলে কেন মডেল হতে পারবে না

23/02/2025

যদি হাসতে চান তাহলে Follow & Like My page

23/02/2025

Follow &Like দিয়ে পাশে থাকুন

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when KKH Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share