04/06/2025
আজ বৃষ্টিতে ভেজা মাঠে বাচ্চাদের ফুটবল খেলতে দেখে মনে পড়ে গেল ছোটবেলার সেই দিনগুলো— যখন এক ফোঁটা বৃষ্টিতেও আমরা দল বেঁধে ছুটে যেতাম মাঠে। জার্সি গুলো ভিজে শরীরে লেপ্টে থাকত, পা ডুবে যেত কাদায়, তবু থামত না গোলের লড়াই! কত সরল ছিল সেই আনন্দ... মায়ের ডাক উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলে বকা খেতাম, কিন্তু পরদিন আবারও একই উৎসাহ! আজকের বাচ্চাদের দেখে মনে হয়, সময় বদলায়, কিন্তু বৃষ্টিভেজা মাঠের ম্যাচের মজাটা আজও সেই একই। আপনাদের ও কি মনে পড়ে সেই দিনগুলির কথা কমেন্টে জানান। ❤️ #ছোটবেলার_স্মৃতি #ছোটবেলার_খেলাধুলা #বৃষ্টিতে_ফুটবল #গ্রামের_মাঠ #বৃষ্টি