14/08/2025
😔 দয়া করে এই পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যেন একজন হৃদয়বান মানুষের নজরে আসে। আপনাদের শেয়ার করা প্রতিটি পোস্টে অসহায় মানুষটির জীবন বাঁচানোর সম্ভাবনা রয়েছে। এই পোস্ট থেকে প্রাপ্ত সকল ইনকাম গরিব ও অসহায় মানুষের সাহায্যে ব্যয় করা হবে।
একটি শিশুর জীবন বাঁচাতে আপনার সাহায্য প্রয়োজন
একটি ৭ বছরের শিশু, মোঃ ইয়াসিন, বর্তমানে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। জন্ম থেকেই সে মাতৃস্নেহ থেকে বঞ্চিত, তার বাবা মোঃ উমর আলী একজন সাধারণ অটোচালক। সামান্য উপার্জনে কোনোমতে জীবনযাপন করেন তিনি। কিন্তু এখন তার সন্তানের চোখের ক্যান্সারের চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন।
বিভিন্ন আত্মীয়-স্বজন এবং কাছের মানুষের সাহায্যে ৩ লক্ষ টাকা জোগাড় করা গেলেও, চিকিৎসার জন্য আরও ৭ লক্ষ টাকা প্রয়োজন। টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে না পেরে অসহায় বাবা কান্নায় ভেঙে পড়েছেন, যা সত্যিই হৃদয়বিদারক।
ইয়াসিনের উন্নত চিকিৎসার জন্য আপনার সামান্য সাহায্যই পারে তার জীবন বাঁচাতে। আসুন, সবাই মিলে তার পাশে দাঁড়াই।
(মোঃ উমর আলী, বাবা)
ঠিকানা:
গ্রাম: দৌলতখালী, ইউনিয়ন: দৌলতপুর,
থানা: দৌলতপুর, জেলা: কুষ্টিয়া।
বর্তমানে ভর্তি আছেন: সদর হাসপাতাল কুষ্টিয়া, ৩য় ফ্লোর,
নগদ নাম্বার 01625293701