Islamic life

Islamic life ইসলামীক ভিডিও এবং ইসলামীক পোস্ট ।

18/06/2025

কার সাথে কার বিয়ে হবে এটি কি নির্ধারিত নাকি ভাগ্য।

18/06/2025

🇮🇷 ইরানের বিজয় কেবল একটি রাষ্ট্রের নয়,
এটা প্রতিরোধের প্রতিটি কণার জয়—
যেখানে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোই ঈমান।
যেখানে রক্তের স্রোত ভেঙে তৈরি হয় মর্যাদার ইতিহাস।
ইরান শুধু লড়ছে না,
ওরা ইতিহাসের বুকে এক অসম সাহসের শিখা হয়ে জ্বলছে।
আর সেই শিখা নিভে না—
কারণ ন্যায় কখনো চিরকাল পরাজিত হয় না।

ইরানের জয় হবেই ইনশাআল্লাহ!✊🤲

18/06/2025

এটাই সংগ্রাম ভাই ও বোনেরা।
আল্লাহু তায়া’লা আমাদের সকল প্রকার হারাম কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুক..❤️

Send a message to learn more

17/06/2025

অপূর্ব সুন্দর একজন মহা মানবের কথা।😍
মাশাআল্লাহ💝

16/06/2025

একাকিত্ব, ডিপ্রেশন অথবা জীবনের সবচেয়ে খারাপ সময়ে এই ৪টা কথা মাথায় রাখবেন।

কোনভাবেই এ সময়টাতে ভুল ডিসিশন নেওয়া যাবে না।

15/06/2025

কালো জাদু, বদনজর, তাবিজ, কবজ করা মানুষ গুলোকে আল্লাহ আপনি এমন ভাবে ধ্বংস করুন; যেমন ভাবে ধ্বংস করেছিলেন লুত জাতি কে!!🤲

(আমিন) 🌸

Send a message to learn more

10/03/2025

মুমিন মুমিনের আয়না!
আয়না যেমন ময়লা দূর করতে এবং সাজ সৌন্দর্য গ্রহণ করতে সাহায্য করে,
তেমনি একজন মুমিনের কর্তব্য তার মুমিন ভাইয়ের দোষ ত্রুটি দূর ও সুন্দর গুণাবলী অর্জন করার কাজে সাহায্য করা।

_ মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)।

09/03/2025

ভোর রাতে সাহরী খেতে উঠে কি করবেন..? আহমাদুল্লাহ

08/03/2025

▌গীবত থেকে বাঁচার কার্যকরী কিছু কৌশল :

১. হুটহাট করে কিছু বলে ফেলবেন না। কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলুন। এমনকি যতটুকু সম্ভব কম কথা বলাই ভালো, চুপ থাকাও একটা ইবাদত।

২. আপনার বন্ধু অথবা কাছের আত্নীয়র অনুপস্থিতিতে তাদের নামে ভালো কথাও বলবেন না। কারণ ভালো কথা বলতে গিয়ে শয়তান আপনাকে দিয়ে কখন যে গীবত করিয়ে নিবে আপনি টেরই পাবেন না।

৩. অতি প্রয়োজন ছাড়া লোকসমাগম জায়গা এড়িয়ে চলুন। কেননা যেখানে মানুষ বেশি থাকে সেখানে গীবত ও বেশি হয়।

৪.আপনার কাছে কেউ গীবত করলে তাকে থামিয়ে দিবেন। সম্ভব হলে বুঝিয়ে বলবেন।কারণ গীবত করা ও গীবত শোনা দুই টাই হারাম।
নিজেও যখন কথা বলতে বলতে গীবত করে ফেলবেন এবং হঠাৎ খেয়াল হবে আরে আমি তো গীবত করে ফেলতেছি সাথে সাথে থেমে যাবেন এবং তওবা করবেন।

৫.অমুক কেমন জানি পোশাক পরে, অমুকের রান্না ভালো না,অমুক মোটা,অমুক কালো, দেখতে একদম ভালো না ইত্যাদি এই ধরনের কথা বলাও এক ধরনের গীবত। তাই এই ধরনের কথা বলা থেকে বিরত থাকতে হবে।

৬. অমুক এই এই কাজ গুলো ভালো করেনি।অমুকের এই এই স্বভাব ভালো না। অমুকের নামে এই এই বদনাম আছে।ওমুক আমার এই এই ক্ষতি করছে। এগুলো বলা মানে মানুষের দোষ নিয়ে কথা বলা যে টা গীবতের অন্তর্ভুক্ত।

৭.এর পরেও যদি গীবত হয়ে যায়, তাহলে সাথে সাথে আস্তাগফিরুল্লহ্ অথবা দুই রাকাত নফল নামাজ পরে ফেলতে পারেন।

কাউকে নিয়ে কোন অভিযোগ থাকলে সেটা আমরা আল্লাহর কাছে বলব। পারলে তাকে ক্ষমা করে দিব ।মানুষের কাছে এগুলো নিয়ে আলোচনা করে উল্টা আরো গোনাহ কামানো কোনো বুদ্ধিমানের কাজ হতে পারেনা। অন্যের দোষ ঢেকে রাখলে আল্লাহ তার দোষ ঢেকে রাখবেন ইনশাআল্লাহ

মনে রাখবেন গীবত আমাদের নেক আমল গুলো ধ্বংস করে দিবে। মহান আল্লাহ তায়ালা আমাকে এবং আপনাদেরকে আমল গুলো করার তাওফিক দান করুক

আল্লাহুম্মা আমীন।

08/03/2025

❤️‘লা ইলাহা ইল্লাল্লাহ’ হচ্ছে সর্বোত্তম জিকির এবং 'আলহামদুলিল্লাহ' হচ্ছে সর্বোত্তম দোয়া।❤️🥀🥀
তিরমিজি: ৫/৪৬২ ও ইবনে মাযা: ২/১২৪৯

08/03/2025

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞেস করল, ইসলামের কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দিবে। (২৮, ৬২৩৬; মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫)

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share