02/01/2023
প্রেরণা....যা জীবনের সজীব কল্পনা ও প্রতিবিম্ব তৈরি করে।
প্রেরণায় জীবনীশক্তি😊............................................
"বাচাঁ বাড়ার মর্ম যা
জীবন বলে জানিস তা"- জীবনের অসাধারন সংঙ্গা ।
অর্থাৎ জীবনকে বাচাঁনো ও জীবনকে সাজানো এই দুই লক্ষ্য পুরনে জীবন প্রতিনিয়ত সংগ্রাম করে এগিয়ে চলে -এটাই জীবনসংগ্রাম।
আজকের আলোচনা এই মহাসংগ্রামের অন্তর্গত শক্তি নিয়ে....সেটা কি? হ্যাঁ...এটাই প্রেরনা?
সৃজনশীল প্রেরনা... এটার সাহায্যে আমরা যা চাই তাই করতে পারি। এটাই সফল ও ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে।সফল সার্থক মানুষেরা প্রেরনায় ভরপুর স্রোতস্বিনী নদীর ন্যায়,বিপরীতে....ব্যর্থ মানুষেরা???
নঞর্থক ভাবনার মানুষের প্রধান বৈশিষ্ট্য হল-তারা চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে না, চিন্তাই তাদেরকে প্রতি মুহূর্তে নিয়ন্ত্রণ করে।নিয়ন্ত্রনহীন চিন্তাই... দুঃশ্চিন্তা😰
সফলতা চান - আপনার চিন্তাধারার দায়িত্ব নিন। মন থেকে সকল নঞর্থক চিন্তা দূর করে মনকে সঠিক সৃজনশীল চিন্তা শুরু করার নির্দেশ দিয়ে তাকে পরিচালিত করুন।
বিশ্বাস করুন-যে সম্পদ আপনার দরকার তার সবই আপনার মনেই রয়েছে... এই সূত্র সত্যিই অসাধারন কাজ করে।
ধর্মে আছে "ঈশ্বরের রাজ্য আপনার অন্তরেই বিরাজমান।আধ্যাত্বিক চিন্তার মুলকথাই বিশ্বাসে নির্ভর করতে, এর ফলে মন অনেক উচ্চমার্গে উঠে অভূতপূর্ব শক্তি অর্জন করতে পারে যা অসাধ্য সাধন করতে পারে।
একটা সূত্র আছে-"আমরা বেঁচে থাকি জীবনকে যতখানি স্পর্শ করি তার সমানুপাতিক হারে"-কথাটি খুব কঠিন।জীবন হল সজীবতা। জীবনই শক্তি। এহল শক্তির আধার আর উত্তেজনা। একজন অস্থিরমতি মানুষ কেবল অর্ধেকটাই জীবিত।
স্থির বুদ্ধির মানুষেরাই সর্বদা উত্তেজনায় ভরপুর থাকেন।
আমার বাস্তব জীবনের অভিজ্ঞতায় আমি দেখেছি কর্মট মানুষেরা আর যারা পৃথিবীর সব কিছুর মধ্যেই গভীর আগ্রহ বোধ করে তারা কখনই একঘেয়েমিতে আক্রান্ত হন না বা হতাশও হন না। সবসময় কর্মক্ষম, চিন্তাশীল আর কাজে নিয়োজিত থেকে এগিয়ে যাওয়া এটাই সার্বিক আনন্দময় জীবন কাটানোর উপায়।
সর্বত্র উত্তেজনা আহরণ করুন। উত্তেজনাময় চিন্তা করুন, যতক্ষণ না নিজে উত্তেজিত হন তাই করুন। উত্তেজনায় ভরপুর মানুষের সাথে মিশুন। কাজের মধ্যে নিজেকে উজাড় করে দিন... নিত্য নতুন প্রেরণা পেতে তা খুঁজে নিতে চেষ্টা করুন।
একটা পরিস্কার মন ও স্বচ্ছচিন্তাই কেবল ধারাবাহিক শক্তি সরবরাহ করতে পারে যা আপনাকে যেকোন দূরের গন্তব্যে পৌঁছে দিবে।
ব্যর্ততার কথা কখনোই ভাববেন না- এটা অপ্রয়োজনীয়🙏
যেকোন ব্যর্থতা সফলতায় পরিনত করতে তিনটি চাবিকাঠি - দূর্দান্ত বিচারবুদ্ধি,প্রচুর পরিশ্রমের ক্ষমতা আর চমৎকার সুস্বাস্থ্য।
বিচারবুদ্ধি হল মনেরই গতিময়তা। ঠান্ডা মাথায়, যুক্তিগ্রাহ্য পথে সুশৃঙ্খলভাবে গ্রহণীয় সিদ্ধান্তকে পুরনের নিমিত্তে প্রচন্ড উত্তেজনাময় কাজ অলৌকিক শক্তির আধার।
সবার স্বপ্নময় জীবন সফল হোক... তা অর্জনে প্রেরনায় হোক জীবনের জ্বালানী 🥰