Das Tipu

Das Tipu How much you will be successful depends on preparation.

📢📢ফ্রীল্যান্সিং ফ্রী সেমিনার। ফ্রী সেমিনার। এ মূহুর্তে প্রায় দশ লাখেরও অধিক তরুণ-তরুণী অনলাইনের ইনকামে যুক্ত রয়েছে সক্রি...
17/02/2023

📢📢ফ্রীল্যান্সিং ফ্রী সেমিনার। ফ্রী সেমিনার।

এ মূহুর্তে প্রায় দশ লাখেরও অধিক তরুণ-তরুণী অনলাইনের ইনকামে যুক্ত রয়েছে সক্রিয়ভাবে। নিজের আগ্রহকে পুঁজি করে যে পথচলা শুরু করেছিলেন এক সময়, তা বদলে দিয়েছে তাদের জীবন মান।

❑ শুধু প্রশিক্ষনই নয়,💯 প্রশিক্ষণের পাশাপাশি সার্বিক সহযোগিতা দিয়ে আপনাকে সফল ফ্রীল্যান্সার হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য ।

👉👉💯💯ফ্রীল্যান্সিং ফ্রী সেমিনার এ অংশগ্রহণ করতে চাইলে আপনাকে নিম্নের ফরম পূরণ করতে হবে-https://forms.gle/u5w7wF1YHzWDMGie9

তারিখ-২০-০২-২০২৩ রোজ-,বুধবার
সময়-২:৪৫ মিনিট

✍️আপনাকে  কাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবেঃ-আমাদের জীবনে এমন মানুষের সাথে  সম্পর্ক তৈরি করতে হবে। যারা আমাদের কে সবসময় ভ...
23/01/2023

✍️আপনাকে কাদের সাথে
সম্পর্ক তৈরি করতে হবেঃ-
আমাদের জীবনে এমন মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে।
যারা আমাদের কে সবসময় ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে। আমাদেরকে পাশে থেকে সাপোর্ট করবে। আমাদের স্বপ্ন পূরণ করার জন্য, দিকনির্দেশনা দিবে, এমন মানুষ যদি আপনার পাশে থাকে আপনার সফলতা সুনিশ্চিত।
সুতরাং আমি বলব, আপনি যদি সফলতা পেতে চান সফল মানুষদের সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করুন, সফল মানুষদের স্পর্শ থাকুন..🥰

💞ইনশাল্লাহ আপনিও সফল হতে পারবেন.. 😊

বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা সকল ভাই বোনদের প্রতি অনেক প্রীতি ও শুভেচ্ছা❤️ Today Freelancer  Meetup programme2023নতু...
10/01/2023

বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা সকল ভাই বোনদের প্রতি অনেক প্রীতি ও শুভেচ্ছা❤️
Today Freelancer Meetup programme2023
নতুন বছরে আবারও নতুনভাবে শুরু।
Happy Freelancing.

প্রেরণা....যা জীবনের সজীব কল্পনা ও প্রতিবিম্ব তৈরি করে।প্রেরণায় জীবনীশক্তি😊............................................"...
02/01/2023

প্রেরণা....যা জীবনের সজীব কল্পনা ও প্রতিবিম্ব তৈরি করে।
প্রেরণায় জীবনীশক্তি😊............................................

"বাচাঁ বাড়ার মর্ম যা
জীবন বলে জানিস তা"- জীবনের অসাধারন সংঙ্গা ।

অর্থাৎ জীবনকে বাচাঁনো ও জীবনকে সাজানো এই দুই লক্ষ্য পুরনে জীবন প্রতিনিয়ত সংগ্রাম করে এগিয়ে চলে -এটাই জীবনসংগ্রাম।

আজকের আলোচনা এই মহাসংগ্রামের অন্তর্গত শক্তি নিয়ে....সেটা কি? হ্যাঁ...এটাই প্রেরনা?

সৃজনশীল প্রেরনা... এটার সাহায্যে আমরা যা চাই তাই করতে পারি। এটাই সফল ও ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে।সফল সার্থক মানুষেরা প্রেরনায় ভরপুর স্রোতস্বিনী নদীর ন্যায়,বিপরীতে....ব্যর্থ মানুষেরা???

নঞর্থক ভাবনার মানুষের প্রধান বৈশিষ্ট্য হল-তারা চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে না, চিন্তাই তাদেরকে প্রতি মুহূর্তে নিয়ন্ত্রণ করে।নিয়ন্ত্রনহীন চিন্তাই... দুঃশ্চিন্তা😰

সফলতা চান - আপনার চিন্তাধারার দায়িত্ব নিন। মন থেকে সকল নঞর্থক চিন্তা দূর করে মনকে সঠিক সৃজনশীল চিন্তা শুরু করার নির্দেশ দিয়ে তাকে পরিচালিত করুন।
বিশ্বাস করুন-যে সম্পদ আপনার দরকার তার সবই আপনার মনেই রয়েছে... এই সূত্র সত্যিই অসাধারন কাজ করে।

ধর্মে আছে "ঈশ্বরের রাজ্য আপনার অন্তরেই বিরাজমান।আধ্যাত্বিক চিন্তার মুলকথাই বিশ্বাসে নির্ভর করতে, এর ফলে মন অনেক উচ্চমার্গে উঠে অভূতপূর্ব শক্তি অর্জন করতে পারে যা অসাধ্য সাধন করতে পারে।

একটা সূত্র আছে-"আমরা বেঁচে থাকি জীবনকে যতখানি স্পর্শ করি তার সমানুপাতিক হারে"-কথাটি খুব কঠিন।জীবন হল সজীবতা। জীবনই শক্তি। এহল শক্তির আধার আর উত্তেজনা। একজন অস্থিরমতি মানুষ কেবল অর্ধেকটাই জীবিত।
স্থির বুদ্ধির মানুষেরাই সর্বদা উত্তেজনায় ভরপুর থাকেন।

আমার বাস্তব জীবনের অভিজ্ঞতায় আমি দেখেছি কর্মট মানুষেরা আর যারা পৃথিবীর সব কিছুর মধ্যেই গভীর আগ্রহ বোধ করে তারা কখনই একঘেয়েমিতে আক্রান্ত হন না বা হতাশও হন না। সবসময় কর্মক্ষম, চিন্তাশীল আর কাজে নিয়োজিত থেকে এগিয়ে যাওয়া এটাই সার্বিক আনন্দময় জীবন কাটানোর উপায়।

সর্বত্র উত্তেজনা আহরণ করুন। উত্তেজনাময় চিন্তা করুন, যতক্ষণ না নিজে উত্তেজিত হন তাই করুন। উত্তেজনায় ভরপুর মানুষের সাথে মিশুন। কাজের মধ্যে নিজেকে উজাড় করে দিন... নিত্য নতুন প্রেরণা পেতে তা খুঁজে নিতে চেষ্টা করুন।

একটা পরিস্কার মন ও স্বচ্ছচিন্তাই কেবল ধারাবাহিক শক্তি সরবরাহ করতে পারে যা আপনাকে যেকোন দূরের গন্তব্যে পৌঁছে দিবে।

ব্যর্ততার কথা কখনোই ভাববেন না- এটা অপ্রয়োজনীয়🙏

যেকোন ব্যর্থতা সফলতায় পরিনত করতে তিনটি চাবিকাঠি - দূর্দান্ত বিচারবুদ্ধি,প্রচুর পরিশ্রমের ক্ষমতা আর চমৎকার সুস্বাস্থ্য।

বিচারবুদ্ধি হল মনেরই গতিময়তা। ঠান্ডা মাথায়, যুক্তিগ্রাহ্য পথে সুশৃঙ্খলভাবে গ্রহণীয় সিদ্ধান্তকে পুরনের নিমিত্তে প্রচন্ড উত্তেজনাময় কাজ অলৌকিক শক্তির আধার।

সবার স্বপ্নময় জীবন সফল হোক... তা অর্জনে প্রেরনায় হোক জীবনের জ্বালানী 🥰

01/01/2023

আপনি যখন সফল হতে চাইবেন তখন কেউ আপনাকে হাতে ধরে সাহায্য করবে না, আবার যখন সফল হবেন তখন কেউ পেছনের ব্যার্থতাকে না দেখে আপনার সফলতাকেই দেখবে। সাফল্যের চেয়ে ব্যর্থতার থেকে বেশি শেখা যায়, কারণ ব্যর্থতা কখনো থামতে দেয় না

"আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না, ব্যার্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো।

16/12/2022

* দুটি টি কথা বলি :
১. Yahoo কোম্পানি Google কে প্রত্যাখ্যান করেছিল
২. Nokia কোম্পানি Android কে প্রত্যাখ্যান করেছিল

কি শিখলাম:
২টি কোম্পানি আজ মার্কেটে খুব খারাপ অবস্থায় আছে
√ সময়ের সাথে নিজেকে আপডেট করুন, অন্যথায় আপনি টিকতে পারবেন না।
√ কোন ঝুঁকি না নেওয়া সবচেয়ে বড় ঝুঁকি। ঝুঁকি নিন এবং নতুন প্রযুক্তি গ্রহণ করুন।

আরো ২ টি ঘটনা:
১. Google কোম্পানি YouTube এবং Android কিনে নিয়েছে।
২. Facebook কোম্পানি Instagram এবং WhatsApp কিনে নিয়েছে।

কি শিখলাম:
√এত শক্তিশালী হয়ে যান যে আপনার শত্রুরা আপনার মিত্র হয়ে যায়।
√দ্রুত বড় হয়ে উঠুন। প্রতিযোগিতা আপনাথেকেই নির্মুল হয়ে যাবে।

আরো ২ টি ঘটনা:
১. বারাক ওবামা একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন।
২. এলন মাস্ক ছিলেন একটি কাঠের কারখানার শ্রমিক।

কি শিখলাম:
√মানুষের অতীত কাজের ভিত্তিতে বিচার করবেন না।
√ আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার সাহস এবং কঠোর পরিশ্রম তা নির্ধারণ করে।

আরো ২ টি ঘটনা:
১. কর্নেল স্যান্ডার্স ৬৫ বছর বয়সে KFC তৈরি করেছিলেন।
২. KFC কর্তৃক প্রত্যাখ্যাত জ্যাক মা আলিবাবা প্রতিষ্ঠা করেন।

কি শিখলাম:
√বয়স শুধুমাত্র একটি সংখ্যা - আপনি যে কোন বয়সে সফল হতে পারেন।
√জীবনে কখনো হাল ছাড়বেন না - কেবল মাত্র তারাই জয়ী হবেন যারা কখনো হাল ছাড়েননি।

#২ টি শেষ ঘটনা:
১. ফেরারির মালিক একজন ট্রাক্টর প্রস্তুতকারককে অপমান করেছিলেন।
২. সেই ট্র্যাক্টর নির্মাতা ল্যাম্বোরগিনি তৈরি করেছেন।

কি শিখলাম:
√কখনই কাউকে অবমূল্যায়ন করবেন না বা অসম্মান করবেন না।
√সাফল্য হল সেরা প্রতিশোধ।

আপনি যে কোন বয়সে এবং যেকোনো পটভূমি থেকে সফল হতে পারেন।

বড় স্বপ্ন দেখুন, লক্ষ্য স্থির করুন,কঠোর পরিশ্রম করুন।

*কখনোই হাল ছাড়বেন না, জীবনে আশা হারাবেন না।* জয় নিশ্চিত।
© সংগৃহীত

17/11/2022
অধিকাংশ মানুষের ধারণা... সাফল্য সুখের চাবিকাঠি ..এটা পুরোপুরি ভ্রান্ত ধারণা 🙏বরং আপনি যা, আপনি যা করছেন তা যদি আপনি ভালো...
02/11/2022

অধিকাংশ মানুষের ধারণা... সাফল্য সুখের চাবিকাঠি ..এটা পুরোপুরি ভ্রান্ত ধারণা 🙏

বরং আপনি যা, আপনি যা করছেন তা যদি আপনি ভালোবেসে সুখী হতে পারেন...তবে সুখই সমৃদ্ধি তৈরি করে প্রতিনিয়ত 🥰

তাই সফল জীবনের অধিকার চান?
নিজেকে ভালবাসুন, নিজের স্বপ্নকে ভালোবাসুন... নিজের কাজকে ভালোবাসুন.... 😍

তৃপ্ত হ্রদয়ের মানুষেরাই সমৃদ্ধ মানুষ.... নিসন্দেহে 😍

👉 অধিকাংশ মানুষ তার অতীতের তিক্ত অভিজ্ঞতায় ভারাক্রান্ত... অতীতের তিক্ত স্মৃতিকে প্রতিদিনের মতন আজকেও চর্বিত চর্বন করে ভা...
27/10/2022

👉 অধিকাংশ মানুষ তার অতীতের তিক্ত অভিজ্ঞতায় ভারাক্রান্ত... অতীতের তিক্ত স্মৃতিকে প্রতিদিনের মতন আজকেও চর্বিত চর্বন করে ভারাক্রান্ত হ্রদয়ে অতীতেই বসবাস করছে? 😰

👉 আবার অনেকেই ভবিষ্যতের দুশ্চিন্তায় ডুবে আতংকিত মনে ভবিষ্যৎ এর ভাবনা ভাবতে ভাবতে আজকের দিনটাই ডুবাল 🙄?

👉 আমরা না বাঁচি অতীতে, বা বাঁচি ভবিষ্যতে.... আমরা বেচে আছি,বেচেঁ থাকি প্রতিদিনের আজকেই... কিন্তু সেটাই আমরা অপচয় করি অতীত ও ভবিষ্যতের সংঘর্ষে 🙏?

তাই অতীতের সকল তিক্ত অভিজ্ঞতা ও ভবিষ্যত নিয়ে অহেতুক দুশ্চিন্তা চিন্তার বিষফোড়া... বিষ ফোঁড়া কখনো শরীরের অংশ হতে পারেনা, ব্যথা থেকে মুক্তির জন্য
এটিকে শরীর বের করে ফেলতেই হয় 🥰?

আমি সচেতন চিন্তার বিষফোড়া নিয়ে.... আপনি ?

✅নতুন ব্যাচ আসছে সামনের 28 অক্টোবর2022✅✅★ সকল এস এস সি পরীক্ষার্থীদের জন্য   সুখবর‼পরীক্ষা শেষ কি করবেন ভাবছেন ❓🤔এই ছুটি...
23/10/2022

✅নতুন ব্যাচ আসছে সামনের 28 অক্টোবর2022✅✅

★ সকল এস এস সি পরীক্ষার্থীদের জন্য সুখবর‼
পরীক্ষা শেষ কি করবেন ভাবছেন ❓🤔
এই ছুটির সময় টা কে হেলায় ফেলায় ঘুরাফিরা করে না কাটিয়ে নিজের স্কিলের দিকে ফোকাস করতে পারেন।
ফ্রিল্যান্সিং সেক্টরে প্রশিক্ষন নিয়ে অনলাইন থেকে ঘরে বসেই ইনকাম করতে পারেন ।
এস এস সি. পরীক্ষার্থীদের জন্য রয়েছে ফ্রিল্যান্সিং সকল কোর্সে ৭০% স্কলারশিপে ফ্রিল্যান্সিং শিখার ধারুন সুযোগ।
সুতরাং যারা এমনটাই চিন্তা-ভাবনা করে রেখেছিলেন পরীক্ষা শেষ করে আইটি সেক্টরে নিজেকে স্কিল করবেন তাদের জন্য এই সময় টাই সুবর্ন একটি সঠিক সিদ্ধান্ত।
যাত্রা শুরু করুন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সাথে🥰
বিস্তারিত জানতে ও সহযোগিতা নিতে ইনবক্সে যোগাযোগ করুন এখনই 🙏

Truly Believe😊সৎ পরামর্শের চেয়ে কোন উপহার অধিক মূল্যবান নয়🙏👉   সব লোকের কথায়  কান  দিতে নাই। নেতিবাচক মানুষ তার নেতিবাচক...
20/10/2022

Truly Believe😊
সৎ পরামর্শের চেয়ে কোন উপহার অধিক মূল্যবান নয়🙏

👉 সব লোকের কথায় কান দিতে নাই। নেতিবাচক মানুষ তার নেতিবাচক দৃষ্টিভঙ্গী সর্বদা নিজেরই ক্ষতি করে না, সে তার দৃষ্টিভঙ্গী তার পরিবেশে ভাইরাসের সংক্রমণের মতই সংক্রমিত করতে থাকে 🤔

তাই আপনার কাছরই সব লোক 👦কানে 👂অমৃত দেন না কিছু লোক এরকমভাবে বিষও দেয়💧

মনে রাখবেন.... পেঠে বিষ গেলে তা বের করে এনে মানুষকে বাঁচানো সম্ভব... কিন্তু কোন মানুষের কানে একবার বিষ ঢুকে গেলে মৃত্যু অনিবার্য😰

তাই... সাধু সাবধান 🙏

🍀আজকে জানব Upwork এ কাজের ধরন ☘️Upwork এ দুই ধরনের কাজ পাওয়া যায় ।  যেমন ঃ- ১।  ফিক্সড প্রাইজ কাজ ২।  ঘন্টা ভিত্তিক কাজ🌹...
19/10/2022

🍀আজকে জানব Upwork এ কাজের ধরন ☘️

Upwork এ দুই ধরনের কাজ পাওয়া যায় । যেমন ঃ-
১। ফিক্সড প্রাইজ কাজ
২। ঘন্টা ভিত্তিক কাজ
🌹ফিক্সড প্রাইজ কাজ ঃ Upwork এ ফিক্সড প্রাইজের কাজ হচ্ছে কোন কাজ পোস্ট করার সময় নির্দিষ্ট পরিমাণ টাকা উল্লেখ থাকে । নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে নির্দিষ্ট কাজ করে দেওয়ার নাম ফিক্সড প্রাইজ কাজ বলা হয় । তবে নতুনদের জন্য ফিক্সড প্রাইজের কাজ ঝুঁকিপূর্ণ কারণ মনে করেন আপনি ৯০ ডলারের একটি কাজ করে জমা দিলেন কিন্তু বায়ার বা ক্লাইন্ট বলছে আপনার কাজ ঠিকমতো হয় নাই তখন পেমেন্ট দেবে না। আপনি যে কাজ সঠিকভাবে করতে পারবেন কেবল সেই কাজ গুলোতে বিড করবেন তাতে ঝুঁকিমুক্ত থাকবেন ।

🌹ঘন্টাভিত্তিক কাজ ঃ- ঘন্টাভিত্তিক কাজ হচ্ছে প্রতি ঘন্টায় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারিত থাকে । যত ঘন্টার কাজ করবেন ততো ঘন্টার মূল্য পাবেন । নতুনদের জন্য ঘন্টা ভিত্তিক কাজ সুবিধাজনক। ঘন্টা ভিত্তিক কাজের রেট অবশ্য কম। তবে কাজে তেমন কোন ঝুঁকি নেই । অল্প কিছু ভুল হলেও ঠিকই তারা পেমেন্ট করে থাকে ।
যে কাজ আপনি সঠিকভাবে করতে পারবেন বলে আপনি মনে করবেন সেই কাজই করবেন । ফিক্সড হোক বা ঘন্টা চুত্তিই হোক ।

Address

Chittagong
4000

Telephone

+8801745924157

Website

Alerts

Be the first to know and let us send you an email when Das Tipu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Das Tipu:

Share