JH TV CTG

JH TV CTG নিজে পরিবর্তন হয়ে অন্যকে পরিবর্তন হতে বলুন

09/07/2025

শোক সংবাদ!
ছৈয়দাবাদ দুদু ফকির মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়।বিশিষ্ট আলেমে দ্বীন,আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ।জনাব আব্দুর রশিদ আল কাদেরীর ছোট ছেলে গালিব মিরসরাই ঝর্ণা দেখতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ভাবে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি,,,,,,,রাজীউন।
আল্লাহ পাক গালিবকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক।হুজুরের পরিবারকে উত্তম ধৈর্য দান করুক।আমীন।

ব্যারিস্টার রুমিন ফারহানা VS ব্যারিস্টার শাকিলা ফারাজানা। দুইজনই জাতীয়বাদি দলের আইনজীবী ফোরামের সদস্য। কিন্তু তাদের মধ্য...
08/07/2025

ব্যারিস্টার রুমিন ফারহানা VS ব্যারিস্টার শাকিলা ফারাজানা।
দুইজনই জাতীয়বাদি দলের আইনজীবী ফোরামের সদস্য। কিন্তু তাদের মধ্যে পার্থক্য আকাশ জমিন তফাৎ। একজন মজলুমদের পক্ষে লড়তে গিয়ে মিথ্যা জঙ্গি ট্যাগ নিয়ে দীর্ঘ ১০ মাস জেল,জন্মদাতা পিতাকে চিরদিনের জন্য হারানো এবং পরবর্তী জীবন বাঁচাতে দেশ ছাড়া।
অপরজন দেশে থেকে কোনো মামলা হামলার মুখোমুখি হতে হয়নি। ২০১৮ সালের অবৈধ নির্বাচনের অবৈধ এমপি। আওয়ামী নেতা নেতৃদের সাথে নেগোসিয়েশন করে চলা। যুবলীগ নেতৃ অপু উকিলের সাথে মডেলিং। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিয়ে তার কাছ থেকে প্লট নিয়া। দলের secret তথ্য আওয়ামী লীগের কাছে পাচার করাই ছিলো যার মূল এজেন্ডা।
তথ্য পাচার এখনো চলমান, বর্তমান তার কর্মকাণ্ড দেখলেই বুঝা যায়।
#রুমিন

বিএনপি কেন পিআর পদ্ধতিতে নির্বাচনকে ভয় পাচ্ছে এটা দেখে আন্দাজ করতে পারবেন। কোনপ্রকার আদর্শহীন, নীতি বিবর্জিত বিতর্কিত রা...
07/07/2025

বিএনপি কেন পিআর পদ্ধতিতে নির্বাচনকে ভয় পাচ্ছে এটা দেখে আন্দাজ করতে পারবেন। কোনপ্রকার আদর্শহীন, নীতি বিবর্জিত বিতর্কিত রাজনৈতিক দল বিএনপিকে মূলত এদেশের সিংহভাগ মানুষই ক্ষমতায় দেখতে চায়না। এই জরিপেই দেখা যাচ্ছে এইদেশের ৬১% মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চাচ্ছেনা। অথচ হাসিনার পতনের পর তাদের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বি। যেটা সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমান্বয়ে কমতেই আছে।

মূলত ০৫ই আগস্টের পর থেকে বিএনপির অব্যাহত খু'ন-চাঁ'দাবা'জিতে এদেশের মানুষ অতিষ্ট। তারা ভেবেছিল বিএনপির মতো একটা দীর্ঘ সময়ের নির্যাতিত দলের হাত ধরে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে, কিন্তু বিএনপি গত প্রায় ১ বছরে সেই আশাতে পুরোপুরি পানি ঢেলে দিয়েছে। স'ন্ত্রা'সী কর্মকান্ডে তারা অনেক জায়গায় আ.লীগকেও ছাড়িয়ে গিয়েছে। যার কারণে প্রতিদিনই তাদের ভোটের পার্সেন্টিজ কমছে। অন্যদিকে জামায়াত, ইসলামী দলসমূহ এবং নতুন দল এনসিপির জনপ্রিয়তা পাল্লা দিয়ে বাড়ছে।

কিন্তু বিএনপি ০৫ই আগস্টের পর থেকে আ.লীগের ফেলে যাওয়া বিভিন্ন অবৈধ ব্যবসা থেকে উপার্জিত তাদের কালো টাকা ঢেলে প্রচলিত পদ্ধতিতে যেনতেনভাবে নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়।

 #রুমিন আপা, সাবধান! আপনাকে সম্মান করতাম কিন্তু দিন-দিন মাত্রা অতিক্রম করছেন৷ ৩২ নম্বর নিয়ে আপনার বক্তব্যের জন্যে ক্ষমা ...
07/07/2025

#রুমিন আপা, সাবধান!
আপনাকে সম্মান করতাম কিন্তু দিন-দিন মাত্রা অতিক্রম করছেন৷ ৩২ নম্বর নিয়ে আপনার বক্তব্যের জন্যে ক্ষমা না চাইলে যে কোন দিন আপনার জিনিস বের হয়ে যেতে পারে৷ যতই চাপাচাপি করেন ৩২ নম্বরে পাবলিক টয়লেট ছাড়া আর কিছুই হবে না৷
✍️ Elias Hossain

 #শোক_সংবাদ আমীরে জামায়াতের শ্রদ্ধেয়া শাশুড়ির ইন্তেকালDr. Shafiqur Rahman  আমার শ্রদ্ধেয়া শাশুড়ি মুহতারামা আয়শা আহমদ কিছ...
06/07/2025

#শোক_সংবাদ

আমীরে জামায়াতের শ্রদ্ধেয়া শাশুড়ির ইন্তেকাল

Dr. Shafiqur Rahman আমার শ্রদ্ধেয়া শাশুড়ি মুহতারামা আয়শা আহমদ কিছুক্ষণ আগে দুনিয়ার সফর সমাপ্ত করেছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা'জিউন।

হায়াত ও মাউত দুটোই আল্লাহ তা'য়ালার ফায়সালার বিষয় ও নিয়ামত আল্লাহ তা'য়ালা তাঁর এই বান্দির প্রতি রহম করুন, তাঁকে ক্ষমা করুন এবং অনন্ত জীবনের সফরে তাঁকে রহমতের ফেরেশতা দ্বারা সাহায্য করুন।

সকলের কাছে সেই দো'য়াই আমরা প্রত্যাশা করি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসকনের গুন্ডা শহীদ আলিফের হত্যাকারী ফ্যাসিস্ট কুশল চক্রবর্তীর প্রমোশন আটকে দিয়েছে শিবিরের পোল...
05/07/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসকনের গুন্ডা শহীদ আলিফের হত্যাকারী ফ্যাসিস্ট কুশল চক্রবর্তীর প্রমোশন আটকে দিয়েছে শিবিরের পোলাপান! বিএনপি/ছাএদলের ছাপড়ি গুলোর গায়ে লেগে গেছে!

বিএনপি/ছাএদল ইসকনের প্রেমে পড়ে যায়, লীগের প্রেমে পড়ে যায়, ভারতের প্রেমে পড়ে যায়! কুমিল্লায় ভুয়া মুকিতযুদদা আওয়ামী কানু ডাকাতের পক্ষে মিছিল করে! এরকম হীনমন্য ছাপড়ি দল বোধহয় পৃথিবীতে নাই!

ডেস্পিকেবল মাদার**দ ফাহাম তো ইসকনের পক্ষে সাফাই গেয়ে শহীদ আলিফের রক্ত হালাল করে দিয়েছিল, সারাজীবন অন্যকে ভাত খাওয়ার খোটা দিয়ে এখন নিজেই দুই টা ভাত খাওয়ার আশায় লে লে করতেছে! একটা মানুষ এতো নীচে নামতে পারে ভাবা যায় না, একটা লোক চাঁদাবাজি খুন ধর্ষণের পক্ষে কথা বলতে পারে ফাহামের এই ডিগবাজি না দেখলে হয়তো বিশ্বাস হতো না!

বিএনপি/ছাএদলের ছাপড়ি গুলো ভারতীয় আধিপত্যবাদের ক্রীড়নক কুশলী চক্রবর্তীর পক্ষে ক্যম্পেইন করতেছে, এরচেয়ে লজ্জাজনক আর কি হতে পারে?
আলিফ মোহাম্মদ

"জুলাই আন্দোলনের সিক্রেট কোডিং সিস্টেম"আজ হঠাৎ জুলাই বিপ্লবের একটা মজার স্মৃতি মনে পড়লো। চট্টগ্রাম অঞ্চলের লোকজন ভালো রি...
04/07/2025

"জুলাই আন্দোলনের সিক্রেট কোডিং সিস্টেম"

আজ হঠাৎ জুলাই বিপ্লবের একটা মজার স্মৃতি মনে পড়লো। চট্টগ্রাম অঞ্চলের লোকজন ভালো রিলেট করতে পারবেন।

আন্দোলন তখন একেবারে তুঙ্গে। সকল প্রকার ইন্টারনেট সংযোগ সরকার বন্ধ করে দিছে। তাই যোগাযোগের একমাত্র মাধ্যম হইলো অফলাইন।
তখন আন্দোলনের প্রয়োজনে এক প্রকার বাধ্য হইয়াই কয়েকটা বাটন ফোনের মাধ্যমে আমরা সকল যোগাযোগ মেইন্টেইন করতাম।

যাইহোক, এমনই এক ক্রিটিক্যাল সময়ে একদিন ফরহাদ ভাইয়ের মোবাইলে একটা কল আসলো।
ভাই কলটা রিসিভ করলেন এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বেশ কিছুক্ষণ কি কি যেন কইলেন।

আমার কাছে চট্টগ্রামের ভাষা আর চাইনিজ ভাষার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ কোনোটারই আমি কিছুই বুঝি না।

সাধারণত দেখতাম যে ফরহাদ ভাইয়ের বাড়ি থেকে কেউ ফোন করলে তিনি এভাবে আঞ্চলিক ভাষায় কথা বলেন। তাই আমি জিজ্ঞেস করলাম ভাই বাড়িতে কার সাথে কথা বললেন?
ভাই বললো বাড়ি থেকে না, সাদিক ভাইয়ের সাথে কথা বললাম।

আমি মাথা চুলকাইতেছি! ভাবতেছি ঘটনা কি?

কারণ, ফরহাদ ভাইয়ের সাথে আমি অনেকদিন ধরেই আছি, কিন্তু কখনো সাদিক ভাইয়ের সাথে এমন চট্টগ্রামের ভাষায় কথা বলতেতো দেখিনাই।

বললাম ভাই, আপনি সাদিক ভাইয়ের সাথে আবার কবে থেকে এই ভাষায় কথা বলা শুরু করলেন? বুঝলাম না।

ফরহাদ ভাই মুচকি হাসি দিয়া কইলো, "যতটুকু সম্ভব সতর্ক থাকা আরকি"

পরে বিষয়টা বুঝতে পাইরা আমি একা একা কিছুক্ষণ হাসলাম,
ভাবলাম যে মোবাইল ট্রেকিংয়ের দায়িত্বরত ব্যক্তি শুধু চট্টগ্রামের লোক না হলেই হবে, ওর বাপেরও ক্ষমতা নাই খুঁইজা বাইর করার যে সাদিক-ফরহাদ কি নিয়া আলাপ করতেছে!

এরপর থেকে যতদিন ইন্টারনেট ছিল না, ততদিন মোবাইলে গুরুত্বপূর্ণ কোনো পলিসি নিয়া আলাপ করা দরকার হইলে তাঁরা চট্টগ্রামের ভাষা ব্যবহার করতো।

তাই ফরহাদ ভাইকে এই ভাষায় কথা বলতে দেখলেই কাছে যাইয়া বইসা পড়তাম, ফোনের কথা শেষ করে যেন এগুলো আমাদেরকে আবার বাংলা ভাষায় অনুবাদ করে বুঝায়া দিতে পারে।

আমি বলতাম ভাই, এই সময়ে আপনারা সভাপতি সেক্রেটারি দুজনেই চট্টগ্রামের হওয়া এটাও বোধহয় আল্লাহর একটা খাস রহমত!
চট্টগ্রামের ভাষাকে আপনারা "সিক্রেট কোডিং সিস্টেম" বানায়া ফেলছেন। কি একটা অবস্থা!

উপরের আলাপ থেকে আমরা কইতে পারি যে জুলাই বিপ্লবের পলিসি মেকিংয়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষারও একটা ভালো কন্ট্রিবিউশন ছিল। 😊
✍️ https://www.facebook.com/share/1ZkCiuUSue/

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালি দেশের ব...
02/07/2025

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালি দেশের বিভিন্ন প্রান্তে যায় সেই গাড়িগুলো থামিয়ে গাড়িপ্রতি ৫০০ থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয়। নিয়মিত লক্ষ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয়।

আজকে পাটগ্রাম উপজেলার UNO সেই চাঁদাবাজদের মধ্য থেকে দুইজনকে ধরে এনে শাস্তি হিসেবে এক মাসের জেল দেয়। পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী এসে থানা ঘেরাও করে, ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজদের কে ছিনিয়ে নিয়ে যায়! জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতীবান্ধা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানার বিএনপি'র নেতাকর্মীরা সেই থানাও অবরুদ্ধ করে রাখে।

এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রটেক্ট করে তাহলে দেশ সংস্কার হবে কিভাবে? স্থানীয় লোকজন বলছে সেখানকার যিনি এমপি প্রত্যাশী তার মদদে এসব হচ্ছে।

আগে স্থানীয় পর্যায়ের মূল সংগঠনগুলোর নেতাদেরকে কন্ট্রোল করতে হবে, তারপরে দেশ সংস্কার। প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করা তো দূরের কথা; জিম্মি করে যে অপকর্ম করা হলো বিএনপি থেকে তার ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা এখন দেখার অপেক্ষায়।

আমরা বিএনপি'র কথা কিংবা দফা দেখতে চাই না, অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান এবং একশন দেখতে চাই। সেটা নিজের দলের নেতাকর্মীর বিরুদ্ধে হলেও।
✍️ Md Sarjis Alam
Chief Adviser GOB
Elias Hossain

02/07/2025

ডিআইজি রেঞ্জে বদলী মানে দুদিন পর আরেক থানার ওসি করবে!

ঘটনার আসল খলনায়ক এসপি সাইফুল ইসলাম সানতু

02/07/2025

বীর চট্টলার ভাই-বোনেরা, বিচার হওয়ার আগ পর্যন্ত কাইন্ডলি পটিয়ার প্রতিরোধ ছাড়বেন না।

কাল লাল মার্চের পর কিছুটা অসুস্থ হয়ে গেছি। নয়তো আপনাদের সাথে আজকেই যোগ দিতাম।

মনে রাখবেন- আপনারা একা নন। জুলাই জজবায় আপোষ নাই।

Alert🚫সন্ধ্যা হলে পুলিশ-আর্মির যৌথ দমন অভিযান নামতে যাচ্ছে পটিয়াতে১/১১?
02/07/2025

Alert🚫
সন্ধ্যা হলে পুলিশ-আর্মির যৌথ দমন অভিযান নামতে যাচ্ছে পটিয়াতে

১/১১?

02/07/2025

এখনও শেকড় গেড়ে বসে আছে ফ্যা'সি'বাদের দোসররা। এদের চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে ইন্টেরিম ব্যর্থ। এই ব্যর্থতার ফলাফল হিসেবেই পটিয়ায় পুলিশ কর্তৃক ছাত্র নির্যাতন হয়েছে।

জুলাই এখনো শেষ হয়নি। ফ্যাসিস্ট হাসিনার মিত্রদের সমূলে উৎখাত করতে ছাত্র-জনতার জুলাই চলমান থাকবে।

Address

Chittagong
CHITTAGONG4000

Alerts

Be the first to know and let us send you an email when JH TV CTG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JH TV CTG:

Share

Category