04/11/2025
আব্রাহাম নামের একজন ব্যক্তি ২ লক্ষ শুকর জ'বাই করলেন। এরপর একটি বিশাল হাঁড়িতে শুকরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে পৃথিবীর সব ধর্মের বিশেষ বিশেষ ব্যক্তিদের দাওয়াত করলেন। পাশাপাশি নাস্তিক, সেক্যুলার সহ যত মতবাদের মানুষ আছে তাদেরকেও দাওয়াত করলেন।
এরপর আব্রাহাম সব ধর্মের ও মতবাদের ব্যক্তিদের জন্য আলাদা আলাদা টেবিল নির্ধারণ করলেন। সবাইকে খাবার দেওয়া হলো। অন্যান্য ধর্মের ও মতবাদের মানুষেরা তো শুকরের মাংসের তৈরি বিরিয়ানি ইচ্ছামত খাচ্ছিল।
কিন্তু বিপাকে পড়েছিল মুসলিম ধর্মের লোকেরা। মুসলিম ধর্মের জন্য নির্ধারন করা টেবিলের সবাই চুপ করে বসেছিল। তখন হঠাৎ একজন আলেম বলে উঠল ওদের টেবিলে শুকরের মাংস আমাদেরটা গরুর মাংস।
তখন আরেকজন আলেম বলে উঠলো কিন্তু আব্রাহাম তো রান্না করেছে শুধুই শুকরের মাংস তাও আবার একটা হাড়িতেই রান্না করেছে।
প্রথম আলেম বলে উঠলো সবকিছু নিয়তের উপর নির্ভরশীল।অতেব মনে মনে নিয়ত করো যে আমরা গরুর মাংস খাচ্ছি। তাহলে কোন সমস্যা হবে না।
এই কথা সবার মনে ধরলো। তাই মুসলিমরা গরুর মাংস খাওয়ার নিয়ত করে আব্রাহামের দাওয়াতে অংশ নিলো। দাওয়াত শেষে আব্রাহাম সবাইকে জিজ্ঞেস করলো আমার বিরিয়ানি কেমন লাগলো?
মুসলিম সহ সবাই বললো অসাধারণ বিরিয়ানি। আব্রাহাম তখন বললো আমার এই রেসিপির নাম গনতন্ত্র। এরপর যে যার দেশে ফিরে গেলো। দেশে ফিরে দাওয়াতে অংশ গ্রহনকারীরা গনতন্ত্রের রেসিপি বাকিদের খাওয়ানো শুরু করলো। অন্য ধর্মাবলম্বীরা শুকর হিসেবে খায় । আর মুসলিমরা গরুর মাংসের নিয়ত করে খায়। তবে রেসিপি সেই একটাই।
সংগৃহীত