30/05/2025
ইমাম শাফেয়ি (রহ.) বলেছেন:
"কারও জলের উপর হেঁটে যাওয়া অথবা আকাশে উড়ে বেড়ানো দেখে মুগ্ধ হয়ো না—বরং কুরআন ও সুন্নাহর আলোকে তার অবস্থাকে যাচাই করো। যদি তার কাজ ও আচরণ শরিয়তের বিপরীত হয়, তবে জেনে রেখো—শয়তানও জলের উপর হাঁটতে এবং আকাশে উড়তে সক্ষম।"
(ইবনু কাসির, আল-বিদায়া ওয়ান নিহায়া, ১৩/২৫১)
আবেগপ্রবণ বাঙালিদের জন্য এই কথাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে বাহ্যিক অলৌকিকতা বা বিস্ময়কর কার্যকলাপের বদলে ইসলামের মূলনীতি (কুরআন ও সুন্নাহ) অনুসারে একজন ব্যক্তির বিচার করার গুরুত্ব তুলে ধরা হয়েছে।