Umme Salma

Umme Salma Umme Salma Akter is ready to give you full computer skill and freelancing service.

ফ্রিল্যান্সিং এ আসার পূর্ব মানসিক প্রস্তুতি ১।নিজের সম্পর্কে জানা:আউটসোর্সিং ইন্ডাস্ট্রি বা ফ্রিল্যান্সিংয়ে মূলত তিন ধর...
21/08/2023

ফ্রিল্যান্সিং এ আসার পূর্ব মানসিক প্রস্তুতি

১।নিজের সম্পর্কে জানা:

আউটসোর্সিং ইন্ডাস্ট্রি বা ফ্রিল্যান্সিংয়ে মূলত তিন ধরণের মানুষ দেখা যায়। প্রথম প্রকারের মানুষ ফুল টাইম ফ্রিল্যান্সিং করে। এরা মূলত পেশাদার যারা কিনা ডেস্ক জব পছন্দ করেন না। দ্বিতীয় প্রকারের মানুষ পার্টটাইম ফ্রিল্যান্সিং করে থাকেন। এরা নির্দিষ্ট পরিমাণ কিন্তু নিয়মিত কাজ করে থাকেন। আর তৃতীয় প্রকারের মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগেন। এনারা চিন্তা করেন কোন ধরনের কাজ করা ঠিক হবে, ফুলটাইম নাকি পার্টটাইম কাজ করবেন, এমনকি আদৌ ফ্রিল্যান্সিং করবেন কিনা এরকম দ্বিধায়ও ভুগে থাকেন। এধরণের মানুষ আসলেই বিপদজনক অবস্থায় আছেন।

আপনাকে উক্ত তৃতীয় প্রকার দল থেকে বের হয়ে আসতে হলে প্রথমে নিজের যোগ্যতা, যে বিষয় আপনার আগ্রহ আছে তা, আপনার দুর্বলতা, আপনার নিজের পারদর্শিতা সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। আত্মবিশ্বাসী হতে হবে এবং লক্ষ্য ঠিক করতে হবে। মূলত দৃঢ় সংকল্প নিয়ে শুরু করলে বৈধ কোনো পেশাই মানুষের পক্ষে অসম্ভব নয়।

২। অপশন হাতে রাখা

আপনি হয়তো এমন অনেককেই পাবেন যারা একটি মাত্র লক্ষ্যের পিছনে আছেন এবং সেটিকে তারা অর্জন করবেনই বলে দৃঢ় প্রতিজ্ঞ। ফ্রিল্যান্সিংয়ে এসে আপনি যদি এমন ভেবে থাকেন তবে আপনারও আরও বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। ক্যারিয়ার কোন ‘মিশন’ না বরং এটি ‘ভিশন’এর থেকেও বড়। আশা করি ‘মিশন’ ও ‘ভিশন’ এর পার্থক্য আপনি বোঝেন। মিশন হল স্বল্পমেয়াদি আর ভিশন হল মিশন এর থেকে দীর্ঘমেয়াদি। যাইহোক, সবসময়ই ব্যাকআপ অপশন রাখা উচিৎ কেননা যেকোন একটি মার্কেটপ্লেস অথবা একজনমাত্র ক্লায়েন্টের উপর নির্ভর করা উচিৎ নয়। হয়তোবা আপনার বর্তমান ক্লাইন্ট খুব ভাল কিন্তু মনে রাখবেন তিনি চিরদিন থাকবেন না। আমাদের অভিজ্ঞতায় এমন লোকও দেখেছি যিনি কিনা শুধুমাত্র কাজের পারিশ্রমিক বারানোর কারণে তার ক্লাইন্ট হারিয়েছেন।

আসলে প্রতিযোগিতাপূর্ণ স্থানে রিস্ক ফ্যাক্টর খুব বেশি। এখানে অনেক কিছুই হতে পারে যেমন আপনার প্রজেক্টের মেয়াদ শেষ, মার্কেটপ্লেস বন্ধ হতে পারে, আপনার একাউন্টে সমস্যা হতে পারে প্রভৃতি। আর এ কারণেই একের অধিক মার্কেটপ্লেস এর সাথে সংযুক্ত থাকুন, ক্লাইন্ট বাড়ান, নেটওয়ার্ক তৈরি করুন, নিজের পোর্টফলিও প্রোফাইল তৈরি করুন।

04/04/2023

নিমিষেই সব শেষ... 💔

👉👉নিশ সিলেকশন👉👉নিশ বলতে বুঝায় টার্গেটেড প্রোডাক্ট। আমরা রেভিনিউ জড়ো করার জন্য যে ক্যাটাগরির প্রোডাক্টের প্রমোশনে কাজ করব...
04/04/2023

👉👉নিশ সিলেকশন👉👉

নিশ বলতে বুঝায় টার্গেটেড প্রোডাক্ট। আমরা রেভিনিউ জড়ো করার জন্য যে ক্যাটাগরির প্রোডাক্টের প্রমোশনে কাজ করবো সেটাই আমাদের নিশ। একটা সাইটের সফলতা ৫০-৬০% নির্ভর করে মূলত নিশ সিলেকশনের উপর। আমরা ইউএসএ বেজ আমাজনের প্রোডাক্ট নিয়ে কাজ করব সুতরাং এখান থেকেই আমাদের নিশ সিলেকশন করতে হবে। একটি নিশ সিলেকশনের জন্য কিছু বিষয় মাথাই রাখতে হয়।

০১. কাজ করার জন্য হিউজ পরিমাণ প্রোডাক্ট থাকতে হবে

০২. প্রোডাক্ট রিভিউ ৫০+ হতে হবে

০৩. প্রোডাক্ট ডিমান্ড সারা বছর থাকতে হবে

০৪. প্রোডাক্ট দাম ৫০-৩০০ ডলার হতে হবে

০৫. টার্গেটেড অডিয়েন্স সহজেই কিনবে এমন হতে হবে

এই বৈশিষ্ট্যগুলো আছে এমন নিশ নিয়ে কাজ করা উচিত। তবে একেবারেই নতুন হলে এবং কিওয়ার্ড ভ্যালু ভালো হলে ২০-১০০ ডলারের প্রোডাক্ট নিয়েও কাজ করা যায়। অনেক বড় মার্কেটারাও এটা করে। আমি নিজেও তাই করছি। আমরা বাংলাদেশীরা মূলত ৩-৫ টি ক্যাটাগরিতে নিয়ে বেশি কাজ করি। কারণ এখানে রিস্ক কম। ছবিটা দেখুন।
©

আজ আমরা একটি নিশ সাইট তৈরির প্রাথমিক ধাপগুলো নিয়ে আলোচনা করবো। নিশ সাইটের সাফল্য নির্ভর করে এর প্রতিটি ধাপের সাফল্যের ওপ...
04/04/2023

আজ আমরা একটি নিশ সাইট তৈরির প্রাথমিক ধাপগুলো নিয়ে আলোচনা করবো। নিশ সাইটের সাফল্য নির্ভর করে এর প্রতিটি ধাপের সাফল্যের ওপর। একটি ধাপ ফেল হলে পুরো প্রজেক্টটাই ফেল হতে পারে। আসুন ধাপগুলো একটু দেখে নিই

০১. নিশ সিলেকশন

০২.কিওয়ার্ড রিসার্চ ও কমপিটিটর এনালাইসিস

০৩. প্রোডাক্ট সিলেকশন

০৪. ডোমেইন- হোস্টিং

০৫. সাইট তৈরি ও সেটআপ

০৬. এসইও ফেন্ডলি কনটেন্ট তৈরি এবং পাবলিশ

০৭. অনপেজ ও অফপেজ এসইও

০৮. সোস্যাল মিডিয়া মার্কেটিং

০৯. ইউটিউব মার্কেটিং

১০. যথেষ্ট পরিমাণ ট্যাফিক আসলে অ্যাফিলিয়েট লিংক দেয়া।

১১. ইমেল আউটরেচ বা ইমেল মার্কেটিং
০১. নিশ সিলেকশন

০২.কিওয়ার্ড রিসার্চ ও কমপিটিটর এনালাইসিস

০৩. প্রোডাক্ট সিলেকশন

০৪. ডোমেইন- হোস্টিং

০৫. সাইট তৈরি ও সেটআপ

০৬. এসইও ফেন্ডলি কনটেন্ট তৈরি এবং পাবলিশ

০৭. অনপেজ ও অফপেজ এসইও

০৮. সোস্যাল মিডিয়া মার্কেটিং

০৯. ইউটিউব মার্কেটিং

১০. যথেষ্ট পরিমাণ ট্যাফিক আসলে অ্যাফিলিয়েট লিংক দেয়া।

১১. ইমেল আউটরেচ বা ইমেল মার্কেটিং

০১. নিশ সিলেকশন

০২.কিওয়ার্ড রিসার্চ ও কমপিটিটর এনালাইসিস

০৩. প্রোডাক্ট সিলেকশন

০৪. ডোমেইন- হোস্টিং

০৫. সাইট তৈরি ও সেটআপ

০৬. এসইও ফেন্ডলি কনটেন্ট তৈরি এবং পাবলিশ

০৭. অনপেজ ও অফপেজ এসইও

০৮. সোস্যাল মিডিয়া মার্কেটিং

০৯. ইউটিউব মার্কেটিং

১০. যথেষ্ট পরিমাণ ট্যাফিক আসলে অ্যাফিলিয়েট লিংক দেয়া।

১১. ইমেল আউটরেচ বা ইমেল মার্কেটিং.
১২. সাইটকে অথরিটি সাইটে রুপান্তরিত করতে থাকা।

মূলত এই গুলোই মেইন ধাপ। অবশ্য এর বাইরেও কিছু কাজ আছে। তবে এগুলোই আসল। সব গুলো ধাপ বা স্টেপের আবার কিছু সাব স্টেপ আছে।

22/02/2023

আসসালামু আলাইকুম।
শুভ সকাল।
আল্লাহ পাক সবাইকে যার যার মতো কাজ করার তওফিক দিন।

সমুদ্রের মাঝখানে একটি তিমির পক্ষে কীভাবে তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো সম্ভব?উত্তরটি দুধের সংমিশ্রণে রয়েছে। যখন এই অল...
03/02/2023

সমুদ্রের মাঝখানে একটি তিমির পক্ষে কীভাবে তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো সম্ভব?

উত্তরটি দুধের সংমিশ্রণে রয়েছে। যখন এই অল্পবয়সী তিমি খাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন মা তিমি তার সন্তানের কাছে থাকা অবস্থায় তার দুধ সরাসরি পানিতে ছেড়ে দেয়। কিন্তু তিমির দুধে এত বেশি চর্বিযুক্ত উপাদান থাকায় এটি পানিতে দ্রবীভূত হয়ে পানির সাথে মিশে যায় না।

বরং দুধের এই ঘন এবং আঠালো ফর্মটি আলাদাভাবে পানিতে ভাসতে থাকে যাতে বাচ্চা তিমি তা খেয়ে নিতে পারে।

"তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্তাকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোন খুঁত দেখতে পাবেনা; আবার দেখ, কোন ত্রুটি দেখতে পাও কি?"

---সূরা মূলক।

11/01/2023

ডিজিটাল মার্কেটিং কি এবং কাজের ক্ষেত্রে এর অপার সম্ভাবনা গুলো কি কি ?
ডিজিটাল মার্কেটিং কি এবং কাজের ক্ষেত্রে এর অপার সম্ভাবনা গুলো কি কি এই নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে। আজ আমরা সেই সকল উত্তর গুলোই জানার চেষ্টা করব। বর্তমান সময়ে ক্যারিয়ার, পেশা বা একজন ফ্রীল্যান্সার হিসাবে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা আকাশচুম্বী বলা যায়।বাংলাদেশী কোম্পানি গুলোতে প্রতিনিয়তই ডিজিটাল মার্কেটিং চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।দেশীয় কোম্পানি গুলোর পাশাপাশি ইন্টারন্যাশাল মার্কেটেও ডিজিটাল মার্কেটিং রয়েছে ব্যাপক চাহিদা। ডিজিটাল মার্কেটিং হচ্ছে মূলত ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে অনলাইনে কোন পণ্য বা সার্ভিস এর মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করা। ইন্টারনেটের উপর ভিত্তি করে কোন পণ্য বা সার্ভিস এর প্রচার প্রচারণা করাকে ডিজিটাল মার্কেটিং বলে।

আপনি জেনে অবাক হবেন বর্তমানে ৮৪% মার্কেটার তাদের পণ্য বিক্রয় করার জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে থাকে। ৫৫% ক্রেতা পণ্য ক্রয় করার জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল। ই-কমার্সের ৪৩% ক্রেরা সরাসরি গুগলে সার্চ করে ওয়েবসাইট এ আসে। ৫১% ক্রেতা মোবাইল ফোনের মাধ্যমে তাদের প্রয়োজনীয় পণ্য অনলাইন থেকে কিনে থাকে। কোন পণ্য কেনার আগে ৭০% ক্রেতা সেই পণ্যে যাচাই বাচাই করে অনলাইনে।অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে ৮২% ক্রেতা ৫ মিনিট সময়ের মধ্যে বিক্রেতার সাথে লাইভ চ্যাটে কথা বলতে চান। তাই সময় এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে চিন্তা করার।আপনার প্রডাক্টকে আরো উন্নত করে সবার মাঝে ছড়িয়ে দিতে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব অপরিসীম

👉👉👉ফেসবুক মার্কেটিং কত প্রকার?ফেসবুক মার্কেটিং সাধারণত ২ প্রকারে হয়ে থাকে। আর তা হলো ফ্রি ফেসবুক মার্কের্টিং এবং পেইড ফে...
10/01/2023

👉👉👉ফেসবুক মার্কেটিং কত প্রকার?

ফেসবুক মার্কেটিং সাধারণত ২ প্রকারে হয়ে থাকে। আর তা হলো ফ্রি ফেসবুক মার্কের্টিং এবং পেইড ফেসবুক মার্কের্টিং। ব্যবসার ধরণ অনুযায়ী ফ্রি এবং পেইড ফেসবুক মার্কের্টিং ব্যবহার করা হয়।


👉👉👉👉ফ্রি ফেসবুক মার্কের্টিং।

সোজা কথায় বলা যায়, যে মার্কেটিং এর কোন পর্যায়ে অর্থ ব্যয় করতে হয় না তাই ফ্রি মার্কেটিং। অনলাইন তথা ডিজিটাল মার্কেটিং এ কোন অর্থব্যয় ছাড়া মার্কেটিং করা যায়। তারই ধারাবহিকতায় ফেসবুক মার্কেটিংও ফ্রি হয়ে থাকে। সেখানে ব্যবসা বা সেবা প্রদানের জন্য নির্দিষ্ট কিছু পন্থা অবলম্বনের মাধ্যমে ফ্রি ফেসবুক মার্কেটিং হয়ে থাকে। তাই বলা যায়, বিনা অর্থ ব্যয়ে ফেসবুকে যে মার্কেটিং করা হয় তাই ফ্রি ফেসবুক মার্কের্টিং। উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো সহজ হয়ে যাবে।

প্রথমে আমরা একটা ফেসবুক পেজ খুলতে পারি। প্রতিষ্ঠানের ধরণ অনুযায়ী পেজ এর নাম, কভার পিকচার, প্রোপাইল পিকচার দিয়ে সাজাতে পারি। তারপর যে পণ্য বিক্রি করতে চাই তার পরিপূর্ণ তথ্য দিয়ে পোস্ট দিতে পারি। সেটা ইমেজ আকারেও হতে পারে। অতপর আমাদের পরিচিত সবাইকে এই পেজ ফলো করার জন্য আমন্ত্রণ জানাতে পারি। তারপর ফেসবুক পেজ এর পোস্টগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারি। আমাদের পরিচিত ফেসবুক বন্ধুদেরকে শেয়ার দেয়ার জন্য অনুরোধ করতে পারি। এই প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে আমরা অধিক সংখ্যক লোকের কাছে আমাদের পণ্যের প্রচার বাড়াতে পারি কোন ধরণের অর্থ ব্যয় করা ছাড়াই। ফেসবুকের বিভিন্ন গ্রুপ এ যোগদান করে আমাদের পেজ ও পণ্যের পোস্ট দিতে পারি। আর এটাই হলো ফ্রি ফেসবুক মার্কেটিং।


👉👉👉পেইড ফেসবুক মার্কেটিং

সাধারণত ফেসবুক নিউজ ফিডে যে পোস্টগুলো স্পনসরড লেখা থাকে সে সব পোস্টই হলো পেইড ফেসবুক মার্কেটিং। ছোট বড় সকল ব্যবসার প্রতিষ্ঠান এই মার্কেটিং ব্যবহার করে কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে পণ্য সম্পর্কে বিস্তারিত জানাতে পারে।

এ ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয়ের মাধ্যমে ফেসবুক এ মার্কেটিং করার নাম হলো পেইড ফেসবুক মার্কেটিং।

পেইড ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে একেবারে সিলেক্টিভ গ্রাহকের কাছে পৌছনো সম্ভব। যদি আমরা চাই আমাদের পণ্য শুধুমাত্র ঢাকা শহরের উত্তরায় বসবাসকারী নারী অথবা পুরুষরা দেখতে পাবে, পেইড ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে এটা সম্ভব। পেইড ফেসবুক মার্কেটিং এর জন্য ফেসবুক পেজ এবং পোস্টকে প্রমোট করা হয়। ফেসবুক কর্তৃপক্ষকে অর্থ প্রদানের মাধ্যমে বিজ্ঞাপন আকারে পেজ এবং পোস্ট নির্ধারিত গ্রাহকের কাছে উপস্থাপন করে ফেসবুক। এটি ফ্রি ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে সম্ভব হয় না।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umme Salma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Umme Salma:

Share