Lopa Sen

Lopa Sen I'm a professional digital Marketing expert..

🌸 ফ্রি সেমিনারের মাধ্যমে সাকসেস বিজ  ফ্যামিলিতে আমার যাত্রা শুরু। এরপর থেকে প্রতিটি ক্লাসে অংশগ্রহণ করেছি প্রতিটি ক্লাস ...
19/01/2023

🌸 ফ্রি সেমিনারের মাধ্যমে সাকসেস বিজ ফ্যামিলিতে আমার যাত্রা শুরু। এরপর থেকে প্রতিটি ক্লাসে অংশগ্রহণ করেছি প্রতিটি ক্লাস ছিল খুবই গুরুত্বপূর্ণ। যা অনেক অজানাকে জানতে আমায় সাহায্য করেছে।

অনেক অজানা জিনিস জেনেছি যেমন লোগো ডিজাইন, কভার ডিজাইন, ইমেইল আইডি প্রফেশনাল,বুকমার্ক সেটাপ, গুগল শীট মেইনটেইন এবং গুগল ড্রাইভের কাজ।

গতকাল ছিল স্কিল টেস্ট। কি হবে প্রচুর চিন্তা হচ্ছিল সেটিও ভালোভাবে সম্পূর্ণ করলাম। প্রতিটি ক্লাসে স্যার ও ম্যাডামদের উপস্থাপনা এবং লাইভে এসে বুঝিয়ে দেওয়ায় ছিল আন্তরিকতার ছোঁয়া।

আশা করি, সৃষ্টিকর্তার কৃপায় ভালো করতে পারব ❤️

Success Biz Family এমন একটা প্রতিষ্ঠান যার সাথে যুক্ত হয়ে আপনি একধাপ এগিয়ে যেতে পারবেন অনলাইন ক্যারিয়ার শুরুর ক্ষেত্র...
16/01/2023

Success Biz Family এমন একটা প্রতিষ্ঠান যার সাথে যুক্ত হয়ে আপনি একধাপ এগিয়ে যেতে পারবেন অনলাইন ক্যারিয়ার শুরুর ক্ষেত্রে। এই প্রতিষ্ঠানে ইনস্ট্রাক্টররা আন্তরিকতার সাথে বুঝিয়ে দেন । আপনিও যদি এর সাথে যুক্ত হন তবে বুঝতে পারবেন উনাদের মত মার্জিত ব্যবহার ও আন্তরিকতা আর কোথাও পাবেন না ।
তাই, ধন্যবাদ success Biz Family 💝

👉  ফ্রিল্যান্সিং এর কথা আগে শুনলে ও এটি সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না । যখন আমার মাসির মাধ্যমে যুক্ত হই তখন ফ্রিল্যান্সিং...
15/01/2023

👉 ফ্রিল্যান্সিং এর কথা আগে শুনলে ও এটি সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না । যখন আমার মাসির মাধ্যমে যুক্ত হই তখন ফ্রিল্যান্সিং টা কি আর ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম টা কি সে সম্পর্কে জানতে শুরু করি।🌸

একজন শিক্ষার্থী হিসেবে লেভেল ওয়ান শেষ করে স্কিল টেস্ট দেওয়ার আগ পর্যন্ত সময়টাতে প্রতিটা ক্লাস খুব সুন্দর ভাবে নিয়েছেন আমাদের ইন্সটাক্টররা 😊। শুধুমাত্র ক্লাস নিয়ে নিজেদের দায়িত্ব পালন করেননি বরং ক্লাসে যেমন দেখিয়াছেন তেমনি সলিউশন ক্লাসে স্কিন শেয়ারের মাধ্যমেও সমস্যার সমাধানের সাহায্য করেছেন। 😌প্রবলেম সলিউশন ক্লাসের পাশাপাশি উনারা ক্লাসের ভিডিও দিয়ে দিয়েছেন যাতে পরবর্তীতে কোন কিছু বুঝতে সমস্যা হলে আবার দেখে নিতে পারি। ❣️

পরীক্ষা এবং স্কিল টেস্ট এর আগে আমাদের অনেক ভালো করে বুঝিয়ে দিয়েছেন কিভাবে পরীক্ষায় ও স্কেল টেস্টে ভালো করতে পারবো । আর এর মাধ্যমে কিভাবে সামনের দিকে এগিয়ে যাব সে দিকটাও ভালোভাবে বুঝিয়েছেন 🥰❤️

14/01/2023

🌸আমার পেইজে আপনাদের স্বাগতম 🌸

ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত যাবতীয় তথ্য আমার পেইজে পাওয়া যাবে 🌸

আমার পেইজে আসার জন্য ধন্যবাদ 😊 পেইজে লাইক, ফলো, শেয়ার, কমেন্ট দিয়ে পাশে থাকবেন🌸

🌸  Health post 🌸    পৃথিবীতে একমাত্র সুখী সে যে সুস্বাস্থ্যের অধিকারী অটেল সম্পদ থাকার পরও যদি সুস্বাস্থ্যের অধিকারী হওয...
13/01/2023

🌸 Health post 🌸


পৃথিবীতে একমাত্র সুখী সে যে সুস্বাস্থ্যের অধিকারী অটেল সম্পদ থাকার পরও যদি সুস্বাস্থ্যের অধিকারী হওয়া না যায় তবে সে সম্পদ ও মানুষকে সুখ দিতে পারেনা । কথায় আছে, স্বাস্থ্যই সকল সুখের মূল ❣️

আমরা যদি প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড গ্রহণ করি তবে আমাদের শরীরে চর্বি বা মেদ বৃদ্ধি পাবে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হবো এমনকি মরণব্যাধি ক্যান্সারেও আক্রান্ত হতে পারি। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ । 😌

পরিমিত বিশ্রাম😁 , পর্যাপ্ত ঘুম 😴, পুষ্টিকর খাবার ☺️এগুলো যদি ঠিকমতো না হয় তবে মানুষের আচরণে তার প্রভাব পড়ে। কোন কাজে সে মনোযোগ দিতে পারে না 🙁। প্রচন্ড প্রভাব পড়ে মানুষের কর্ম ক্ষেত্রে 🤦🏼‍♀️। প্রচুর প্রাচুর্য থাকার পরও শারীরিক অশান্তির কারণে নরক যন্ত্রণা ভোগ করে🙂। কিন্তু, আমরা যদি সামান্য স্বাস্থ্য সচেতন হই এসব থেকে রক্ষা পেতে পারি। 🤍

পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি, শাক-সবজি , মাছ মাংস , দুধ, ডিম যদি সঠিক পরিমাণে অর্থাৎ সুষম খাদ্য গ্রহণ করি তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি।💪 ঘরের আশেপাশে খালি জায়গায় অনাবাদি জমিতে সবজি চাষ করে আমরা আমাদের চাহিদা মিটাতে পারি।🦋 এছাড়া আমাদের দেশীয় ফলে রয়েছে বিভিন্ন ভিটামিন ও অনেক ভয়ংকর রোগের প্রতিরোধ ক্ষমতা। তাই, প্রতিদিন আমাদের ফল খেতে হবে বিশেষ করে মৌসুমী ফল প্রচুর খেতে হবে । কারণ , সুস্বাস্থ্যই সকল সুখের মূল চাবিকাঠি ❤️

18/12/2022

New market, Chittagong ❤️

Send a message to learn more

17/12/2022

I'm a professional Digital Marketer expert. I have been working successfully for 2 years. I've accepted online work as a hobby and profession. My primary resource is efficiency and honesty. I have a highly skilled team. We provide highly satisfying service

Address

Andorkilla
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lopa Sen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share