
19/01/2023
🌸 ফ্রি সেমিনারের মাধ্যমে সাকসেস বিজ ফ্যামিলিতে আমার যাত্রা শুরু। এরপর থেকে প্রতিটি ক্লাসে অংশগ্রহণ করেছি প্রতিটি ক্লাস ছিল খুবই গুরুত্বপূর্ণ। যা অনেক অজানাকে জানতে আমায় সাহায্য করেছে।
অনেক অজানা জিনিস জেনেছি যেমন লোগো ডিজাইন, কভার ডিজাইন, ইমেইল আইডি প্রফেশনাল,বুকমার্ক সেটাপ, গুগল শীট মেইনটেইন এবং গুগল ড্রাইভের কাজ।
গতকাল ছিল স্কিল টেস্ট। কি হবে প্রচুর চিন্তা হচ্ছিল সেটিও ভালোভাবে সম্পূর্ণ করলাম। প্রতিটি ক্লাসে স্যার ও ম্যাডামদের উপস্থাপনা এবং লাইভে এসে বুঝিয়ে দেওয়ায় ছিল আন্তরিকতার ছোঁয়া।
আশা করি, সৃষ্টিকর্তার কৃপায় ভালো করতে পারব ❤️