Farhana Tasmin

Farhana Tasmin ❤️আমি আমার আব্বু আম্মুর ছোট্ট রাজকন্যা ❤️

Good night everyone 🌇
12/07/2025

Good night everyone 🌇

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন?খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।যে কষ্টগুলো ...
12/07/2025

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন?
খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!
তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।
যে কষ্টগুলো আপনি দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে যে!
গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরেফিরে কিন্তু আপনার কাছেই ফেরত আসবে একদিন না একদিন। আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে, হয়তোবা আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না!

সবারই মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস — সামনে এগোতে গেলে শিকলের মত পা জড়িয়ে টেনে ধরে। কেউ অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা কথা আছে, ইংরেজিতে যাকে "Revenge of Nature" বলে। মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিছুই ভুলে না! সময়ের ব্যবধান মাত্র!!

কেউ নিজে দোষ করে উল্টা আপনাকে অপবাদ দিয়েছে, নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জনকে ছোট দেখাল, আপনার শ্রম-সফলতার স্বীকৃতি দিল না, ক্ষমতার দাপট দেখিয়ে ন্যায্য হিস্যা থেকে আপনাকে বঞ্চিত করেছে, কথার বাণে আপনাকে করেছে ক্ষত-বিক্ষত! করুক না!! জরুরি না যে সবকিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে! কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না! দেখেনই না কি হয়?

সবসময় আমরা বুঝে উঠতে পারি না, ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি৷ কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাঁদিয়ে, কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না!

এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নিবে। কারণ মহান সৃষ্টিকর্তা কাউকে ঠকান না। তিনি কারোর একার না। তিনি সবার।

Good afternoon everyone 🌄
12/07/2025

Good afternoon everyone 🌄

Good morning everyone 🌄
12/07/2025

Good morning everyone 🌄

এই লেখা শুধু একজন মায়ের না, এটা হাজারো মায়ের মনের কথা। 🤔আপনার মিষ্টি মিষ্টি কথা বলা বউটা এখন সারাদিন খিটখিট করে ।  সামান...
11/07/2025

এই লেখা শুধু একজন মায়ের না, এটা হাজারো মায়ের মনের কথা।

🤔আপনার মিষ্টি মিষ্টি কথা বলা বউটা এখন সারাদিন খিটখিট করে । সামান্য কিছু হলেই রেগে যায়।

👉কেন জানেন?

🥹আপনার মিষ্টি বউটা এখন মা…
একটা শব্দ, যার পেছনে লুকানো হাজারটা না বলা কষ্ট।
সবাই বলে খিটখিটে মেজাজ, রাগী স্বভাব—
কিন্তু কেউ ভাবে না, সে কতটা হতাশ তার জীবন নিয়ে

☺️সন্তান জন্মের পর একজন নারীর জীবন বদলে যায়—
এই কথাটা সবাই বলে।
😢কিন্তু সেই বদলে যাওয়া জীবনে, নিজের জন্য একটু সময়, কিছু সখ পূরণ থাকে না

🤔সে কেন আগের মতো হাসে না?
🤔কেন চুপচাপ হয়ে গেছে?
🤔কেন একটু কিছু হলেই রেগে যায়?

🙂‍↕️কিন্তু কখনো কি জিজ্ঞেস করি—
তোমার কি লাগবে । কোন কাজে তোমার সাহায্য লাগবে কিনা।

✅একজন মা,
👉যে সারারাত জেগে সন্তানের নিঃশ্বাস গোনে,
👉যে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়,
👉 প্রতিদিন চলে যুদ্ধ সংসারের কাজ , বাচ্চা সামলানো সব মিলিয়ে নিজের জন্য ১ মিনিট সময় থাকে না ।
👉 তারপরও মা হাসিমুখে সব কাজ করছে কারণ তার কাছে নিজের থেকে সংসার ও তার বাচ্চা বেশি গুরুত্বপূর্ণ।

✅যে দিনের পর দিন নিজের শরীর, মন, স্বাধীনতা সব বিসর্জন দেয়—
👉তাকে আমরা শুধুই “দায়িত্বশীল” বলে পাশ কাটিয়ে যাই।

🥹আয়া, বুয়া, দারোয়ান—সবার শ্রমের দাম আছে।
শুধু একজন মায়ের শ্রমটাই “স্বাভাবিক” ধরে নেই।

😢তাকে কেউ ধন্যবাদ দেয় না,
😢কেউ বোঝে না,
শুধু বলে—
“তুমি তো সারাদিন ঘরেই থাকো, এত ক্লান্তি কিসের?”
“সব তো আছে, তাও এমন খিটখিটে কেন?”

👉এই কথাগুলো যখন তার কানে আসে,
👉সে আরো হতাশ হয়ে যায়। ডিপ্রেশনে পড়ে যায়। আরো অধৈর্য হয়ে পড়ে

🥹সে কোনো স্বীকৃতি চায় না,
🥹কোনো বেতন চায় না।
শুধু চায় কেউ একজন বলুক—
"তুমি অনেক কষ্ট করো, আমি বুঝি।"

👉আমি বুঝি এই সামান্য কথাটাই একটি মাকে হতাশা থেকে বের করতে পারে । ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারে ।

👉এই লেখা শুধু একজন মায়ের না,
👉এটা হাজারো মায়ের মনের কথা —
👉যারা প্রতিদিন নিঃশব্দে একটা পৃথিবী গড়ে তোলে,

✅ আপনার মিষ্টি বউটা মিষ্টি মিষ্টি কথা বলত যদি আপনি তার যুদ্ধের একজন সঙ্গী হতেন ।

#

অল্পতে রেগে যায় এমন পুরুষকে বিয়ে করা থেকে নিজেকে বিরত রাখো।তার রাগ শুধু ক্ষণিকের কিছু মুহূর্ত নষ্ট করবে না —তা ধ্বংস করে...
11/07/2025

অল্পতে রেগে যায় এমন পুরুষকে বিয়ে করা থেকে নিজেকে বিরত রাখো।

তার রাগ শুধু ক্ষণিকের কিছু মুহূর্ত নষ্ট করবে না —তা ধ্বংস করে দেবে তোমার মনকে,
তোমার মানসিক শান্তিকে,এমনকি তোমার ভবিষ্যৎ সন্তানদের জীবনকেও।

জীবনসঙ্গী হিসেবে এমন একজন পুরুষকে বেছে নাও,যার হৃদয়ে রয়েছে ধৈর্য, সহনশীলতা আর শান্তি।প্রার্থনা করো এমন একজন মানুষের জন্য,যার পাশে জীবনটা সহজ হবে, কঠিন নয়।

মনে রেখো, জীবন এমনিতেই যথেষ্ট কঠিন —
নিজ হাতে সেটাকে আরও কঠিন করে তুলো না।❤️‍🩹

Good morning everyone
11/07/2025

Good morning everyone

“এই বাড়ি, এই গাড়ি, এই ব্যাংক ব্যালেন্স—সবই তো তোমার!”এই কথাটাই হলো পুরুষদের সবচেয়ে চকচকে বড় মিথ্যা।যেই সংসারে দিনের পর ...
10/07/2025

“এই বাড়ি, এই গাড়ি, এই ব্যাংক ব্যালেন্স—সবই তো তোমার!”এই কথাটাই হলো পুরুষদের সবচেয়ে চকচকে বড় মিথ্যা।যেই সংসারে দিনের পর দিন খেটেও যদি হিসেবের খাতা খুলে দেখাতে হয়,,

যেখানে নিজের জন্য কিছু কিনতেও অনুমতির দরকার হয়, নিজের জন্য বাদি দিলাম,অই সংসারের জন্য যদি একটা বাটি ও কিনতে চান তার জন্য পারমিশন নিতে হবে, বলতে হবে একটা নতুন ডিজাইনের বাটি সেট পছন্দ হয়েছে নিতে চাই। তখনো জামাই বলবে আরে এতো কিছু কিনতে হবে না বা এখন কিনো না বা এই মাসে নেয় বা খুব প্রয়োজন নেই ,,🫠 ,,

সেইটা নিজের “সব কিছু” কীভাবে হতে পারে?
এর পর একটা টাকা বাবা, মা, ভাই, বোন দের দিতে চাইলে ভয়ংকর একটা সংকোচ কাজ করে বলতে। তা হলে। এর পর ছেলে মেয়ে মানুষ করতে করতে সমাজের মানুষ ও বলে আরে পুরুষ কি টাকা নিয়ে কবরে যাবে সব ত তোমাদের জন্য জমা করে।

এই ভাবে আমাদের সখ আহ্লাদ গুলো মাটি চাপা পড়ে
এর পর স্বামী যদি মা-রা যায় আর যদি ছেলে সন্তান বড়ো থাকে তা হলে ত অই সম্পদের নাটাই আবার পুরুষের হাতে যায়। তখন স্বামী থেকে ছেলে ও বলে মা তোমার কি এতো লাগবে আমি ত সব আনতেছি।
তা হলে মেয়েরা আসলেই কি নিজের মত করে একটু হলেও খুশি গুলো পুরুন করতে পারে বিনা কৈফতে আমি আজ ও বুঝলাম না,,💔,,

চাকুরিজীবীদের যেমন সপ্তাহে একদিন ছুটি থাকে,
সংসার সামলানো নারীর কিন্তু কোনো ছুটি নেই।
একটানা চলা, প্রতিনিয়ত সহ্য, আর সবার আগে নিজের চাওয়া-পাওয়া বিসর্জন,,

আর যারা পড়াশোনা করে আত্মনির্ভরশীল হয় তারা মনে হয় একটু হলেও এই শান্তি গুলো পায়।
নারীদের জীবন বড়ই অদ্ভুত......

Good morning everyone 🌄
10/07/2025

Good morning everyone 🌄

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farhana Tasmin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Farhana Tasmin:

Share